প্রযুক্তি খবরপ্রযুক্তি বাজারফিচারব্লগ পোস্ট

গুগলে এ বছর বেশি খোঁজা হয়েছে যাদের

বছর প্রায় শেষের দিকে। হাতছানি দিচ্ছে নতুন বছর। সারা বছর কী নিয়ে হইচই ছিল, সেটা জানার আগ্রহ সবারই থাকে। তেমনই ২০২২ সালেও নানা ঘটনায় বুঁদ ছিল পুরো বিশ্ব। বছরজুড়ে মানুষ গুগলে যা অনুসন্ধান করেন, তা বার্ষিক প্রতিবেদনে তুলে ধরে গুগল। গুগল এ বছর তাদের বার্ষিক ‘ইয়ার ইন সার্চ’ প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে জানা গেছে ২০২২ সালে গুগল সার্চে কারা ছিলেন এগিয়ে।

অ্যাম্বর হার্ড-জনি ডেপ: বিখ্যাত এই দুই হলিউড তারকার বিবাহ বিচ্ছেদের নাটকীয় ঘটনা সবার জানা। আর সেই কারণেই চলতি বছর গুগল সার্চের শীর্ষে রয়েছেন এই দুই তারকা। অ্যাম্বল হার্ডকে গুগলে সার্চ করা হয়েছে ৫৬,৭১,৭০০ বার। আর জনি ডেপকে খোঁজা হয়েছে ৫৫,৬৫,১০০ বার।

রানী এলিজাবেথ: হলিউডের দুই তারকার পর ২০২২ সালে গুগল সার্চে তৃতীয় স্থানে রয়েছেন ব্রিটেনের দ্বিতীয় রানী এলিজাবেথ। রানির মৃত্যুর পরই গুগল সার্চে তাকে নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন সাধারণ মানুষ। ৪২,৯৪,৩০০ বার গুগল সার্চে খোঁজা হয়েছে তাকে।

টম ব্র্যাডি: গুগল সার্চে চতুর্থ স্থানে রয়েছেন মার্কিন ফুটবলার টম ব্র্যাডি। জাতীয় ফুটবল লিগ থেকে এই বছরই অবসর নিয়েছেন টম। তার পাশাপাশি ব্রাজিলের ফ্যাশন মডেল জিসেলেল সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। এই দুই কারণেই গুগলের সার্চ ইঞ্জিনে বহুবার টম ব্র্যাডিকে খুঁজেছেন নেটিজেনরা। ৪০,৬১,৯০০ বার খোঁজা হয়েছে এই তারকাকে।

কিম কার্দাশিয়ান-পেট ডেভিডসন: পেট ডেভিডসন: চলতি বছরের গুগল সার্চ ট্রেন্ডে দেখা গেছে, তারকাদের বিচ্ছেদের ব্যাপারেই বেশি আগ্রহ দেখিয়েছেন নেটিজেনরা।

বিচ্ছেদ হয়ে যাওয়ার কারণেই গুগল সার্চের পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছেন কিম কার্দাশিয়ান ও পেট ডেভিডসন। তাদের সার্চ করা হয়েছে ৩৪,৭৯,৭০০ এবং ৩২,৯১,০০০ বার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *