গ্যাজেট বাংলাদেশ

ইনফিনিক্স স্মার্ট ৮ দাম কত?

ইনফিনিক্স স্মার্ট ৮ দাম কত -এবার বাংলাদেশের বাজারে ইনফিনিক্স স্মার্ট ৮ মডেলের নতুন ফোন উন্মোচন করেছে। প্রযুক্তি প্রেমী তরুনদের জন্য স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে। বিশেষ করে সাধ্যের মধ্যে বাজেট সমৃদ্ধ ফোন গুলোর মধ্যে ইনফিনিক্স একটি ভালো মানের ব্রান্ড।

বাজেটের মধ্যে থাকা এই নতুন স্মার্ট ফোনটির সাথে দেয়া রয়েছে ৬.৬ ইঞ্চির ৭২০ x ১৬১২ পিক্সেলের বড় মাপের এইচডি+ ডিসপ্লে। এছাড়াও ডিসপ্লেটির সুন্দরভাবে ব্যবহার করার লক্ষ্যে দেয়া থাকছে ৯০ হার্টজ রিফ্রেশরেট এবং ১৮০ হার্টজের টাচ সেম্পলিং রেট।

এইদিকে ফোনটির সাথে প্রসেসর হিসাবে থাকছে ইউনিসেক ১.৬ গিগাহার্টজ টি ৬০৬ অক্টাকোর এবং ফোনটির সাথে স্টোরেজ হিসাবে থাকছে ৪জিবি র‍্যাম এবং ১২৮জিবি রম।

আরও দেখুনঃ নোকিয়ার সেরা কয়েকটি ফিচার ফোন

ফোনটির ক্যামেরার অভিজ্ঞাতা বলতে গেলে দেখা যায় যে এই ফোনটির সাথে থাকছে, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সল্প আলোতে ছবি তোলার ক্ষেত্রে ভালো মানের পারফর্মেন্স করে থাকবে কারণ রিয়ার ক্যামেরা ফিচার হিসাবে থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রিং এলইডি লাইট। পাশাপাশি এই ফোনটির সাথে আরও থাকছে ৪জি নেটওয়ার্ক এবং ডুয়াল সিম ব্যবহার করার মত সুবিধা এবং সেই সাথে ওয়াইফাই ও ব্লুটুথ ৫ ব্যবহার করা হয়েছে।

তাছাড়াও এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে অ্যান্ডরয়েড ১৩। ফোনটির নিরাপত্তা বজায় রাখার জন্য থাকছে ফিঙ্গারপ্রন্ট সেন্সর। চার্জিং পারফমেন্স এর জন্য থাকছে ৫০০০ অ্যাম্পিয়ার ব্যাটারি এবং সেই সাথে আরও থাকছে ১০ ওয়াট চার্জার।

ইনফিনিক্স স্মার্ট ৮ দাম কত প্রশ্নের জবাব এর ফোনের দাম ১১,৪৯৯ টাকা মাত্র।

শেয়ার করুন

নির্ঝর ফারুক

প্রযুক্তি প্রেমী মানুষের মধ্যে আমিও একজন। ছেলেবেলা থেকেই প্রযুক্তির সাথে জড়িয়ে রয়েছি এবং অনেক কিছু শিখেছি ও এখনো শিখছি। যে বিষয় গুলো জানি সেই বিষয় গুলো নিয়েই মূলত এই ওয়েবসাইটে লেখালেখি করি। টেকজোন বাংলার একমাত্র সত্ত্বাধিকারী আমি নির্ঝর ফারুক সক্রিয় থাকবো আপনার সাথে ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *