কম্পিউটিংতথ্য ও যোগাযোগ প্রযুক্তিব্লগ পোস্ট

ইন্টারনেট ও কম্পিউটারের জনক কে ?

আধুনিক বিশ্বের অগ্রগতির পেছনে যে দুটি বিশেষভাবে অবদান রেখেছে সেটি হচ্ছে ইন্টারনেট ও কম্পিউটার। কিন্তু এখনো এই ইন্টারনেট ও কম্পিউটারের জনক কে সেটি জানেনা। আজ তাই আজকের এই আর্তিকেলটি লেখা হয়েছে।

আর্টিকেলটি অনেক বড় হবেনা কিন্তু এমন বিশেষ কিছু তথ্য যুক্ত করা থাকবে যে গুলো আপনার জানা থাকা অনেক বেশী দরকারী বলে আমি মনে করি কারণ এই কম্পিউটার এবং ইন্টারনেট আসলে কিভাবে তৈরি হয়েছে সেটি বলে দেয়া হবে।

তাই আপনি একটু সময় নিয়ে অবশ্যই আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন। আশা করছি আপনি আজ ইন্টারনেট এবং কম্পিউটার সম্পর্কে একটু বেশী জানতে পারবেন।

ইন্টারনেটের জনক কে ?

ইন্টারনেট ও কম্পিউটারের জনক কে
ভিনটন জি কার্ফ

ভিনটন জি কার্ফ হচ্ছেন আধুনিক ইন্টারনেটের জনক জিনি ১৯৪৩ সালের ২৩শে জুন জন্ম গ্রহন করেন। যদিও তাকে ইন্টারনেটের জনক বলা হয় কিন্তু তিনি নিজে থেকে আমেরিকান বিজ্ঞানী রবার্ট কানের সাথে ভাগাভাগি করেছেন কারণ ইন্টারনেট আবিস্কার করার সময় রবার্ট কানের অবদান অনস্বীকার্য।

তাদের দুজনের আগেও ইন্টানেটের আবির্ভাব হয় এই বিশ্বে কিন্তু তারা আধুনিক যে ইন্টারনেট রয়েছে সেটি আমাদের কাছে উপহার দেয় যার ফলে আজ আমরা আধুনিক বিশ্বের অত্যাধুনিক ইন্টারনেট সুবিধা পাচ্ছি।

আজ আমরা যেকোনো জায়গায় বসে সারা বিশ্বের সমস্ত খবর দেখতে পাচ্ছি এবং সেই সাথে আমরা একে অপরের সাথে অডিও এবং ভিডিও কল করার মাধ্যমেও কথা বলতে পারছি। শুধু তাই নয় এই ইন্টারনেটের অবদানে আমরা গুগল ম্যাপ ব্যবহার করে বিশ্বের কোথায় কি আছে সব কিছুই জানতে পাচ্ছি।

আধুনিক বিশ্ব এখন ইন্টারনেটের সাথে সংযুক্ত রয়েছে যা এক মূহুর্তের জন্য বন্ধ হয়ে গেলে অনেক ধরণের সমস্যার তৈরি হতে পারে।

আরও দেখুনঃ ন্যানোটেকনোলজি কি এবং কিভাবে কাজ করে থাকে?

কম্পিউটারের জনক কে ?

চার্লস ব্যাবেজ

কম্পিউটার তৈরি করার পেছনে অনেক বিজ্ঞানীর অক্লান্ত পরিশ্রম রয়েছে তাই এখানে কাওকে ছোট করে দেখার মত কিছু নেই। অনেকেই আছেন চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলেন আবার অনেকেই আছেন হাওয়ার্ড আইকেনকে কম্পিউটারের জনক বলে থাকেন।

বিশেষ কনফিউশন হলেও সর্বপরী চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। সঠকভাবে বললে কম্পিউটারের জনক হলেন চার্লস ব্যাবেজ।

বিখ্যাত গনিত বিদ অ্যাডা লাভলেসের সহযোগিতায় বিজ্ঞানী চার্লস ব্যাবেজ একটি কম্পিউটার নির্মান করেন আর এই নির্মান করার কারণেই মূলত চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয় কিন্তু এদিকে অ্যাডা লাভালেসকেও কম্পিউটারের জননী বলা যেতে পারে।

আশা করছি ইন্টারনেট ও কম্পিউটারের জনক কে ? আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। এর পরেও আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সেই সাথে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক তথ্য পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট প্রতিদিন ব্রাউজ করুন।

আরও দেখুন

কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ গুলো মধ্যে কি কি রয়েছে জানুন

বিশ্বের মধ্যে সবচেয়ে ক্ষতিকর কম্পিউটার ভাইরাস

জানুন যে ১০ ব্যবহার তথ্য প্রযুক্তিতে বেশী হয়ে থাকে

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের কি কাজে আসে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *