গ্যাজেট বাংলাদেশপ্রযুক্তি খবরমোবাইল ফোন

গ্যালাক্সি এম৩২ প্রাইম ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার ফোন

গ্যালাক্সি এম৩২ প্রাইম -এবার সামস্যাং প্রেমিকদের জন্য নতুন এক মডেলের ফোন বাজারে লঞ্চ হয়েছে। বিশেষ করে যারা স্যামসাং ফোন বেশী পছন্দ করে থাকে তারা এই ফোনের ফিচার গুলো দেখলে কিনতে বাধ্য হবেন।

কারণ এ পর্যন্ত স্যামসাং কম বাজেটের মধ্যে যে সমস্ত ফোন গুলো পাবলিশ হয়েছিলো সেই সমস্ত ফোন গুলোর মধ্যে আজ যে ফিচার গুলো বলবো সেগুলো দেয়া হয়নি তাই চলুন সমস্ত ফিচার গুলো জানা শুরু করি। একটি সময় নিয়ে দেখার চেষ্টা করবেন তাহলে এই ফোনে কি কি আছে সমস্ত কিছুই জানতে পারবেন।।

গ্যালাক্সি এম৩২ প্রাইম

স্যামসাং এবার মাত্র ১২ হাজার টাকা বাজেটের মধ্যে চার চারটি ক্যামেরা নিয়ে হাজির হয়েছে এবং ক্ষমতা থাকছে ৬৪ মেগা পিক্সেল। বিশেষ করে এই ফোনটি মোট দুটি ভ্যারিয়েন্টে বাজারে আসছে যার একটিতে রয়েছে ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি রম এবং অন্যটিতে রয়েছে ৬জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম।

এছাড়াও যদি অতিরিক্ত স্টোরেজের দরকার হয় তাহলে আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। এই ফোনটির সাথে রয়েছে রিয়ার প্যানেল ক্যামেরা সেটাপ যেটি থাকছে ৬৪ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা ও সেই সাথে আরও থাকছে ৮ মেগা পিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ২ মেগা পিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগা পিক্সেল ডেপ্থ সেন্সর এবং এছাড়াও এই ফোনটিতে সেলফি ক্যামেরা ব্যবহার হয়েছে ২০ মেগা পিক্সেলের।

এদিকে ফোনটির ডিসপ্লের দিকে খেয়াল করলে দেখতে পাওয়া যায় যে, এই ফোনের সাথে রয়েছে ৬.৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে যার রেজুলেশন থাকছে ফুল এইচডি প্লাস ১০৮০*২৩৪০ পিক্সেলের।

এছাড়াও এই ডিসপ্লের সাথে রয়েছে কর্নিং গরিলা গ্লাস তাই ফোনটি যদি হাত থেকেও পরেও যায় তারপরে ভেঙ্গে যাওয়ার কোন সম্ভাবনা নেই বললেই চলে। Android 10 অপারেটিং সিস্টেমের পাশাপাশি এই ফোনের সাথে ব্যবহার হয়েছে Octa-core প্রসেসর এবং সেই সাথে Exynos 9611 এর চিস্পেট। এদিকে ১৫ ওয়াট ফাস্ট চার্জারের সাথে এই ফোনে রয়েছে ৬০০০ এমএইচ এর একটি ব্যাটারি।

এছাড়াও ফোনটির সিকিউরিটির জন্য রয়েছে ফিঙ্গার প্রন্ট এবং ফেস আনলক ফিচার। ইউএসবি টাইপ সি সহ এই ফোনের সাথে ২জি, ৩জি এবং ৪জি নেটওয়ার্ক যুক্ত করা রয়েছে।

বর্তমানে ভারতের বাজারে ৪/৬৪ জিবির ফোনটির দাম রয়েছে ১০ হাজার রুপি যা বাংলাদেশের বাজারে এসে দাঁড়ায় ১২ হাজার টাকা এবং যেটি ৬/১২৮ সেটির দাম রয়েছে ১২ হাজার রুপি যা বাংলাদেশের বাজারে এসে দাঁড়ায় ১৪ হাজার টাকা।

আপনি চাইলে ফোনটি কিনতে পারেন কারণ এই দামের মধ্যে বেস্ট একটি ফোন হবে আপনার জন্য। এর পূর্বে স্যামসাং এই দামের মধ্যে এমন ফিচার ফোন সামস্যাং পাবলিশ করেনি।

আরও দেখুন,

রেডমি ৯ সিরিজের সব ফোন গুলোর দাম জানুন

কম দামের মধ্যে সেরা কিছু ক্যামেরা ফোন দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *