কম্পিউটিংব্লগ পোস্টশিক্ষা

কালি লিনাক্স ইন্সটল । জনপ্রিয় হ্যাকিং অপারেটিং সিস্টেম

কালি লিনাক্স ইন্সটল করাটা হয়ত অনেকের কাছে কঠিন মনে হতে পারে। আর যাদের কাছে কঠিন মনে হয় তাদের জন্য আজকের এই আর্টিকেলটি সাজানো হয়েছে। কিভাবে হ্যাকিং অপারেটিং সিস্টেমটি আপনার কম্পিউটার ইন্সটল করতে পারবেন সেটি নিয়েই আজকের আর্টিকেলটি সাজানো হয়েছে।

আমরা অনেকেই হ্যাকিং নিয়ে কাজ করতে চাই কিন্তু কীভাবে কি করতে হবে তার একটা সঠিক ধারণা না থাকার কারনে আমাদের আর হ্যাকিং এর কাজ শেখা হয় না। আর না শিখতে পারার সবচেয়ে বড় কারন হল আপনি কীভাবে শুরু করবেন বা কোথা থেকে শুরু করবেন তার শুক্ষ গাইডলাইন না থাকা।

আজকের মূল বিষয় হল কীভাবে খুব সহজে কোন রকম ডুয়াল বুট ছাড়া আপনার কম্পিউটারে কালি লিনাক্স ইন্সটল করবেন সেটাই আজ আপনাকে আমি দেখাব। সাধারণ একটি সফটওয়্যার ব্যবহার করেই আপনি আপনার কম্পিউটারে কালি লিনাক্স ইন্সটল করেনিন।

কালি লিনাক্স কি , কেন এবং কিকাজে ব্যবহার করা হয়?

আপনি এই মুহূর্তে যে উইন্ডোজ ব্যবহার করছে এটি একটি অপারেটিং সিস্টেম। সহজ ভাষায় বলতে গেলে যে সফটওয়্যার ব্যবহার করে আপনার কম্পিউটার কে সচল এবং অপেরেট বা পরিচালনা করা হয় তাকেই অপারেটিং সিস্টেম বলে।

কালি লিনাক্স উইন্ডোজ এর মতই একটি অপারেটিং সিস্টেম এবং এই অপারেটিং সিস্টেম একদম ফ্রি। কালি লিনাক্স মূলত বিশ্বের বড় বড় হ্যাকাররা হ্যাকিং এর কাজে ব্যবহার করে থাকে। এর কারন হল কালি লিনাক্স এ কমান্ড এর পাশা পাশি অনেক টুলস থাকে যেগুলো হ্যাকিং এর কাজে ব্যবহার করা হয় এমনকি টুলস বার সফটওয়্যার গুলো একদম ফ্রি থাকে এবং আপনি ব্যবহার করলে কোন রিক্স থাকবে না।

আপনি যদি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চান তাহলে আপনি কালি ব্যহার করলে আপনার অনেক উপকার হবে। আর আপনি যদি একজন হ্যাকার হতে চান তাহলে আপনি এখনি কালি লিনাক্স ইন্সটল করে বিভিন্ন ভাবে কমান্ড ব্যবহার করা শিখুন।

আরও দেখুনঃ যেভাবে একজন দক্ষ্য হ্যাকার হওয়া যায় এ টু জেড গাইডলাইন

কালি লিনাক্স ইন্সটল

এখন যে ধাপ গুলো আপনাকে দেখাব খুব মনোযোগ সহকারে দেখাবেন এবং কোন ভূল করবেন না কারন ভুল করলে আপনার কাজটি সম্পূর্ণ ভাবে হবে না এবং এরর দেখাবে।

ধাপ ১– আপনার কম্পিউটারে অবশ্যই উইন্ডোজ ১০ থাকতে হবে।

ধাপ ২– আপনার উইন্ডোজ যদি আপডেট করা না থাকে এখনি আপডেট করে নিন আর যদি করা থাকে তাহলে দরকার নেই।আপনি যদি আপডেট করতে না পারেন এই লিঙ্ক থেকে দেখে আসতে পারেন আর আর যদি আগে থেকেই পারেন লিঙ্ক এ ক্লিক করার দরকার নেই

ধাপ ৩– আপনার কম্পিউটারের সার্চ বার থেকে সার্চ করুন Windows PowerShell এবং ক্লিক করে ওপেন করুন।

কালি লিনাক্স ইন্সটল

ধাপ ৪– Windows PowerShell ওপেন হলে আপনাকে একটা কমান্ড লিখতে হবে হবে। আমি যেভাবে দেখাই সেই ভাবেই লিখবেন কিন্তু একটু ভুল হলে কাজ করবে না।

Command:  Enable-WindowsOptionalFeature -Online -FeatureName Microsoft-Windows-Subsystem-Linuxলেখা শেষ হলে এন্টার দিন।

কালি লিনাক্স ইন্সটল

আপনার কমান্ড যদি সঠিক হয় তাহলে ছবির মত দেখাবে এবং আপনি যেটা করবেন Y লিখে এন্টার দিবেন দেখবেন আপনার কম্পিউটার রিস্টার্ট নিয়ে নিছে।

ধাপ ৫- কম্পিউটার চালু হলে আপনাকে ঠিক আগের মত করে অর্থাৎ ধাপ ৩ এর মত করে Windows PowerShell আবার ওপেন করুন এবং নিচের এই কমান্ড দুইটা লিখুন।

  1. dism.exe /online /enable-feature /featurename:VirtualMachinePlatform /all /norestart

আপনি যদি লিখতে না পারেন তাহলে তাহলে বুঝে নিন কীভাবে লিখবেন dism.exe একটা স্পেস দিবেন এবং /online আবার একটা স্পেস এবং /enable-feature আবার একটা স্পেস এবং /featurename:VirtualMachinePlatform আবার একটা স্পেস এবং /all আবার একটা স্পেস এবং /norestart

লেখা শেষ হলে এন্টার দিন তার পর এই নিয়মে দুই নাম্বারটা লিখুন।

আরও দেখুনঃ কম্পিউটার নেটওয়ার্ক কি এবং এর ইতিহাস সম্পর্কে জানুন

In linux    sudo apt install wget

  1. dism.exe /online /enable-feature /featurename:Microsoft-Windows-Subsystem-Linux /all /norestart
কালি লিনাক্স ইন্সটল

বুঝে নিন কীভাবে লিখবেন dism.exe একটা স্পেস দিবেন এবং /online আবার একটা স্পেস এবং /enable-feature আবার একটা স্পেস এবং / featurename:Microsoft-Windows-Subsystem-Linux আবার একটা স্পেস এবং /all আবার একটা স্পেস এবং /norestart

  • powerShell এ WSL set করুন :  wsl -set-default-version 2

ধাপঃ ৬- আপনাকে একটি সফটওয়্যার ডাউনলড করতে হবে। ডাউনলড করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন  https://docs.microsoft.com/en-us/windows/wsl/wsl2-kernel

ধাপ ৭- ডাউনলড শেষ হলে আপনি সফটওয়্যারটি ইন্সটল করে নিন। ইন্সটল শেষ হলে আবার আগের মত করেই Windows PowerShell ওপেন করুন এবং এই কমান্ডটি লিখুন

আরও দেখুনঃ কম্পিউটারের হার্ডওয়্যার সর্পকে জানুন

Comand:  wsl -set-default-version 2

ধাপ ৮- আপনার উন্ডজ স্টোর থেকে কালি লিনাক্স সফটওয়্যারটি ইন্সটল করুন। এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে ডাউনলড অপশনে নিয়ে যাবে। লিঙ্কঃ https://www.microsoft.com/en-us/p/kali-linux/9pkr34tncv07#activetab=pivot:overviewtab

ধাপ ৯- ইন্সটল শেষ হলে ওপেন করুন এবং এই নিচের কমান্ড লিখে GUI (Graphical User Interface) ইন্সটল করুন।

  1. sudo apt update && sudo apt upgrade –y
  2. sudo apt install kali-desktop-xpfe –y
  3. Pawword ( এখানে পাসওয়ার্ড বলতে আপনি কালি লিনাক্স ব্যবহার করতে আপনার ইচ্ছা অনুযায়ী পাসওয়ার্ড দিন কারন এই পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগিন করতে হবে )

এই প্রসেসটা শেষ হলে নিচের ধাপে যান। একটা প্রশ্ন হচ্ছে কীভাবে বুঝবেন এই প্রসেসটা শেষ জানতে হলে ছবি তে যে লাল দাগ দেয়া আছে অইটার সাথে আপনার টা মিলান তাছাড়া আপনি এমনিতে বুঝতে পারবেন শেষ হলে কারন আপনি যদি একেবারেই না বুঝতে তাহলে এত সময় কাজ গুলো শেষ করতে পারতেন না। আমি জানি আপনি পারবেন তাই কাজ চালিয়ে যান।

ধাপ ১০- এখন আপনাকে XRDP (Remote Desktop Protocol) আপনার কম্পিউটারকে রিমটলি ব্যবহার করার জন্য এটা ব্যবার করতে হবে।

নিচের কমান্ড গুলো লিখে ইন্সটল করে ফেলুন।

Comand:

  1. sudo apt install xrdp –y
  2. sudo service xrdp start
  3. host name –I (একটা আইপি দিবে অবশ্যই কোথাও লিখে রাখবেন পরে লাগবে)

একটা কথা মনে রাখবেন প্রতিটা কমান্ড দেয়ার পর আপনাকে অব্যি এন্টার (Enter) চাপ দিতে হবে।

ধাপ ১১- আপনাকে আপনার কম্পিউটারের সার্চ বার থেকে সার্চ করতে হবে Remote Desktop connection

তারপর ছবির মত আসলে ক্লিক করে ওপেন করুন।

এবং আপনার Host name এর আইপি দিয়ে কানেক্ট করুন এবং আপনার User name এবং Password দিন এবং ok.

আপনার কাজ শেষ।

শেষ কথাঃ এভাবেই আপনি আপনার কম্পিউটারে ইউন্ডজের পাশাপাশি কালি লিনাক্স ইন্সটল করেনিন। সমস্যার সম্মুখীন হলে অবশ্যই কমেন্ট করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *