প্রযুক্তি খবর

ইনস্টাগ্রাম আনছে নতুন তিনটি ফিচার

ইনস্টাগ্রাম আনছে নতুন তিনটি ফিচার -এবার তরুণদের জন্য আকর্ষণীয় নতুন তিনটি ফিচার নিয়ে আসতে চলেছে ইন্সটাগ্রাম। ইন্সটাগ্রামের আপডেট আসার সাথে সাথে ফিচার গুলো পাওয়া যাবে এবং ফিচার হিসাবে রয়ছে জন্মদিন, অডিও ও সেলফি নোট এবং স্টোরিতে একাধিক লিস্ট যুক্তে করার মত সুবিধা।

ফেসবুক নির্মাতা প্রতিষ্ঠান মেটা ইনস্টাগ্রাম আনছে নতুন তিনটি ফিচার নিয়ে প্রিভিউ দেখছে এবং তারা জানিয়েছে খুব তাড়াতাড়ি অ্যাপটির নতুন আপডেট নিয়ে পরিক্ষা শুরু করা হবে এবং অ্যাপের মধ্যে ফিচার গুলো যুক্ত করা হবে।

বিশেষ করে নতুন প্রজন্মের তরুণদের জন্য এবং ইন্সটাগ্রামের ব্যবহারকারী বাড়ানোর জন্য মেটা নিয়ে আসতে চলেছে এই তিনটি নতুন ফিচার। এখন ফেসবুকের মত ইন্সটা ব্যবহার করার মাধ্যমে জানা যাবে বন্ধুর জন্মদিন কবে এবং সহজেই উইশ করা যাবে।

আরওঃ ঘরে বসে মোবাইল দিয়ে টাকা আয় করার উপায়

মেটা বলছে বন্ধুদের সাথে আপডেট শেয়ার করার জন্য তরুণদের কাছে অনেক বেশী জনপ্রিয় হবে ইন্সটাগ্রামের নতুন আপডেট। এছাড়াও ইন্সটাগ্রামকে আরও বেশী জনপ্রিয় করার জন্য মেটা অডিও ও সেলফি ভিডিও নোট ফিচার চালু করছে এবং যার মধ্যে রয়ছে রেকর্ডিং এবং ছোট ভিডিও ক্যাপচার করার পর সেটি শেয়ার করা যাবে।

এছাড়াও ইন্সটাগ্রামের স্টোরিতে একাধিক লিস্ট ফিচার রয়েছে যেটি ব্যবহার করার মাধ্যমে ঘনিষ্ঠ বন্ধু এবং সেই সাথে বাইরের বন্ধুদের তালিকা করা যাবে। সব মিলিয়ে ইন্সটাগ্রামের ফিচার গুলো বেশ জনপ্রিয় রয়েছে।

আরও দেখুন

শেয়ার করুন

নির্ঝর ফারুক

প্রযুক্তি প্রেমী মানুষের মধ্যে আমিও একজন। ছেলেবেলা থেকেই প্রযুক্তির সাথে জড়িয়ে রয়েছি এবং অনেক কিছু শিখেছি ও এখনো শিখছি। যে বিষয় গুলো জানি সেই বিষয় গুলো নিয়েই মূলত এই ওয়েবসাইটে লেখালেখি করি। টেকজোন বাংলার একমাত্র সত্ত্বাধিকারী আমি নির্ঝর ফারুক সক্রিয় থাকবো আপনার সাথে ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *