ব্লগ পোস্টশিক্ষা

কুকিজ কি এবং কুকিজ কোথায় থাকে ?

কুকিজ কি -কুকিজ এর কথা আমাদের মাথায় আসলেই কুকি বিস্কুট এর কথা মনে পরে যায় তাই না। কিন্তু আজ যে কুকিজ এর কথা বলবো সেটা মূলত ওয়েব সাইটে ব্যবহার করা হয়। আপনি যদি একজন ওয়েব ডেভেলপার অথবা ইন্টারনেট ব্যবহার কারি হন থাহলে এই কুকিজ সম্পর্কে আপনার জ্ঞান থাকাটা খুবি জরুরি।

আমরা যখন ইন্টারনেট ব্রাউজ করি তখন আমাদের সামনে ব্রাউজার এর একদম নিচের দিকে একটা কিছু ভেসে উঠে এবং লেখা থাকে Save Cookies, আপনি যদি না দেখে থাকেন তাহলে আজই একটু খেয়াল করুন দেখতে পাবেন।

Cookies বা কুকি হল আপনার ইন্টারনেট ব্রাউজার এর ক্রাশ মেমোরিতে সেভ হয়ে থাকা কিছু ফাইল। আপনি যখন কোন ওয়েব সাইট ব্রাউজ করেন তখন আপনার ওপেন করা ডাটা গুলো আপনার ব্যবহৃত ব্রাউজার সেভ করে রাখে এবং এটা জমা হয় আপনার কম্পিউটার এর সি ড্রাইভ এর ভেতরে যেখানে ব্রাউজার ইন্সটল এর ডাটা থাকে এবং সেই ডাটা গুলো ব্রাউজার সব সময় ব্যবহার করতে পারে।

ইন্টারনেট ব্যবহার করার সময়, আপনি যে ওয়েবসাইট ব্রাউজ করে থাকেন তার সার্ভার থেকে অসংখ্য ফাইল পাঠানো হয় যেটা আপনার সামনে দেখায় না, এটা হিডেন ভাবে থাকে,ভয়ের কিছু নেই আপনার কোন ক্ষতির কারন এগুলো হবে না। এইযে আপনাকে ফাইল গুলো পাঠানো হয় মূলত এই ফাইল গুলোকেই Cookies বলে। কুকিজ কি ?

কুকুজ সম্পর্কে বিস্তারিত ধারণা

আপনি যখন Facebook, Youtube ব্যবহার করেন তখন একটু লক্ষ্য করবেন আপনি Facebook এ যে ধরনের পোস্ট করেন, যে ধরনের পোস্ট গুলো পড়তে পছন্দ করেন এবং যে ধরনের পোস্ট আপনি বেশী বেশী পড়ে থাকেন সেই ধরনের Sponsored অ্যাড আপনার সামনে প্রদর্শন করে বা সেই ধরনের ভিডিও বা পোস্ট আপনাকে সাজেস্ট করে। এখন বলি Youtube এর কথা।

আপনি যে ধরনের ভিডিও দেখেন, যে ধরনের গুলল সার্চ করেন আপনাকে সি ধরনের Add দেখায় শুধু তাই নয় আপনি যদি একটা ওয়েব ডিজাইন এর বা যেকোনো ধরনের ভিডিও দেখেন না কেন আপনাকে ঠিক নিচে ওই একই ধরনের ভিডিও সাজেস্ট করবে।

এখন বলি Alibaba, Daraz, Amazon এর মত ওয়েব সাইটের কথা। আপনি এই সব সাইট থেকে যে ধরনের প্রোডাক্ট সার্চ করবেন বা বেশী বেশী দেখবেন পরবর্তী তে সেই ধরনের প্রোডাক্ট আপনাকে গুগোল অ্যাড, বা তাদের নিজস্ব সাইটে আপানাকে সাজেস্ট করা হবে।

তাছাড়া আপনি অনেক ব্লগ বা নিউজ সাইটে গেলে দেখতে পাবেন আপনি ইন্টারনেট থেকে যেসমস্ত বিষয় সার্চ করেছেন বা দেখেছেন তার অ্যাড আপনাকে দেখাচ্ছে। এরকম আমাদের সবার ক্ষেত্রে হয়ে হয়ে থাকে।

আপনি কি কোন সময় ভেবে দেখেছেন এগুলো আমাদের সামনে কীভাবে দেখানো সম্ভব?

আপনার সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দিবো, আপনাকে শুধু ধৈর্য ধারন করে এই পোস্টটি পড়তে হবে। আশা করি আপনার অনেক উপকারে আসবে এই লেখাগুলো।

মূল কথায় ফিরে আসি, আমরা ইন্টারনেট থেকে যেটাই ব্রাউজ করি না কেন প্রতিটা ওয়েব সাইটে Cookie ব্যবহার করা হয় এবং সেই Cookie গুলোর মাধ্যমে আমাদের ব্রাউজকৃত ডাটা গুলো নিজে থেকেই তাদের সার্ভারে সেভ হয়ে যায় এবং আমাদের ব্যবহার করা বা ইন্টারনেট ব্রাউজ এর সময় যে গুলো দেখে থাকি তার উপর ভিত্তি করে আমাদেরকে আমাদের ব্রাউজএর রিলেটেড পোস্ট বা অ্যাড আমাদের কে তাদের সাইটে দেখানো হয়। আশা করি বুঝতে পেরেছেন।

এখন আপনার মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেটা হল, আপনি হয়ত Alibaba থেকে কিছু প্রোডাক্ট দেখেছেন কিন্তু মজার ব্যপার হল আপনি যখন অন্য কোন সাইট যেমন নিউজ বা কোন ব্লগ সাইট ব্রাউজ করছেন সেই সাইটে আপনার সাথে সম্পর্ক যুক্ত বা আপনি যা দেখেছেন বা আপনি যা কিছু ইন্টারনেট থেকে বেশী ব্রাউজ করেন তার অ্যাড আপনাকে দেখচ্ছে, কিন্তু কীভাবে এটা আপনার মনে চলে আসছে এখন তাইতো।

আপনি আপনার google বা gmail account আপনার ব্রাউজারে লগিন করে রেখেছেন এবং গুলল আপনার ব্যবহার করা ডাটা গুলো নিয়ে আপনার ভিউ করা রিলেটেড অ্যাড আপনাকে দেখাচ্ছে বিভিন্ন সাইটে কারন ওই সমস্ত সাইট গুলোতে অ্যাডসেন্স লাগানো আছে।

এখন আর একটি প্রশ্ন আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে সেটা হল গুলল যে আপনাকে আপনার রিলেটড অ্যাড গুলো দেখচ্ছে তাতে গুলল এর লাভটা কোথায়?

এই পৃথিবীতে অসংখ্য কোম্পানি আছে যারা তাদের অ্যাডভারটাইজিং করার করার জন্য গুগল এর কাছে আবেদন করে এবং গুগলকে টাকা দেয় তাদের পলিছি অনুযায়ী। গুগল তাদের অ্যাড গুলোকে আমার আপনার সামনে প্রদর্শন করে থাকে ।

শেষ কথাঃ আশা করছি কুকিজ কি এবং কেন ব্যবহার করা হয় এটি সম্পর্কে আপনি বিস্তারিত ধারণা জেনে গিয়েছে। আরও কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন এবং সেই সাথে টেকজোন বাংলা ওয়েবসাইটের সাথে থাকুন প্রযুক্তি বিষয়ক তথ্য পাওয়ার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *