প্রযুক্তি খবরপ্রযুক্তি বাজারব্লগ পোস্ট

এবার ডিএসএলআরকে হার মানাবে , স্যামসাং আনছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন

এবার স্যামসাং প্রেমিকদের জন্য নতুন একটি ২০০ মেগা পিক্সেল ক্যামেরার ফোন নিয়ে আসতে চলেছে স্যামসাং আর সেই ফোনের রিভিউ করা হবে আজকের এই আর্টিকেলে।

তাই একটু সময় নিয়ে দেখুন এবং জানুন কি এমন আছে এই মোবাইলে যেটি কিনা ডিএসএলআর ক্যামেরার সাথে তুলনা করা হচ্ছে।

স্মার্টফোনের জন্য নতুন ২০০ মেগাপিক্সেল আইএসওসেল এইচপিএক্স ক্যামেরা সেন্সর উন্মোচন করেছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং। গত জুনে স্যামসাং ২০০ মেগাপিক্সেল আইএসওসেল এইচপি৩ ক্যামেরা সেন্সর উন্মোচন করে।

এবারের ক্যামেরা সেন্সরটি অনেকটাই আপডেট প্রযুক্তি দিয়ে তৈরি, যা ডিএসএলআর ক্যামেরার সাথে প্রতিদ্বন্দীতা করবে।

আরওঃ স্মার্টফোনের ব্যাটারির আয়ু কমায় যেসব অ্যাপ

এই সেন্সরটির পিক্সেল সাইজ ০.৫৬ মাইক্রন, যা ক্যামেরার মডিউল ২০ শতাংশ কমাতে সক্ষম। ফলে স্মার্টফোনের বডি আরও স্লিম এবং ছোট হবে।

আইএসওসেল এইচপিএক্স সেন্সরে স্যামসাংয়ের অ্যাডভান্সড ডিটিআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেটি প্রতিটি পিক্সেলকে শুধু আলাদাভাবে বিচ্ছিন্নই করে তা নয়, সাথে স্পষ্ট ছবি তোলার জন্য সাহায্য করে।

সুপার কিউপিডি অটোফোকাস সলিউশনের জন্য আইএসওসেলে দ্রুত ও নির্ভুল অটোফোকাস রয়েছে।

এছাড়া নতুন সেন্সরে টেট্রা পিক্সেল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কম আলোতেও ব্যবহারকারীদের ভালো ছবি তুলতে সক্ষম। এইচপিএক্স স্বয়ংক্রিয়ভাবে আলোর ওপর ভিত্তি করে তিনটি ভিন্ন লাইট মোডে সুইচ করতে পারে।

আইএসওসেল এইচপিএক্সের ডায়নামিক পারফরম্যান্স আলোর উৎস সীমিত থাকা সত্ত্বেও যতটা সম্ভব ভালো ছবি তুলতে পারে।

এছাড়াও এই সেন্সর প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেম হারে ৮কে ভিডিও রেকর্ড করতে পারে। এটি সমানভাবে ৪কে ভিডিও এবং ফুলএইচডি মোডে ডুয়েল এইচডিআর ভিডিও রেকর্ড করতে সক্ষম।

স্যামসাংয়ের দাবি, এই সেন্সর ৪ ট্রিলিয়ন কালারে ইমেজ রেন্ডার করার অনুমতি দেয়, যা স্যামসাংয়ের পূর্বসূরির ৬৮ বিলিয়ন কালার থেকে ৬৪ গুণ বেশি।

আরওঃ আইটেল ভিশন 1 প্লাস দাম বাংলাদেশ ২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *