টিপসব্লগ পোস্ট

ইউটিউব চ্যানেলের সুন্দর নাম – YouTube Channel Name 2023

প্রতিটি নতুন ইউটিউবারদের প্রথমেই একটি বিষয় খেয়াল রাখতে হয় ইউটিউব চ্যানেলের সুন্দর নাম কি দেয়া যেতে পারে? কারণ প্রতিটি ইউটিউব চ্যানেলের নাম পরবর্তিতে ব্যান্ড হয়ে যায়। তাই ইউটিউব চ্যানেলের নাম নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে একটু বেশী খেয়াল করতে হবে।

ইউটিউব এমন একটি জায়গা যেখানে কাজ করতে করতে এক সময় নিজেকে মানুষের সামনে তুলে ধরা অনেক বেশী সহজ হয়ে যায় শুধু তাই নয় ভালো অংকের রেভিনিউ ইনকাম করা যায়। যদি বলা হয় এক সময় একটি চ্যানেল জীবনের ধারক বাহক হিসাবে কাজ করা শুরু করে।

তাই আমাদের সকলের উচিৎ হবে নিজের চ্যানেলার জন্য খুব সুন্দর ও সহজ একটি নাম বেছে নেয়া কারণ আপনি যদি সহজ এবং সুন্দর নাম বেছে না নিয়ে নিজের খেয়াল খুশিমত নাম দিয়ে চ্যানেল তৈরি করেন তাহলে মানুষের ইন্টেনশন পাবেননা।

আর যদি মানুষের ইন্টেনশন না পান তাহলে কিন্তু কোনভাবেই ভিডিওতে ভিউ ও সাবস্ক্রাইবার বাড়াতে পারবেননা। তাই আপনার উচিৎ হবে এমন একটি নাম বেছে নেয়া যে, হবে একদম ইউনিক এবং অতি সহজেই দর্শক সেই নামটি মুখস্থ করে নিতে পারে।

দেখুন মানুষের কাছে গ্রহন যোগ্যতার একটি বিষয় রয়েছে আর যদি সেটি মেইনটেইন না করেই চ্যানেলের নাম দিয়ে বসেন তাহলে কোনভাবেই গ্রহন যোগ্যতা পাবেননা। আর আপনি জখনই ইউটিউব চ্যানেলের সুন্দর নাম ব্যবহার করে চ্যানেল তৈরি করবেন তখন খুব সহজেই গ্রহন যোগ্যতা পেয়ে যাবেন।

আমাদের মধ্যে অনেকেরই ইচ্ছে থাকে নিজেকে একজন ইউটিউবার হিসাবে তৈরি করে নেয়া কিন্তু বেশীরভাগ মানুষ একটি কমন ভূল করে থাকে চ্যানেলের জন্য সুন্দর নাম বেছে নেয়া নিয়ে।

এমন হওয়ার কারণ হচ্ছে সে বুঝতে পারেনা কি নাম দেয়া যায় বা কিভাবে একটি ইউনিক ও সুন্দর নাম বেছে নেয়া যায়। তাই আজকের এই আর্টিকেলে কিভাবে একটি চ্যানেলের নাম সিলেক্ট করা যায় এবং কিছু চ্যানেলের ইউনিক নাম ও আইডিয়া দিয়ে দেয়া হবে।

আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই একটি চ্যানেল শুরু করার আগে সেই চ্যানেলের জন্য সঠিক নাম নির্বাচন করা অনেক বেশী গুরুত্বপূর্ন।

আর দেখুন,

youtube channel name – ইউটিউব চ্যানেলের নাম সমূহ

একটি চ্যানেল তৈরি করার আগে এবং নাম বির্বাচন করার আগে কি কি বিষয় খেয়াল রাখতে হবে সেই বিষয় নিয়ে যা কিছু জানা দরকার সমস্ত কিছুই বিস্তারিতভাবে জানিয়ে দেয়া হয়েছে।

এই কারণে সমস্ত বিষয় উল্লেখ করা হয়েছে যে, আপনি যেন নিজের ইউটিউব চ্যানেলার সুন্দর নাম খুব সহজেই সিলেক্ট করতে পারেন এবং সঠিক নাম ব্যবহার করতে পারেন এবং কোন প্রকার ভুল যেন না হয়।

যদি উপরের বিষয় গুলো ইগনর করে থাকেন অবশ্যই নতুন করে প্রথম থেকে পড়ে নিন কারণ সমস্ত তথ্য একজন বিগিনার হিসাবে আপনার জানা অনেক বেশী জরুরী।

তাহলে চলুন এখন ইউটিউব চ্যানেলের কিছু সুন্দার ও ইউনিক নাম সম্পর্কে জেনে নেয়া যাক,

ইসলামিক ইউটিউব চ্যানেলের সুন্দর নাম

অনেকেই রয়েছেন ইসলামিক কনটেন্ট তৈরি করার জন্য ইউটিউব চ্যানেল তৈরি করতে চায় কিন্তু কি নাম ব্যবহার করতে হবে সেই বিষয় নিয়ে অনেক বেশী কনফিউজ থাকে তাই কিছু ইসলামিক নামের উদাহরণ দেয়ার চেষ্টা করছি।

আমি যে সমস্ত নাম গুলো দিয়ে দিবো সেই সমস্ত নাম ব্যবহার করতে হবে সেটি কিন্তু মূল কথা নয় কারণ এই নাম গুলো অনেকেই দেখবে তাই একি নাম যদি সবাই ব্যবহার করে বিষয়টি অন্যরকম হয়ে যাবে।

তাই আপনি একটু ইউনিক করে নেয়ার চেষ্টা করবেন বলে আশা করছি। তাছাড়াও আপনি ইউটিউবে সার্চ করে দেখে নিবেন একি নামে আর চ্যানেল আছে কিনা? যদি থাকে তাই অন্য নাম ব্যবহার করবেন তাছাড়া আমার দেয়া নাম আপনি ব্যবহার করতে পারবেন শুধু আপানকে সার্চ করে দেখে নিতে হবে চ্যানেল আছে কিনা?

  • Muslim TV Bangla
  • Histry Of Islam
  • Sunnah Tv
  • Sunnah Tv BD
  • As-Sunnah Tv Bangla
  • Beauty of Islam
  • We are Sunni
  • Ahle Hadith Media
  • Science and Islam
  • Islamic Politics
  • Praner Islam
  • Dawah TV Bangla
  • We are Muslim
  • The Road of Jannat
  • Jannater Poth
  • We Love Muhammad ( S )
  • Law of Islam
  • Ummah Tv Network
  • Halal Tv
  • Halal Media Bangla
  • Diner kotha
  • Din Islam
  • Masala of Islam
  • ইসলামের কথা
  • জান্নাতের পথ
  • সহিহ হাদিস
  • দ্বীন শিক্ষা
  • সঠিক পথ
  • ফ্রি হাদিস শিক্ষা
  • The Guideline of Deen
  • Guideline for Ummah
  • Guideline of Islam
  • Speech of Prophet Mohammed ( S )
  • Islamic Speech
  • নবীর কথা
  • Law of Islam
  • ইসলামের নীতি
  • কুরআন শিক্ষা
  • The light of Islam
  • ইসলামের আলো
  • আসো দ্বীনের পথে
  • Basic of Islam
  • The Road of Jannah
  • The History of Deen Islam
  • দ্বীনের পথে আহ্বান
  • ইসলামিক নীতি
  • সঠিক পথ
  • কোরআন অনুবাদ
  • সহিহ বুখারি অনুবাদ
  • মুসলিম টিভি
  • মুসলিম বাংলা টিভি
  • ইসলাম ও বিজ্ঞান
  • Islamic Reaction Tv
  • Ahban Tv
  • We are Muslim

youtube channel name – শিক্ষামূলক ইউটিউব চ্যানেলের নাম

বর্তমান ইউটিউব এমন এক মাধ্যম হয়ে দাড়িয়েছে যে, যেকোনো কিছু জানতে বা শিখতে চাইলে শুধু সার্চ করা যত সময় লাগে। সার্চ করার সাথে সাথে আমাদের সামনে হাজার হাজার রেজাল্ট চলে আসে।

শিক্ষার ভিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে তাই স্পেসিফিক আপনি যে বিষয় নিয়ে চ্যানেল তৈরি করতে চাচ্ছেন সেই বিষয়টি বেছে নিয়েই একটি চ্যানেল তৈরি করে ফেলতে পারেন।

কেও ইউটুবে টেকনোলজি বিষয় নিয়ে লেকচার দিয়ে থাকে আবার কেও বাংলা, ইংরেজি, গনিত পড়িয়ে থাকে আবার কেও ইতিহাস নিয়ে শিখিয়ে থাকে। আর তার উপর ভিত্তি করে কিছু চ্যানেল নাম সাজেস্ট করছি চাইলে আপনি ব্যবহার করতে পারেন।

  • Learn With ( আপনার নাম )
  • Science Bangla
  • Let’s Learn
  • Learn With Us
  • Learning School
  • English Media
  • learning Method
  • Our Class Room
  • এসো শিখি
  • Learning Media
  • Online Coaching Center
  • Edu Dot Tech
  • Kids Study
  • Learning Room
  • 10 Minute Study
  • Our Online Class
  • Online Schol
  • Learning Tube
  • NF-Education
  • Education Room
  • Our School
  • Learn Science
  • চলো শিখি
  • সহজেই শিখি
  • আমাদের ক্লাস রুম
  • Learn for Succes
  • Digital Study
  • Nirjhor Academy
  • Smart Study
  • Smart Student
  • Back Benchers
  • Physics Therapy
  • Learn Physics
  • Chemistry Learner
  • Biology Learner
  • Spoken Learner
  • Academia
  • Bangladesh Study
  • India Study Tour
  • Learn and Earn

রান্নার ইউটিউব চ্যানেলের নাম

বর্তমান সময়ের রান্নার চ্যানেল গুলো অনেক বেশী পপুলার হয়ে উঠেছে। তাছাড়াও বাড়িতে বসেই নিজের রান্না ঘরে ভিডিও তৈরি করে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে কে না চায়।

চাইলে আপনি নিজেও নিজের রান্নার ভিডিও আপলোড করে একজন সফল ইউটিউবার হতে পারবেন। এই চ্যানেল ক্যাটাগরি ছেরেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে একইভাবে কাজ করে থাকে।

কিন্তু বিশেষ করে মেয়দের জন্য বেটার একটি অপশন কারণ তারাই একমাত্র বাড়িতে রান্না করে থাকে। তাই তাদের জন্য কিছু সুন্দর ইউটিউব চ্যানেলার নাম সাজেস্ট করার চেষ্টা করছি যেন সেটি খুব তাড়াতাড়ি ভাইরাল হতে পারে।

  • অনন্নার রান্না ঘর
  • Eso Ranna kori
  • Ranna Sikhi
  • স্বাদের স্বজন
  • Ranna Recipe
  • Sohoje Ranna Sikhi
  • Amar Ranna Ghor
  • Gram Bangla Recipe
  • Adhunik Ranna
  • Petuk
  • Deshi Ranna-Banna
  • My Cooking Room
  • Cooking Studio
  • Bachelor Ranna
  • Ranir Ranna Ghor
  • Deshi Ranna Recipe
  • Grammen Ranna
  • Sohoj Recipe
  • Vision To Cook
  • Cooking Ghor
  • Meghar Ranna Ghor
  • Ranna Valobashi
  • Cooking Special
  • RAnna Special
  • Banglar Ranna Ghor
  • Tasty Ranna
  • Ma Ranna Recipe
  • Nirjhor Ranna Ghor
  • Home Made Recipe
  • Low Coast Recipe
  • Unic Kitchen
  • Unic Ranna
  • Amar Ranna
  • Amar Recipe

বিশেষ কথা, আপনাকে কিছু আইডিয়া দিয়ে দেয়ার চেষ্টা করেছি আপনি নিজের মত করে চ্যানেল নাম সাজিয়ে নিয়ে তারপর ব্যবহার করুণ। না বুঝতে পারলে কমেন্ট করুণ।

মোটিভেশন ইউটিউব চ্যানেলের নাম

অনেকেই রয়েছেন মোটিভেশনাল ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতে চান কিন্তু ইউটিউব চ্যানেলের সুন্দর নাম কিভাবে বেছে নিবেন সেটি নিয়ে অনেক বেশী কনফিউজ থাকেন।

আর কনফিউজ থাকাটা স্বাভাবিক কারণ মোটিভেশন চ্যানেল গুলোতে যেকোনো নাম ব্যবহার করলেই হবেনা না তার জন্য একদম ইউনিক এবং আলাদা স্টাইলের নাম হতে হবে। তাহলে চলুন কিছু মোটিভেশন চ্যানেলের নাম জেনে নেয়া যাক,

  • Deep Motivation
  • Top 10to learn
  • Know for Success
  • Get Big Knowledge
  • Motivation Overloaded
  • Best Motivation
  • Oxygen for Motivation
  • Don’t Afraid
  • Do for That
  • Non-Stopable
  • Fearless
  • No Excuses
  • Motivation Everywhere
  • Never Give Up
  • Make History
  • Inside Motivation
  • Easy Life
  • Nirjhor Talk
  • Faruk Motivation
  • Chill Out
  • Zero To Hero
  • Morning Motivation
  • Bong Motivation Special
  • Self Motivated
  • Learning to Earning
  • Legend Never Die
  • এখনই সময়
  • পিছে ফিরে দেখো
  • এগিয়ে যাওয়ার পথে
  • আমরা পারবই
  • তুমিও পারবে
  • জানুন শিখুন
  • Start from Zero
  • Never End
  • Inspire
  • You Can
  • Don’t Make Losser
  • Smart Hacker
  • Brain Hacker
  • Get Knowledge

এই ইউটিউব চ্যানেল নাম গুলো থেকে নিজের জন্য সঠিক একটি নাম বেঁছেনিন।

ব্লগ চ্যানেলের নাম

বর্তমান সময়ের পপুলার চ্যানেল গুলোর মধ্যে ব্লগ চ্যানেল একটি। বিভিন্ন স্থানের ভিডিও শেয়ার করে অনেক চ্যানেল রয়েছে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে শুধু এই ইউটিউব মাধ্যম থেকে।

চাইলে আপনি নিজেও লাখ টাকা ইনকাম করতে পারবেন শুধু নিজের চ্যানেলের জন্য সঠিক নাম এবং ক্যাটাগরি সিলেক্ট করে নিলেই হয়ে যাবে। এর জন্য আপনি ফুড ব্লগিন, মোটো ব্লগিন, ভিজেল ব্লগিন বা অন্য কোন ক্যাটাগরি আপনি বেঁছে নিতে পারেন।

তাহলে চলুন কিছু ব্লগ চ্যানেলের নাম সম্পর্কে জেনে নেয়া যাক। মনে রাখতে হবে ইউটিউব চ্যানেলের সুন্দর নাম আপনার ব্লগকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে।

  • Nirjhor Vlog
  • Moto Vlog
  • History of Nation
  • Desh to Bidesh
  • Lets Make Vlog
  • Online Tour
  • Food Naina
  • Food Adda
  • Travel for Vlog
  • Vlog Adda
  • Four Lenth Vlog
  • For EveryThing
  • Need For Speed
  • Legendary History
  • Vlog HotSot
  • Vlog Everywere
  • Osthir Vlog
  • Beauty of Nature
  • Nature Mind
  • Feel Cool
  • Lets do it
  • Thats True
  • Lets Go

ফানি ইউটিউব চ্যানেলের নাম

বর্তমানে ফানি কনটেন্ট ক্রিয়েটরের সংখ্যা অনেক কমে গিয়েছে তাই আপনি এই গোল্ডেন চাঞ্জটি নিয়ে নিতে পারেন। একটি ফানি চ্যানেল তৈরি করার জন্য ফানি নাম না হলে কিন্তু হবেনা।

তাই আপনার উচিৎ হবে এমন একটি নাম বেঁছে নেয়া যেই নাম মানুষ দেখলেই মনে রাখতে পারে এবং বলতে পারে এই নামে একটি ফানি চ্যানেল রয়েছেন যারা ফানি কনটেন্ট আপলোড করে থাকে।

তাহলে চলুন ইউটিউব চ্যানেলের সুন্দর নাম গুলোর মধ্যে কয়েকটি ফানি চ্যানেল নাম জেনে নেয়া যাক,

  • Entertainment BD
  • Entertainment World
  • Family Entertainment Packege
  • Entertain you
  • Funny Moment
  • Lets Laugh
  • Desh Entertainment
  • Awsome Life
  • Total Fun
  • Total Fun Limited
  • Make Funny Day
  • Bangla Fun Tv
  • Fun Tv
  • The Kesper
  • Lets Do Fun
  • Funny moment with Baby
  • Funny Tune
  • Comedy Overtime
  • Comedy Unlimited
  • Unlimited Fun

রহস্যময় ইউটিউব চ্যানেলের নাম

বর্তমানে ট্রেন্ডিং চ্যানেল গুলোর মধ্যে রহস্যময় বা ফিকশন চ্যানেল গুলোতে মিলিয়ন ভিউ এসে থাকে। আপনি যদি একটি রহস্যময় চ্যানেল তৈরি করে কাজ শুরু করে দিতে পারেন আশা করি অতি তাড়াতাড়ি নিজেকে সফল একজন মানুষ হিসাবে মাথা উচু করতে পারবেন।

বিশেষ করে রহস্যময় চ্যানেল গুলোর নাম ব্যবহার করার ক্ষেত্রে একটু বেশীই খেয়াল করতে হয় কারণ টপিক যেহেতু আলাদা তাই নামও আলাদা হতে হবে। এমন একটি নাম দিয়ে দিতে হবে যেন নামটাই একটি রহস্য মনে হয়।

তাহলে চলুন কিছু রহস্যময় ইউটিউব চ্যানেলের নাম জেনে নেয়া যাক,

  • Odvut kotha
  • Odvut duniya
  • khola Janala
  • Colo ghovire
  • Voice of Fiction
  • Sence of Fiction
  • Mayar jogot
  • Rohosso Jal
  • Rock of Adventure
  • Bong Diary
  • Know History
  • Rohosso Unmocon
  • Black List Chapter
  • Dark Hol
  • Knowlege of World
  • Black Fusion
  • Normal Normal
  • Get Knowlege
  • ARF TV
  • NF TV
  • Hotspot Hall
  • Normalize
  • Bong Fiction
  • Movie Explain
  • Bong Movie Explain
  • Lets Explain

ইউটিউব চ্যানেলের নাম ও কিছু গুরুত্বপূর্ন তথ্য

দেখুন ইউটিউবে কোটি কোটি চ্যানেল রয়েছে আর প্রতিটি চ্যানেল আলাদা আলাদা নাম বহন করে থাকে। এমন অনেক বিগিনার রয়েছেন তারা অন্য একজন ইউটিউবারের নাম দিয়েই চ্যানেল তৈরি করে থাকে।

এতে সবচেয়ে বড় সমস্যা যেটি হয় অনেকেই মনে করে কপি একটি চ্যানেল তৈরি করা হয়েছে যার কারণে সেই চ্যানেলে কেও সাবস্ক্রাইব করাতো দূরে থাক ভিডিও গুলো ভিউ পর্যন্ত করতে চায়না।

তাই এই বিষয়ের দিকে আপনাকে অনেক বেশী খেয়াল রাখতে হবে। সব সময় নিজের চ্যানেলের নাম অনেক বেশী ইউনিক হতে হবে। কারণ আপনি যদি কপি নাম ব্যবহার করেন তাহলে কিন্তু সার্চ করলে আগে থাকা পপুলার চ্যানেল ছাড়া আপনার চ্যানেল সার্চ রিজাল্টে আসবেনা।

তাই এই ভূল কোনোভাবেই করা যাবেনা। যদি নিজেকে একজন সফল ইউটিবার তৈরি করতে চান তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলের নাম এমন দিতে হবে যেন সেটি ইউনিক ও সুন্দর হয়।

কারন আপনি একদিনের জন্য কাজ শুরু করছেননা, আপনার লাইফটাইম যেখানে কাটাতে চাচ্ছেন এবং ইনকাম করতে চাচ্ছেন তার নামতো ভালো দিতেই হবে।

দেখুন আপনার ইউটিউব চ্যানেলের নাম যত সুন্দর ও ইউনিক হবে মানুষ তত আপনার চ্যানেলার প্রতি আকৃষ্ট হবে আর হ্যা নামের পাশাপাশি ভালো কনটেন্ট থাকতে হবে। যদি শুধু ভালো নাম দিয়ে রাখেন তাতেই কাজ হবেনা ভালো কনটেন্টের দিকে ফোকাস করতে হবে।

এমন হতে পারে আপনি একটি চ্যানেল তৈরি করলেন এবং কিছুদিন পর সেটি ভাইরাস হয় গেল আর আপনি ভাবলেন এখন ভালো একটি নামের আইডিয়া চলে এসেছে দিয়ে দেই। এতে কি হবে জানেন কি?

ইউটিউবে যারা আপনার ভিডিও দেখে তারা মূলত আপনার চ্যানেলের নাম মনে রাখে আর যদি নাম পরিবর্তন করে দেয়া হয় তাহলে অনেকেই ভাবে চ্যানেল হ্যাক হয়েছে বা বিক্রি করে দেয়া হয়ছে।

এমন মনোভাব যখনই আসবে সাথে সাথে আপনার চ্যানেল ডাউন হয়ে যাবে। তাই প্রথমেই এমন একটি নাম বেছেনিন যেন পরবর্তিতে পরিবর্তন করার প্রয়োজন না হয়।

ইউটিউব চ্যানেলের নাম কি দেওয়া যায়

এই বিষয়টি নিয়েও অনেকেই অনেক বেশী কনফিউজ থাকে। তারা চিন্তাভাবনা করতে থাকে ইউটিউব চ্যানেলের সুন্দর নাম কিভাবে দেয়া যায়। যারা বিগিনার তাদের এমন হওয়াটা স্বাভাবিক একটি বিষয়।

তাই আপনাকে এমন কিছু আইডিয়া দিয়ে দেয়ার চেস্টা করছি যেটি সঠিকভাবে ফলো করলে আপনার ইউটিউব চ্যানেলের সুন্দর নাম বেছে নিতে কোন প্রকার সমস্যার মধ্যে পরতে হবেনা।

প্রথমেই চ্যানেলের নাম ইউনিক হতে হবে

আপনাকে আগেই জানিয়ে দেয়া হয়েছে যদি কারো কপি নাম ব্যবহার করা হয় তাহলে কোনোভাবেই নিজেকে ইউটিউবের সার্চ র‍্যাংকিংয়ে নিয়ে আসা যাবেনা। তাই নামটি হতে হবে একদম ইউনিক।

এর জন্য আপনার নিজের আইডিয়া কাজে লাগাতে হবে। যদিও আমি কিছু নাম দিয়ে দিবো তারপরেও আগে পিছে কিছু জুড়ে দিয়ে নামটি ইউনিক করে নিতে হবে।

হতে পারে আপনি নিজের নামেই একটি চ্যানেল তৈরি করতে চাচ্ছেন কিন্তু এখানে একটি বিষয় যদি খেয়াল করা যায় তাহলে দেখা যায় পৃথিবীতে একই নামের লাখ লাখ মানুষ রয়েছে এবং এদের মধ্যে লাখ না হলেও হাজার মানুষ নিজের নাম ব্যবহার করে চ্যানেল তৈরি করেছে।

এক্ষেত্রে আপনাকে অবশ্যই নিজের নামকে ইউনিক করে নিতে হবে, যেমন আমার ইউটিউব চ্যানেলের নাম Nirjhor Faruk যেটি একটি মাত্র চ্যানেল রয়েছে। কিন্তু এই নামে যদি অন্য কেও চ্যানেল তৈরি করতে চায় তাহলে কি করবে?

আপনাকে শুধু এই নামের সাথে অন্য কিছু জুড়ে দিতে হবে যেন নামটি ইউনিক হয়। আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আগে পিছে কিছু বসিয়ে দিলেই ইউনিক নাম তৈরি হয়ে যাবে। যেমন Tech Nirjhor Faruk.

চ্যানেল ক্যাটাগরির সাথে মিলিয়ে নাম

অবশ্যই একটি চ্যানেল তৈরি করার সময় সেই চ্যানেলে কি ক্যাটাগরির ভিডিও আপলোড করা হবে সেই অনুযায়ী একটি নাম বেছে নিতে হবে। যেমন হতে পারে আপনি রান্না বিষয়ক ভিডিও আপলোড করবেন কিন্তু নাম ব্যবহার করলেন টেক বিষয়ক তাহলে বিষয়টি অন্য রকম হয়ে যাবে।

তাই আপনি যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন সেই ক্যাটাগরিরি নাম বেছেনিন। তাছাড়া নিজের নাম দিয়ে তৈরি করা চ্যানেলে যেকোনো ভিডিও আপলোড করা যাবে।

ইউটিউব চ্যানেলের নামের লেন্থ

এখানে একটি লক্ষ্যনীয় বিষয় রয়েছে, নাম কত বড় ব্যবহার করা যাবে। দেখুন অনেকেই রয়েছেন নিজের পুরো নাম বা ৫ থেকে ৭ শব্দের নাম অনেকেই ব্যবহার করে থাকে।

এতে যারা দর্শক রয়েছেন তারা সেই নাম মনে রাখতে পারেনা। তাই চেস্টা করুণ সব সময় তিন শব্দের বেশী নাম ব্যবহার না করার।

ভালো হয় আপনি যদি এক বা দুই শব্দের নাম ব্যবহার করতে পারেন। এতে আপনার চ্যানেলের নাম খুব সহজেই মনে রাখতে পারবে। আর নাম যদি মনে থাকে আপনাকে সব সময় সার্চ করবে সবাই।

চিনহু ব্যবহার করা

আর গুরুত্বপূর্ন বিষয় গুলোর মধ্যে এটি একটি। কোন ভাবেই নিজের চ্যানেলের নামের সাথে কোন প্রকার সিম্বল ব্যবহার করা যাবেনা কারণ কেও আপনার নামের পাশে সিম্বল দিয়ে সার্চ করবেনা।

গুগল যতটুকু ইনডেক্স করবে ততটুকুই সার্চে দেখাবে । তাই নিজের চ্যানেল যেন খুব সহজেই খুজে পাওয়া যায় সেই বিষয় লক্ষ্য রেখে ফুল স্টপ, কমা, অ্যাট, ডলার সাইন ইত্যাদি কোন কিছুই ব্যবহার করা যাবেনা।

আর সাথে নামটি কিওয়ার্ড ফ্রেন্ডলি হতে হবে। এটি বলতে আপনার টপিক রিলেটেড কে বোঝানো হয়ে থাকে। আপনি যখন চ্যানেলার নাম দিবেন সেটি অবশ্যই ইংরেজিতে দেয়ার চেষ্টা করবেন কারণ ইউটিউবে ইংরেজিতে বেশী সার্চ হয়ে থাকে বাংলাতে কেও সার্চ করেনা বললেই চলে।

শেষ কথা

একটি নতুন ইউটিউব চ্যানেলের জন্য আপনি কিভাবে সুন্দর নাম বেঁছে নিবেন এবং আপনাকে কি কি বিষয় গুলো মাথায় রেখে কাজ করতে হবে সমস্ত কিছুই বিস্তারিতভাবে জানিয়ে দেয়ার চেস্টা করছি ও কিছু ইউটিউব চ্যানেলের সুন্দর নাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

তাছাড়াও যদি আর কিছু হেল্প লাগে অবশ্যই কমেন্ট করবেন আমি নিজে আপনাকে সাহায্য করার চেষ্টা করবো। সাথে আর্টিকেলটি কেমন লেগেছে সেটিও বলে যাবেন।

4 thoughts on “ইউটিউব চ্যানেলের সুন্দর নাম – YouTube Channel Name 2023

  • Kamal Hossain

    অনেক কিছু জানতে পারলাম

    Reply
  • Kamal Hossain

    এখান থেকেই অনেক কিছু জানতে পারলাম

    Reply
    • আপনার গুরুত্বপূর্ন মন্তব্যের জন্য ধন্যবাদ। আরও বিশেষ কিছু জানতে অবশ্যই আমাদের ওয়েবসাইট প্রতিদিন ব্রাউজ করার চেষ্টা করুন।

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *