গ্রামীণফোন ওয়াইফাই রাউটার বাংলাদেশ ২০২৩
গ্রামীণফোন ওয়াইফাই রাউটার নিয়ে লেখা রিভিউ আর্টিকেলে আপনাকে জানাই শুভেচ্ছা। দিনের পরিবর্তনের সাথে সাথে টেকনোলজি প্রতিনিয়ত আপডেট হয়েই চলেছে আর তারই ধারা বজায় রেখে গ্রামিন নিয়ে এসেছে ওয়াইফাই রাউটার।
বিশেষ করে গ্রামিন ফোনের রাউটার গুলোতে এক্সট্রা কিছু ফিচার যুক্ত করা রয়েছে যার ফলে বর্তমানে চাহিদার একটি পন্যে পরিনত হয়েছে রাউটার গুলো। গ্রামিনফোন এই অব্দি মোট তিনটি তিন ধরণের রাউটার বাজারে নিয়ে এসেছে আর সেই রাউটার নিয়েই আজকের এই আয়োজন।
যখন তারা নতুন রাউটার আপডেট করবে তখন সেটিও এই পেজে পরবর্তিতে যুক্ত করে দেয়া হবে। আর এখন যে রাউটার গুলো নিয়ে আলোচনা করা হবে সেগুলোর ফিচার গুলো অবশ্যই একটু সময় নিয়ে পোড়ার চেষ্টা করবেন। আশা করছি আপনি বাংলাভাষায় অনেক কিছু জানতে পারবেন আজকের এই রিভিউ আর্টিকেল থেকে।
গ্রামীণফোন ওয়াইফাই রাউটার
বিশেষ করে প্রতিটি ডিভাইস হোক সেটি মোবাইল অথবা হোক সেটি রাউটার সব গুলোর কনফিগারেশনের উপর ভিত্তি করে সার্ভিস দিয়ে থাকে। তাই আজকের এই আর্টিকেল থেকে আপনি প্রতিটি রাউটারের কনফিগারেশন এবং কাজ দেখে নিজের যেটি প্রয়োজন সেটি কেনার চেষ্টা করবেন।
তাহলে চলুন এখন রাউটার গুলো নিয়ে বিস্তারিত জানা যাক,
Portable WiFi Router ZTE MF283U

দামঃ ৳৪,৪৯৯
কনফিগারেশন
প্রথমেই এই রাউটারটি সম্পর্কে একটি কথা না বললেই নয় আর সেটি হচ্ছে এই ওয়াইফাই রাউটারে সিম কার্ড লাগানোর ব্যবস্থা রয়েছে। আর সিম স্লটে ব্যবহার করা যাবে মোট তিন ধরণের সিম যেমন একটিতে রয়েছে ৬ পিন সিম কার্ড দ্বিতীয়ত ৩ভি সিম কার্ড এবং সেই সাথে ১.৮ভি সিম ব্যবহার করার ক্ষমতা দেয়া রয়েছে। অর্থাৎ রাউটারের সিম স্লটে তিন ক্যাটাগরির সিম ব্যবহার করা যাবে।
এই রাউটারটিতে মোট ৩২ জন ব্যবহারকারী একসাথে ব্যবহার করতে পারবে এতে কোন প্রকার সমস্যা হবেনা কারণ রাউটারটি এলটিএ ৪জি নেটওয়ার্ক সাপর্টেড যার ফলে বাফারিং করার মত ঝামেলার তৈরি হবেনা।
১২ ভোল্টের অ্যাডাপ্টারের পাশাপাশি ব্যবহার হয়েছে “2 cortex-A53+1 ZSP 880+1 cortex M0 cortex-A53 up to 624MHz ZSP 880 up to 491.5MHz” প্রসেসর এবং সেই সাথে আরও থাকছে ১২৮ মেগাবাইট ফ্ল্যাশ এবং ১২৮ মেগাবাইট ডিডিআর মেমোরি।
সব মিলিয়ে দেখলে গ্রামীণফোন ওয়াইফাই রাউটার গুলোর মধ্যে এই রাউটারটি ভালোমানের একটি রাউটার। তাই আপনি চাইলে এই রাউটারটি কিনতে পারবেন আর কেন কিনবেন না আপনার বাড়িতে ওয়াইফাই কানেকশন না থাকলেও সিম কার্ড ব্যবহার করে ওয়াইফাই সেটাপ করা যাবে এবং সেই সাথে আরও পাচ্ছেন দুই বছরের ওয়ারেন্টি।
দেখুনঃ ঘরে বসেই অনলাইন থেকে টাকা আয় করার উপায়
GP 4G Pocket Router ZTE MF937U

দামঃ ৳৩,১৯৯
কনফিগারেশন
গ্রামিন ফোনের এই পকেট রাউটারটিতে থাকছে HSDPA/HSUPA/HSPA+/LTE/GSM/EDGE/WCDMA হাইস্পিড নেটওয়ার্ক সুবিধা এবং সেই সাথে আরও থাকছে ২০০০ এমএএইচ এর ব্যাটারি। আর এই ব্যাটারি থাকার ফলে আপনি যে স্থানে থাকবেন সেই স্থানেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন একসাথে অনেক গুলো মোবাইল ফোনে।
রাউটারটিতে সিম কার্ড প্রবেশ করার জন্য রয়েছে ইউসিন এবং সেই সাথে সিম স্লট যার ফলে আপনি গ্রামিন ফোন, বাংলালিং, রবি, এয়ারটেল, টেলিটক যেকোনো সিম কার্ড প্রবেশ করিয়ে অনায়াসে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন।
এছাড়াও এই রাউটারটির সাথে দেয়া থাকছে ফায়ারফক্স এবং সাফারি ইন্টারনেট ব্রাউজার। ৫ ভোল্টের এসি অ্যাডাপ্টারের পাশাপাশি রাউটারটিতে দেয়া থাকছে Cortex-A53, cortex-A53 up to 624MHz প্রসেসর এবং সেই সাথে আরও থাকছে ইউএসবি ২.০ সাপর্ট।
এইদকে রাউটারটির জন্য অপারেটিং সিস্টেম থাকছে Windows XP, Windows Vista, Windows 7, Windows 8, MAC, Linux যার ফলে আপনি কম্পিটার ও মোবাইল উভয় ডিভাইসে এই রাউটার অনায়াসে ব্যবহার করতে পারবেন।
সব মিলিয়ে যদি বলা হয় তাহলে আপনার জন্য বেটার একটি পকেট রাউটার হতে চলেছে তাই চাইলে আপনি এই রাউটারটি কিনতে পারেন।
আরও দেখুন
ফ্রিলান্সিং শিখে টাকা আয় করুন ঘরে বসেই সব গাইডলাইন একসাথে