গ্যাজেট বাংলাদেশপ্রযুক্তি বাজারমোবাইল ফোন

ইনফিনিক্স হট প্লে মাত্র ১০ হাজার টাকায় ৬.৮২ ইঞ্চি ডিসপ্লের ফোন

এবার বড় মাপের ডিসপ্লের সাথে বাজারে আসছে ইনফিনিক্স এর নতুন একটি ফোন। এই ফোনটির বাজেট একদম কম থাকার পরেও বড় সাইজের একটি ডিসপ্লে থাকছে। আর এই ফোনটির মডেল হচ্ছে ইনফিনিক্স হট প্লে ।

বর্তমানে চিনের বাজারে এই ফোনটি এভাইলেবল রয়েছে এবং সেই সাথে বিশ্ব বাজার ও বাংলাদেশের বাজারে এই ফোনটি কবে আসবে এটি সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। অনেকেই ধারণা করছেন এই বছরের শেষের দিকে হয়ত এই ফোনটি বাংলাদেশে পাওয়া যেতে পারে।

এদিকে এই ফোনটির ফিচার হিসাবে ৬০০০ এমএএইচের একটি শক্তিশালী ব্যাটারি। এই ফোনের ব্যাটারি একবার চার্জ করলে দুই দিন অনায়াসে ব্যবহার করা যাবে। এছাড়াও এই ফোনটি চার্জ করার জন্য থাকছে ১৮ ওয়াট এর ফাস্ট চার্জার।

এদিকে এই ফোনটির অপারেটিং সিস্টেমের দিকে খেয়াল করলে দেখতে পাওয়া যায় যে, ফোনটির সাথে থাকছে এন্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম এরবং সেই সাথে মিডিয়াটেক হ্যালিও চিপ্সেত দ্বারা পরিচালিত ফোন এটি।

এই ফোনের সাথে ডিসপ্লে ব্যবহার হয়েছে ৬.৮২ ইঞ্চি এবং সেই সাহে আইপিএস টাচ স্ক্রিন ও মাল্টিটাচ ফিচার। এছাড়াও এই ডিসপ্লেটি রেজোলিশন থাকছে ১৬৪০*৭২০ পিক্সেল এবং সেই সাথে ৯০ হার্টজ এর রিফ্রেশ রেট।

এইদকে এই ফোনের স্টোরেজ হিসাবে থাকছে ৪জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম এবং সেই সাথে স্টোরেজ বাড়ানোর জন্য থাকছে আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করার মত সুবিধা।

ইনফিনিক্স হট প্লে ফোনটির ক্যামেরার দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যে, ফোনটির সাথে ব্যাক ক্যামেরা হিসাবে থাকছে ১৩ মেগা পিক্সেল ক্যামেরা ও সেই সাথে সেলফি ক্যামেরা হিসাবে থাকছে ৮ মেগা পিক্সেল ক্যামেরা।

দেখুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *