কম দামে ভালো ক্যামেরা ফোন ২০২২
আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা কম বাজেটের মধ্যে ভালো ক্যামেরার ফোন কিন্তু চান কিন্তু কোন ফোনটি কিনলে তার জন্য ভালো হবে সেটি কোনভাবেই বুঝে উঠতে পারেনা তাই গুগল থেকে সার্চ করে কম দামে ভালো ক্যামেরা ফোন ২০২২ বা কম দামে ভালো ফোন।
আপনি যদি এই বিষয় লিখে সার্চ করে এই পেজ পেয়ে থাকেন তাহলে আমি বলবো আপনি একদম সঠিক পেজেই এসেছেন কারণ আমি আজকে আপনাকে কম দামের মধ্যে সব চেয়ে ভালো ক্যামেরা ফোন যেগুলো রয়েছে সমস্ত ফোনের দাম ও কুয়ালিটির কথা তুলে ধরবো।
আপনি শুধু কিছু বিষয় খেয়াল করলেই হবে যেমন ফোনের ব্যাক ক্যামেরা ও সেলফি ক্যামেরা দুটিই ঠিক আছে কিনা সেই সাথে ফোনের দাম অতিরিক্ত কিনা ও ফোনের কনফিগারেশন কেমন সমস্ত কিছুই দেখতে হবে?
এই সমস্ত কিছু জানার পরে আপনার যে ফোনটি পছন্দ হবে অবশ্যই সেটি কিনতে পারেবন। শুধু ক্যামেরা দেখে ফোন কিনলেন কিন্তু ব্যাটারি ভালো না তাহলে কিন্তু বিষয়টি অন্য রকম হয়ে যাবে। তাই সমস্ত কিছু বিবেচনা করে ফোন কেনার চেষ্টা করবেন।
আমি কম দামের মধ্যে বেস্ট ক্যামেরা ও ফিচার ফোন গুলোই তুলে ধরবো। তাহলে দেখতে থাকুন ফোন গুলো,
কম দামে ভালো ক্যামেরা ফোন ২০২২ সম্পর্কে জানুন
শুরু করার আগে আপনাকে একটি কথা জানিয়ে দিবো সেটি হচ্ছে আমি আপনাকে এমন কোন ফোন সাজেস্ট করতে যাবনা যেগুলোতে আপনি কোন প্রকার সন্তুষ্ট নয়। তারপরেও একটু সময় নিয়ে ফোনের সমস্ত ফিচার সম্পর্কে জানার চেষ্টা করবেন আশা করছি।
Infinix Hot 11S
Official ✭ | ৳14,990 4/128 GB ৳15,590 6/128 GB |

নেটওয়ার্ক | ২জি,৩জি,৪জি |
সিম কার্ড | ডুয়াল ন্যানো সিম কার্ড |
ওটিজি | আছে |
ইউএসবি টাইপ-সি | আছে |
ডিসপ্লে সাইজ | ৬.৭৮ ইঞ্চি |
রেজুলেশন | ১০৮০*২৪৮০পিক্সেল |
ব্যাক ক্যামেরা | তিনটি ৫০+২+২ মেগাপিক্সেল |
ভিডিও রেকর্ডিং | ১৪৪০পি |
সেলফি ক্যামেরা | ৮মেগাপিক্সেল |
ভিডিও ধারণ | ১৪৪০পি |
অপারেটিং সিস্টেম | এন্ড্রয়েড ১১ |
চিপ্সেট | মিডিয়াটেক হ্যালিও জি৮৮ |
প্রসেসর | অক্টাকোর |
মেমোরি স্লট | আছে |
র্যাম | ৪/৬জিবি |
রম | ১২৮জিবি |
ফেস আনলক | আছে |
ফিঙ্গার প্রিন্ট | আছে |
চার্জিং | লিথিয়াম পলিমার ৫০০০এমএইচ |
হাইলাইট
Symphony Z55 ফোনটিতে রয়েছে 6.52 ইঞ্চি একটি ফুল HD+ IPS টাচ স্ক্রিন ও সেই সাথে এটিতে একটি ফুল-ভিউ ওয়াটারড্রপ নচ ডিজাইন যুক্ত করা রয়েছে।
পিছনের ক্যামেরাটিতে আছে PDAF, LED ফ্ল্যাশ, পোর্ট্রেট মোড, নাইট মোড, f/1.8 অ্যাপারচার ইত্যাদি এবং সেই সাথে ফুল এইচডি ভিডিও রেকর্ডিং সহ ট্রিপল 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরার।
এদিকে সেলফি ক্যামেরাটি 8 মেগাপিক্সেল ও সাথে রয়েছে 5000 mAh নন রিমুভাল লিথিয়াম পলিমারের ব্যাটারি এবং 10W ফাস্ট চার্জার। এতে রয়েছে 4 GB RAM, 2.0 GHz octa-core প্রসেসর।
এটি একটি MediaTek Helio G25 (12 nm) চিপসেট দ্বারা চালিত মোবাইল ফোন। ডিভাইসটিতে 64 বা 128 জিবি ইন্টারনাল স্টোরেজ এবং মাইক্রোএসডি স্লট সহ আসে। এই ফোনে ব্যাক মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক রয়েছে।
👉মাত্র ১৩ হাজার টাকা বাজেরটের মধ্যে সবচেয়ে ভালো ফোন গুলো দেখতে ক্লিক করুন
Infinix Hot 12 Play
Official ✭ | ৳13,999 4/64 GB |

নেটওয়ার্ক | ২জি,৩জি,৪জি |
সিম কার্ড | ডুয়াল ন্যানো সিম কার্ড |
ওটিজি | আছে |
ইউএসবি টাইপ-সি | আছে |
ডিসপ্লে সাইজ | ৬.৮২ ইঞ্চি |
রেজুলেশন | ৭২০*১৬১২পিক্সেল |
ব্যাক ক্যামেরা | তিনটি ১৩+২+০.৩ মেগাপিক্সেল |
ভিডিও রেকর্ডিং | ১০৮০পি |
সেলফি ক্যামেরা | ৮মেগাপিক্সেল |
ভিডিও ধারণ | ১০৮০পি |
অপারেটিং সিস্টেম | এন্ড্রয়েড ১২ |
চিপ্সেট | মিডিয়াটেক হ্যালিও জি৩৫ |
প্রসেসর | অক্টাকোর |
মেমোরি স্লট | আছে |
র্যাম | ৪জিবি |
রম | ৬৪/১২৮জিবি |
ফেস আনলক | আছে |
ফিঙ্গার প্রিন্ট | আছে |
চার্জিং | লিথিয়াম পলিমার ৬০০০এমএইচ |
কম দামে ভালো ক্যামেরা ফোন ২০২২ Infinix Hot 12 Play মোবাইলটিতে থাকছে 6.82 ইঞ্চি HD+টাচ স্ক্রিন ও সেই সাথে আইপিএস প্রযুক্তি এবং মাল্টিটাচ ফিচার। এটিতে একটি সেন্টার পাঞ্চ-হোল ফ্রন্ট ক্যামেরা ডিজাইন রয়েছে।
পিছনের ক্যামেরাটি অটোফোকাস, f/1.8, ডুয়াল-এলইডি ফ্ল্যাশ ইত্যাদি এবং ফুল এইচডি ভিডিও রেকর্ডিং সহ ট্রিপল 13+2+0.3 মেগাপিক্সেলের।
সামনের ক্যামেরাটি 8 মেগাপিক্সেল। তাছাড়াও এই ফোনের সাথে Infinix Hot 12 Play 10W দ্রুত চার্জিং সলিউশন সহ 6000 mAh নন রিমুভাল লিথিয়াম পলিমারের ব্যাটারি।
এছাড়াও এই ফোনে রয়েছে 4 GB RAM, 2.3 GHz পর্যন্ত অক্টা-কোর প্রসেসর এবং এটি একটি Mediatek Helio G35 (12 nm) চিপসেট দ্বারা চালিত ফোন।
ডিভাইসটি 64 বা 128 জিবি অভ্যন্তরীণ স্টোরেজ এবং ডেডিকেটেড মাইক্রোএসডি স্লটের ব্যবস্থা রয়েছে তাই এই ফোনে আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।
সিকিউরিটির জন্য এই ফোনে ব্যাক মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে সেই সাথে রয়েছে ফেস আনলক।
Xiaomi Redmi 10C
Official ✭ | ৳14,999 4/64 GB ৳15,999 4/128 GB |

নেটওয়ার্ক | ২জি,৩জি,৪জি |
সিম কার্ড | ডুয়াল ন্যানো সিম কার্ড |
ওটিজি | আছে |
ইউএসবি টাইপ-সি | আছে |
ডিসপ্লে সাইজ | ৬.৭১ ইঞ্চি |
রেজুলেশন | ৭২০*১৬৫০পিক্সেল |
ব্যাক ক্যামেরা | তিনটি ৫০+২ মেগাপিক্সেল |
ভিডিও রেকর্ডিং | ১০৮০পি |
সেলফি ক্যামেরা | ৫মেগাপিক্সেল |
ভিডিও ধারণ | ১০৮০পি |
অপারেটিং সিস্টেম | এন্ড্রয়েড ১১ |
চিপ্সেট | কুয়ালকম স্নাপড্রাগন ৬৮০ |
প্রসেসর | অক্টাকোর |
মেমোরি স্লট | আছে |
র্যাম | ৪জিবি |
রম | ৬৪/১২৮জিবি |
ফেস আনলক | আছে |
ফিঙ্গার প্রিন্ট | আছে |
চার্জিং | লিথিয়াম পলিমার ৫০০০এমএইচ |
Xiaomi Redmi 10C মডেলের ফোনটিতে থাকছে 6.71 ইঞ্চি ফুল এইচডি+ আইপিএস টাচ স্ক্রিন যার সাথে থাকছে মালটিটাচ ফিচার।
এটিতে একটি ফুল-ভিউ ওয়াটারড্রপ নচ ডিজাইন যুক্ত করা রয়েছে। পিডিএএফ, এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, এফ/1.8 অ্যাপারচার, ডেপথ সেন্সর ইত্যাদি বৈশিষ্ট্য এবং ফুল এইচডি ভিডিও রেকর্ডিং সহ পিছনের ক্যামেরাটি ডুয়াল 50+2 মেগাপিক্সেলের।
সামনের ক্যামেরাটি থাকছে 5 মেগাপিক্সেলের।18W দ্রুত চার্জিং এর পাশাপাশি এই ফোনের সাথে রয়েছে 5000 mAh লিথিয়াম পলিমার ননরিমুভাল ব্যাটারি।
এতে রয়েছে 4GB RAM ও 2.4 GHz অক্টা-কোর প্রসেসর এবং Adreno 610 GPU পর্যন্ত রয়েছে। এটি একটি Qualcomm Snapdragon 680 4G (6 nm) চিপসেট দ্বারা চালিত মোবাইল ফোন।
ডিভাইসটি 64 বা 128 জিবি অভ্যন্তরীণ স্টোরেজ এবং ডেডিকেটেড মাইক্রোএসডি স্লটের সাথে আসে। এই ফোনে ব্যাক মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ও সেই সাথে যুক্ত করা রয়েছে ফেস আনলক।
👉১০ হাজার টাকা বাজেটের মধ্যে শাওমি মোবাইল গুলো দেখুন
Walton Primo NX6
Official ✭ | ৳14,999 |

নেটওয়ার্ক | ২জি,৩জি,৪জি |
সিম কার্ড | ডুয়াল ন্যানো সিম কার্ড |
ওটিজি | আছে |
ইউএসবি টাইপ-সি | আছে |
ডিসপ্লে সাইজ | ৬.53 ইঞ্চি |
রেজুলেশন | ২৪৬০*১০৮০পিক্সেল |
ব্যাক ক্যামেরা | তিনটি ৪৮+৫+২ মেগাপিক্সেল |
ভিডিও রেকর্ডিং | ১০৮০পি |
সেলফি ক্যামেরা | ৮মেগাপিক্সেল |
ভিডিও ধারণ | ১০৮০পি |
অপারেটিং সিস্টেম | এন্ড্রয়েড ১১ |
চিপ্সেট | কুয়ালকম স্নাপড্রাগন ৬৮০ |
প্রসেসর | অক্টাকোর |
মেমোরি স্লট | আছে |
র্যাম | ৪জিবি |
রম | ৬৪জিবি |
ফেস আনলক | আছে |
ফিঙ্গার প্রিন্ট | আছে |
চার্জিং | লিথিয়াম পলিমার ৬০০০এমএইচ |
Walton Primo NX6 ফোনটির সাথে থাকছে 6.78 ইঞ্চি ফুল HD+ INCELL টাচ স্ক্রিন যার প্রযুক্তি রয়েছে আইপিএস টাচ স্ক্রিন ও সেই সাথে মালটিটাচ ফিচার।
এই ফোনটিতে একটি ফুল-ভিউ সেন্টার পাঞ্চ-হোল ডিজাইন যুক্ত করা রয়েছে। পিডিএএফ, ডেপথ সেন্সর, আল্ট্রাওয়াইড, এলইডি ফ্ল্যাশ, f/1.8 অ্যাপারচার ইত্যাদি বৈশিষ্ট্য এবং ফুল এইচডি ভিডিও রেকর্ডিং সহ ব্যাক ক্যামেরাটি ট্রিপল 48+5+2 মেগা পিক্সেলের ক্যামেরা।
সামনের ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের। Primo NX6 ফোনটির সাথে 6000 mAh নন রিমুভাল লিথিয়াম পলিমার ব্যাটারি এবং 10W দ্রুত চার্জিং সমর্থন।
এতে রয়েছে 4 GB RAM, 2.0 GHz octa-core প্রসেসর এবং এটি একটি 12 nm MediaTek Helio G85 চিপসেট দ্বারা চালিত ফোন।
ডিভাইসটি 64 জিবি অভ্যন্তরীণ স্টোরেজ এবং ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট সহ এই ফোনে ব্যাক মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ও সেই সাথে ফেস আনলক করার মত সুযোগ।
Walton Primo S8 Mini
Official ✭ | ৳14,999 4/64 GB ৳16,699 6/64 GB |

নেটওয়ার্ক | ২জি,৩জি,৪জি |
সিম কার্ড | ডুয়াল ন্যানো সিম কার্ড |
ওটিজি | আছে |
ইউএসবি টাইপ-সি | আছে |
ডিসপ্লে সাইজ | ৬.৫৩ ইঞ্চি |
রেজুলেশন | ২৩৪০*১০৮০পিক্সেল |
ব্যাক ক্যামেরা | তিনটি ১৬+৮+২+২ মেগাপিক্সেল |
ভিডিও রেকর্ডিং | ২১৬০পি |
সেলফি ক্যামেরা | ১৩মেগাপিক্সেল |
ভিডিও ধারণ | ২১৬০পি |
অপারেটিং সিস্টেম | এন্ড্রয়েড ১১ |
চিপ্সেট | কুয়ালকম স্নাপড্রাগন ৬৬৫ |
প্রসেসর | অক্টাকোর |
মেমোরি স্লট | আছে |
র্যাম | ৪/৬জিবি |
রম | ৬৪জিবি |
ফেস আনলক | আছে |
ফিঙ্গার প্রিন্ট | আছে |
চার্জিং | লিথিয়াম পলিমার ৫০০০এমএইচ |
Walton Primo S8 Mini এই ফোনটির সাথে রয়েছে 6.53 ইঞ্চি ডিসপ্লে যার সাথে ফিচার হিসাবে যুক্ত রয়েছে আইপিএস টাচ স্ক্রিন ও মালটিটাচ ফিচার।
সেই সাথে এই ফোনের সাথে যুক্ত করা রয়ছে ৪/৬জিবি রেম ও ৬৪জিবি রম এবং বেস্ট চার্জিং পারফর্মিং এর জয় থাকছে ৫০০০ mAh নন রিমুভাল লিথিয়াম পলিমার ব্যাটারি।
এন্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমের সাথে সাথে এই ফোনের সংগে যুক্ত রয়েছে তিনটি ১৬+৮+২+২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ১৩মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
বিশেষ করে এই ফোনটি কুয়ালকম স্নাপড্রাগন ৬৬৫ দ্বারা পরিচালিত একটি মোবাইল ফোন। এদিকে এই ফোনের সাথে যুক্ত করা রয়েছে ফেস আনলক ও ফিঙ্গার প্রিং।
Tecno Spark 7 Pro
Official ✭ | ৳13,490 4/64 GB ৳14,990 6/64 GB |

নেটওয়ার্ক | ২জি,৩জি,৪জি |
সিম কার্ড | ডুয়াল ন্যানো সিম কার্ড |
ওটিজি | আছে |
ইউএসবি টাইপ-সি | আছে |
ডিসপ্লে সাইজ | ৬.৬ ইঞ্চি |
রেজুলেশন | ৭২০*১৬০০পিক্সেল |
ব্যাক ক্যামেরা | তিনটি ৪৮ মেগাপিক্সেল |
ভিডিও রেকর্ডিং | ১০৮০পি |
সেলফি ক্যামেরা | ৮মেগাপিক্সেল |
ভিডিও ধারণ | ১০৮০পি |
অপারেটিং সিস্টেম | এন্ড্রয়েড ১১ |
চিপ্সেট | মিডিয়াটেক হ্যালিও জি৮০ |
প্রসেসর | অক্টাকোর |
মেমোরি স্লট | আছে |
র্যাম | ৪/৬জিবি |
রম | ৬৪জিবি |
ফেস আনলক | আছে |
ফিঙ্গার প্রিন্ট | আছে |
চার্জিং | লিথিয়াম পলিমার ৫০০০এমএইচ |
Tecno Spark 7 Pro এই ফোনটির সাথে রয়েছে 6.6 ইঞ্চি ফুল HD+ IPS LCD টাচ স্ক্রিন ও সেই সাথে মালটি টাচ ফিচার।
এটিতে থাকছে রঙিন গ্রেডিয়েন্ট ব্যাক সহ একটি পাঞ্চ-হোল ডিজাইন । পিছনের ক্যামেরাটি ট্রিপল 48 মেগাপিক্সেল ও সেই সাথে এতে রয়েছে পিডিএএফ, কোয়াড-এলইডি ফ্ল্যাশ, এইচডিআর ইত্যাদি বৈশিষ্ট্য। সামনের ক্যামেরাটি থাকছে ৮ মেগাপিক্সেলের।
Tecno Spark 7 Pro ফোনটির সাথে যুক্ত করা রয়েছে 5000 mAh বড় সাইজের একটি ননরিমুভাল লিথিয়াম পলিমারের ব্যাটারি এবং 10W দ্রুত চার্জিং সুবিধা। এতে 4 বা 6 GB RAM, 2.0 GHz অক্টা-কোর CPU এবং Mali G52 GPU পর্যন্ত রয়েছে। এই ফোনটি একটি Mediatek Helio G80 (12nm) চিপসেট দ্বারা চালিত।
ডিভাইসটি 64 জিবি অভ্যন্তরীণ স্টোরেজ এবং ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট রয়েছে এবং সেই সাথে এই ফোনে ব্যাক মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
Symphony Z42 Pro
Official ✭ | ৳12,490 |

নেটওয়ার্ক | ২জি,৩জি,৪জি |
সিম কার্ড | ডুয়াল ন্যানো সিম কার্ড |
ওটিজি | আছে |
ইউএসবি টাইপ-সি | আছে |
ডিসপ্লে সাইজ | ৬.৫২ ইঞ্চি |
রেজুলেশন | ৭২০*১৬০০পিক্সেল |
ব্যাক ক্যামেরা | তিনটি ১৩ মেগাপিক্সেল |
ভিডিও রেকর্ডিং | ১০৮০পি |
সেলফি ক্যামেরা | ৮মেগাপিক্সেল |
ভিডিও ধারণ | ১০৮০পি |
অপারেটিং সিস্টেম | এন্ড্রয়েড ১১ |
চিপ্সেট | মিডিয়াটেক হ্যালিও জি২৫ |
প্রসেসর | অক্টাকোর |
মেমোরি স্লট | আছে |
র্যাম | ৪জিবি |
রম | ৬৪জিবি |
ফেস আনলক | আছে |
ফিঙ্গার প্রিন্ট | আছে |
চার্জিং | লিথিয়াম পলিমার ৫০০০এমএইচ |
Symphony Z42 Pro মোবাইলটির সাথে থাকছে 6.52 ইঞ্চি ফুল এইড+ IPS টাচ স্ক্রিন যার রেজুলেশন থাকছে ৭২০*১৬০০পিক্সেল।
বেস্ট স্টাইলের জন্য এটিতে একটি ফুল-ভিউ ওয়াটারড্রপ নচ ডিজাইন রয়েছে। পিছনের ক্যামেরাটি PDAF, LED ফ্ল্যাশ, পোর্ট্রেট মোড, নাইট মোড, f/1.8 অ্যাপারচার ইত্যাদি এবং ফুল এইচডি ভিডিও রেকর্ডিং সহ ট্রিপল 13 মেগাপিক্সেলের।
সামনের ক্যামেরাটি ৮ মেগাপিক্সেলের আর উভয় ক্যামেরা দিয়েই ১০৮০পি মুডে ভিডিও রেকর্ডিং করা যাবে। Symphony Z42 Pro একটি 5000 mAh ব্যাটারি এবং 10W দ্রুত চার্জিং এর একটি ফোন।
তাছাড়াও এতে রয়েছে 4 GB RAM, 2.0 GHz octa-core এর প্রসেসর এবং PowerVR GE8320 GPU। এটি একটি MediaTek Helio G25 (12 nm) চিপসেট দ্বারা চালিত স্মার্ট ডিভাইস।
ডিভাইসটিতে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ এবং মাইক্রোএসডি স্লট রয়েছে। ফেস আনলকের সাথে এই ফোনে ব্যাক মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
👉বাজারে সবচেয়ে বেশী বিক্রি হওয়া সেরা ১০টি মোবাইল ফোন দেখতে ক্লিক করুন
Tecno Spark 9T
Official ✭ | ৳14,990 4/128 GB |

নেটওয়ার্ক | ২জি,৩জি,৪জি |
সিম কার্ড | ডুয়াল ন্যানো সিম কার্ড |
ওটিজি | আছে |
ইউএসবি টাইপ-সি | আছে |
ডিসপ্লে সাইজ | ৬.৬ ইঞ্চি |
রেজুলেশন | ৭২০*১৬১২পিক্সেল |
ব্যাক ক্যামেরা | তিনটি ১৩+২+কিউভিজিএ মেগাপিক্সেল |
ভিডিও রেকর্ডিং | ১০৮০পি |
সেলফি ক্যামেরা | ৩২মেগাপিক্সেল |
ভিডিও ধারণ | ১০৮০পি |
অপারেটিং সিস্টেম | এন্ড্রয়েড ১২ |
চিপ্সেট | মিডিয়াটেক হ্যালিও জি৩৭ |
প্রসেসর | অক্টাকোর |
মেমোরি স্লট | আছে |
র্যাম | ৪জিবি |
রম | ১২৮জিবি |
ফেস আনলক | আছে |
ফিঙ্গার প্রিন্ট | আছে |
চার্জিং | লিথিয়াম পলিমার ৫০০০এমএইচ |
Tecno Spark 9T মডেলের এই ফোনের সাথে রয়েছে 6.6 ইঞ্চি HD+ IPS LCD টাচ স্ক্রিন ও মালটিটাচ ফিচার সহ এতে রয়েছে ওয়াটারড্রপ নচ ডিজাইন।
পিছনের ক্যামেরাটি ট্রিপল 13+2 MP + QVGA যা দিয়ে ১০৮০পি মুডে ভিডিও রেকর্ডিং করা যাবে। এতে অটোফোকাস, কোয়াড-এলইডি ফ্ল্যাশ, এইচডিআর ইত্যাদি বৈশিষ্ট্য রয়েছে ও সেই সাথে সামনের ক্যামেরাটি 32 মেগাপিক্সেলের।
ফোনটির সাথে 5000 mAh বড় ব্যাটারি এবং 10W দ্রুত চার্জিং সহ এতে রয়েছে 4 GB RAM, 2.3 GHz পর্যন্ত অক্টা-কোর CPU এবং PowerVR GE8320 GPU। এটি একটি MediaTek Helio G37 (12 nm) চিপসেট দ্বারা চালিত।
ডিভাইসটি 128 জিবি অভ্যন্তরীণ স্টোরেজ এবং মাইক্রোএসডি স্লট সহ আসে। এই ফোনে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
Symphony Z55
Official ✭ | ৳12,490 4/64 GB ৳13,290 4/128 GB |

নেটওয়ার্ক | ২জি,৩জি,৪জি |
সিম কার্ড | ডুয়াল ন্যানো সিম কার্ড |
ওটিজি | আছে |
ইউএসবি টাইপ-সি | আছে |
ডিসপ্লে সাইজ | ৬.৫২ ইঞ্চি |
রেজুলেশন | ৭২০*১৬০০পিক্সেল |
ব্যাক ক্যামেরা | তিনটি ১৩ মেগাপিক্সেল |
ভিডিও রেকর্ডিং | ১০৮০পি |
সেলফি ক্যামেরা | ৮মেগাপিক্সেল |
ভিডিও ধারণ | ১০৮০পি |
অপারেটিং সিস্টেম | এন্ড্রয়েড ১২ |
চিপ্সেট | মিডিয়াটেক হ্যালিও জি২৫ |
প্রসেসর | অক্টাকোর |
মেমোরি স্লট | আছে |
র্যাম | ৪জিবি |
রম | ৬৪/১২৮জিবি |
ফেস আনলক | আছে |
ফিঙ্গার প্রিন্ট | আছে |
চার্জিং | লিথিয়াম পলিমার ৫০০০এমএইচ |
হাইলাইট
Symphony Z55 ফোনের সাথে থাকছে 6.52 ইঞ্চি HD+ IPS টাচ স্ক্রিন এবং সেই সাথে মাল্টিটাচ ফিচারস সহ এটিতে একটি ফুল-ভিউ ওয়াটারড্রপ নচ ডিজাইন রয়েছে।
পিছনের ক্যামেরাটি PDAF, LED ফ্ল্যাশ, পোর্ট্রেট মোড, নাইট মোড, f/1.8 অ্যাপারচার ইত্যাদি এবং ফুল এইচডি ভিডিও রেকর্ডিং সহ ট্রিপল 13 মেগাপিক্সেল প্রধান ক্যামেরার ও সামনের ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের।
Symphony Z55 ফোনটির সাথে থাকছে 5000 mAh লিথিয়াম পলিমারের একটি বড় সাইজের ব্যাটারি এবং 10W দ্রুত চার্জিং সুবিধা।
এতে রয়েছে 4 GB RAM, 2.0 GHz octa-core এর একটি বেস্ট পারফর্মিং প্রসেসর এবং এটি একটি MediaTek Helio G25 (12 nm) চিপসেট দ্বারা চালিত মোবাইল ফোন।
ডিভাইসটি 64 বা 128 জিবি ইন্টারনাল স্টোরেজ এবং মাইক্রোএসডি স্লট সহ আসে। এই ফোনে ব্যাক মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ও সেই সাথে ফোনের সাথে ফেস আনলক সুবিধাও রয়েছে।