গ্যাজেট বাংলাদেশমোবাইল ফোন

২০২৩ সালে আইটেল ভিশন 2 দাম কত ?

কেমন আছেন আপনি? আমি আশাবাদি যে, আপনি অনেক অনেক ভালো আছেন। আপনি গুগল থেকে আইটেল ভিশন 2 দাম কত লিখে সার্চ করে থাকলে এবং এই ওয়েবসাইটে প্রবেশ করে থাকলে আমি মনে করি আপনি সঠিক একটি সাইটে প্রবেশ করেছেন কারন এই রিভিউ আর্টিকেলে আইটেল ভিশন ২ মোবাইল ফোনটি সম্পর্কে সমস্ত কিছু আপনার সাথে বিস্তারিতভাবে শেয়ার করবো।

যদি আপনি এই ফোনটি কিনতে চান তাহলে আমি মনে করি এই আর্টিকেলটি আপনার জন্য। আর্টিকেলটিতে ফোনটি সম্পর্কে বিস্তারিত সমস্ত কিছু জানিয়ে দেয়ার চেষ্টা করছি। এই ফোনটি বাংলাদেশের বাজারে প্রথম রিলিজ হয় ২০২০ সালের জানুয়ারি মাসে রিলিজ হয় কিন্তু তারপরেও ফোনটির ভাল পারফর্মেন্স এর জন্য বর্তমানে ২০২৩ সালে এসে ফোনটি অনেকের কাছে ভালোলাগে যার মধ্যে আপনি একজন।

তাই আপনার জন্য বিশেষ ভাবে সাজানো হয়েছে আজকের এই আর্টিকেলটি। একটু সময় নিয়ে অবশ্যই দেখেবেন এবং কনফিউশন থাকলে কমেন্ট করবেন। তাহলে চলুন সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করা যাক।

আইটেল ভিশন 2 দাম কত

আইটেল ভিশন ২ ফোনটি দুটি ভ্যারিয়েন্টের রয়েছে যার মধ্যে একটি হচ্ছে ২জিবি র‍্যাম ও ৩২জিবি রম এবং অন্য ভ্যারিয়েন্টি হচ্ছে ৩জিবি র‍্যাম এবং ৬৪ জিবি রম। দুই ভ্যারিয়েন্টের হওয়ার কারণে ফোনটি দুই রকমের দাম রয়েছে যার মধ্যে প্রথমটির দাম হচ্ছে ৮,৪৯০ টাকা যেটি থাকবে ২/৩২ জিবি এবং ৩/৬৪ জিবি ফোনটির দাম হচ্ছে ৯,৪৯০ টাকা

দাম তো জানা হল তাহলে এখন ফোনটির স্পেসিফকেশ নিয়ে বিষদ বিস্তারিত জেনে নেয়া যাক। ফোনটি যেহেতু ব্যাক ডেটেড তাই ফোনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেয়াই ভালো যদি না জানা হয় তাহলে এই ফোনটি কেনা যাবে কিনা সেটি সম্পর্কে জানা যাবেনা। তাই অল্প একটু সময় নিয়ে বিস্তারিত সব কিছু জেনেনিন।

আইটেল ভিশন ২ এই ফোনটিতে থাকছে Gradation Green, Deep Blue এই দুটি কালার। এছাড়াও এই ফোনটির সাথে থাকছে 2G, 3G, 4G এই তিন প্রযুক্তির নেটওয়ার্ক সুবিধা। ডুয়াল ন্যানো সিম কার্ড ব্যবহার করার মত সুবিধার পাশাপাশি ফোনটির সাথে আরও থাকছে Wi-Fi Direct, Wi-Fi hotspot এবং ব্লুটুথ ভার্সন ৪.২

জিপিএস, এফএন রেডিও, ইউএসবি ভার্সন ২.০ এবং ওটিজি সাপর্টের পাশাপাশি ফোনটিতে রয়েছে ৬.৬ ইঞ্চির মিনিমাল নচ টাচ স্ক্রিন যার রেজোলিউশন থাকছে HD+ 720 x 1600 pixels এর। এছাড়াও ডিস্প্লেতে প্রযুক্তি দেয়া থাকছে আইপিএস টাচ স্ক্রিন ও মাল্টিটাচ ফিচার।

১৬৯ গ্রাম ওজনের এই ফোনটির সাথে রয়েছে ত্রিপল 13+2+0.3 মেগাপিক্সেল ক্যামেরা যার ফিচার হিসাবে যুক্ত থাকছে Autofocus, LED flash, 4x zoom, macro, depth এবং ফোনটির সাথে সেলফি ক্যামেরা পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল আর উভয় ক্যামেরা দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ড করা যাবে।

ফোনটির ব্যাটারি ক্যাপাসিটির দিকে খেয়াল করলে দেখা যায় যে, এই ফোনটির সাথে রয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটারি আর হ্যা কোন প্রকার ফাস্ট চার্জিং সুবিধা যুক্ত করা নেই। অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনটিতে থাকছে এন্ড্রয়েড ১০ গো এডিশন অপারেটিং সিস্টেম। ইউনিসক চিপ্সেট দ্বারা চালিত এই ফোনটির সাথে আরও থাকছে অক্টাকর প্রসেসর।

২/৩ জিবি র‍্যাম এবং ৩২/৬৪ জিবি রমের পাশাপাশি এই ফোনটির সাথে থাকছে ১২৮ জিবি মেমোরি কার্ড ইন্সার্ট করার মত সুযোগ। লাউড স্পিকার এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ফোনটির সাথে।

আরও দেখুনঃ ভিভোর কয়েকটি বাজেট ফোন

এক নজরে আইটেল ভিশন 2 স্পেসিফিকেশন

রিলিজ ডেটঃ জানুয়ারি ২০২০

কালারঃ সবুজ ও নীল

নেটওয়ার্কঃ ২জি, ৩জি ও ৪জি

ল্যানঃ ওয়াইফাই, হটস্পট

ব্লুটুথঃ ভার্সন ৪.০

ইউএসবিঃ ভার্সন ২.০

ওটিজিঃ আছে

ইউএসবি টাইপ সিঃ নেই

স্টাইলঃ মিনিমাল নচ

ওজনঃ ১৬৯ গ্রাম

ডিস্প্লেঃ ৬.৬ ইঞ্চি

ক্যামেরাঃ ত্রিপল ১৩+০.৩ মেগাপিক্সেল

সেলফি ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল

ব্যাটারিঃ ৪০০০ এমএএইচ

অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড ১০ গো

র‍্যামঃ ২/৩ জিবি

রমঃ ৩২/৬৪জিবি

ফিঙ্গার প্রিন্টঃ আছে পেছন পাশে

দামঃ ৳8,490 2/32 GB ৳9,490 3/64 GB

আইটেল ভিশন 2 রিলিজ হয় কবে?

২০২০ সালের জানুয়ারি মাসে আইটেল ফোনটি রিলিজ করে।

আইটেল ভিশন 2 ফোনটির র‍্যাম ও রম কত?

২/৩জিবি এবং ৩২/৬৪ জিবি।

আইটেল ভিশন 2 দাম কত ?

ফোনটির বর্তমান বাজার দর রয়েছে ৳8,490 টাকা ভ্যারিয়েন্ট 2/32 GB এবং ৳9,490 3/64 GB ভ্যারিয়েন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *