আইফোন ৭ প্লাস এর দাম বাংলাদেশ ২০২২
আসসালামু ওয়ালাইকুম, কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন। আপনাদের মধ্যে যারা আইফোন ৭ প্লাস কিনতে চান তাদের জন্য আজকের এই আয়োজন কারণ আইফোন ৭ প্লাস এর দাম বাংলাদেশ নিয়ে আজকে সমস্ত কিছু আলোচনা করার চেষ্টা করবো।
প্রথমেই আপনি এই সময়ে বাংলাদেশের কোথাও এই মডেলের ফোনটি নতুন পাবেননা আপনাকে ব্যবহার করা ফোন কিনতে হবে। বর্তমানে বাংলাদেশের মধ্যে অনেক দোকান রয়েছে যারা শুদু মাত্র ব্যবহার করা ফোন বিক্রি করে থাকে।
তাই চলুন আগে ফোনের সম্পর্কে জানি তারপর ফোন কোথায় পাওয়া যাবে এবং সেই সাথে কেমন দাম হতে পারে তার একটি ধারণা দেয়ার চেষ্টা করবো। প্রথমেই অফিশিয়াল যে দাম রয়েছে সেটি জানিয়ে দেয়া হবে।
আইফোন ৭ প্লাস এর দাম বাংলাদেশ
সবার কাছে পছন্দ এবং বেস্ট স্টাইলিশ একটি ফোন হচ্ছে আইফোন ৭ প্লাস যার কারণে সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত সবার কাছেই এই ফোনটি অনেক পছন্দের একটি ফোন হিসবাএ বিবেচিত হয়ে থাকে।
কারণ এই ফোনের সাথে রয়েছে মোট পাঁচটি কালার যেমন Jet Black, Black, Silver, Gold, Rose Gold, Red এবং সেই সাথে এই ফোনটিতে রয়েছে 2G, 3G, 4G নেটওয়ার্ক সুবিধা ও সেই সাথে ন্যানো সিম কার্ড ইন্সার্ট করার স্লট।
এই ফোনটির WLAN এর দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যে, ফোনটির সাথে থাকছে dual-band ও Wi-Fi hotspot এছাড়াও এই ফোনের সাথে থাকছে v4.2, A2DP, LE ভার্সন এর ব্লুটুথ সাপোর্ট।
সেই সাথে জিপিএস ফিচার হিসাবে থাকছে A-GPS, GLONASS, GALILEO, QZSS এবং ইউএসবি ২.০ এর সাথে ওটিজি সাপোর্ট কিন্তু কোন প্রকার সি-টাইপ ক্যাবল ব্যবহার করা যাবেনা।
এদিকে ফোনটির বডি স্টাইল ও স্ট্রাকচারের দিকে লক্ষ্য করলে দেখতে পাই যে, এই ফোনের সাথে থাকছে Apple Classic ডিসপ্লে এবং এর ম্যাটেরিয়াল হিসাবে ব্যবহার হয়েছে Gorilla Glass front, aluminum body ও সেই সাথে পানি প্রতিরোধ করার জন্য থাকছে IP67 dust/water resistant
188 grams ওজনের এই ফোনটির সাথে থাকছে 158.2 x 77.9 x 7.3 millimeters ডাইমেনশন এবং এই ফোনের সাথে 5.5 inches একটি রেটিনা আইপিএস টাচ স্ক্রিন ব্যবহার হয়েছে যার রেজোলিউশন থাকছে Full HD 1080 x 1920 pixels এর।
ফোনটির ক্যামেরার দিকে খেয়াল করলে দেখে পাওয়া যায় যে এটির সাথে Dual 12+12 Megapixel রিয়ার ক্যামেরা ও সেই সাথে 7 Megapixel সেলফি ক্যামেরা ইন্সার্ট করা রয়েছে। আর আপনি ব্যাক ক্যামেরা বা রিয়ার ক্যামেরা দিয়ে Ultra HD (2160p) মুডে ভিডিও ধারণ করতে পারবেন এবং সেলফি ক্যামেরা দিয়ে Full HD (1080p) মুডে ভিডিও করা যাবে।
Lithium-ion 2900 mAh ব্যাটারির সাথে এই ফোনটিতে ব্যবহার হয়েছে iOS 10.0.1 অপারেটিং সিস্টেম যেটি পরবর্তিতে iOS 13.4 এ আপডেট করা যাবে। Apple A10 Fusion দ্বারা পরিচালিত এই ফোনটির সাথে থাকছে Quad-core, 2.34 GHz প্রসেসর এবং 3 GB র্যাম।
এইদকে এই ফোনের সাথে থাকছে 32 / 128 / 256 GB তিন ধরনের রম ভ্যারিয়েন্ট এবং সেই সাথে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। আপনি এই ফোনটির সাথে আলাদাভাবে কোন মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না।
দামঃ
Official ✭ | ৳47,999 128 GB |
বর্তমানে বাংলাদেশের বাজারে যেহেতু নতুন আইফোন ৭প্লাস পাওয়া যাবেনা তাই আপনাকে ব্যবহার করা ফোন কিনতে হবে। আর এটি আপনি ঢাকার মধ্যে ভালো একটি দোকান থেকেই পেয়ে যাবেন।
বিশেষ করে আইফোন গুলো দেখতে হবে একদম নতুনের মতই তাই আপনার অনেক পছন্দ হবে বলে আশা করছি। এখন যদি ব্যবহার করা ফোনের কোথা বলি তাহলে এই ফোনের দাম স্পেসিফিক করে বলা যাবেনা কারণ পুরাতন হিসাবে একেক দোকানে একেক দামে বিক্রি হয়ে থাকে।
আপনি ১২ থেকে ১৫ হাজার টাকার মধ্যে এই ফোনটি পেয়ে যাবেন। তাপরেও আপনি একটু যাচাই বাছাই করেই ফোনটি কেনার চেষ্টা করবেন। ফোনটি যেহেতু ইউজড ফোন তাই একটু ভেবে চিনতে দেখে শুনে কেনার চেষ্টা করবেন। এছাড়াও আপনি এখানে ক্লিক করে ব্যবহার করা আইফোনের দাম ও কোথায় পাবেন জানতে পারেন।