গ্যাজেট বাংলাদেশমোবাইল ফোন

আইফোন ৬এস এর দাম ২০২২ বাংলাদেশ

আইফোন সিরিজের যে সমস্ত ফোন গুলো রয়েছে সমস্ত ফোনের মধ্যে বহুল ব্যবহার হওয়া ফোন গুলোর মধ্যে রয়েছে আইফোন ৬ এবং আইফোন ৬এস এই দুটি মডেলের ফোন। আর আজকে আমরা আইফোন ৬এস এর দাম এবং ফিচার জানবো কারণ এখনো অনেকেই এই ফোনের দাম গুগল থেকে সার্চ করে খুজে থাকে।

আর এই কারণেই আজ পেজটি আপডেট করা হচ্ছে। তখনকার সময়ে এই ফোনটি দেখতে সুন্দর ছিল এবং সেই সাথে ব্যবহারের খেত্রেও অনেক সুবিধা পাওয়া যেত। এই কারণেই হয়ত এখন পর্যন্ত মানুষ এই ফোনটির দাম খুজে থাকে।

আপনি যেহেতু আইফন ৬এস ফোনটি কেনার প্রতি আগ্রহি রয়েছেন তাই বলছি আমি অফিসিয়াল দাম জানিয়ে দিবো। জদিও এটি এখন অফিশিয়ালভাবে পাওয়া যায়না বরং সেকেন্ড হ্যান্ড ডিভাইসের দোকান গুলোতে পাওয়া যায়।

তাহলে চলুন আমরা ফোনটি সম্পর্কে বিস্তারিত সমস্ত কিছু জানতে শুরু করে দেই,

আইফোন ৬এস এর দাম ও কনফিগারেশন

বর্তমান বাজারে এই ফোনটির অফিশিয়াল দাম রয়েছে ৳34,999 টাকা। যদিও সেই আগে থেকেই আইফোনের সমস্ত মডেলের ফোন গুলোর দাম সব সময় বেশী হয়েই থাকে তাই এটির দামও এখন অব্দি কমেনি।

এই ফোনটি সর্বপ্রথম রিলিজ হয় ২০১৫ সালের অক্টবর মাসে এবং এটি এখন নতুন পন্য এভাইলেবল নেই। আপনি এই ফোনের সাথে পেয়ে যাচ্ছেন GSM / CDMA / HSPA / EVDO / LTE নেটওয়ার্ক সুবিধা এবং যার ২জি নেটওয়ার্কয়ের সাথে উচ্চ মানের জিএসএম ব্যবহার হয়েছে।

এছাড়াও ৩জি এবং ৪জি নেটওয়ার্কয়ের সাথে হাইস্পিড প্লাস এবং এল্টিএ ব্যবহার হয়েছে যার ফলে বর্তমান সময়ের ৫০ হাজার টাকার ফোন গুলোও এটির নেটওয়ার্ক ফ্রিকুয়েন্সির কাছে দুর্বল।

আইফোনের এই ফোনটিতে থাকছে গ্লাস ফ্রন্ট এবং অ্যালুমিনিয়াম বডি যা এই ফোনকে দেখতে সুন্দর এবং বাহির থেকে ভালোই প্রটেকশন করে থাকে। এছাড়াও এই ফোনটিতে ব্যবহার হয়েছে 4.7 inches ডিসপ্লে এবং সেই সাথে এই ডিসপ্লের রেজুলেশন থাকছে 750 x 1334 pixels এর।

যদি এই ফোনটির পারফর্মেন্সের দিকে খেয়াল করা হয় তাহলে দেখতে পাওয়া যায় যে এটিতে রয়েছে iOS 9 যেটি পরবর্তিতে iOS 12.1.3 তে আপগ্রেড করা যাবে। Apple A9 দ্বারা পরিচালিত এই ফোনটির সাথে ব্যবহার হয়েছে Dual-core 1.84 GHz Twister এর একটি প্রসেসর যার সাথে আরও রয়েছে PowerVR GT7600 (six-core graphics) যেটি এই ফোনকে অনেক বেশী স্মুথ চলতে সাহায্য করে থাকে।

2 GB র‍্যামের সাথে এই ফোনটিতে থাকছে 16/32/64/128 GB জিবির রম। দাম একটু কম বেশী করে আপনি এই চার ধরণের র‍্যামের মধ্যে যেকোনো এক ধরণের র‍্যাম ব্যবহার করতে পারেন।

এদিকে ফোনটির ব্যাক ক্যামেরা হিসাবে ব্যবহার হয়েছে ১২ মেগা পিক্সেলের একটি রিয়ার ক্যামেরা এবং সেই সাথে ৫ মেগা পিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর ব্যাক ক্যামেরা ব্যবহার করে ২১৬০পি মুডে ভিডিও ধারণ করা যাবে এবং সেই সাথে সেলফি ক্যামেরা ব্যবহার করে ১০৮০পি মুডে ভিডিও করা যাবে।

ফোনটির বেস্টি সিকিউরিটি মেইনটেইন করার জন্য ব্যবহার হয়েছে ফিঙ্গারপ্রিন্ট যেটি এই ফোনের সামনেই পাওয়া যাবে। অর্থাৎ এটি আপনি ফোনের সাথে দেয়া বাটনের সাথেই পেয়ে যাবেন।

1715 mAh লিথিয়াম আয়ন ব্যাটারির সাথে এই ফোনে ব্যবহার হয়েছে Space Gray, Silver, Gold, Rose Gold এই তিনটি কালার। এই ফোন সম্পর্কে কমবেশি সবারাই ধারণা রয়েছে তাই আজ এটুকুই থাক।

আপনি ব্যবহার করা একদম নতুনের মত আইফোন ৬এস এর দাম জানতে এখানে ক্লিক করুন

দেখুনঃ মাত্র ১১ হাজার টাকার মধ্যে নোকিয়ার ৩ ক্যামেরা ওয়ালা ফোন

দেখুনঃ মাত্র তিন হাজার টাকা বাজেটের মধ্যে সেরা বাটন ফোন

শেষ কথা

আপনি আইফন ৬এস এর দাম এবং ফিচার সম্পর্কে বিস্তারিত সমস্ত কিছুই জেনে গিয়েছেন এখন শুধু ঢাকার মধ্যে বা আপনার এলাকার যে সমস্ত সেকেন্ড হ্যান্ড ডিভাইস বিক্রি করার দোকান রয়েছে তাদের সাথে কন্টাক্ট করুন তাই পেয়ে যাবেন।

আর যদি ঢাকা থেকে কিনতে চান তাহলে ভালো আনের নতুন কুয়ালিটি ফোন আপনি কিনতে পারবেন। ভালো থাকবেন ধন্যবাদ, এই রকম আরও পোস্ট পেতে চাইলে আমাদের ওয়েবসাইট প্রতিদিন ব্রাউজ করুন এবং নিজেকে আপডেট রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *