এক চার্জে ১৪দিন চলবে যে স্মার্টওয়াচ
বর্তমান সময়ে মানুষের চাহিদার উপর ভিত্তি করেই কোম্পানি গুলো নতুন নতুন মডেলের স্মার্ট ঘড়ি গুলো তৈরি করে থাকে। বিশেষ করে সমস্ত ঘড়ি গুলো ৪ থেকে ৫ দিনের বেশী চার্জ ব্যকাপ দিতে পারেনা।
কিন্তু এবার বাজারে এসেছে মন একটি ঘড়ি যেটি ব্যবহার করা যাবে একইভাবে ১৪ দিন পর্যন্ত। আপানাদেরকে চমকে দেয়ার মত এই ঘড়িতিতে কি কি ফিচার যুক্ত করা রয়েছে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ জানিয়ে দেয়া হবে।
তাই একটু সময় নিয়ে পড়ুন আশা করি আপনি আপনার জন্য বেস্ট একটি স্মার্ট ঘড়ি পেয়ে যাবেন। তাহলে চলুন দেরি না করে ঘড়িটি সম্পর্কে বিস্তারিত সমস্ত কিছু জানা শুরু করি।
স্মার্ট ওয়াচ ফিচার, দাম ও কনফিগারেশন
এই মাসেই বিশ্ব বাজারে লঞ্চ হয়েয়ে একটি স্মার্টওয়াচ যেটি অ্যামাজফিট ফ্যালকন স্মার্টওয়াচ। এই মোবাইল ঘড়িটি জেপ কোচ নামে পরিচিত যা প্রকাশ করেছে প্রশিক্ষন অ্যালগরিদম।
ফিচার হিসাবে এই ঘড়িটির সাথে থাকছে জিপিএস সুবিধা এবং সেই সাথে একইভাবে ১৪দিন পর্যন্ত চার্জ ব্যাকাপ দিতে সক্ষম এই মোবাইল ঘড়ি। এই ঘড়িটির বডিতে ব্যবহার হয়েছে টাইটানিয়াম এবং সেই সাথে স্যাফায়ার ক্রিস্টাল গ্লাস ব্যবহার হয়েছে ঘড়িটির স্ক্রিনে।
এছাড়াও এটির সাথে রয়েছে ১.২৮ ইঞ্চির একটি ডিসপ্লে যার রেজোলিউশন থাকছে ৪১৬*৪১৬ পিক্সেল এবং সেই সাথে এই ঘড়িটি ১০০০ নিট পর্যন্ত উজ্জলতা দিতে সক্ষম।
এই ঘড়িতে এমন সেন্সর যুক্ত করা হয়েছে যে এটি মানুষের শরীরের সমস্ত অবস্থা পর্যবেক্ষণ করতে সক্ষম এবং সেই সাথে শরীরের জন্য কি ব্যায়াম দরকার তার নোটিফিকেশন দিবে এই ঘড়িটি।
এর ফলে প্রতিটি ব্যবহারকারী তার সমস্ত কাজের গতি বৃদ্ধি করার পাশাপাশি নিজেকে শুস্থ রাখতে পারবে। সেই সাথে এই ঘড়িতে ব্যবহার হয়েছে ১০৫টি স্পোর্টস মোড এবং সেই সাথে অসংখ্য ব্যায়ামের মোড এবং সেই সাথে এটি হাতে থাকলে একইভাবে ২৪ ঘন্টা হার্ট রেট মনিটর করবে।
এই ঘড়িটি ব্যবহার করে ব্লুটুথের মাধ্যমে হেডফোন যুক্ত করা যাবে এবং সেই সাথে এই ঘড়িতে দেয়া হয়েছে ৫০০ এমএএইচ এর একটি ব্যাটারি যা মাত্র একবার চার্জ করলে একইভাবে ১৪দিন পর্যন্ত চলতে পারবে।
বর্তমানে এই ঘড়িটি শুধুমাত্র ইউরোপের দেশ গুলোতে পাওয়া যাচ্ছে যার দাম রয়েছে ৪৯৯.৯৯ ডলার যেটি বাংলাদেশের বাজারে এসে দাঁড়ায় ৫০ হাজার ৮০০ টাকা। এই ঘড়িটি খুব তাড়াতাড়ি বাংলাদেশে পাওয়া যাবে।