প্রযুক্তি বাজার

আইটেল ভিশন 1 প্লাস দাম বাংলাদেশ ২০২২

বর্তমান বাংলাদেশের যে কয়েকটি ফোন বাজারের অনেক বেশী বিক্রি হয়ে আসছে তার মধ্যে আইটেল ভিশন 1 প্লাস একটি তাইতো গুগলে অনেক বেশী সার্চ হয়ে থাকে। আর আজকের এই আর্টিকেলে আপনি জানতে পারবেন আইটেল ভিশন 1 প্লাস মোবাইলটির দাম, কনফিগারেশন এবং ভালো ও খারাপ দিক।

ফোন সেটি জেই মডেলের হোক না কেন ফোন কেনার পূর্বে সেই ফোনের সমস্ত ফিচার গুলো আগে ভালোভাবে জানতে হয় তারপর কিনতে হয়। অনেকেই রয়েছেন সার্চ করে পেজে আসেন এবং দাম দেখেই চলে গিয়ে ফোনটি কিনে ফেলে।

এটি করা মোটেও উচিৎ নয়। তাই আপনি একটু সময় নিয় আজকের এই ফোনটির দামের পাশাপাশি ফোনটির সাথে কি কি ফিচার রয়েছে ও সেই সাথে এটির ভালো ও খারাপ দিক গুলো দেখে নিয়ে বিবেচনা করুন এবং তার পরেই ফোনটি কেনার চেষ্টা করুন।

আশা করছি আপনি কোনোভাবেই আশাহত হবেননা। তাই একটু সময় নিয়ে দেখুন এবং সবার চেয়ে আলাদা কিছু অভিজ্ঞতা তৈরি করুন এই ফোনটি সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক,

আইটেল ভিশন 1 প্লাস স্পেসিফিকেশন

আইটেল ভিশন 1 প্লাস
First ReleaseMay 2020
ColorsGradiation Blue, Gradiation Purple
  Connectivity
Network2G, 3G, 4G
SIMDual Nano SIM
WLANWi-Fi Direct, Wi-Fi hotspot
Bluetoothv4.2
GPSA-GPS
RadioFM
USBv2.0
OTGYes
USB Type-CNo
  Body
StyleMinimal Notch
MaterialGlass front, plastic body
Water ResistanceNo
DimensionsNot announced
WeightNot announced
  Display
Size6.5 inches
ResolutionHD+ 720 x 1600 pixels
TechnologyIPS Touchscreen
ProtectionNo
FeaturesMultitouch
  Back Camera
ResolutionDual 13+0.3 Megapixel
FeaturesAutofocus, LED flash, 4x zoom, AR Emoji, low-light shots
Video RecordingFull HD (1080p)
  Front Camera
Resolution8 Megapixel
Features
Video Recording1080p
  Battery
Type and CapacityLithium-ion 5000 mAh
Fast Charging
  Performance
Operating SystemAndroid Pie v9.0
ChipsetUniSoC SC9863A
RAM2 / 3 GB
ProcessorOcta-core, 1.6 GHz
GPUPowerVR GE8322
  Storage
ROM32 GB
MicroSD Slotup to 128 GB (dedicated slot)
  Sound
3.5mm JackYes
FeaturesLoudspeaker
  Security
FingerprintYes On the back
Face UnlockYes
  Others
Notification LightNo
SensorsFingerprint, Accelerometer, Proximity
Manufactured byitel
Made inBangladesh
Sar Value

আইটেল ভিশন 1 প্লাস দাম

Official ✭৳7,990 2/32 GB
৳8,990 3/32 GB

👍 সবার সেরা নোকিয়া বাটন ফোনের দাম ও ফিচার

হাইলাইট

আইটেল ভিশন 1 প্লাস দাম জানার পাশাপাশি স্পেসিফিকেশন গুলো জানিয়ে দেয়া হয়েছে। এখন চলুন স্পেসিফিকেশন গুলো বিস্তারিত বিষদ জেনে নেয়ার চেষ্টা করি। আইটেল ভিসন ১ মডেলের এই ফোনটির সাথে থাকছে Gradiation Blue, Gradiation Purple এই দুটি কালার।

এছাড়াও এই ফোনটিতে ব্যবহার হয়েছে 2G, 3G, 4G নেটওয়ার্ক সুবিধা ও সেই সাথে ডুয়াল ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে। এদিকে এটির সাথে Minimal Notch এর পাশাপাশি 6.5 ইঞ্চির একটি ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যার রেজোলিশন থাকছে 720 x 1600 পিক্সেল।

তাছাড়াও এই ডিসপ্লের প্রযুক্তি হিসাবে ব্যবহার হয়েছে আইপিএস টাচ স্ক্রিন ও সেই সাথে মাল্টিটাচ ফিচার। ফোনটির ক্যামেরার দিকে লক্ষ্য করলে দেখা যায় যে, এটির ব্যাক ক্যামেরা থাকছে মোট দুটি, 13+0.3 মেগাপিক্সেল।

সেই সাথে এই ফোনের সেলফি ক্যামেরা থাকছে ৮ মেগা পিক্সেল আর আপনি উভয় ক্যামেরা ব্যবহার করেই ১০৮০পি মুডে ভিডিও রেকর্ড করতে পারবেন। Lithium-ion 5000 mAh ব্যাটারির পাশাপাশি এই ফোনের সাথে অপারেটিং সিস্টেম থাকছে Android Pie v9.0 এবং সেই সাথে প্রসেসর থাকছে Octa-core, 1.6 GHz এর।

UniSoC SC9863A দ্বারা পরিচালিত এই ফোনটির সাথে দুই ভ্যারিয়েন্টের র‍্যাম ব্যবহার হয়েছে যার মধ্যে একটিতে থাকছে ২জিবি র‍্যাম ও ৩২ জিবি রম ও অন্যটিতে থাকছে ৩জিবি র‍্যাম ও ৩২ জিবি রম আর এর জন্য দামের পার্থক্য রয়েছে।

আপনি যদি অতিরিক্ত স্টোরেজ ব্যবহার করতে চান তাহলে এই ফোনের সাথে আপনি আলাদাভাবে ১২৮ জিবির একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই ফোনটির সিকিউরিটির জন্য ব্যবহার হয়েছে ফিঙ্গার প্রিন্ট ও ফেস আনলক। আর ফিঙ্গার প্রিন্টটি উপস্থিত থাকছে ফোনের পেছন পাশে।

👍আইফোন ১০ কিনতে চান তাহলে এখানে চালুন

ভালো ও খারাপদিক

এই ফোনটির ভালো এবং খারাপদিক আপনাকে জান্যে দেয়ার কারণ হচ্ছে আপনি যেন অতি সহজেই বুঝে উঠতে পারেন এই ফোনটি কেনা যাবে কিনা? কারণ একটি ফোনের শুধু দাম ও র‍্যাম রম দেখে কিনলেই হয়না আর কিছু ভিন্ন ফিচার ফলো করতে হয়।

আর এই ফোনের কথা যদি বলি তাহলে এই ফোনের সাথে বড় মাপের একটি টাচ স্ক্রিন রয়েছে যেটি সাইজ হচ্ছে ৬.৫ ইঞ্চি এবং এটি এই ফোনের জন্য বেটার আছে। তাছাড়াও এদিকে এই ফএন্র সাথে ব্যাক ক্যামেরা থাকছে দুইটি এবং সেলফি ক্যামেরা যা আছে সবই ঠিকঠাক আছে।

এদিকে ফোনটির কালার এবং স্টাইল আমার কাছে অনেক ভালো লেগেছে। তাছাড়াও এই দামের মধ্যে দুটি ভ্যারিয়েন্টের র‍্যাম বর্তমান ফোন গুলোতে পাওয়া যায়না বললেই চলে। সারাদিন চার্জ ব্যাকাপ দেয়ার জন্য যে ব্যাটারি রয়েছে সেটি এই দামের মধ্যে বেশী দিয়ে ফেলেছে।

এখানে এই ফোনের বাজে বা খারাপ দিক যদি বলি তাহলে অপারেটিং সিস্টেম অনেক আগের এটি আপডেট করার সুযোগ থাকলে ভালো হত। তাছাড়া চিপ্সেট থেকে শুরু করে প্রসেসর সমস্ত কিছু ভালোই রয়েছে।

সমস্ত কিছু বিবেচনা করলে দেখা যায় এই ফোনটির সমস্ত কিছুই অনেক ভালো রয়েছে। বিশেষ করে আপনি এই দামের মধ্যে এত ভালো ফিচার ফোন আর নাও পেতে পারেন। তাই আপনি চাইলে এই ফোনটি কিনতে পারেন।

👍মাত্র ৫০০ টাকা বাজেটের মধ্যে সেরা কয়েকটি স্মার্ট ঘড়ি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *