এখন থেকে ইতালি ও যুক্তরাজ্যে ড্রোন ডেলিভারি চালু করবে অ্যামাজন
বিশ্বের মধ্যে অনেক বেশী জনপ্রিয় একটি ই-কমার্স মাধ্যম অ্যামাজন। তারা বিশ্বের কয়েকটি দেশে পন্য পৌঁছে দিয়ে থাকে কিন্তু এবার ঘটতে চলেছে আলাদা কিছু কারণ এখন থেকে ইতালি ও যুক্তরাজ্যে ড্রোন ডেলিভারি চালু করবে অ্যামাজন ।
ড্রোনের মাধ্যমে বিভিন্ন দেশে ও জায়গায় পন্য পাঠিয়ে দেয়ার কার্যক্রম শুরু করেছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন আর এই পন্য ডেলিভারির ধারাকে বজায় রাখতে ও পরিধি বাড়াতে এবার যুক্তরাজ্য ও ইতালিতে ড্রোনের মাধ্যমে গ্রাহকের কাছে পণ্য পাঠাবে বলে জানিয়েছে জায়ান্ট কোম্পানি অ্যামাজন।
অ্যামাজন এক বিবৃতিতে জানিয়েছে যে, আগামি বছরের অর্থাৎ ২০২৪ সালের শেষের দিকে ইতালি ও যুক্তরাজ্যের অঞ্চল গুলোতে ড্রোনের মাধ্যমে পন্য ডিলিভারি চালু হবে। সেই সাথে অ্যামাজন আরও জানিয়েছে, টেক্সাস ও ক্যালিফোর্নিয়া ছাড়াও যুক্তরাষ্ট্রের আরও একটি জায়গায় ড্রোন ডেলিভারি চালু করবে তারা এবং এই ড্রোননির্ভর সেবাটির নাম দেয়া হয়েছে প্রাইম এয়ার।
আরও দেখুনঃ
ইতালি ও যুক্তরাজ্যে ড্রোন ডেলিভারি চালু করবে অ্যামাজন এই বিষয়টি এই প্রথম চালু হতে চলেছে। কেমন হবে তাদের ই-বানিজ্য সেটি অবশ্যই মন্তব্য করবেন।