কম্পিউটারে খেলা যাবে মোবাইল গেম
অনেকেই রয়েছেন নিয়মিত মোবাইলে গেমস খেলেন এবং সেই সমস্ত গেমারদের মনের ইচ্ছা থাকে বড় মাপের স্ক্রিনে গেমস খেলার যার জন্য বিভিন্ন ধরণের থার্ড পার্টি অ্যাপ চালু হয়েছে এবং সেই গুলো ব্যবহার করেই গেমাররা কম্পিউটারে গেমস খেলে থাকেন।
তাই হয়ত সেই সমস্ত গেমারদের জন্য এবার গুগল গুগল প্লে গেমসকে আরও বেশী উন্নত করেছে গুগল। এই মাসেই গুগল তার গ্রাহদের জন্য তিনটি ফিচার চালু করেছে যে ফিচার ব্যবহার করার মাধ্যমে কম্পিউটারে 4K এবং অত্যাধুনিন কন্ট্রোলারের মাধ্যমে গেমস খেলা যাবে।
গুগল ঘোষণা দিয়েছে কম্পিউটাররে প্লে গেমস এখন থেকে 4K গেমিং মোড সাপোর্ট করবে। চাইলে গেমাররা তাদের কম্পিউটার থেকে Shift+Tab বাটন একত্রে চাপ দেয়ার মাধ্যমে গেমের রেজোলিউশন পরিবর্তন করতে পারবে।
গুগল প্লে গেমস-এ আসা আরেকটি গেমপ্লে আপগ্রেড হল কন্ট্রোলার সাপোর্ট। নির্বাচন করা গেমগুলো এখন সনি ডুয়েলশক ৪, ডুয়েলসেন্স (পিএস৫), এক্সবক্স সিরিজ এস, এক্সবক্স সিরিজ এক্স এবং এক্সবক্স ওয়ান কন্ট্রোলারের সঙ্গে খেলা যাবে৷
আরও দেখুনঃ বাজি খেলার জন্য একাউন্ট তৈরি করতে হয় যেভাবে
গুগল প্লে গেমস গুলো উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত ডিভাইস গুলোতে খেলা যাবে। এছাড়াও ল্যাপটপটির ফিচার হিসাবে থাকতে হবে ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স ৬৩০ বা সমতুল্য জিপিইউ, ৪টি সিপিইউ ফিজিক্যাল কোর এবং ৮ জিবি র্যাম থাকতে হবে।
গুগল জানিয়েছে এ অবধি ৩,০০০ এর বেশী গেম রয়েছে যেগুলো পিসিতে হাই রেজোলিউশনে খেলা যাবে।