আইফোন ১০ এর দাম কত বাংলাদেশ ২০২২
অ্যাপল কোম্পানি যদিও প্রতি বছরই নতুন মডেলের ফোন রিলিজ করে তারপরে পুরাতন মডেলের ফোন গুলো অনেকের চাহিদার মধ্যেই থাকে। তাই এখনও অনেকেই গুগল থেকে আইফোন ১০ এর দাম কত লিখে সার্চ করে থাকে। আর আপনি যদি তাদের মধ্যে একজন হন তাহলে সঠিক পেজেই এসেছেন।
কারণ আজকে আমি আপনাকে আইফোন ১০ এর দাম ও ফিচার সম্পর্কে সমস্ত কিছুই বিস্তারিতভাবে জানিয়ে দিবো এবং সেই সাথে এটিও বলে দিবো আপনি এই ফোনটি কোথা থেকে কিনতে পারবেন।
তাই আপনি একটি সময় নিয়ে ফোনটির দাম এবং ফিচার নিয়ে বিস্তারিত সমস্ত কিছু জানার চেষ্টা করবেন। আমি এই ফোনের সব কিছুই নিয়েই ডিটেইলস আলোচনা করবো যার ফলে আপনি জেনে নিতে পারবেন এই ফোনটি আপনার কেনা উচিৎ কিনা?
তাহলে চলুন ফোনটির রিভিউ করা শুরু করি,
আইফোন ১০ এর দাম কত ও ফিচার গুলো কি কি?
এক সময়ে প্রায় সকলের কাছেই অধিক পরিচিত এবং ব্যবহৃত ফোন হচ্ছে আইফোন ১০ মডেলের প্রতিটি ফোন। এই ফোন কয়েকটি সিরিজে রিলিজ করা হয় এবং প্রতিটি সিরিজ ব্যবহারকারীদের কাছে অনেক ভালো লেগেছে।
এই ফোনটি অনেকের কাছে আইফন এক্স ( X ) নামে পরিচিত কারণ এক্স এবং ১০ একই অর্থ বহন করে থাকে। আপনি যদি এই সময়েও এই ফোনটি ক্রয় করেন তাহলে বলবো আপনি খুব ভালো একটি ফোন কিনতে চলেছেন কারণ এটির অপারেটিং সিস্টেম লাস্ট আপডেট অনেক ফাস্ট এবং সমস্ত বাগ মুক্ত।
আরওঃ আইফোন ৭ প্লাসের দাম ও ফিচার সম্পর্কে জানুন
আইফোন ১০ এর ফুল স্পেসিফিকেশন
Display | 5.8 inches ( 1125 x 2436 pixels ) |
Camera | Dual 12+12 Megapixel & Selfie 7 Megapixel |
Operating System | iOS 11.1.1, upgradable to iOS 13.4 |
Chipset | Apple A11 Bionic (10 nm) |
Processor | Hexa-core 2.39 GHz |
RAM | 3 GB |
ROM | 64 / 256 GB |
Battery Capacity | Li-Ion 2716 mAh & 15W, 50% in 30 min |
Lock | Face Unlock |
কানেক্টিভিটি
WLAN | Wi-Fi, dual-band, hotspot |
Bluetooth | v5.0 |
GPS | Yes |
FM Radio | No |
USB | v2.0 |
OTG | Yes |
Type C | Proprietary reversible connector |
NFC | Yes |
আইফোন ১০ হাইলাইট
এই ফোনটি প্রথম রিলিজ হয় ২০১৭ সালের অক্টবর মাসে। 2G, 3G, 4G নেটওয়ার্ক সুবিধার পাশাপাশি এই ফোনটিতে পাওয়া যাবে সিঙ্গেল ন্যানো সিম কার্ড ব্যবহার করার মত সুবিধা।
এছাড়াও 5.8 inches ডিসপ্লের সাথে সাথে এই ফোনটিতে যুক্ত করা আছে Super Retina OLED Touchscreen আর এই স্ক্রিনটির রেজোলিউশন থাকছে 1125 x 2436 pixels যার ফলে আপনি খুব সহজেই 4K রেজুলেশনে ভিডিও দেখতে পারবেন।
এই ফোনটির সাথে রিয়ার ক্যামেরা হিসাবে থাকছে Dual 12+12 Megapixel ক্যামেরা এবং সেই সাথে সেলফি ক্যামেরা থাকছে 7 Megapixel এবং সেই সাথে আপনি পেছনের বা রিয়ার ক্যামেরা দিয়ে মোট তিন মুডে ভিডিও ধারণ করতে পাড়বেন যেমন 4K@60fps, 1080p@240fps ও সেই সাথে সেলফি ক্যামেরা দিয়ে ১০৮০ পি মুডে ভিডিও করা যাবে।
বেস্ট চার্জিং পারফর্মিং এর জন্য এই ফোনটির সাথে থাকছে Li-Ion 2716 mAh ব্যাটারি এবং যেটি চার্জ করার জন্য 15W চার্জার। আর এই চার্জার দিয়ে আপনি এই ফোনকে ১ঘন্টার মধ্যেই ফুল চার্জ করে ফেলতে পাড়বেন। তাছাড়াও এক্সট্রা ফিচার হিসাবে থাকছে Qi Wireless Charging সুবিধা।
এদিকে এই ফোনটির স্টোরেজের দিকে খেয়াল করলে দেখতে পাওয়া যায় যে এটিতে র্যাম হিসাবে থাকছে 3 GB এবং সেই সাথে রম থাকছে দুটি ভ্যারিয়েন্টের যেমন একটি থাকছে ৬৪জিবি ও অন্যটি থাকছে ২৫৬জিবি।
একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে আপনি এই ফোনের সাথে আলাদাভাবে কোন প্রকারের মেমোরি ব্যবহার করতে পারবেননা। এদিকে এই ফোনটির বেস্ট পারফর্মেন্সের জন্য থাকছে iOS 11.1.1 অপারেটিং সিস্টেম যা পরবর্তিতে iOS 13.4 আপডেট করা যায়।
Apple A11 Bionic পরিচালিত এই ফোনটির সাথে আরও থাকছে Hexa-core 2.39 GHz এর প্রসেসর এবং Apple GPU (3-core graphics) এর গ্রাফিক্স। সিকিউরিটির জন্য এই ফোনটির সাথে কোন প্রকার ফিঙ্গার প্রিন্ট নেই কিন্তু ফেস আনলক থাকছে।
এছাড়াও অন্যান্য সমস্ত ফিচারতো থাকছেই। তাই আপনি চাইলেই কিন্তু এই ফোনটি কিনতে পারেন। সেই সাথে আপনার যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করবেন। আর আপনি এই ফোনটি পেয়ে যাবেন ঢাকা বসুন্ধরার মধ্যে যে সমস্ত দোকান গুলো নতুন ও পুরাতন আইফোন বিক্রি করে তাদের কাছে।
আরওঃ আইফোন ৬এস এর দাম ও ফিচার গুলো সম্পর্কে জানুন

বিশেষ কথাঃ ফোনের দাম যেহেতু সব সময় একই থাকেনা তাই আপনি চেষ্টা করবেন দর দাম করে ফোনটি কেনার। হয়তবা দাম বেশী হতেও আবার কমও হতে পারে।