টিপসব্লগ পোস্ট

গুগল ক্রোমে হ্যাকার থেকে বাঁচার উপায়

বর্তমানে বিশ্বের জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোম। কয়েকশ কোটি ব্যবহারকারী আছে এই ব্রাউজারের। সম্প্রতি এখানেই বেড়েছে সাইবার অপরাধীদের তৎপরতা। ব্যবহারকারীদের তথ্য চুরির ঘটনা ঘটছে অহরহ।

এছাড়াও ক্রোমের সুরক্ষায় একাধিক গাফিলতি সামনে এসেছে গবেষকদের। এরপরেই এই ওয়েব ব্রাউজার ব্যবহারে সতর্কবার্তা জারি করেছিলেন সাইবার সুরক্ষা বিশেষজ্ঞরা। এরই মধ্যে সুরক্ষার জন্য নতুন আপডেট পাঠাতে শুরু করেছে গুগল। ভার্সন ১০৫.০.৫১৯৫.১০২ আপডেটের মাধ্যমে কম্পিউটার ব্যবহারকারীদের ডিভাইসে সুরক্ষার গাফিলতির সমাধান করছে জনপ্রিয় এই ওয়েব ব্রাউজার।

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রোমিয়াম ইঞ্জিনে সমস্যার কারণেই সুরক্ষায় এই গাফিলতি ধরা পড়ে। গুগল ক্রোম ছাড়াও মাইক্রোসফট এডজের মতো জনপ্রিয় ওয়েব ব্রাউজার এই ইঞ্জিনের উপরে ভিত্তি করে চলে। যদিও ঠিক কী সমস্যা দেখা গিয়েছিল সেই বিষয়ে খোলসা করে কিছু জানায়নি টেক জায়েন্ট গুগল।

দেখুনঃ বিদেশ থেকে ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম

হ্যাকারদের থেকে বাঁচতে গুগল ক্রোম ব্রাউজার এখনই আপডেট করে নিন। এছাড়াও যে কাজটি করতে পারেন-

নিয়মিত ব্রাউজার রিফ্রেশ করুন। ব্রাউজারটি পরিষ্কার করার জন্য একটি নির্দিষ্ট সময় রাখুন। প্রতিবার লগ আউট ও লগ ইন করার সময় রিফ্রেশ করে নিন।

নিয়মিত ক্রোম ব্রাউজার আপডেট দিন। যখনই আপনার কাছে আপডেটের নোটিফিকেশন আসবে সঙ্গে সঙ্গে কাজটি করুন। পুরোনো ব্রাউজার ব্যবহার করবেন না। এতে ফিশিং অ্যাটাকের সম্ভাবনা থাকে অনেক বেশি।

পাসওয়ার্ড সংরক্ষণ করবেন না। একটি মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করুন।

ক্রোম ব্রাউজারে সার্চের সময় সতর্ক থাকুন। যে কোনো ব্রাউজারে ঢুকে যাবেন না। এটি হ্যাকারদের পাতা ফাঁদও হতে পারে।

পাবলিক ওয়াই-ফাই ব্যবহার থেকে বিরত থাকুন। প্রায়শই দেখা যায় অনিরাপদ ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে ডিভাইস হ্যাক হচ্ছে। তাই যে কোনো জায়গায় ওয়াই-ফাই ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকুন।

যে কোনো ওয়েবসাইড খোলা বা অপরিচিত লিঙ্কে ক্লিক করা এড়িয়ে চলুন।

ই-মেইলে আসা অপরিচিত কারো দেওয়া লিঙ্কে ক্লিক করবেন না।

অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করে রাখুন ডিভাইসে।

সূত্র: হিন্দুস্থান টাইমস

আরও দেখুন

মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র বের করার নিয়ম

এয়ারটেল ব্যালেন্স চেক কোড ২০২২ এ নতুন কিছু জানুন

How to Fax From iPhone Dingtone 100% Free

কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম pdf Download Link

টোকেন দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম ১০০% কার্যকরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *