গ্যাজেট বাংলাদেশব্লগ পোস্টমোবাইল ফোন

আইটেল মোবাইল দাম বাংলাদেশ

আইটেল মোবাইল দাম বাংলাদেশ – বাংলাদেশের বাজারে মিড রেঞ্জের ফোন গুলোর চাহিদা সব সময় বেশী হয়ে থাকে আর তারই জন্য বিশেষ করে আইটেল কোম্পানি প্রতি বছর বাজাটের মধ্যে বেশ কিছু মোবাইল ফোন রিলিজ করে থাকে।

আইটেল সর্বদা বাজেটের মধ্যে থাকা মোবাইল ফোন রিলিজ করে থাকে আর যার মূল্য ১০ হাজার টাকার মধ্যে হয়ে থাকে তাই এই ফোনের চাহিদা অনেক বেশী লক্ষ্য করা যায়। এখন অবধি আইটেলের হাই বাজেটের ফোন দেশের বাজারে আছে বলে আমার জানা নেই।

আশা করা যায় তারা তাদের এই ধারা বজায় রেখে মানুষের চাহিদার উপর ভিত্তি করেই ফোন গুলো রিলিজ করে থাকবে। আর আমি আজ আশা করছি আপনার জন্য বেস্ট বাজেটের কিছু আইটেল মোবাইল আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো।

তাই আমি মনে করি আপনি যদি আইটেলের যেকোনো একটি ভালোমানের ফোন কিনতে চান এই আইটেল মোবাইল দাম বাংলাদেশ রিভিউ আর্টিকেলটি আপনার অনেক উপকারে আসবে।

আর্টিকেল সূচনা

আইটেল মোবাইল দাম বাংলাদেশ

আজকের এই আইটেল মোবাইল দাম বাংলাদেশ আর্টিকেলে বেশ কিছু ভালো মডেলের ফোন তুলে ধরার চেষ্টা করবো। বিশেষ করে এই ফোনের দামের পাশাপাশি সমস্ত ফিচার নিয়ে বিস্তারিত আলোচনা সহ ভালো ও মন্দ দিক গুলো তুলে ধরা হবে।

তাই একটু সময় নিয়ে আজকের এই রিভিউ আর্টিকেলটি দেখার চেষ্টা করবেন কারণ একটি ফোন কেনার আগে সেই ফোন সমর্পকে অনেক কিছু জানতে হয়। তাহলে চলুন শুরু করা যাক,

দেখুনঃ সেরা বাজেটের মধ্যে ভিভোর সেরা কিছু মোবাইল ফোন

আইটেল ভিশন ৫ প্লাস – Itel Vision 5 Plus

আইটেল মোবাইল দাম বাংলাদেশ
Itel Vision 5
অফিশিয়াল দাম৳13,690

আইটেল ভিশন ৫ প্লাস ফুল স্পেসিফিকেশন

  • রিলিজঃ November 2022
  • কালারঃ Liquid Silver, Sunshine Blue
  • নেটওয়ার্কঃ 2G, 3G, 4G
  • সিম কার্ডঃ Dual Nano SIM
  • স্টাইলঃ মিনিমাল নচ
  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রধান ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪জিবি
  • রমঃ ১২৮জিবি
  • অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড ১২
  • চিস্পেটঃ ইউনিসক টি৬০৬
  • প্রসেসরঃ অক্টাকর
  • ব্যাটারিঃ ৫০০০ এমএএইচ

আইটেল ভিশন ৫ স্পেসিফিকেশন হাইলাইট

2G, 3G, 4G নেটওয়ার্ক সুবিধার পাশাপাশি এই ফোনের সাথে আরও থাকছে ডুয়াল ন্যানো সিম কার্ড ব্যবহার করার মত সুবিধা এছাড়াও এই ফোনের সাথে আরও যুক্ত করা আছে ল্যান, ব্লুটুথ, এফএম রেডিও, জিপিএস, ইউএসবি ভার্সন ২.০, ওটিজি কিন্তু ইউএসবি টাইপ সি নেই।

এদিকে ফোনটির স্টাইলের জন্য থাকছে মিনিমাল নচ টাচ স্ক্রিন যার সাইজ থাকছে ৬.৬ ইঞ্চি এবং সেই সাথে ডিস্প্লের জন্য রেজোলিউশন ব্যবহার হয়েছে Full HD+ 1080 x 2408 পিক্সেল।

১৮০ গ্রাম ওজনের এই ফোনটির বডি ডাইমেনশন থাকছে 8.42 mm এবং সেই সাথে এই ফোনের ডিস্প্লের সাথে প্রযুক্তি হিসাবে ব্যবহার হয়েছে আইপিএস টাচ স্ক্রিন ও মাল্টিটাচ ফিচার।

ক্যামেরার দিকে খেয়াল করলে দেখতে পাওয়া যায় যে এই ফোনের সাথে প্রধান ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে ১৬ মেগাপিক্সেল এবং সেই সাথে সেলফি ক্যামেরা হিসাবে থাকছে ৫মেগাপিক্সেল আর প্রধান ক্যামেরা দিয়ে ফুল এইচডি মুডে ভিডিও রেকর্ড করা যাবে যার রেজোলিউশন দিবে ১০৮০পি মুডে।

১৮ ওয়াট ফাস্ট চার্জার ও ৫০০০ এমএএইচ ব্যাটারির পাশাপাশি এই ফোনের সাথে যুক্ত করা আছে Android 12 অপারেটিং সিস্টেম এবং UniSoC T606 এর চিস্পেট। এছাড়াও Octa-core, 1.6 GHz দ্বারা পরিচালিত এই ফোনের সাথে যুক্ত করা আছে ৪জিবি র‍্যাম ও ১২৮জিবি রম এবং সেই সাথে আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করার মত সুবিধা।

ফোনটির সিকিউরিটির জন্য থাকছে ফেস আনলক ও ফিঙ্গার প্রিন্ট সেন্সর। আর এই সমস্ত কিছু মিলিয়ে যদি বলা হয়, তাহলে বলবো এই বাজেটের মধ্যে আইটেলের এটি একটি সেরা ফোন।

তাই আপনি চাইলে এই বাজেট ফোনটি কিনতে পারেন। এর স্টাইল ও কুয়ালিফিকেশন সমস্ত কিছুই বেটার রয়েছে। আপনি এই ফোন দিয়ে অনলাইন গেমস খেলা থেকে শুরু করে প্রায় সমস্ত কাজ করতে পারবেন।

দেখুনঃ সেরা বাজেটের সেরা ফোন ভিভো Y20

আইটেল ভিশন৫ – Itel Vision 5

আইটেল মোবাইল দাম বাংলাদেশ
itel Vision 5
অফিশিয়াল দাম৳10,190 3/32 GB
৳11,490
 4/64 GB
আইটেল মোবাইল দাম বাংলাদেশ

আইটেল ভিশন ৫ ফুল স্পেসিফিকেশন

  • রিলিজঃ October 2022
  • কালারঃ Green, Black, White
  • নেটওয়ার্কঃ 2G, 3G, 4G
  • সিম কার্ডঃ Dual Nano SIM
  • স্টাইলঃ মিনিমাল নচ
  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রধান ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৩/৪ জিবি
  • রমঃ ৩২/৬৪ জিবি
  • অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড ১২
  • চিস্পেটঃUniSoC SC9863A 
  • প্রসেসরঃ অক্টাকর
  • ব্যাটারিঃ ৫০০০ এমএএইচ

আইটেল ভিশন ৫ স্পেসিফিকেশন হাইলাইট

2G, 3G এবং 4G এই তিনটি প্রযুক্তি ব্যবহার করার পাশাপাশি এই ফোনের সাথে যুক্ত করা আছে ডুয়াল ন্যানো সিম কার্ড ইন্সার্ট করার মত সুবিধা। থাছড়াও এই ফোনের সাথে আরও কিছু কানেক্টিভিটি যুক্ত করা আছে আর তার মধ্যে থাকছে ওয়াইফাই ল্যান, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি ভার্সন ২.০, ওটিজি সারপর্ট কিন্তু ইউএসবি টাইপ সি যুক্ত করা নেই।

এদিকে এই ফোনের স্টাইলের জন্য ব্যবহার করা হয়েছে মিনিমাল নচ ডিস্প্লে যেটি সাইজ হিসাবে দেয়া আছে ৬.৬ ইঞ্চি এবং রেজোলিউশন থাকছে HD+ 720 x 1600 পিক্সেল ও সেই সাথে এই ফোনের প্রযুক্তি হিসাবে যুক্ত করা আছে আইপিএস টাচ স্ক্রিন ও মাল্টিটাচ ফিচার।

ফোনটির ক্যামেরার দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যে, এই ফোনের সাথে যুক্ত আছে ৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং সেই সাথে এটির সেলফি ক্যামেরা হিসাবে থাকছে ৫মেগাপিক্সেল ক্যামেরা।

যদি ফোনটির পারফর্মেন্স এর কথা বলি তাহলে আমি মনে করি এই ফোনের দামের সাথে দারুণ কিছু ফিচার যুক্ত করা আছে কারণ এই ফোনের সাথে থাকছে ৫০০০ এমএএইচ এর একটি ব্যাটারি ও সেই সাথে ১৮ ওয়াট ফাস্ট চার্জার।

বিশেষ করে এই ফোনের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে যার একটিতে অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার হয়েছে Android 12 Go Edition আর এই ভার্সনে থাকছে ৩জিবি র‍্যাম ও ৩২ জিবি রম। আবার সেই সাথে ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি রম ভ্যারিয়েন্টের ফোনের সাথে থাকছে Android 12 অপারেটিং সিস্টেম।

উভয় ভ্যারিয়েন্টের সাথেই যুক্ত আছে UniSoC SC9863A চিস্পেট এবং Octa-core, 1.6 GHz এর প্রসেসর। ফেসআনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই ফোনেকে করে তুলেছে আলাদা মাপের একটি ফোন।

দেখুনঃ বাংলাদেশের বাজারের লেনোভোর সেরা কিছু ফোন

আইটেল এ৪৯ প্লে – itel A49 Play

আইটেল মোবাইল দাম বাংলাদেশ
itel A49 Play
অফিশিয়াল দাম৳7,990

আইটেল এ৪৯ প্লে ফুল স্পেসিফিকেশন

  • রিলিজঃ October 2022
  • কালারঃ Sky Cyan, Starry Black
  • নেটওয়ার্কঃ 2G, 3G, 4G
  • সিম কার্ডঃ Dual Nano SIM
  • স্টাইলঃ মিনিমাল নচ
  • ডিসপ্লেঃ ৬.৩ ইঞ্চি
  • প্রধান ক্যামেরাঃ ডুয়াল ৫+০.৩ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৩/৪ জিবি
  • রমঃ ৩২/৬৪ জিবি
  • অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড ১২
  • চিস্পেটঃ UniSoC SC9863A 
  • প্রসেসরঃ অক্টাকর
  • ব্যাটারিঃ ৪০০০ এমএএইচ

আইটেল এ৪৯ প্লে স্পেসিফিকেশন হাইলাইট

সাধ্যের মধ্যে থাকা আইটেলের এই ফোনের সাথে থাকছে ২জি, ৩জি ও ৪জি নেটওয়ার্ক সুবিধা এবং সেই সাথে এই ফোনে ডুয়াল ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে। এছাড়াও অন্যান্য সব ফিচারতো যুক্ত থাকছেই।

বাজেট কম হলেই এই ফোনের স্টাইলের জন্য যুক্ত করা আছে মিনিমাল নচ ডিস্প্লে এবং এই ডিস্প্লের সাইজ থাকছে ৬.৩ ইঞ্চি যার রেজোলিউশন হিসাবে থাকছে HD+ 720 x 1600 পিক্সেল। এছাড়াও ডিস্প্লে প্রযুক্তি হিসাবে থাকছে আইপিএস এলসিডি ও মাল্টিটাচ ফিচার।

এই ফোনের প্রধান ক্যামেরা হিসাবে থাকছে দুটি ক্যামেরা যার একটি থাকছে ৫ মেগাপিক্সেল এবং অন্যটি থাকছে ০.২ মেগাপিক্সেল। সেই সাথে সেলফি ক্যামেরা দেয়া আছে ৫ মেগাপিক্সেল। যদিও প্রধান ক্যামেরা দিয়ে ৭২০পি মুডে ভিডিও রেকর্ড করা যাবে কিন্তু সেলফি ক্যামেরা দিয়ে তেমন ভালো পরিস্কার ছবি আসবেনা।

৪০০০ এমএইচ ব্যাটারির থাকছে এই ফোনের সাথে কিন্তু কোন প্রকার ফাস্ট চার্জার দেয়া নেই। সেই সাথে ফোনটির জন্য অপারেটিং সিস্টেম ব্যবহার হয়েছে Android 11 গো এডিশন এবং সাথে আছে UniSoC SC9832E ও Quad-core, 1.4 GHz প্রসেসর।

২জিবি র‍্যাম ও ৩২ জিবি রম থাকছে এই ফোনের সাথে। একদিকে আবার এই ফোনের সাথে আলাদাভাবে ১২৮জিবির মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। ফেস আনলক ও ফিঙ্গার প্রিন্ট সেন্সরের সাথে ফোনটি ভালোই রয়েছে।

বিশেষ করে যারা সাধারণ কাজের জন্য ফোন কিনতে চাচ্ছেন তারা চাইলে তাইটেলের এই ফোনটি কিনতে পারেন। আগেই বলে রাখছি আপনি এই ফোন দিয়ে ভালোমানের ছবি তুলতে পারবেননা এবং সেই সাথে কোন প্রকার অনলাইন গেমস খেলতে পারবেননা।

দেখুনঃ আপনার বাজেট যদি ১০ হাজার হয় তাহলে এই ফোন গুলো দেখতে পারেন

আইটেল এ২৪ প্রো – itel A24 Pro

itel A24 Pro
অফিশিয়াল দাম৳5,990 2/32 GB

আইটেল এ২৪ প্রো ফুল স্পেসিফিকেশন

  • রিলিজঃ 2022
  • কালারঃ Ocean Blue, Sky Black, Sky Cyan
  • নেটওয়ার্কঃ 2G, 3G, 4G
  • সিম কার্ডঃ Dual Nano SIM
  • স্টাইলঃ স্টান্ডার্ড
  • ডিসপ্লেঃ ৫ ইঞ্চি
  • প্রধান ক্যামেরাঃ ডুয়াল ২ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ০.৩ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ২ জিবি
  • রমঃ ৩২ জিবি
  • অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড ১১
  • চিস্পেটঃ Unisoc SC9832e
  • প্রসেসরঃ অক্টাকর,  1.4 GHz
  • ব্যাটারিঃ ৩২০০ এমএএইচ

আইটেল এ৪৯ প্লে স্পেসিফিকেশন হাইলাইট

যারা শুধুমাত্র কথা বলার জন্য স্মার্ট ফোন কিনতে চাচ্ছেন শুধু মাত্র তাদের জন্য এই ফোনটি কারণ এই ফোনের র‍্যাম ও রম স্বাভাবিক থাকলেও ক্যামেরা দেয়া আছে একদম বাজে।

যদিও ২জি, ৩জি ও ৪জি এই তিন প্রযুক্তির ইন্টারনেট বা নেটওয়ার্ক থাকছে এই ফোনের সাথে কিন্তু এই ফোনের ক্যামেরা দেয়া আছে ২ মেগাপিক্সেল ও ০.৩ মেগাপিক্সেল যেটি দিয়ে ছবি তুলতেই বিরক্তিকর মনে হবে কারণ এই জুগে এসে এই ক্যামেরার ব্যবহার হয়না বললেই চলে।

এইদিকে ফোনটিতে স্টান্ডার্ড মানের ডিস্প্লে থাকছে আর তার সাইজ দেয়া আছে ৫ইঞ্চি এবং সেই সাথে ভিডিও দেখার জন্য এর রেজোলিউশন থাকছে 854 x 480 পিক্সেল যেটি দিয়ে ১০৮০ পি মুডের ভিডিও দেখা গেলেও এর চেয়ে হাই রেজোলিশনের ভিডিও দেখা যাবেনা।

এছাড়াও এই ফোনের মেইন পারফর্মেন্স এর দিকে খেয়াল করতে গেলে দেখতে পাওয়া যায় যে, এই ফোনের সাথে যুক্ত করা আছে Android 11 গো এডিশনের অপারেটিং সিস্টেম ও সেই সাথে Unisoc SC9832e এর চিপ্সেট।

Quad-core, 1.4 GHz প্রসেসর দ্বারা চালিত এই ফোনের সাথে থাকছে ২জিবি র‍্যাম ও ৩২জিবি রম এবং সেই সাথে আলাদাভাবে ৩২জিবি মেমোরি কার্ড ব্যবহার করার মত সুবিধা। এছারাও এই ফোনের সাথে যুক্ত করা রয়েছে শুধুমাত্র ফেস আনলক।

সব মিলিয়ে যদি বলা হয় তাহলে এটি লাইট ভার্সনের একটি ফোন কারণ এই ফোনের সাথে হাই বা বড় সাইজের কোন অ্যাপ ব্যবহার করা যাবেনা। যদিও ইন্সটল হবে তারপরেও হ্যাং হয়ে যেতে পারে। তাই শুধুমাত্র সাধারণ ব্যবহারকারী হলে আপনি এই ফোনটি কিনতে পারেন।

দেখুনঃ স্যামসাং এ২০ হাই বাজেটের সেরা একটি ফোন

আইটেল এ৪৯ – itel A49

itel A49
অফিশিয়াল দাম৳8,290

আইটেল এ৪৯ ফুল স্পেসিফিকেশন

  • রিলিজঃ 2022
  • কালারঃ Sky Cyan, Starry Black
  • নেটওয়ার্কঃ 2G, 3G, 4G
  • সিম কার্ডঃ Dual Nano SIM
  • স্টাইলঃ মিনিমাল নচ
  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রধান ক্যামেরাঃ ডুয়াল ৫ মেগাপিক্সেল + এআই লেন্স
  • সেলফি ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • র‍্যামঃ ২ জিবি
  • রমঃ ৩২ জিবি
  • অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড ১১ ( গো এডিশন )
  • চিস্পেটঃ Unisoc SC9832e
  • প্রসেসরঃ অক্টাকর,  1.4 GHz
  • ব্যাটারিঃ ৪০০০ এমএএইচ

আইটেল এ৪৯ প্লে স্পেসিফিকেশন হাইলাইট

বাজেটের মধ্যে থাকা আইটেলের এই ফোনের সাথে থাকছে তিন প্রযুক্তির নেটওয়ার্ক সুবিধা এবং সেই সাথে দুটি ন্যানো সিম কার্ড ইন্সার্ট করার মত সুযোগ। এছাড়াও এই ফোনের সাথে ইউএসবি টাইপ সি ব্যাতিত কানেক্টিভিটির জন্য সব ধরণের ফিচার থাকছে।

বেস্ট স্টাইলের জন্য এই ফোনের সাথে যুক্ত করা আছে মিনিমাল নচ টাচ স্ক্রিন এবং সেই সাথে এই ফোনের ডিস্প্লে থাকছে ৬.৬ ইঞ্চির আর এর রেজোলিউশন থাকছে HD+ 720 x 1600 পিক্সেল।

এছাড়াও ডিসপ্লেতে প্রযুক্তি হিসাবে ব্যবহার হয়েছে আইপিএস এলসিডি টাচ স্ক্রিন ও মাল্টিটাচ ফিচার। এদিকে এই ফোনের সাথে প্রধান ক্যামেরা হিসাবে রয়েছে ডুয়াল ৫ মেগাপিক্সেল + এআই লেন্স ক্যামেরা এবং সেই সাথে সেলফি ক্যামেরা হিসাবে থাকছে ৫ মেগাপিক্সেল

এখানে একটি বিশেষ করা বলে নেই, সেটি হচ্ছে আপনি এই দুটি ক্যামেরা দিয়েই এইচডি মুডে ভিডিও রেকর্ড করতে পারবেননা। তাছাড়া এই ফোনের সাথে আরও থাকছে লিথিয়াম পলিমার ৪০০০ এমএএইচ এর ব্যাটারি কিন্তু কোন ফাস্ট চার্জার দেয়া নেই।

Android 11 গো এডিশন অপারেটিং সিস্টেমের পাশাপাশি এই ফোনের সাথে থাকছে UniSoC SC9832E এর চিপ্সেট। Quad-core, 1.4 GHz দ্বারা পরিচালিত এই ফোনের সাথে আরও থাকছে ২জিবি র‍্যাম ও ৩২জিবি রম এবং সেই সাথে আলাদাবে ১২৮জিবির একটি মেমোরি কার্ড ব্যবহার করার মত সুযোগ তো থাকছেই।

এছাড়াও এই ফোনের সিকিউরিটির জন্য থাকছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তাই সব মিলিয়ে বললে কম বাজেটের মধ্যে ফোনটি ভালো মানের থাকছে। ইন্টারনেট ব্রাউজিং থেকে শুরু করে সাধারণ ব্যবহার সব কিছু করা যাবে এই ফোন দিয়ে কিন্তু হাই গ্রাফিকের কোন গেমস খেলা যাবেনা এই ফোন দিয়ে।

আইটেল এ২৩ প্রো – itel A23 Pro

itel A23 Pro
অফিশিয়াল দাম৳5,690

আইটেল এ২৩ প্রো ফুল স্পেসিফিকেশন

  • রিলিজঃ May 2021
  • কালারঃ Blue, Green
  • নেটওয়ার্কঃ 2G, 3G, 4G (VoLTE)
  • সিম কার্ডঃ Dual Nano SIM
  • স্টাইলঃ স্টান্ডার্ড
  • ডিসপ্লেঃ 5 ইঞ্চি
  • প্রধান ক্যামেরাঃ ডুয়াল 2 মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ 0.3 মেগাপিক্সেল
  • র‍্যামঃ ১ জিবি
  • রমঃ ৮ জিবি
  • অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড ১০ ( গো এডিশন )
  • চিস্পেটঃ Unisoc SC9832e
  • প্রসেসরঃ অক্টাকর,  1.4 GHz
  • ব্যাটারিঃ ২৪০০ এমএএইচ

আইটেল এ২৩ প্রো স্পেসিফিকেশন হাইলাইট

আগেই বলে রাখছি এই ফোনটি শুধু মাত্র তাদের জন্য যারা তাদের কথা বলার জন্য স্মার্ট ফোন ব্যবহার করে চান। এই ফোন ক্যাজুয়াল ব্যবহার করা ছাড়া হয়ত তেমন কোন কাজে আসবেনা বলে আমার ধারণা।

তাছাড়াও তিন প্রযুক্তি ইন্টারনেট যেহেতু যুক্ত করা আছে তাই এটি দিয়ে ভালোভাবেই ইন্টারনেট ব্রাউজিং করা যাবে। তাছাড়াও এই ফোনের সাথে ব্যবহার হয়েছে ৫ ইঞ্চির একটি ডিস্প্লে যার রেজোলিউশন দেয়া আছে FWVGA 854 x 480  পিক্সেলের।

সেই সাথে ডিসপ্লেতে প্রযুক্তি হিসাবে যুক্ত করা আছে টিএন টাচ স্ক্রিন ও মাল্টিটাচ ফিচার। এছাড়া এই ফোনের সাথে আর থাকছে ২মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ০.৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এই দুটি ক্যামেরা দিয়ে আপনি ভালো ছবি তুলতে পারবেনান। হয়ত ক্যামেরা না দিলে ফোনটি বেমানান হত তাই দেয়া আছে এই মানের ক্যামেরা কারণ সেই ২০২০ সালের পর থেকে লো রেজোলিউশনের ক্যামেরা ব্যবহার হয়না বললেই চলে।

২৪০০ এমএএইচ ব্যাটারির পাশাপাশি এই ফোনের সাথে আরও যুক্ত করা আছে Android 10 গো এডিশন অপারেটিং সিস্টেম এবং Unisoc SC9832e এর চিপ্সেট। তাছাড়াও Quad-core, 1.4 GHz প্রসেসর দ্বারা চালিত এই ফোনের স্টোরেজের জন্য থাকছে ১জিবি র‍্যাম ও ৮জিবি রম।

সিকিউরিটির জন্য এই ফোনের সাথে শুধুমাত্র ফেসআনলক ব্যবহার হয়েছে। আমি আবারো বলছি আপনি শুধু মাত্র কথা বলা ও সাধারণ ইন্টারনেট ব্রাউজিং করতে চাইলে এই ফোনটি কিনতে পারেন নতুবা এটি কেনার দরকার নেই।

আইটেল ভিশন৩ – itel Vision 3

itel Vision 3
অফিশিয়াল দাম৳8,990 2/32 GB
৳10,490
 3/64 GB
৳11,490
 4/64 GB

আইটেল ভিশন৩ ফুল স্পেসিফিকেশন

  • রিলিজঃ January 2022
  • কালারঃ Jewel Blue, Deep Ocean Black
  • নেটওয়ার্কঃ 2G, 3G, 4G
  • সিম কার্ডঃ Dual Nano SIM
  • স্টাইলঃ মিনিমাল নচ
  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রধান ক্যামেরাঃ ডুয়াল ৮+০.৩ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ২/৩/৪ জিবি
  • রমঃ ৩২/৬৪ জিবি
  • অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড ১১
  • চিস্পেটঃ UniSoC SC9863A
  • প্রসেসরঃ অক্টাকর,  1.6 GHz
  • ব্যাটারিঃ ৫০০০ এমএএইচ

আইটেল ভিশন৩ স্পেসিফিকেশন হাইলাইট

বিশেষ করে এই ফোনটি আপনার জন্য স্পেশাল একটি ফোন হতে চলেছে কারণ এই ফোন মোট তিন ভ্যারিয়েটের র‍্যাম ও দুই ভ্যারিয়েন্টের রম নিয়ে বাজারে এসেছে। এই ফোনের প্রথমটিতে ব্যবহার হয়েছে ২জিবি র‍্যাম ও ৩২ জিবি রম , দ্বিতীয়টিতে ব্যবহার হয়েছে ৩জিবি র‍্যাম ও ৬৪জিবি রম এবং সব শেষে থাকছে ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি রম।

আর এই কারণে ফোনের ফিচার গুলো বেস্ট হতে চলেছে। যদিও দামের দিক দিয়ে অনেক পার্থক্য রয়েছে। তারপরেও এই ফোনের সমস্ত কিছু অনেক ভালো মানের থাকছে কারণ এই ফোনের সাথে থাকছে বড় মাপের একটি টাচ স্ক্রিন যার সাইজ থাকছে ৬.৬ ইঞ্চি এবং ডিস্প্লের রেজোলিউশন থাকছে HD+ 720 x 1600 পিক্সেল যার ফলে 4K ভিডিও প্লে করলেও কোন সমস্যা হবেনা।

এছাড়াও ডিস্প্লের জন্য প্রযুক্তি থাকছে আইপিএস টাচ স্ক্রিন ও মাল্টিটাচ ফিচার। সেই সাথে এই ফোনের সাথে আরও থাকছে ডুয়াল ৮+০.৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা যেটি দিয়ে ফুল এচডি ১০৮০পি মুডে ভিডিও রেকর্ড করা যাবে।

সেই সাথে এই ফনের সেলফি ক্যামেরা থাকছে ৫মেগাপিক্সেল। লিথিয়াম পলিমার ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধার পাশাপাশি এই ফোনের জন্য অপারেটিং সিস্টেম থাকছে Android 11 Go Edition যেটি থাকছে ২/৩২ জিবি ভ্যারিয়েন্টের সাথে এবং সেই সাথে Android 11 থাকছে ৩/৬৪ ও ৪/৬৪ জিবির ভ্যারিয়েন্টের সাথে।

UniSoC SC9863A দ্বারা পরিচালিত এই ফোনের সাথে আরও থাকছে Octa-core, 1.6 GHz প্রসেসর এবং সেই সাথে এই ফোনের সিকিউরিটির জন্য যুক্ত করা আছে ফেস আনলক ও ফিঙ্গার প্রিন্ট সেন্সর।

সব মিলিয়ে যদি বলা হয় তাহলে তিন ধরণের বাজেটের মধ্যে সেরা একটি ফোন এটি। আপনি আপনার বাজেটের উপর ভিত্তি করে এই ফোনটি কিনে ফেলুন আশা করা যায় আপনি ঠকবেননা।

আইটেল ভিশন ২ প্লাস – itel Vision 2 Plus

itel Vision 2 Plus
অফিশিয়াল দাম৳8,990 2/32 GB
৳9,990 3/64 GB
আইটেল মোবাইল দাম বাংলাদেশ

আইটেল ভিশন ২ প্লাস ফুল স্পেসিফিকেশন

  • রিলিজঃ June 2021
  • কালারঃ Gradation Blue, Gradation Sea Blue
  • নেটওয়ার্কঃ 2G, 3G, 4G
  • সিম কার্ডঃ Dual Nano SIM
  • স্টাইলঃ মিনিমাল নচ
  • ডিসপ্লেঃ ৬.৮ ইঞ্চি
  • প্রধান ক্যামেরাঃ ডুয়াল ১৩ + ০.৩ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ২ জিবি
  • রমঃ ৩২ জিবি
  • অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড ১০ গো এডিসন
  • চিস্পেটঃ Unisoc SC9863A
  • প্রসেসরঃ অক্টাকর,  1.6 GHz
  • ব্যাটারিঃ ৫০০০ এমএএইচ

আইটেল ভিশন ২ প্লাস স্পেসিফিকেশন হাইলাইট

2G, 3G, 4G নেটওয়ার্ক সুবিধার পাশাপাশি এই ফোনের সাথে আরও থাকছে ডুয়াল ন্যানো সিম কার্ড ব্যবহার করার মত সুযোগ। এছারাও এই ফোনের সাথ আরও থাকছে বড় মাপের একটি ডিস্প্লে যার সাইজ থাকছে ৬.৮ ইঞ্চি এবং রেজোলিউশন থাকছে HD+ 720 x 1600 পিক্সেল।

এছাড়াও এই ফোনের সাথে আরও থাকছে ২জিবি র‍্যাম ও ৩২ জিবি রম এবং আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করার মত সুবিধা। এদিকে ফোনটির ক্যামেরার দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যে, এই ফোনের সাথে যুক্ত করা আছে Dual 13+0.3 Megapixel রিয়ার ক্যামেরা এবং সেলফি ক্যামেরা থাকছে ৫ মেগাপিক্সেল।

আপনি এই ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে ১০৮০পি মুডে ভিডিও ধারণ করতে পারবেন এবং সেই সাথে সেলফি ক্যামেরা দিয়েও ফুল এচডি ১০৮০পি মুডে ভিডিও করা যাবে এমন বলেছে ফোন কোম্পানি কিন্তু ৫ মেগা পিক্সেল ক্যামেরা দিয়ে এইচডি ভিডিও রেকর্ড করা সম্ভব হবেনা।

৫০০০ এমএএইচ ব্যাটারির পাশাপাশি এই ফোনের সাথে আরও যুক্ত করা আছে Android 10 গো এডিশন অপারেটিং সিস্টেম এবং Unisoc SC9863A চিপ্সেট ও Octa-core, 1.6 GHz প্রসেসর।

এছাড়াও এই ফোনের সিকিউরিটির জন্য থাকছে ফেস আনলক ও ফিঙ্গার প্রিন্ট সেন্সর। এখন সব মিলিয়ে বিবেচনা করলে দেখা যায় এটি আইটেলের অনেক জনপ্রিয় একটি ফোন তাই আপনি চাইলে এই ফোনটি কিনতে পারেন।

আরওঃ নোকিয়ার সেরা কিছু বাটন মোবাইল দেখতে পারেন

শেষ কথাঃ আইটেল মোবাইল দাম বাংলাদেশ রিভিউ আর্টিকেলের এখানেই সমাপ্তি। এর পরেও যদি আপনার আরও কিছু ফোনের দাম জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমরা সেই ফোনকে এই পেজে যুক্ত করে দিবো।

যুক্ত থাকুন আমাদের সাথে এবং প্রতিনিয়ত প্রযুক্তি বিষয়ক তথ্য পেতে থাকুন আর নিজেকে একজন অভিজ্ঞ ব্যাক্তিতে পরিনিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *