কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি এবং কেন?
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা কছি অনেক ভালো আছেন। আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায়ে একটি পেশ্ন অনেক বেশী এসে থাকে আর সেতি হচ্ছে কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি ?
কিন্তু একটি বিষয় খেয়াল করলাম ইন্টানেটে সার্চ করার পর ভিন্ন মানুষ ভিন্ন উত্তর দিয়েছে। কিন্তু সঠিক উত্তর কোনটি হবে সেটি নিয়ে অনেকের ভেতরে অনেক বেশী কনফিউশন থাকে। কারণ সঠিক উত্তর না দিতে পারলে মার্ক পাওয়া যাবেনা।
তাই আজ কম্পিউটারের এই প্রশ্নটির সঠিক উত্তর জানিয়ে দেয়ার চেষ্টা করবো ও সেই সাথে কারণ গুলো উপাস্থাপন করার চেষ্টা করবো। তাহলে চলো সঠিক উত্তরটি জানি ও সেই সাথে সংক্ষিপ্ত বিস্তারিত বিবরনও জানি।
কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি ?
উত্তরঃ কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটির নাম হচ্ছে “প্রসেসর“। আমরা কম্পিউটারে যেকোনো কাজ করিনা কেন সমস্ত কাজ একটি বাইনারি প্রসেসে হয়ে থাকে। আর এই প্রসেসিং এর কাজ প্রসেসর করে থাকে তাই প্রসেসর হচ্ছে কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
আমরা কমবেশী সবাই জানি যে, কোন কিছু স্টোর বা জমা রাখার জন্য মেমোরি দরকার হয় আর এর জন্য কম্পিউটারে ব্যবহার হয় তিন ধরণের মেমোরি যেমনঃ (১) র্যাম (২) হার্ড ড্রাইভ (৩) প্রসেসর।
এখানে একটি প্রশ্ন থেকে যায় আর সেটি হচ্ছে হার্ড ড্রাইভে যেহেতু আমরা ছবি, টেক্সট ও ভিডিও সেভ করে রাখি তাই এটিকে মেমোরি স্টোরেজ বলা হয় কিন্তু র্যাম ও প্রসেসরকে কিভাবে মেমোরি বলা যায়?
আরওঃ বিদ্যালয়ে কম্পিউটার ক্লাব স্থাপনের জন্য প্রধ
হার্ড ড্রাইভ ( HDD )

আমরা যেকোনো ফাইল অতি সহজেই সারা জীবনের জন্য জমা করে রাখতে পারি এবং চাইলে সেই ফাইল পরবর্তিতে যেকোনো সময় ব্রাউজ করতে পারি বা এক্সেস করতে পারি।
হোক সেটি ছবি বা ভিডিও। চাইলে যেকোনো কিছুই আমরা এই হার্ড ড্রাইভের মধ্যে রেখে দিতে পারি।
আরওঃ 5G নেটওয়ার্ক কি এবং কিভাবে কাজ করে ও এর সুবিধা-অসুবিধা লেখো
র্যাম ( RAM )

RAM এর পূর্ন অর্থ হচ্ছে Random Access Memory ( র্যানডোম এক্সেক্স মেমোরি ) যা কিছু সময়ের জন্য কোন ফাইল বা সফটওয়্যারকে স্টোর করে রাখতে পারে।
পরিষ্কার করে বুঝতে হলে, আমরা যখন কোন ছবি, ভিডিও বা কোন সফটওয়্যার ওপেন করি সেই ছবি বা সফটওয়্যার যখন মেমোরি থেকে ওপেন হয় এবং আমরা কাজ করতে পারি ও দেখতে পারি তখন মূলত হার্ড ড্রাইভ বা মেমোরি থেকে সেটি র্যামের মধ্যে চলে আসে।
আবার যখন ক্লোজ করে দেয়া হয় সেটি র্যাম থেকে চলে যায়। শুধু মাত্র যে টুকু সময় ব্যবহার করা হয় সেই টুকু সময় র্যাম কাজ করে থাকে তাছাড়া র্যামের কোন প্রকার কাজ থাকেনা।
আর এই জন্য র্যামকে র্যানডোম এক্সেক্স মেমোরি বলা হয়। আশা করছি বুঝতে পেরেছেন, আর যদি বা বুঝেন তাহলে উদারহণ দেখুন,
ধরুন আপনি মোবাইলে একটি সিনেমা ডাউনলোড করে রেখেছেন এবং এক সময় আপনি সেই মুভিটিকে ওপেন করে দেখা শুরু করলেন। আপনি যত সময় মুভিটি দেখবেন তত সময় এটি র্যামের মধ্যে থেকে আপনাকে দেখার সুযোগ করে দিবে। আবার যখন ছবি দেখা বাদ দিবেন বা প্লেয়ার বন্ধ করে দিবেন তখন র্যাম থেকে সেই ফাইল নিজে নিজেই চলে যাবে ও ছবি আর দেখা যাবেনা।
এটিই মূলত র্যামের কাজ। যত সময় ওপেন আছে কাজ করবে নতুবা র্যাম ফাকা।
আরওঃ কম্পিউটার হার্ড ওয়্যার পরিচিতি। কোনটিকে কি বলে ও কাজ গুলো কি কি?
প্রসেসর ( Processor )

হার্ড ড্রাইভ এবং র্যামের মাঝখানে ডেটার একটি প্রসেসিং রয়েছে আর সেটিই মূলত প্রসেসর করে থাকে। আপনার মেমোরি থেকে যখন কোন ফাইল ব্রাউজ করবেন বা কম্পউটারকে কোন একটি কাজ করতে কমান্ড করবেন তখন প্রথমে সেটি মেমোরি থেকে প্রসেসরে যাবে এবং প্রসেসর অতি দ্রুততার সাথে সেই ডেটাকে র্যামের মধ্যে প্রসেসিং এর মাধ্যমে পাঠিয়ে দিবে আর আমরা দেখতে পারবো বা কাজ করতে পারবো।
তাই এটিও এক ধরণের একটি মেমোরি যা কিছু সময়ের জন্য ডেটা গুলোকে ধরে রাখে। প্রসেসর যদি ডেটা গুলো প্রসেস না করে তাহলে কোনভাবেই কম্পিউটার কাজ করতে পারেনা।
সেটি কম্পিউটার দ্বারা কৃত যেকোনো কাজ হতে পারে। সমস্ত কিছুই একটি প্রসেসিংয়ের মাধ্যমে হয়ে থাকে। এখন যদি আপনি মোবাইল দিয়ে ভিডিও রেকর্ডিং শুরু করেন সেটি কিন্তু সরাসরি মেমোরি কার্ডে সেভ হবেনা।
প্রসেসর দ্বারা প্রসেসিং হয়ে সেটি পরবর্তিতে সেভ হবে। আমরা সবাই কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি কিন্তু সেটি কিভাবে চালু থাকে আমাদের অনেকের অজানা।
দেখুন অপারেটিং সিস্টেমের সমস্ত ফাইল আমাদের কম্পিউটারে থাকা হার্ডড্রাইভে জমা থাকে এবং সেই ফাইল পরবর্তিতে ওপেন হয় ও কম্পিউটার চালু থাকে এবং বিভিন্ন ধরণের কাজ করা যায়।
আর এটি একটি সাধারণ প্রসেসে হয়ে থাকে। যখন আমরা কম্পিউটারের পাওয়ার বাটন চালু তখন সেটি প্রথমে কম্পিউটারের মাদারবোর্ডে গিয়ে পৌঁছে এবং পরবর্তি প্রসেসর থেকে কমান্ড পাঠানো হয় হার্ড ড্রাইভেয়ের ফাইল গুলো এক্সেক্স করার জন্য।
এবং হার্ডড্রাইভে ইন্সটল করা ইউন্ডজ তখন প্রসেসর ডাটা ট্রান্সফর শুরু করে দেয় আর প্রসেসর সেটি খুব দ্রুত প্রসেসিং করে র্যামের কাছে পৌঁছে দেয় এবং সেই ফাইল গুলো র্যাম এক্সেক্স করতে পারে যার ফলে আমরা কম্পিউটার চালু করে কাজ করতে পারি।
চালু করা অবস্থায় জতই কাজ করি সমস্ত কাজ একই ভাবে হার্ড ড্রাইভ থেকে প্রসেসরে আসে ও প্রসেসর থেকে র্যামের মধ্যে আসে। এই যে, মাঝ খানের যে ডেটা প্রসেসিং রয়েছে এর কারণেই কম্পিউটার ব্যবহার করা যায়।
তাই প্রসেসরকে কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলা হয়ে থাকে। আশা করছি প্রশের উত্তরের পাশাপাশি সমস্ত কিছুই একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। যদি আরও কোন প্রশ্নের উত্তর জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।
আমরা উত্তর দেয়ার চেষ্টা করবো। সেই সাথে এই ওয়েবসাইট প্রতিদিন ব্রাউজ করুন ও তথ্য প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন ধরণের উত্তর জেনেইন ও জ্ঞান আহরন করুন।
আরও দেখুন,