চাঁদ পৃথিবী থেকে কত গুন বড়
চাঁদ পৃথিবী থেকে কত গুন বড় -রাতের আকাশে এক ফালি আলোর হাসি ছড়িয়ে থাকে চাঁদ। চাঁদ হচ্ছে একটি উপগ্রহ এবং এটি সৌর জগতের পঞ্চম বৃহত্তম উপগ্রহ। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হচ্ছে চাঁদ। গবেষণায় জানা গিয়েছে পৃথিবীর কেন্দ্র থেকে চাদের কেন্দ্রের গড় দূরত্ব ৩৮৪৮০০ কিলোমিটার যেটি মাইল হিসাবে হয় ২৩৮৮৫৫ মাইল যেটি পৃথিবীর ব্যাস থেকে প্রায় ৩০ গুন।
এই চাঁদ নিয়ে সেই আদিকাল থেকেই মানুষের মনে জলপনা কল্পনার শেষ নেই। প্রতিনিয়ত চলছে চাঁদ নিয়ে গবেষণা । পৃথিবী থেকে চাঁদ কত দূরে? চাঁদে মানুষ বসবাস করতে পারবে কিনা? কিভাবে চাঁদে যাওয়া যাবে সব কিছু নিয়েই যেন মানুষের গবেষণার শেষ নেই।
এই কারণে আজ মানুষ চাঁদ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে। বর্তমানে অনেক দেশ চাঁদে যাওয়ার জন্য প্রতিযোগিতায় নেমেছে। এইতো কিছুদিন আগে ভারতের একটি জান চাঁদে গিয়ে ভ্রমন করছে। ইতিহাস থেকে জানা যায় মার্কিন যুক্তরাষ্ট্র চাঁদে যাওয়ার জন্য একটি মিশন শুরু করে এবং যার নাম দেয়া হয় অ্যাপোলো ১১ আর এই মিশনে সর্বপ্রথম চাঁদে মানুষের অবতরণ ঘটে।
১৯৬৯ সালের ২০ জুলাই ( ইউটিসি সময় অনুযায়ী ১৯৬৯ সালের ২১ জুলাই ) মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং সর্বপ্রথম মানুষ হিসাবে চাঁদে পা রাখেন। কিন্তু এখন অবধি অন্য কেও চাঁদে অবতরণ করতে পারেনি।
চাঁদ পৃথিবী থেকে কত গুন বড়
পূর্বেই যেহেতু বলা হয়েছে পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদের কেন্দ্রের দূরত্ব ৩৮৪,৪০০ কিলোমিটার (প্রায় ২৩৮,৮৫৫ মাইল)। এর মানে দ্বারায় পৃথিবীর আয়তনের ৫০ ভাগের ১ ভাগ হচ্ছে চাঁদের আয়তন। এই হিসাবে দ্বারায় চাঁদ পৃথিবী থেকে বড় নয় বরং ছোট। হিসাব অনুযায়ী চাঁদ পৃথিবী থেকে ৪ গুন ছোট এবং পৃথিবী চাঁদ থেকে ৪ গুন বড় অর্থাৎ চাঁদ হচ্ছে পৃথিবী ৫০ ভাগের ১ ভাগের সমান।
চাঁদ পৃথিবীর খুব কাছের একটি উপগ্রহ হওয়ার কারণে অনেকের কাছে মনে হতে পারে চাঁদ পৃথিবী থেকে বড় কিন্তু মূলত তা নয় বরং পৃথিবী চাঁদ থেকে ৪ গুন বড়।
আরও দেখুনঃ বাজি খেলার জন্য সেরা মোবাইল অ্যাপ ডাউনলোড
প্রশ্ন উত্তর
চাঁদ পৃথিবী থেকে বড় নয় বরং ৪ গুন ছোট।
চাঁদ পৃথিবী থেকে ৩৮৪,৪০০ কিলোমিটার (প্রায় ২৩৮,৮৫৫ মাইল) দূরে অবস্থিত।
গবেষণা অনুযায়ী সূর্য থেকে চাঁদের গড় দূরত্ব ১৫০ মিলিয়ন কিলোমিটার।
পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত 384400000 মিটার।
পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩৮৪,৪০০ কিলোমিটার।
শেষ কথাঃ আশা করছি চাঁদ পৃথিবী থেকে কত গুন বড় বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছে। আপনার আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং সেই সাথে অন্যদের জানতে আর্টিকেলটি শেয়ার দিতে ভূলবেননা।