প্রযুক্তি খবরপ্রযুক্তি বাজারব্লগ পোস্ট

আইফোনের মতো দেখতে শাওমির নতুন ফোন

দেখতে আইফোনের মত এমন ডিজাইনের নতুন ফোন নিয়ে বাজারে আসতে চলেছে শাওমি ১৩ সিরিজের নতুন ফোন। এই বৃহস্পতিবার বাজারে উন্মোচনের কথা থাকলেও চীনের সাবেক প্রেসিডেন্টের মৃত্যুর কারণে সেটি স্থগিত করা হয়েছে।

এখন আবার নতুন করে রিলিজের তারিখ ঘোষণা করা হবে। তবে অনেকেই ধারণা করছেন চলতি সপ্তাহে বাজারে আসতে পারে শাওমির নতুন মডেলের এই ফোনটি।

জনপ্রিয় চিপস্টার ইশান আগরওয়াল শাওমি ১৩ সিরিজের ফোনের র‌্যাম ও স্টোরেজ প্রকাশ করছেন। শাওমির এই ফোনে মোট চারটি ভ্যারিয়েন্ট থাকছে আর সেগুলর মধ্যে থাকছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ।।

এর আগে পিগটোয়ের খবরে শাওমি ১৩-এর নতুন লুক প্রকাশ করা হয়। সেখানে প্রকাশিত ছবি ও ভিডিওতে শাওমি ১৩-এর অ্যালুমিনিয়াম ডামি ফোন দেখা গেছে।

তথ্য অনুসারে, শাওমি রেগুলার গোলাকৃতির ডিজাইন থেকে বেরিয়ে নতুন ফোনে চারকোনা প্রান্ত ডিজাইন ব্যবহার করা করেছে। চারকোনা প্রান্তের কারণে অনেকটা আইফোনের মতো দেখাচ্ছে।

ফোনের সামনের দিকের ডিজাইনেও বেশ পরিবর্তন আনা হয়েছে। ফোনের রিয়ার ক্যামেরা বাম্পের ডিজাইন অনেকটা আইফোনের ক্যামেরা মডিউলের মতোই। শাওমি ১৩ সিরিজের ফোনগুলোতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে।

প্রযুক্তি বাজার থেকে আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *