ইনফিনিক্স মোবাইল দাম কত বাংলাদেশ ২০২৩
কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন। আল্লাহ্ তায়ালার রহমতে আমিও অনেক ভালো আছি আর তাই আজকের এই আর্টিকেলে আমি আপনাদেরকে ইনফিনিক্স মোবাইল দাম কত সেটি নিয়ে বিস্তারিত ধারণা দেয়ার চেষ্টা করবো।
আমাদের দেশের বাজারে অন্যান্য সব ফোনের মত কয়েক বছর যাবত ইনফিনিক্স মোবাইলের চাহিদা অনেক গুণে বৃদ্ধি পেয়েছে আর আজ তাই আপনাদের জন্য বেশ কিছু ভালোমানের ইনফিনিক্স মোবাইল ফোন নিয়ে রিভিউ ও দাম তুলে ধরার চেষ্টা করবো।
বিশেষ করে বাংলাদেশের বাজারে ইনফিনিক্স মোবাইলের দাম একটু তুলনা মূল্যক কম অর্থাৎ এটি বাজেট ফোনের কাতারে থাকে তাই দেশের মানুষের চাহিদা রয়েছে এই ফোনটির প্রতি। বর্তমানে শাওমি, স্যামসাং, নোকিয়ার বিশেষ ব্রান্ডের ফোন গুলো ছেড়ে দিয়ে এখন মানুষ ইনফিনিক্স ফোনের দিকে ঝুঁকছে।
আমি আজ এই রিভিউ আর্টিকেলে ইনফিনিক্স মোবাইলের দাম ও সেই সাথে ইনফিনিক্স মোবাইলের সমস্ত ফিচার নিয়ে আপনাকে বিস্তারিত সব কিছু বলে দিবো। তাহলে চলুন দেরি না করে মোবাইল গুলোর দাম ও স্পেসিফিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।
ইনফিনিক্স মোবাইল কেমন ?
আপনার হয়ত মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে ইনফিনিক্স এর ফোন গুলো কেমন হবে? আপনার এই প্রশ্নের উত্তরে বলবো এই ফোনটি আপনার জন্য ভালো মানের একটি ফোন হতে চলেছে কারণ কম দামের মধ্যে ভালো মোবাইল গুলোর মধ্যে যে সমস্ত ফোন গুলো রয়েছে সেগুলোর মধ্যে এই ফোনের স্পেসিফিকেশনও অনেক ভালো মানের রয়েছে তাই এই ফোনটিও অনেক ভালো হবে আপনার জন্য।
ইনফিনিক্স ব্রান্ডটি জদিও অনেক বেশী জনপ্রিয় নয় তারপরেও এটির চাহিদা ভালো রয়েছে। এ অবধি আমার পরিচিত যে সমস্ত ব্যাক্তি ইনফিনক্স মোবাইল কিনেছেন তাদের কাছে থেকে বাজে কোন রিপোর্ট পাইনি।
আরও দেখুনঃ ঘরে বসেই মোবাইল থেকে আয় করার সহজ উপায়
কম দামের মধ্যে এই ফোনটি ভালো রয়েছে তাইতো এই ফোনটি কম বাজেটের হলেও অনেকের চাহিদা সমৃদ্ধ একটি ফোন। বিশেষ করে এই ফোনটির বাজেট কম হওয়ার কারণে এই ফোনটি অনেকের কাছেই পরিচিত হয়েই চলেছে।
তাই আমি মনে করি আপনার জন্য এই ফোনটি বেশ ভালো হতে চলেছে। আপনি চাইলে সব গুলো ফোন দেখার পরে আপনার জন্য বেটার ফোন যেটি হবে সেটি অবশ্যই ক্রয় করবেন। আশা করছি আপনার জন্য ভালো মানের ফোন হতে চলেছে আজকের রিভিউ আর্টিকেলে দেয়া ফোন গুলো।
ইনফিনিক্স মোবাইল ফোন ২০২৩
ইনফিনিক্স মোবাইল দাম কত ? এখন যে সমস্ত মোবাইল নিয়ে রিভিউ দেয়া হবে সেগুলোর দামের পাশাপাশি অবশ্যই ফোন গুলোর স্পেসিফিকেশন দেখার চেষ্টা করবেন কারণ আপনি যদি ফোনের স্পেসিফিকেশন না দেখে শুধু দাম দেখেই ফোন গুলো ক্রয় করেন তাহলে আপনি ঠকে যেতে পারেন।
এর কারণ হচ্ছে ফোন গুলো শুধু দামের উপর ভিত্তি করে কিনতে হয়না বরং স্পেসিফিকেশন দেখে ফোন ক্রয় করতে হবে কারণ একটি ফোন ভালো হয় তার স্পেসিফিকেশনের উপর।
যে ফোনের কনফিগারেশন ভালো সেই সমস্ত ফোন গুলো অনেক ভালো হয়ে থাকে। যদিও আমি চেষ্টা করবো বাজেটের মধ্যে সেরা কয়েকটি ফোন নিয়ে। তারপরেও আপনি একটু ফোন গুলো দেখে নিবেন তারপর কেনার চেষ্টা করবেন। তাহলে চলুন ফোন গুলো সম্পর্কে জানা যাক,
Infinix Note 12 Pro

Official ✭ | ৳26,499 8/256 GB |
কনফিগারেশন
বাংলাদেশের বাজারে এই ফোনটি প্রথম রিলিজ হয় ২০২২ সালে ১৮ জুলাই। এই ফোনটির সাথে রয়েছে Volcanic Grey, Tuscany Blue, Alpine White এই তিনটি কালার এবং সেই সাথে এই ফোনটির সাথে যুক্ত করা আছে 2G, 3G, 4G নেটওয়ার্ক সুবিধা ও সেই সাথে ডুয়াল ন্যানো সিম কার্ড ব্যবহারের সুযোগ।
এদিকে ফোনটির বডি স্টাইলের দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যে, এই ফোনটির সাথে ব্যবহার হয়েছে মিনিমাল নচ টাচ স্ক্রিন এবং ম্যাটারিয়াল হিসাবে ব্যবহার হয়েছে গ্লাস ফ্রন্ট এবং প্লাস্টিকের বডি।
192 grams ওজনের এই ফোনটির ডাইমেনশন থাকছে 164.4 x 76.5 x 7.8 মিলিমিটার এবং সেই সাথে ফোনটির ডিসপ্লের সাইজ থাকছে ৬.৭ ইঞ্চি এবং এই ডিসপ্লের রেজোলিউশন থাকছে Full HD+ 1080 x 2400 পিক্সেল এবং সেই সাথে এই ডিসপ্লের প্রযুক্তি হিসাবে থাকছে এমোলেড টাচ স্ক্রিন এবং মাল্টিটাচ ফিচার।
ফোনটির ক্যামেরার দিকে খেয়াল করলে দেখতে পাওয়া যায় যে, এই ফোনটির মেইন ক্যামেরা হিসাবে থাকছে Triple 108+2+0.3 মেগাপিক্সেল ক্যামেরা এবং সেই সাথে ফোনটির সেলফি ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। এইদিকে ফোনটির উভয় ক্যামেরা দিয়ে ফুল এইচডি ১৪৪০পি মুডে ভিডিও রেকর্ড করা যাবে।
পারফর্মেন্সের দিকে খেয়াল করলে দেখতে পাওয়া যায় যে, এই ফোনটির সাথে থাকছে Android 12 অপারেটিং সিস্টেম এবং সেই সাথে ফোনটির সাথে থাকছে MediaTek Helio G99 চিপ্সেট।
Octa-core, up to 2.2 GHz প্রসেসর দ্বারা পরিচালিত ফোনটির সাথে আরও থাকছে ৮জিবি র্যাম এবং ২৫৬জিবি রম ও সেই সাথে আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করার মত সুবিধা। এইদিকে বেস্ট চার্জিং পারফর্মেন্স এর জন্য থাকছে Lithium-polymer 5000 mAh ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার ও সেই সাথে ফোনটির সিকিউরিটির জন্য থাকছে ফেস আনলক ও ফিঙ্গার প্রিন্ট সেন্সর।
Infinix Note 12 2023

Official ✭ | ৳19,999 8/128 GB ৳22,999 8/256 GB |
কনফিগারেশন
Volcanic Grey, Tuscany Blue, Alpine White এই তিনটি কালারের পাশাপাশি এই ফোনটির সাথে থাকছে 2G, 3G, 4G নেটওয়ার্ক সুবিধা এবং সাথে আরও থাকছে ডুয়াল ন্যানো সিম কার্ড ইন্সার্ট করার মত সুযোগ।
Minimal-notch টাচ স্ক্রিন থাকছে এই ফোনটির সাথে এবং ফোনটির বডিতে ম্যাটারিয়াল হিসাবে থাকছে Glass front, plastic body ও সেই সাথে ফোনটির ডাইমেনশন থাকছে 164.4 x 76.5 x 7.8 মিলিমিটার আর সেই সাথে ফোনটি থাকছে ১৯৫ গ্রাম ওজনের।
ফোনটির ডিসপ্লের সাইজ থাকছে ৬.৭ ইঞ্চি যার রেজোলিউশন থাকছে Full HD+ 1080 x 2400 পিক্সেল এবং সেই সাথে ডিসপ্লের প্রযুক্তি হিসাবে থাকছে AMOLED Touchscreen এবং মাল্টিটাচ ফিচার।
এছাড়াও এই ফোনটির সাথে রিয়ার ক্যামেরা হিসাবে ব্যবহার হয়েছে Triple 50+2+0.3 মেগাপিক্সেল ক্যামেরা যার সাথে ফিচার হিসাবে থাকছে PDAF, quad-LED flash, f/1.6, depth & more এবং সেই সাথে Quad HD (1440p) পিক্সেলে ভিডিও রেকর্ড করার মত সুযোগ।
এই দিকে ফোনটির সেলফি ক্যামেরার দিকে খেয়াল করলে দেখতে পাওয়া যায় যে, ফোনটির সাথে থাকছে 16 Megapixel ক্যামেরা এবং ক্যামেরার ফিচার হিসাবে থাকছে F/2.0 aperture, Dual-LED flash & more ও সেই সাথে Quad HD (1440p) মুডে ভিডিও রেকর্ড করার মত সুবিধা।
ফোনটির পারফর্মেন্স এর দিকে খেয়াল করলে দেখতে পাওয়া যায় যে, এই ফোনটির সাথে থাকছে Lithium-polymer 5000 mAh ব্যাটারি ও 33W Fast Charging সুবিধা। Android 12 অপারেটিং সিস্টেমের পাশাপাশি এই ফোনটির সাথে থাকছে MediaTek Helio G99 চিপ্সেট ও Octa-core, up to 2.2 GHz এর প্রসেসর।
সেই সাথে ফোনটির স্টোরেজের দিকে খেয়াল করলে দেখতে পাওয়া যায় যে ফোনটির সাথে থাকছে ৮জিবি র্যাম এবং দুই ভ্যারিয়েন্টের রম যার একটি থাকছে ১২৮জিবি ও অন্যটি থাকছে ২৫৬জিবি আর সেই সাথে আপনি এই ফোনের সাথে আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন।
ফোনটির সিকিউরিটির জন্য থাকছে ফেস আনলক ও ফিঙ্গার প্রিন্ট সেন্সর। সব মিলিয়ে দেখতে গেলে দেখা যায় যে, এই ফোনটি দুই ভ্যারিয়েন্টের হওয়ার কারণে ফোনটি অনেক ভালো হবে তাই চাইলে আপনি ফোনটি কিনতে পারেন।
দেখুনঃ বাজেটের মধ্যেই টেকনোর সেরা কয়েকটি মোবাইল
Infinix Hot 20i

Official ✭ | ৳11,499 4/64 GB |
কনফিগারেশন
যারা কম বাজেটের মধ্যে ইনফিনিক্স এর ফোন কিনতে চান তারা এই ফোনটি অনায়াসে কিনতে পারেন কারণ এই ফোনের থাকে Wilderness Black, Luna Blue, Energy Green, Sunset Gold এই চারটি কালার এবং সেই সাথে এই ফোনটিতে 2G, 3G, 4G নেটওয়ার্ক সুবিধা দেয়া রয়েছে এমনকি এই ফোনের সাথে ডুয়াল ন্যানো সিম কার্ড ইন্সার্ট করা যাবে।
এই ফোনটির বডির স্টাইলের দিকে খেয়াল করলে দেখতে পাওয়া যায় যে, ফোনটিতে ব্যবহার করা হয়েছে Minimal Notch টাচ স্ক্রিন এবং যার সাইজ থাকছে ৬.৬ ইঞ্চি ও সেই সাথে ডিসপ্লের রেজোলিউশন থাকছে HD+ 720 x 1612 পিক্সেল।
এদিকে ডিসপ্লের প্রযুক্তি হিসাবে থাকছে IPS LCD Touchscreen এবং সেই সাথে থাকছে মাল্টিটাচ ফিচার। বিশেষ করে ফোনটির ক্যামেরার দিকে খেয়াল করলে দেখতে পাওয়া যায় যে এর রিয়ার ক্যামেরা হিসাবে থাকছে Triple 13+0.3+0.3 মেগাপিক্সেল ক্যামেরা যা দিয়ে অনায়াসে ১০৮০পি মুডে ভিডিও কভার করা যাবে।
সেই সাথে ফোনটির সেলফি ক্যামেরা হিসাবে থাকছে ৮মেগাপিক্সেল ক্যামেরা যা দিয়ে ১০৮০পি মুডে ভিডিও রেকর্ড হবে। Lithium-polymer 5000 mAh ব্যাটারি এবং 10W Fast Charging ও 5W Reverse Charging সুবিধার পাশাপাশি ফোনটির সাথে থাকছে এন্ড্রয়েড 12 গো এডিশন অপারেটিং সিস্টেম।
MediaTek Helio A22 চিপ্সেট দ্বারা পরিচালিত ফোনটির সাথে থাকছে Quad-core, 2.0 GHz প্রসেসর এবং ফোনটির স্টোরেজ হিসাবে দেয়া রয়েছে 4 GB র্যাম ও 64 GB রম এবং সেই সাথে আলাদাভাবে মেমোরি কার্ড ইন্সার্ট করার মত সুযোগ।
যদি সিকিউরিটির কথা বলা হয় তাহলে দেখা যায় এই ফোনটির সাথে থাকছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক সুবিধা।
Infinix Hot 20S

Official ✭ | ৳18,999 8/128 GB |
কনফিগারেশন
Infinix Hot 20S মোবাইল ফোনটিতে থাকছে Sonic Black, Tempo Blue, Fantasy Purple, Light-rider White এই চারটি কালার এবং সেই সাথে ফোনটির সাথে আরও থাকছে 2G, 3G, 4G নেটওয়ার্ক সুবিধা ও সেই সাথে এই ফোনটিতে ডুয়াল ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে।
৬.৭৮ ইঞ্চি পাঞ্চ হোল ডিসপ্লে থাকছে এই ফোনটির সাথে এবং সেই সাথে ডিসপ্লের রেজোলিউশন থাকছে Full HD+ 1080 x 2460 পিক্সেল আর এই ডিসপ্লের প্রযুক্তি হিসাবে থাকছে আইপিএস টাচ স্ক্রিন ও মাল্টিটাচ ফিচার এবং সেই সাথে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120Hz refresh rate
168.7 x 76.8 x 8.5 millimeters ডাইমেনশনের এই ফোনটিতে থাকছে Triple 50+2+2 Megapixel রিয়ার ক্যামেরা যা দিয়ে আপনি অনায়াসে ১৪৪০পি মুডে ভিডিও রেকর্ড করা যাবে এবং সেই সাথে এই ফোনটির সাথে সেলফি ক্যামেরা দেয়া রয়েছে ৮ মেগাপিক্সেল যা দিয়ে অনায়াসে ১০৮০পি মুডে ভিডিও রেকর্ড করা যাবে।
Lithium-polymer 5000 mAh ব্যাটারি দ্বারা পরিচালিত এই ফোনটির সাথে থাকছে 18W Fast Charging এবং 5W Reverse Charging সুবিধা। Android 12 অপারেটিং সিস্টেমের পাশাপাশি এই ফোনের সাথে থাকছে Octa-core, up to 2.05 GHz প্রসেসর।
এইদিকে MediaTek Helio G96 চিপ্সেট দ্বারা পরিচালিত এই ফোনটির সাথে আরও থাকছে 8 GB র্যাম এবং 128 GB রম ও সেই সাথে এই ফোনে আলাদাভাবে মেমোরি কার্ড ইন্সার্ট করা যাবে। ফোনটির সিকিউরিটির কথা চিন্তা করে ফোনটির সাথে যুক্ত করা রয়েছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসআনলক সুবিধা।
দেখুনঃ দাম জানুন নোকিয়া ৩৩১০ মডেলের বাটন ফোনের
Infinix Smart 6 Plus

ইনফিনিক্স মোবাইল দাম কত
Official ✭ | ৳10,999 2/64 GB |
কনফিগারেশন
যারা একটু কম বাজেটের মধ্যে ফোন কিনতে চান তাদের জন্য এই ফোনটি বেটার হতে চলেছে কারণ ১০ হাজার টাকার মধ্যে মোবাইল গুলোর মধ্যে ২ জিবি র্যাম ও ৬৪জিবি রমের যে সমস্ত ফোন গুলো রয়েছে সেগুলো অনেক ভালো মানের হয়ে থাকে আর এই ফোনটিতে তাই থাকছে।
এছাড়াও এই ফোনটির সাথে থাকছে Tranquil Sea Blue, Miracle Black এই দুটি রং এবং সেই সাথে এই ফোনের সাথে দেয়া থাকছে 2G, 3G, 4G নেটওয়ার্ক সুবিধা এবং সেই সাথে আরও থাকছে দুটি ন্যানো সিম কার্ড ব্যবহার করার মত সুযোগ।
ফোনটির বডির স্টাইল দিকে লক্ষ্য করলে দেখা যায় যে, এই ফোনটির সাথে রয়েছে Minimal Notch টাচ স্ক্রিন যার সাইজ থাকছে 6.82 ইঞ্চি এবং ডিসপ্লে রেজোলিউশন থাকছে HD+ 720 x 1600 পিক্সেল।
ডিসপ্লের প্রটেকশনের জন্য থাকছে Panda Glass এবং সেই সাথে এই ডিস্প্লেটির প্রযুক্তি হিসাবে ব্যবহার হয়েছে আইপিএস টাচস্ক্রিন ও মাল্টিটাচ ফিচার। ফিঙ্গার প্রিন্ট এবং ফেস আনলক সেন্সরের পাশাপাশি এই ফোনের সাথে থাকছে Dual 8+0.3 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং সেলফি ক্যামেরা হিসাবে থাকছে 5 মেগাপিক্সলের যার রিয়ার ক্যামেরা দিয়ে ১০৮০পি এবং সেলফি ক্যামেরা দিয়ে ৭২০পি মুডে ভিডিও রেকর্ডিং করা যাবে।
Lithium-polymer 5000 mAh ব্যাটারির পাশপাশি এই ফোনটির সাথে থাকছে Android 12 Go Edition অপারেটিং সিস্টেম ও MediaTek Helio G25 চিস্পেট। Octa-core, up to 2.0 GHz দ্বারা চালিত এই ফোনের সাথে থাকছে ২জিবি র্যাম ও ৬৪জিবি রম এবং সেই সাথে ডেডিকেটেড মেমোরি ব্যবহার করার সুযোগ।
আরও দেখুনঃ সেরা বাজেট ফোন ভিভো Y5
Infinix Smart 6 HD

Official ✭ | ৳9,999 |
Infinix Note 12 G96

Official ✭ | ৳19,299 6/128 GB ৳20,999 8/128 GB |
Infinix Hot 12

Official ✭ | ৳16,299 4/128 GB ৳16,499 6/128 GB |
Infinix Hot 12i

Official ✭ | ৳12,499 4/64 GB |
Infinix Hot 12 Play

Official ✭ | ৳12,999 4/64 GB |