প্রযুক্তি খবর

এবার ক্রোমের সঙ্গে জুটি বাঁধল ‌‌‘নাথিং’

ফোনে আকর্ষণীয় ছাড় দিতে এবার ক্রোমের সঙ্গে জুটি বাঁধল ‌‌‘নাথিং’ । এবার শর্ত মেনে ৩ হাজার টাকা ইন্সট্যান্ট ক্যাশ ব্যাক পাওয়া যাবে নাথিক ফোন ২ তে। শুধু মাত্র ক্রোমের যে সমস্ত রিটেইল আউটলেট রয়েছে শুধুমাত্র সেখানেই নাথিং ফোনের উপরে অফার গুলো পাওয়া যাচ্ছে।

খুব কম সময়ের মধ্যে নাথিং ফোন কোম্পানি সারা বিশ্বে জনপ্রিয়তা পেয়ে গিয়েছে। শুধুমাত্র ১ বছরের ব্যবধানে তারা দু দুটি স্মার্ট ফোন, ইয়ারবাড এবং স্মার্টওয়াচের মত গ্যাজেট বাজারে লঞ্চ করেছে এবং সেই সাথে কোম্পানিটি তাদের সাব ব্রান্ড তৈরি করে নিয়েছে। এবার নাথিং তাদের পন্য গুলোতে আকর্ষণীয় ছাড় দিতে টাটার নিজস্ব কোম্পানি ক্রোমের সাথে জুটি বেঁধেছে এবং প্রডাক্ট গুলোর তালিকায় রয়েছে নাথিং ফোন ১, নাথিং ফোন ২, নাথিং ইয়ার ১ এবং সিএমএফ এর মত বিভিন্ন পন্য।

নাথিং এর জেনারেল ম্যানেজার ও ভাইস প্রেসিডেন্ট মনু শর্মা নাথিং ও ক্রোমের এই পার্টনারশিপ সম্পর্কে বলেছেন, বিশ্বের মধ্যে ভারত হচ্ছে নাথিং ফোনের জন্য অনেক বেশী গুরুত্ব দেয়ার মত একটি জায়গা এবং ক্রোম হচ্ছে ভারতের সবচেয়ে উপরে থাকা রিটেইল বিক্রেতারদের মধ্যে একটি প্রতিষ্ঠান। এছাড়া তিনি আর বলেন, এবার এই চুক্তি নাথিং এর নতুন গ্রাহকদের কাছে খুব সহজেই পন্য গুলো পৌঁছে দিতে অনেক বেশী সাহায্য করে থাকবে।

এই চলতি বছরে নাথিং কোম্পানি লঞ্চ করেছে নাথিং ফোন-২ এবং এই ফোনের স্পেসিফিকেশনের কথা বললে দেখতে পাওয়া যায় যে এই নাথিং ফোন-২ তে রয়েছে ৬.৭ ইঞ্চির একটি বড় মাপের ডিসপ্লে এবং ডিসপ্লেটি আগের মডেলের ফোনের তুলনায় অনেক বেশী আপডেট করা হয়েছে যার ফলে ০.১৫ ইঞ্চি বড় করা হয়েছ ডিস্প্লেতে। নাথিং ফোন-২ এর ডিসপ্লেতে রয়েছে দুই ধরণের ডিসপ্লে ফিচার যার মধ্যে একটিতে রয়েছে এফএইচডি+ওএলইডি ডিসপ্লে এবং যার রিফ্রেশরেট দেয়া রয়েছে ১২০এইচজেড ও সেই সাথে এই মডেলের ফোনটির সাথে সেলফি ক্যামেরার জন্য রয়েছে পাঞ্চহোল কাট।

এইদিকে ফোনটির সাথে রয়েছে এন্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম। Qualcomm SM8475 Snapdragon 8+ Gen প্রসেসরের পাশাপাশি এই ফোনটির সাথে আরও থাকছে ৮জিবি র‍্যাম এবং ১২৮জিবি রম। ৫০ ডুয়াল রিয়ার ক্যামেরার পাশাপাশি রয়েছে লথিয়াম আয়ন এর ৪৭০০ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জার।

আরও দেখুনঃ ঘরে বসে তৈরি করুন সেলফিন একাউন্ট এবং বিনা দিধায় লেনেদেন করুন

শেয়ার করুন

নির্ঝর ফারুক

প্রযুক্তি প্রেমী মানুষের মধ্যে আমিও একজন। ছেলেবেলা থেকেই প্রযুক্তির সাথে জড়িয়ে রয়েছি এবং অনেক কিছু শিখেছি ও এখনো শিখছি। যে বিষয় গুলো জানি সেই বিষয় গুলো নিয়েই মূলত এই ওয়েবসাইটে লেখালেখি করি। টেকজোন বাংলার একমাত্র সত্ত্বাধিকারী আমি নির্ঝর ফারুক সক্রিয় থাকবো আপনার সাথে ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *