অ্যান্ড্রয়েড টিভি বক্স এর দাম ২০২৩
অ্যান্ড্রয়েড টিভি বক্স এর দাম -বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড টিভি একটি ট্রেন্ডে পরিনত হয়েছে আর এই কারণেই বর্তমান বাজারে অ্যান্ড্রয়েড টেলিভিশনের অনেক চাহিদা রয়েছে। বর্তমানে সমস্ত এলইডি মনিটর গুলতে কার্ড ব্যবহার করে অতি সহজেই একটি স্মার্ট টিভিতে পরিনিত করা যাচ্ছে।
আপনার ক্ষেত্রে যদি এমন হয়ে থাকে তাহলে আমি মনে করি আপনি সঠিক একটি পোস্ট ওপেন করেছেন কারন আজকের এই পোষ্টে আমি আপনাকে কিছু অ্যান্ড্রয়েড টিভি বক্স এর দাম এবং কুয়ালিফিকেশন জানিয়ে দিব।
তাই অশ্যই একটু সময় নিয়ে আজকের এই রিভিউ আর্টেলটি পড়ুন কারন বর্তমান বাজারে সব ধরণের অ্যান্ড্রয়েড টিভি বক্স পাওয়া যাচ্ছে। তাই সমস্ত তথ্য জেনে তারপর টিভিবক্স কেনার চেষ্টা করুন।
অ্যান্ড্রয়েড টিভি বক্স এর দাম ২০২৩
প্রতিটি টিভিবক্স আপনার সাধ্যের মধ্যেই থাকছে আপনি শুধু নিজের পছন্দেরটি বেছে নিয়ে পাশের একটি মার্কেট থেকে কিনে নিয়ে আসবেন। অবশ্যই কেনার পূর্বে ব্রান্ড এবং মডেল দেখে নিবেন।
হতেও পারে বাজারে এই পন্যের ডুবলিকেট কোন পন্য রয়েছে। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা এন্ড্রয়েড টিভি বক্সের দাম জানা শুরু করি,
TX3 Mini Android TV Box

দামঃ ৳ ৩,৩৫০
কনফিগারেশন
TX3 Mini মডেলের এই টিভিবক্সটিতে থাকছে ৪জিবি র্যাম এবং সাথে ৩২ জিবি স্টোরেজ যেখানে আপনি খুব সহজেই ছবি, অডিও, ভিডিও সেভ ডাউনলোড করে রাখতে পারবেন তাছারাও এই টিভিবক্সটিতে আপনি আলাদাভাবে মেমোরি কার্ড অথবা পেন্ড্রাইভ ব্যবহার করতে পারবেন।
এই কার্ডটির সাথে আরও থাকছে ডিছি অডিও মোড যার ফলে আপনি কোন প্রকার সাউন্ড বক্স ব্যবহার না করেই এটি থেকে পরিষ্কার সাউন্ড পেয়ে যাবেন। এছাড়াও পরিষ্কার এবং ক্লিয়ার ভিডিও দেখার জন্য এটিতে থাকছে Penta-Core Mali-450, Up To 750Mhz+ speed এর গ্রাফিক।
কানেক্টিভিটির জন্য জুক্ত আছে ওয়াইফাই, ব্লুটুথ, ইউএসবি, এইচডিএমআই, ইথারনেট আরও। এটির অপারেটিং সিস্টেম হিসাবে দেয়া থাকছে অ্যান্ড্রয়েড ভার্সন ৭.১
ইন্টারনেট ব্রাউজিং এর ক্ষেত্রে আপনি অনায়াসে ফেসবুক, ইউটিউব, নেটফিলিক্স এবং এর সাথে সাদৃশ্য পূর্ন সমস্ত প্লাটফর্ম গুল অনায়াসে ব্রাউজ করতে পারবেন।
আরওঃ 2023 সালের সেরা কিছু মোবাইল ফোন দেখুন
Xiaomi 4K TV Stick

দামঃ ৳৪,৪৯০
কনফিগারেশন
শাওমির এই টিভি বক্সটির সাথে থাকছে 4K ভিডিও সাপর্ট ক্ষমতা এবং সেই সাথে এই ফোনটির সাথে আরও থাকছে ২জিবি র্যাম এবং সেই সাথে আরও থাকছে ৮জিবি রম যার ফলে আপনি এই ৮জিবি স্টোরেজে যেকোনো কিছু ডাউনলোড করে রাখতে পারবেন।
এইদিকে এই টিভিবক্সটির সাথে থাকছে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং Quad-core Cortex-A35 প্রসেসর। এই টিভি বক্স দিয়ে ইউটিউব, ফেসবুক, নেটফ্লিক্স, অ্যামাজন প্রিমিয়াম ব্যবহার করা যাবে।
এছারাও MKV / MPG / MPEG / DAT / AVI / MOV / ISO / MP4 / RM এই সব ফরমেটের ভিডিও সাপর্ট করতে সক্ষম এই টিভি বক্সটি। এইচডিএমআই সাপর্টের পাশাপাশি এটির সাথে থাকছে মাইক্রো ইউএসবি।
সব মিলিয়ে দেখতে গেলে এই টিভি বক্সটি ভালোমানের রয়েছে তাই চাইলে আপনি এই টিভি বক্সটি কিনতে পারেন।
Tanix TX6

দামঃ ৳২,৯৯০
কনফিগারেশন
টানিক্স এর এই টিভি বক্সটির সাথে থাকছে ৪জিবি ডিডিআর৩ ভ্যারিয়েন্টের র্যাম ও ৩২জিবি রম এবং সেই সাথে আরও থাকছে এন্ড্রয়েড ৯.০ অপারেটিং সিস্টেম। বিশেষ করে এই টিভি বক্সটিতে আগামি প্রজন্মের আপডেট 6K রেজুলেশন ব্যবহার করা হয়েছে।
ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, এইচডিএমআই এর পাশাপাশি প্রায় সব ধরণের ফিচার থাকছে এই এন্ড্রয়েড টিভি বক্সটির সাথে। চাইলে আপনি এই টিভিবক্সটি কিনতে পারেন।