প্রযুক্তি খবরব্লগ পোস্টসোশ্যাল মিডিয়া

চেয়ার-টেবিলও বিক্রি করে দিচ্ছেন ইলন মাস্ক!

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনার পর আর্থিক সঙ্কটে পড়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। টুইটার কিনতে গিয়ে টেসলার শেয়ার বিক্রি করেছেন একাধিকবার। কোম্পানির আর্থিক অবস্থা সংশোধনে এবার নতুন সিদ্ধান্ত নিয়েছেন এই ধনকুবের। টুইটারের হেডকোয়ার্টার সানফ্রান্সিসকোর অফিসের বিভিন্ন জিনিসপত্র অনলাইন নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

জানা গেছে, সানফ্রান্সিককো অফিসে রাখা টুইটারের লোগো স্ট্যাচু অর্থাৎ পাখির মূর্তিটিও নিলামে তুলছেন তিনি।

ইলন মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকে ক্রমশ বাড়ছে সংস্থার আর্থিক সংকট। টুইটারে বিজ্ঞাপন দিতে আপত্তি জানিয়েছেন বিজ্ঞাপনদাতারা।

আরও দেখুনঃ ফ্রিলান্সিং শিখুন ডলার আয় করুন

পাশাপাশি টুইটারের অর্থনৈতিক অবস্থা ফেরাতে আরও কিছু নতুন পলিসি গ্রহণ করেছেন মাস্ক। শোনা যাচ্ছে, ব্যবহারকারীদের হ্যান্ডল নেইমও অনলাইন নিলামে তোলা হবে।

টুইটারের ২৬৫টি কিচেন অ্যাপ্লায়েন্সেস ও আসবাবপত্র নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন মাস্ক। হেরিটেজ গ্লোবাল পার্টনাস নামে একটি সংস্থা এই অনলাইন নিলামটি পরিচালনা করছে। ন্যূনতম ২৫ মার্কিন ডলার দিয়ে অংশ নেওয়া যাচ্ছে নিলামে।

উল্লেখ্য, ডিসেম্বরে বিবিসি’র প্রকাশিত সংবাদে উঠে এসেছে আর্থিক সঙ্কট থাকায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের টুইটার অফিসের ভাড়া দিতে যাচ্ছেন ইলন মাস্ক।

আরওঃ জানেন কি মানুষের চোখ আসলে কত মেগাপিক্সেল?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *