শিক্ষা

অনলাইন পাঠদান মনিটরিং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

বিশেষ করে কোভিড-১৯ প্যান্ডামিকের কারণে যখন চারিদিকে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায় তখন আমাদের দেশ কর্তিক একটি সেবা চালু করা হয় যাকে আমরা অনলাইন পাঠদান মনিটরিং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নামে অভিহিত করে থাকি।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গুগল মিটের মাধ্যমে পাঠ্যদান করাই হচ্ছে অনলাইন পাঠদান মনিটরিং এর প্রধান উদ্দেশ্য। বিশেষ করে এই নীতিটি চালু করা হয় ২০২১ সালের ৩ জুন।

বর্তমানে যদিও এটির ব্যবহার খুব কম হয়ে থাকে তার পরেও অনেকে গুগল থেকে সার্চ করে কিন্তু সঠিক তথ্য কোনভাবেই পায়না তাই আমি আজকে সমস্ত বিষয় গুলো স্টেপ বাই স্টেপ জানিয়ে দেয়ার চেষ্টা করবো।

অনলাইন পাঠদান মনিটরিং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

বিশেষ করে প্রাথমিক শিক্ষার্থীদের পাঠ্য সুবিধার জন্যই বাংলাদেশ সরকার কর্তিক একটি অনলাইন ওয়েবসার্ভার তৈরি করা হয় আর যেখানে শুধু প্রাইমারির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারতো।

ছাত্র-ছাত্রীরা কেন এবং কিভাবে সার্ভার ব্যবহার করবে সে বিষয়ে স্পষ্টভাবে ধারণা দেয়ার জন্য ২০২১ সালের ৩ মার্চ একটি নোটিশ পাবলিশ করা হয় আর সেই নোটিসে যা যা ছিল জানিয়ে দিচ্ছি।

প্রধান বিষয় ছিল “অনলাইন পাঠদান মনিটরিং” ও ওয়েবপোর্টালে অনলাইন পাঠের সিডিউল এন্ট্রি।

উক্ত নোটিসে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয় কোভিড ১৯ চলাকালীন সময়ের জন্য প্রাথমিক শিক্ষার্থীদের গুগল মিটের মাধ্যমে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে হবে। আর এর জন্য তৈরি করা হয়েছে অনলাইন সার্ভার।

যে সার্ভার ব্যবহার করে সমস্ত প্রাথমিক বিদ্যালয়য়ের শিক্ষার্থীরা তাদের শিক্ষকের কাছে অনলাইন থেকে ক্লাস করেই সমস্ত বিয়স বস্তু বুঝে নিতে পারতো। বিশেষ করে নোটিসে আরও উল্লেখ করা হয় যে, প্রতিদিন অনলাইন পাঠের সিডিউল পোর্টালে এন্ট্রি করতে হবে।

আরওঃ হাতে থাকা মোবাইল দিয়েই ঘরে বসে আয় করুন। উপায় জানতে ক্লিক করুন

নোটিশ দেখুন

অনলাইন পাঠদান মনিটরিং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
অনলাইন পাঠদান মনিটরিং

আপনি চাইলে এই নোটিশটি ডাউনলোড করে আপনার ফোন থেকে দেখতে পারবেন। এর জন্য নিচে দেয়া ডাউনলোড বাটনে আপনাকে ক্লিক করে দিতে হবে তাহলেই ডাউনলোড পেজ খুলে যাবে।

আপনি যদি নোটিসে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে ( http://180.211.137.133:8088/onlineclass/ ) পাবেন একটি লিংক দেয়া রয়েছে আর ঐ লিংকে প্রবেশ করলে একটি ওয়েব পেজ অপন হয় আর সেখানেই প্রতিটি শিক্ষার্থী তাদের অনলাইন ক্লাসের সমস্ত পাঠের সিডিউল ও কার্জক্রম জমা দিতে পারে।

কিন্তু বর্তমান সময়ে এই সার্ভারটি একেবারে বন্ধ করে রাখা হয়েছে তাই আপনি হাজার চেষ্টা করলেও এই সার্ভারে প্রবেশ করতে পারবেননা। এর কারণ হচ্ছে বর্তমানে স্কুলে সরাসরি ক্লাস শুরু হয়ে গিয়েছে তাই এটির আর দরকার হচ্ছেনা।

যদি আবার কোন প্রকার পেন্ডামিক তৈরি হয় তাহলে হয়ত বাংলাদেশ সরকার কর্তিক এই পোর্টালটি খুলে দেয়া হবে। তাছাড়াও যদি এমন হয় যে শিক্ষার্থীদের পাঠদান কেমন চলছে সেটির মনিটরিং হবে তাহলে এই সার্ভার আবার খুলে দিতেও পারে ( ব্যাক্তিগত মতামত )।

তাই এখন যদি আপনি হাজার বারও চেষ্টা করেন এই পোর্টাল কোনভাবেই খুলতে পারবেননা। আপনি আমাদের যুক্ত থাকুন যদি পরবর্তিতে কোন আপডেট দেয়া হয় তাহলে আমরা সেটিকে এই পেজেই আপডেট করে দিবো।

তাই পেজটি সেভ করে রাখতে পারেন অথবা লিংকটি কোথাও শেয়ার করে দিতে পারেন। আপনার যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আনার উত্তর দিয়ে দেয়া হবে।

আরও দেখুন,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *