ঈদে কেমন হেডফোন কিনবেন
ঈদে শুধু জামা-কাপড় নয়, পাশাপাশি ঘরের আসবাবপত্র থেকে শুরু করে অনেক কিছুই কেনা হয়। বিশেষ করে ইলেকট্রনিক গ্যাজেটগুলো। স্মার্টফোন, স্মার্টওয়াচ, হেডফোন কেনেন অনেকে। ঈদ উৎসবে নানা রকম ছাড় থাকে এসব পণ্যে। আবার নতুন পণ্যও লঞ্চ করে বিভিন্ন সংস্থা।
ঈদে সবাই দূরে বেড়াতে যাবেন। এসব হেডফোন একটি জরুরি জিনিস। যাত্রাপথে গান শোনার জন্য সঙ্গে রাখতে পারেন ওয়্যারলেস হেডফোন। তবে এখন হেডফোন কেনার সময় কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে।
চলুন জেনে নেওয়া যাক সেসব-
- যদি ট্রু ওয়্যারলেস হেডফোন কিনতে চান তাহলে প্রথমেই দেখে নিন এর ব্যাটারির সক্ষমতা। কতক্ষণ চার্জ দিলে কত সময় পর্যন্ত ব্যাকআপ দেবে। ফার্স্ট চার্জিংয়ের ব্যবস্থা আছে কি না।
- হেডফোনের ফ্রিকোয়েন্সি দেখে নিন। হেডফোন বেশি ব্যবহারে কানের ক্ষতি হতে পারে। সাধারণত ২০ থেকে ২ হাজার হার্জ পর্যন্ত ফ্রিকোয়েন্সি একজন মানুষ নিতে পারে। এর বেশি হলে কানের নানা রকম সমস্যা হতে পারে। তাই কেনার আগে অবশ্যই দেখে নিন।
- হেডফোনে ফেরিট ও নিওডিমিয়াম-এ দুই ধরনের ম্যাগনেট ব্যবহার করা হয়। হেডফোন কেনার সময় নিওডিমিয়াম ম্যাগনেট হেডফোন কেনার চেষ্টা করুন। এতে হেডফোনের ওজন অনেক হালকা হবে।
- হেডফোনটিতে ব্লুটুথ কানেকশন আছে কি না দেখে নিন। এতে হেডফোন থেকেই ফোন কলে কথা বলতে পারবেন।
- হেডফোনটি আইপিএক্স রেটিং সিস্টেম প্রাপ্ত কি না দেখে নিন। তাহলে পানি, ঘাম এবং ধুলাতে হেডফোনের কোনো সমস্যা হবে না। এমনকি হেডফোন পরেই সাঁতার কাটতে পারবেন এ সুবিধা থাকলে।
- দামের দিকটায় নজর দিন। হেডফোন কেনার আগেই একটি বাজেট তৈরি করুন। বাজার পর্যালোচনা করে বাজেট নির্ধারণ করতে পারেন। আপনার কেমন ধরনের হেডফোন দরকার, কী কী সুবিধা চান তার ওপর নির্ভর করে বাজেট ঠিক করুন।
- শব্দের গুণমান, বৈশিষ্ট্য বা দামের চেয়েও বেশি যে দিকটি খেয়াল রাখতে হবে; তা হচ্ছে, এটি আপনার কানে ফিট হচ্ছে কি না। সেই সঙ্গে পরতে অস্বস্তি হচ্ছে কি না। মূল কথা হেডফোনটি পরে আরামবোদ করছেন কি না তা নিশ্চিত হোন।