তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

কম্পিউটার আবিষ্কার করেন কে ? কম্পিউটারের ইতিহাস

কম্পিউটার আবিষ্কার করেন কে -বর্তমান সময়ের আধুনিক প্রযুক্তি এক দিনে আমাদের সামনে আসেনি ধীর্ঘ সময় যাবৎ অনেকের প্রচেষ্টার ফলেই আজকের আধুনিক বিশ্ব আমারা উপভোগ করতে পারছি। ঠিন তেমনি আমরা বর্তমানে যে কম্পিউটার গুলো ব্যবহার করেছি সেটিও প্রথমে একজন অনেক চেষ্টা করেই তৈরি করেছিলো আর যাকে আমরা কম্পিউটারের জনক বা আবিস্কারক বলে চিনে থাকি।

আজকের এই শিক্ষা মূলক আর্টিকেল থেকে আমরা কম্পিউটারের আবিস্কার ও এর ইতিহাস নিয়ে সমস্ত কিছু জানার চেষ্টা করবো। তাই আপনি অবশ্যই একটু সময় নিয়ে সমস্ত কিছু পড়ার চেষ্টা করবেন কারণ আপনি আজ এমন কিছু শিখতে চলেছেন যা অনেক বেশ উপকার।

অনেকেই রয়েছেন শুধু মূল টপিক দেখার পরেই ফিরে চলে যায় যা মোটেও ঠিক নয় কারণ একটু বিস্তারিত কিছু জানতে পারলে জ্ঞানের প্রসার হয়। তাই চলুন আজকের মূল টপিক শুরু করা যাক,

কম্পিউটার কাকে বলে?

কম্পিউটার হচ্ছে গননা কারী যন্ত্র যা শুধু গননা করা ছাড়া কিছুই করতে পারেনা। কম্পিউট শব্দ থেকে কম্পিউটার শব্দের উৎপত্তি হয়েছে আর এই কম্পিউট শব্দের অর্থ গণনা করা।

আমরা যে সমস্ত কম্পিউটার ব্যবহার করে থাকি তা শুধু একটি বৈদ্যুতিক ডিভাইস। অনেক গুলো কম্পিউটার প্রগামের মাধ্যমে এটি মূলত চলে থাকে। মানুষের যেমন সমস্ত কিছু বোঝার মত জ্ঞান রয়েছে ঠিক তেমনি কম্পিউটারের জ্ঞান রয়েছে আর সেটি সে নিজে নিজে অর্জন করতে পারেনি বরং মানুষের দ্বারা সে সস্ত কিছু বুঝে থাকে।

কম্পিউটার মূলত ০ এবং ১ ছাড়া কিছু বুঝতে পারেনা। আমরা যে সমস্ত সফটওয়্যার বা প্রগাম ব্যবহার করি সমস্ত কিছু এক ধরণের ভাষা ব্যবহার করে তৈরি করা হয়েছে আর যাকে আমরা প্রগামিং ভাষা হিসাবে চিনে থাকি।

এই ভাষা ব্যবহার করে যখন একটি প্রগ্রাম রচনা করা হয় এবং কম্পিউটারে রান করা হয় তখন প্রগ্রামিং ভাষায় ব্যবহার করা সমস্ত কোড গুলোকে ০ এবং ১ এর মাধ্যমে কম্পাইল করে কাজ করে থাকে।

আর এই ০ এবং ১ কে বাইনারি সংখ্যা বলা হয়ে থাকে। বর্তমান প্রযুক্তি উন্নতি হওয়ার সাথে সাথে বাইনারি থেকে হেক্সা, হেক্সা ডেসিমেলের মত কোড গুলোকে কম্পিউটার রিড করতে পারছে। আর সমস্ত কিছুর মূলেই থাকে বাইনারি কোড।

এটি নিয়ে বিস্তারিত বলতে গেলে অনেক কিছু বিস্তারিত জানতে হবে তাই আপাদত এটুকুই জেনে রাখুন আর যদি প্রগামিং ভাষা, বাইনারি ও হেক্সা বা হেক্সা ডেসিমেল নিয়ে বিস্তারিত জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন পরবর্তীতে উত্তর দেয়া হবে।

আরওঃ কম্পিউটারে ব্যবহার করা সবচেয়ে গুরুত্ব পূর্ন অংশ কোনটিকে বলা হয়?

কম্পিউটার আবিষ্কার করেন কে ?

কম্পিউটার আবিষ্কার করেন কে
চার্লস ব্যাবেজ

বর্তমানে আমরা যে সমস্ত কম্পিউটার ব্যবহার করি সেটি পূর্বে এমন ছিলনা। আজ থেকে ১০ বছর আগেই কম্পিউটারকে যদি চিন্তা করা হয় তাহলে আমরা দেখতে পাই যে, সেই সমস্ত কম্পিউটার গুলো অনেক বেশী ধীর গতির ছিল কিন্তু বর্তমানে প্রযুক্তির উন্নতির সাথে সাথে গতি এবং সাইজ সব কিছুই বৃদ্ধি পাচ্ছে।

কিন্তু কম্পিউটারের ফান্ডামেন্টাল ঐ একই শুধু প্রযুক্তি ও হার্ডওয়্যার গুলোর উন্নতির ফলে বর্তমানে এটিকে আধুনিক কম্পিউটার বলা হয়। প্রথম আবিস্কার করা কম্পিউটারে যে সমস্ত হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছিলো এখনো সেই একই হার্ডওয়্যার ব্যবহার হয়।

বিশ্বের প্রথম কম্পিউটার আবিস্কার করেন বিজ্ঞানী চার্লস ব্যাবেজ আর তাকেই কম্পিউটারের জনক বলা হয়। তিনি সর্বপ্রথম ম্যাকনিকেল কম্পিউটার তৈরি করে যেটি দ্বারা শুধু গননা করা হত কিন্তু সেটিও অনেক সময় সাপেক্ষ ছিল।

পরবর্তি কালে তার তৈরি করা কম্পিউটারের উপর ভিত্তি করেই আধুনিক কম্পিউটারের আবিস্কার হয়েছে। তাই বলা যায় বর্তমানে আমরা কম্পিউটারের যে সমস্ত সুবিধা ভোগ করছি তার পুরোটা অবদান তারই।

আর এই কারণেই চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পউটারের আবিস্কারক বলা হয়।

আরওঃ ন্যানো টেকনোলজি কি ? এর ব্যবহার ও সুবিধা – অসুবিধা

কম্পিউটার আবিষ্কারের ইতিহাস

গননাকারী যন্ত্র কম্পিউটার আবিষ্কারের প্রচেস্টার যুগকে কম্পিউটারের ইতিহাস হিসাবে গন্য করা হয়ে থাকে। প্রাচিন কালের মানুষ সংখ্যা বোঝার জন্য ঝিনুক, নুড়ি, পাথর, দড়ির গিট ইত্যাদি ব্যবহার করে থাকতো।

পরবর্তিতে যুগের পরিবর্তনের সাথে সাথে বিভন্ন কৌশলকে কাজে লাগিয়ে অ্যাবাকাস নামক একটি গননাকারী যন্ত্রের আবস্কার হয় আর সেই যন্ত্রকেই আধুনিক যুগের কম্পিউটার বলা হয়।

২৪০০ খিস্ট্রপূর্বে সর্ব প্রথম ব্যাবিলনে অ্যাবাকাস নাকম যন্ত্রের উদ্ভাবন হয়। মিশর এবং চিনে খ্রিস্টপূর্ব ৪৫০/৫০০ অব্দের দিকে সর্বপ্রথম অ্যাবাকাস নামক গণনাকারী যন্ত্র তৈরি করা হয়।

স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার ১৬১৭ সালে প্রথম গননা করার জনয় দাগ কাটাকাটির পাশাপাশি দন্ড ব্যবহার করন এবং তখনকার সময়ের মানুষ তার ব্যবহার করা দন্ডকে জন নেপিয়ারের অস্থি নামে অভিহিত করে থাকতো।

পরবর্তিতে ১৬৪২ সালে ১৯ বছর বয়সী ফরাসি বিজ্ঞানী ব্লেইজ প্যাস্কেল সর্ব প্রথম গণনা করার জন্য একটি যান্ত্রিক ক্যালকুলেটর আবিস্কার করেন এবং তিনি তার তৈরি কৃত ক্যালকুলেটরে দাত যুক্ত কাটা ব্যবহার করেন যোগ, বিয়োগ এবং গুন, ভাগ করার জন্য।

তার পরে জার্মান গনিতবিদ গটফ্রাইড ভন লিবনিজ ১৬৭১ সালে প্যাকেলের যন্ত্রটিকে আর বেশী উন্নত করার জন্য চাকা ও দন্ড ব্যবহার করেন যার ফলে এটি একটি যান্ত্রিক ক্যালকুলেটরে পরিনিত হয় এবং তিনি সেই যন্ত্রটির নাম দেন রিকোনিং যন্ত্র।

আরও দেখুন,

পবর্তি কালে টমাস ডি কোমার রিকোনিং যন্ত্র পরিমার্জন করার মাধ্যেম লিবনিজের তৈরি করা যন্ত্রকে অধিক বেশী জনপ্রিয় যন্ত্রে পরিনিত করেন। এর পর ১৯ শতকের শুরু দিকে একটি আধুনিক যন্ত্রের জন্ম দেন চার্লস ব্যাবেজ যেটি কৃত্তিম বুদ্ধিমত্তা সহ নিখুতভাবে গানিতিক হিসাব নিকাশ করতে পারতো।

তিনি এটির নাম দেন ডিফারেন্স ইঞ্জিন। কিন্তু সেই সময় তিনি প্রয়োজনীয় অর্থের অভাবে যন্ত্রটিকে তেমন বেশী উন্নত করতে পারেননি বা যন্ত্র আপডেট করা শেষ করতে পারেননি।

পরবর্তিতে ২০ শতকের মধ্যভাগ থেকে আধুনিক কম্পিউটারের বিকাশ ঘটতে শুরু করে আর এরই প্রতিফলনে ১৯৭১ সালে মাইক্রোপ্রসেসর উদ্ভাবন হয় এবং কম্পিউটারের সাথে ব্যবহার করা যন্ত্র গুলো ধীরে ধীরে ছোট হতে শুরু করে যার ফলে খুব তাড়াতাড়ি মাইক্রো কম্পিউটারের বিকাশ ঘটতে শুরু করে।

এবং এর পর থেকেই বাজারে বিভিন্ন প্রকৃতির ও ভিন্ন ভিন্ন আকারের কম্পিউটার বিক্রি শুরু হয় এবং সেই সাথে কম্পিউটার গুলোতে বিভিন্ন রকম অপারেটিং সিস্টেম, প্রগ্রামিং ভাষার ব্যবহার শুরু হয়।

সর্ব প্রথম ১৯৭১ সালে মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশন কোম্পানি আর তখন থেকেই কম্পিউটারের আকৃতি থেকে শুরু করে কাজ করার ক্ষমতা সমস্ত কিছুরই উন্নতি শুরু হয়।

তার পরবর্তিকালে ১৯৮১ সালে প্রথম বাজারে আসে পার্সোনাল কম্পিউটার যা তৈরি করেছিলো আই.বি.এম কোম্পানি। এর পরে থেকেই একের পর এক উন্নত কম্পিউটার তৈরি হওয়া শুরু হয় এবং জেনারেশনের আবির্ভাব ঘটে।

কম্পিউটার আবিষ্কার করেন কে এর উত্তরে যদিও চার্লস ব্যাবেজের নাম উঠে আসে কিন্তু তার আগে অনেকেই অনেকভাবে চেষ্টা চালিয়েছেন।

আর্টিকেল ট্যাগঃ কম্পিউটার কে কবে আবিষ্কার করেন, আধুনিক কম্পিউটার আবিষ্কার করেন কে, চার্লস ব্যাবেজ কত সালে কম্পিউটার আবিষ্কার করেন, কম্পিউটার কত সালে আবিষ্কার করেন, কোন দেশে সর্বপ্রথম কম্পিউটার আবিষ্কার করা হয়েছিল, সফটওয়্যার কে আবিষ্কার করেন, হাওয়ার্ড এইকিন কত সালে কম্পিউটার আবিষ্কার করেন, এনিয়াক কম্পিউটার কে আবিষ্কার করেন, প্রথম আবিষ্কৃত কম্পিউটারের নাম কি, কম্পিউটার আবিষ্কারের ইতিহাস, বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি এবং কম্পিউটার কত প্রকার, চার্লস ব্যাবেজ কোন কম্পিউটার আবিষ্কার করেন

এগুলো দেখতে পারেন,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *