প্রযুক্তি খবরপ্রযুক্তি বাজারব্লগ পোস্ট

গেমারদের জন্য বাজারে এসেছে মিভির নতুন ইয়ারবাড

বাজারে আসার অল্প সময়ের মধ্যেই ভালো জনপ্রিয়তা অর্জন করেছে গ্যাজেট নির্মাতা প্রতিষ্ঠান মিভি। সে ধারা অব্যাহত রাখতে এবার গেমারদের জন্য নতুন ইয়ারবাড নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। ট্রু ওয়্যারলেস কমান্ডো এক্স৯ নামের ইয়ারবাডটি সংস্থার প্রথম গেমিং ইয়ারবাড। এটি কমান্ডো সিরিজের প্রথম ডিভাইস। খবর গিয়াররাইস।

বাজারে এরই মধ্যে বিভিন্ন কোম্পানি গেমারদের জন্য বিভিন্ন ফিচারসমৃদ্ধ ইয়ারবাড রয়েছে। যেগুলো দামেও বেশ কম। এবার সে তালিকায় যুক্ত হলো মিভির কমান্ডো সিরিজের ইয়ারবাডটি। কোম্পানির দাবি, এটি বিশ্বের প্রথম গেমিং ইয়ারবাড, যাতে ডুয়াল আরজিবি লাইটিং ব্যবহার করা হয়েছে।

ইয়ারবাডটিতে অডিওর জন্য ২০ হার্জ থেকে ২০ কিলোহার্জ ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়েছে। এতে দেয়া হয়েছে ১৩ মিলিমিটার ড্রাইভার। কমান্ডো এক্স৯ ম্যারাথন গেমিং সেশনের জন্য তৈরি করা হয়েছে।যেটি ব্যবহারের মাধ্যমে টানা ৭২ ঘণ্টা গেম খেলা যাবে। এছাড়া নতুন ইয়ারবাডটিতে ৩৫ এমএস লো ল্যাটেন্সি ব্যবহার করা হয়েছে, যা গেমারদের উন্নত অডিও শোনার অভিজ্ঞতা দেয়। অর্থাৎ অডিও আউটপুটে কোনো বাধা থাকবে না। এমনকি বাইরের কোনো আওয়াজও কানে আসবে না। আরো থাকছে এএসি এবং এসবিসি কোডেক। এটি আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারী উভয়ই ব্যবহার করতে পারে। কানেকশনের জন্য এতে ব্লুটুথ ৫.৩ এবং ১০ মিটার (৩০ ফুট) রেঞ্জ দেয়া হয়েছে। ঘাম, পানি এবং ধুলায় নষ্ট না হয়, সেজন্য এতে আইপিএক্স ৪ রেটিং দেয়া হয়েছে।

গেমিং ইয়ারবাডটিকে মাত্র ১০ মিনিট চার্জ করলেই ১৫ ঘণ্টা গান শোনা যাবে বা গেম খেলা যাবে। তাই গেম খেলার সময় বা কোনো ভিডিও দেখার সময় ইয়ারবাডের চার্জ শেষ হয়ে যাওয়ার ঝামেলা নেই।

কালো, সাদা, লাল, হলুদ এবং ধূসর—এ পাঁচ রঙের বিকল্পে ইয়ারবাডটি কেনা যাবে। মিভির ওয়েবসাইট এবং ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ১ হাজার ৪৯৯ রুপিতে ইয়ারবাডটি কেনা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *