কম্পিউটিং

ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড ২০২৩

ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড – বর্তমান সময়ে স্মার্ট ফোন নেই এমন ব্যাক্তিকে খুজে পাওয়া অনেক কষ্টকর একটি বিষয়। সব গুলো মোবাইল দিয়েই ভালো মানের ছবি তোলা কিন্তু সেই ছবিকে আরও বেশী সুন্দর করে তুলতে অনেকেই ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড করে থাকে আর এর কারণ হচ্ছে সবাই চায় বাস্তবে না হলেও ভার্চুয়াল মিডিয়ায় থাকে সুন্দর দেখা যাক।

আর বর্তমান সময়ে মোবাইল ফোন এবং কম্পিউটার উভয় ডিভাইসের জন্য এভাইলেবল রয়েছে তাই আজকের এই আর্টিকেলে এমন কিছু ছবি এডিট করার সফটওয়্যার নিয়ে আলোচনা করবো যেগুলো মোবাইল ফোন এবং কম্পিউটারে চলবে।

আশা করছি পাঠক এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বে কারণ এই আর্টিকেলে এমন কিছু ছবি এডিট করার সফটওয়্যার নিয়ে আলোচনা করবো যেগুলো ফ্রিতে এবং পেইড ভার্সন উভয় পাওয়া। তাই সময় নিয়ে এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে জেনেনিন কোন সফটওয়্যারটি ফোন অথবা কম্পিউটারের জন্য বেটার হবে।

ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড

সফটওয়্যারগুলো সম্পর্কে বিস্তারিত বলা হবে সেগুলো জানার পরেই ডাউনলোড করবেন কারণ কোন ডিভাইসে কোন সফটওয়্যারটি ডাউনলোড হবে এবং ইন্সটল হবে সেটি আপনি নিজেই বিস্তারিত জানতে পারবেন।

তাহলে চলুন ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড করে নেয়া যাক,

Adobe Photoshop cc

ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড

এটি একটি পিসি সফটওয়্যার। যারা কম্পিউটার ব্যবহার করেন তাদের জন্য সবচেয়ে ভালো মানের ছবি এডিট করার সফটওয়্যার এটি। যদিও এডোবির অনেক গুলো ছবি এটির করার সফটওয়্যার রয়েছে কিন্তু Adobe Photoshop cc হচ্ছে লেটেস্ট ভার্সন যেখানে অনেক গুলো ফিচার যুক্ত করা আছে আর ফিচার গুলো ব্যবহার করলে উন্নতমানের ছবি এডিট করা যায়।

এই সফটওয়্যারটি প্রিমিয়াম ভার্সন এভাইলেবল রয়েছে। এছাড়াও সফটওয়্যারটির ক্রাক ভার্সন পাওয়া যায় যেটি অনায়াসে কম্পিউটারে খুব ভালোভাবেই চলে এবং সব গুলো ফিচার উন্মুক্ত রয়েছে।

আরও দেখুনঃ মোবাইল থেকে ভাইরাস ডিলিট করার বেশ কিছু সফটওয়্যার

ফ্রি ভার্সন ডাউনলোড করতে চাইলে গুগল থেকে খোঁজা খুজি করতে হবে নতুবা ইউটিউবের ভিডিও দেখে ডাউনলোড করে নিতে হবে। আপনার যদি গুগল সার্চ করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।

Adobe Lightroom

ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড

ছবি এডিট করার ভালো মানের আরও একটি সফটওয়্যার হচ্ছে এডোবি লাইটরুম। যদিও এটি প্রিমিয়াম একটি সফটওয়্যার কিন্তু মোবাইল ভার্সনের জন্য যেটি এভাইলেবল রয়েছে সেটি ফ্রিতে কিছু ফিচার ব্যবহার করা যায়।

অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশেষ বিশেষ ফিল্টার রয়েছে এই অ্যাপটির মধ্যে। ছবিকে বিভিন্ন ধরণের কালার কম্বিনেশন করার মাধ্যমে ভালো মানের একটি ছবিতে পরিনত করা যায়।

আরও দেখুনঃ মাত্র এক মিনিটেই নিজের আইডি কার্ড ডাউনলোড করার উপায়

এমন কিছু ইফেক্ট যুক্ত করা আছে যেগুলো ছবিকে অন্য পর্যায়ে নিয়ে যাবে। যেহেতু এই সফটওয়্যারটি কম্পিউটার এবং মোবাইল উভয় ডিভাইসের জন্য এভাইলেবল রয়েছে তাই আলাদাভাবে ডাউনলোড করতে হবে।

যারা প্রফেশনাল ফটোগ্রাফার রয়েছে তাদের মধ্যে বেশীরভাগ ব্যাক্তি লাইটরুম ব্যবহার করে থাকে। তাই আপনি নিজেও এটি ট্রাই করে দেখতে পারেন। মোবাইলে ডাউনলোড করার জন্য গুগল প্লেস্টোর থেকে Adobe Lightroom লিখে সার্চ করতে হবে এবং পিসি ডাউনলোড লিংক নিচে দেয়া হল।

Snapseed Photo Editor

ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড

মোবাইল দিয়ে ছবি এডিট করার জন্য যে সমস্ত সফটওয়্যার গুলো রয়েছে তার মধ্যে snapseed হচ্ছে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় একটি মোবাইল অ্যাপ। এটি গুগল প্লে স্টোরে এভাইলেবল রয়েছে এবং সম্পূর্ণ ফ্রিতেই ডাউনলোড করা যায়।

যেহেতু এটি গুগলের একটি প্রডাক্ট তাই ট্রাস্টের সাথেই মোবাইলে ইন্সটল করা যায়। Andorid এবং IOS অপারেটিং সিস্টেমের জন্য এই অ্যাপটি এভাইলেবল রয়েছে। এ অবধি এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ১০০+ মিলিয়ন এর বেশীবার ডাউনলোড হয়েছে।

আরও দেখুনঃ কম্পিউটার ভাইরাস কি এবং কিভাবে ক্ষতি করে ও বাঁচার উপায়

এই মোবাইল অ্যাপটি দিয়ে যেভাবে ছবি এডিট করা যাবে অন্য কোন অ্যাপ দিয়ে এতটা ভালো এডিট হবেনা। এই অ্যাপটিতে এমন কিছু প্রিসেট যুক্ত করা আছে যেটি দিয়ে বর্তমান ছবিকে ভবিষ্যতের রূপ দেয়া যায়।

ছবি এডিট করার জন্য বেশ কিছু কালার ফিল্টার রয়েছে যেগুলোর আউটলুক বেশ ভালো মানের থাকছে। এই মোবাইল অ্যাপটিতে RAW এডিটিং, কালার কার্ভ, ডি-নয়েজ ও আরও অনেক প্রো-লেভেল এডিটিং টুল যুক্ত করা রয়েছে। খুব সাধারণ এডিট যুক্ত করা রয়েছে তাই সহজেই ভালো মানের ফটো এডিট হয়ে থাকে।

YouCam Perfect

ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড

মোবাইল ডিভাইসের জন্য একদম ফ্রি একটি অ্যাপ হচ্ছে YouCam Perfect মোবাইল অ্যাপ। বিভিন্ন ক্রিয়েটিভ ফিচার থাকার ফলে ইন্সটাগ্রামের জন্য ফটো কোলাজ তৈরি করা যায়।

এই অ্যাপটি ব্যবহার করে ছবিতে বিভিন্ন ধরণের ইফেক্ট, ফ্রেম, এনিমেশন এবং বিভিন্ন ধরণের অ্যাডভান্সড এডিটিং করা যায়। এবং এই অ্যাপটিতে ওয়ান-ট্যাপ AI অবজেক্ট রিমুভাল টুল রয়েছে। মাল্টি লেয়ার ব্যবহার করে ফটো এডিটিং করা যায়।

কাটআউট টুল ব্যবহার করে বিভিন্ন মজাদার এডিটিং করা যায়। স্বাভাবিক যেকোনো ছবিকে অ্যানিমেশন দেয়া যায়। ফটো রিটাচিং এর মাধ্যমে আলাআ আউটলুক দেয়া যায়। অনেক গুলো রেডি টু ইউজ এডিটিং কনটেন্ট রয়েছে যেটি দিয়ে নিজের ছবি সহজেই এক ক্লিকে এডিট করা যায়। যেহেতু একটি শুধুমাত্র মোবাইল ফোনের জন্য এভাইলেবল রয়েছে তাই মোবাইল ভার্সন ডাউনলোড লিংক দেয়া রয়েছে।

Photoshop Express

ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড

এটি এডোবির একটি প্রডাক্ট। মোবাইলে দিয়ে প্রফেশনাল মানের ছবি এডিট করার জন্য পারফেক্ট একটি মোবাইল অ্যাপ। অ্যাপটি এমনভাবে ডেভেলপ করা হয়েছে যে, হুবহু কম্পিউটারের মত করে ছবি এডিট করা যাবে এবং টুলস গুলো ব্যবহার করা যাবে।

কম্পিউটারের ফটো এডিটিং এর পরিবর্তে এই অ্যাপটি মোবাইল ভার্সনে ডেভেলপ করা হয়েছে। বেশীরভাগ ফটো এডিটর মোবাইল ফোন দিয়ে এডিটিং করার জন্য এই অ্যাপটি ব্যবহার করে থাকে। যদিও এর ফ্রি ভার্সনে অনেক গুলো ফিচার এভাইলেবল রয়েছে কিন্তু সব গুলো ফিচার পেতে হলে অবশ্যই এর প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে হবে।

এই অ্যাপটি ব্যবহার করে ছবির ব্যাকগ্রাউন্ড রিপ্লেসমেন্ট, সিলেক্টিভ এডিটিং, ফটো ও কোলাজের থিম, কোলাজের স্ক্র্যাপবুক, রিটাচিং করা যায় অতি সহজেই। একটি ছবিকে গুড লেভেলের এডিটিং করার জন্য এই অ্যাপটি ব্যবহার করা যেতে পার।

এই অ্যাপটির ইউজার ইন্টারফেজ বেশ ফ্রেন্ডলি তাই ব্যাসিক লেভেলের যেকোনো ব্যাক্তি এই অ্যাপ দ্বারা এডিটিং করতে পারবে কোন প্রকার সমস্যার মধ্যে না পরেই। লো রেজুলেশনের যেকোনো ছবিকে উচ্চ মানের পর্যায়ে নিয়ে যেতে পারে। এই পর্যন্ত এই অ্যাপটি গুগল প্লে স্টোরে ১০০মিলিয়নের বেশী ডাউনলোড হয়েছে।

Instasize Photo Editor

প্রতিটি ইন্সটাগ্রাম ব্যবহারকারী খুব ভালোভাবে জানেন যে, ইন্সস্টাগ্রামে ছবি আপলোড করতে হলে সেটি প্রট্রেইট মুডে থাকতে হয় কিন্তু অনেক ছবি ল্যান্ডস্কেপ হয়ে থাকে এবং সেই ছবি গুলো ক্রপ না করেই আপলোড করে এয় কিন্তু এই অ্যাপটি ব্যবহার করলে অতি সহজেই ছবিকে ক্রপ করে ব্যবহার করা যাবে।

ইন্সটাগ্রাম ব্যবহারকারীদের জন্য আলাদা ডেডিকেটেড ভাবে এই অ্যাপটি তৈরি করা হয়েছে এছাড়াও যেকেও এটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। ছবি কাটার ফিচাররের পাশাপাশি এই অ্যাপটিতে বিভিন্ন রকমের ফিল্টার, বিউটিফাইয়িং টুলস, টেক্সট ফিচার, কোলাজ, বেসিক ফ্রেম ও কমন অ্যাডজাস্টমেন্ট-এর মতো বিভিন্ন ধরণের ফিচার যুক্ত করা আছে।

সোশ্যাল কনটেন্ট তৈরি করার জন্য এটি বেস্ট একটি মোবাইল অ্যাপ। সব গুলো ফিচার ব্যবহার করতে হলে এর প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে হবে এবং ভিডিও এডিটিং এর মত ফিচারও ওপেন হয়ে যাবে।

PhotoDirector AI Photo Editing Software

মোবাইল দিয়ে ছবি এডিট করার সফটওয়্যার । বিভিন্ন ধরণের টুলস দ্বারা নির্মিত এই ছবি এডিট করার অ্যাপটি দিয়ে উন্নত মানের ছবি এডিট করা যায়। এই সফটওয়্যারটির একটি আলাদা ফিচার রয়েছে, ইন্টারনেট অন করা থাকলে শাটারস্টক ও আইস্টক এর ফ্রি ইমেজ পাওয়া যায় যেটি ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করা যেতে পারে।

আগে থেকে ছবি এডিট করার মত অভিজ্ঞতা না থাকলেও অতি সহজেই এই সফটওয়্যারটি ব্যবহার করে ছবি এডিট করা যাবে কারণ এই ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড অ্যাপটির ইউজার ইন্টারফেজ একদম ফ্রেন্ডলি।

আরও দেখুনঃ ঘরে বসে মাত্র ১ মিনিটে জন্ম নিবন্ধন যাচাই করুন

যেহেতু এইটিতে AI প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তাই সাধারণ ইন্সট্রাকশন দিলেই নিজে থেকে সুন্দর মানের ছবি এডিট হয়ে যাবে তাহছাড়াও বেশ কিছু ফিচার আপনাকে চমকে দিতে পারে।

যুক্ত করা আছে ফটো এবং বিউটি রিটাচিং টুলস যেটি ছবিকে করে তুলবে প্রানবন্ত। কিছু ফিল্টার রয়েছে যেটি এক ক্লিকেই ছবিতে এপ্লাই হবে। ছবি লাইট এবং কালার এডজাস্ট করার জন্য বেশ কিছু কালার ইফেক্ট টুল রয়েছে। এছাড়াও এনিমেশন টুল থাকার ফলে নিজের ছবিকে এনিমেশন দেয়া যাবে। ইন্টারনেট কানেক্ট থাকলে অনায়াসে সেরা মানের একটি ছবি এডিট করা যাবে।

VSCO: Photo & Video Editor

মাল্টি লেভেলের বেশ ভালো মানের একটি ছবি এবং ভিডিও এডিট করার সফটওয়্যার এটি। বিশেষ করে মেয়েদের জন্য বেশ ভালো মানের ফটো এডিটর এটি। ইন্সটাগ্রামের ট্রেন্ডিং ফটো এডিট করার জন্য বেশ কিছু উচ্চ মানের টুলস রয়েছে তাই ভালো মানের পপুলার অ্যাপ এটি তাইতো এই প্লে স্টোর থেকে এই অ্যাপটি ১০০মিলিয়নের বেশীবার ডাউনলোড করা হয়েছে।

অ্যাপটি একদম ফ্রি আর আইফোন এবং অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য এভাইলেবল রয়েছে। যারা প্রিমিয়াম অ্যাপ ব্যবহার করার পরিবর্তে কোন কোন কিছু খুজছে তারা এই অ্যাপটি বিনামূল্যে ব্যবহার করতে পারে কারণ এর মধ্যে প্রিমিয়াম মানের এডিটিং অপশন রয়েছে।

এটিতে ভালো মানের  স্প্লিট টোন টুল দেয়া হয়েছে এবং সেই সাথে এই অ্যাপটিতে LUT ফিল্টার সাপোর্ট করে এছাড়াও সাধারণ ভিডিও এডিটিং করার জন্য ফিচার যুক্ত করা রয়েছে আর এই ভিডিও এডিটিং প্রিমিয়াম ভার্সনের জন্য এভাইলেবল রয়েছে।

বিশেষ কিছু কালার ফিল্টার যুক্ত থাকার ফলে অতি সহজেই ছবি এবং ভিডিওতে কালার যুক্ত করার মাধ্যমে ভালো মানের আউটলুক দেয়া সম্ভব হয়।

Picsart AI Photo Editor, Video

ভালো এবং উচ্চ মানের ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড করতে চাইলে এটি হবে বেটার একটি অপশন। এই মোবাইল অ্যাপটি ব্যবহার করে নিজের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন ফিল্টার ব্যবহার করা যাবে এবং সেই সাথে AI ব্যবহার করে ছবিকে দেয়া যাবে অন্যরকম আউটলুক।

মোবাইলের জন্য বেশ ভালো মানের অ্যাপ এটি কারণ এই অ্যাপটি অনেকদিন আগে বিল্ড করা হয়েছে এবং নতুন নতুন ফিচার যুক্ত করা হয়েছে। যাদের কাছে আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তারা এই অ্যাপটি বিনামূল্যে ব্যবহার করে পারবেন এবং যারা কম্পিউটারে ব্যবহার করতে চায় তাদেরকে ইন্টারনেট ব্যবহার করে ওয়েব ভার্সন ব্যবহার করতে হবে।

বিশেষ করে এই অ্যাপটিতে ১০০-টিরও বেশি টেমপ্লেট, ফন্ট ও স্টিকার বিনামূল্যে পাওয়া যাবে। ছবি এডিট করার জন্য এই মোবাইল অ্যাপটি ব্যবহার করা যেতে পারে।

Canva: Design, Photo & Video

বর্তমান সময়ে ছবি এডিট করার জন্য জনপ্রিয় সফটওয়্যার গুলোর মধ্যে ক্যানভা একটি কারণ এই অ্যাপটিতে অতি সহজেই ছবি গুলোকে এডিট করে নেয়ে যায় এবং সেই সাথে মোবাইল এবং কম্পিউটার উভয় ডিভাইসে ব্যবহার করা যায়।

বিশেষ করে গ্রাফিক ডিজাইনের জন্য এই অ্যাপটি ডেভেলপ করা হয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্ট, ফ্লায়ার, ভিডিও, ফটো কোলাজের মতো এডিটিং করার জন্য এটি ব্যবহার করা হয়েছে থাকে। মোবাইলের জন্য অ্যাপ এবং কম্পিউটারের জন্য ওয়েব ভার্সন এভাইলেবল রয়েছে।

আগে থেকেই অনেক গুলো টেমপ্লেট যুক্ত করা আছে যেগুলো ব্যবহার করে একটি মাত্র ক্লিক করার মাধ্যমেই একটি ডিজাইন তৈরি করা যায়। যে কোনদিন ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড বা ব্যবহার করেনি সেও অতি সহজেই গ্রাফিক ডিজাইন করতে পারবে।

এটি ফ্রি এবং পেইড উভয় ভার্সন এভাইলেবল রয়েছে। চাইলে ফ্রি ভার্সন ব্যবহার করেই প্রফেশনাল মানের ডিজাইন করা যায়। ইউটিউবে ক্যানভা ডিজাইনের অনেক গুলো ভিডিও আছে সেগুলো দেখলেই প্রফেশনাল হওয়া যাবে।

AirBrush – AI Photo Editor

পোর্ট্রেট ছবি এবং সেলফি তোলার জন্য বেশ ভালো মানের এডিটিং সফটওয়্যার এটি। বিশেষ করে ছবি তোলার সময় ফিল্টার ব্যবহার এবং সেই সাথে একই অ্যাপ দ্বারা এডিট করার বিষয়টি থাকার কারণে এ পর্যন্ত ৫০ মিলিয়নের বেশীবার ডাউনলোড হয়ে এই অ্যাপটি।

বিশেষ করে মেয়েদের বিউটি ছবি তোলার জন্য বেশ ভালো মানের ফিল্টার রয়েছে। রিলাইট ও প্রিজম এর মত বেশ কিছু ইউনিক ফিচার রয়েছে এই অ্যাপটির মধ্যে। ইন্সটাগ্রামের জন্য ছবি তোলার জন্য বেশী কার্যকরী হবে কারণ ইনস্ট্যান্ট ফিল্টার ছবিকে আলাদা লুক দিবে তাই সরাসরি আপলোড করে দেয়া যাবে।

অতি সহজেই ব্যাকগ্রাউন্ট রিমুভ করা যাবে এবং নিজের ইচ্ছা মত ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে। এছারাও ছবি থেকে অইতি সহজেই অবজেক্ট রিমুভ করে দেয়া যাবে। সব ধরণের ফিচার পেতে হলে এটির পেইড ভার্সন ব্যবহার করতে হবে।

BeautyPlus – Retouch, Filters

বিউটিপ্লাস অ্যাপটির সাথে পরিচিত নয় এমন মানুস হয়ত খুজে পাওয়া কষ্টসাধ্য ব্যপার কারণ এক সময় অধিক ব্যবহার হওয়া অ্যাপ এটি। এই এডিটিং অ্যাপটি ব্যবহার করার মাধ্যমে সরাসরি মোবাইল দিয়ে ছবি তোলা যায়। বিশেষ করে ফিল্টার ব্যবহার করে সেলফি তোলার জন্য বেশ ভালো মানের সফটওয়্যার এটি।

যদিও ফিল্টার ব্যবহার করে ছবি তুললে অনেক ভালো মানের ছবি হয় তারপরেও এর এডিটিং ফিচারটি ব্যবহার করার মাধ্যেম ছবিকে আরও বেশী সুন্দর করা সম্ভব। গুগল প্লে স্টোরে এভাইলেবল রয়েছে তাই চাইলে যে কেও এটি সহজেই ডাউনলোড করে নিতে পারবে এবং সেই সাথে ফ্রিতে সমস্ত ফিচার ব্যবহার করা যাবে।

Fotor Online photo editor

অনলাইন থেকে ছবি এডিট করার জন্য সেরা একটি ওয়েব অ্যাপলিকেশন এটি এছাড়াও গুগল প্লে স্টোরে এর অ্যাপ এবং কম্পিউটারের জন্য ভার্সন এভাইলেবল রয়েছে। বিশেষ করে প্রফেশনাল মানের ছবি এডিট করার জন্য এটি বেটার একটি সফটওয়্যার।

গুগল থেকে সার্চ করে মোবাইল এবং কম্পিউটারের জন্য অনায়াসেই ব্যবহার করা যাবে যেহেতু এটি ওয়েব ভার্সন রয়েছে তাই তাইলে যেকোনো ডিভাইস থেকেই ব্যবহার করা যাবে। ফ্রিতে অনেক ফিচার এবং টুলস পাওয়া যাবে এবং কেও চাইলে এর প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে পারবে।

আর্টিকেল ট্যাগ

ছবি এডিট করার নিয়ম, মোবাইল দিয়ে ছবি এডিট, ছবি কাজ করার সফটওয়্যার, ছবি এডিট করার ওয়েবসাইট, ছবি এডিট করার সফটওয়্যার 2023

শেষ কথাঃ ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড আর্টিকেলটি এখানেই শেষ করা হয়েছে। আশা করছি মোবাইল এবং কম্পিউটারের জন্য সেরা কিছু অ্যাপলিকেশন তুলে ধরতে সক্ষম হয়েছি। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন।

আরও দেখুনঃ মোবাইলের জন্য সেরা ১০টি গাড়ি গেমস

শেয়ার করুন

নির্ঝর ফারুক

প্রযুক্তি প্রেমী মানুষের মধ্যে আমিও একজন। ছেলেবেলা থেকেই প্রযুক্তির সাথে জড়িয়ে রয়েছি এবং অনেক কিছু শিখেছি ও এখনো শিখছি। যে বিষয় গুলো জানি সেই বিষয় গুলো নিয়েই মূলত এই ওয়েবসাইটে লেখালেখি করি। টেকজোন বাংলার একমাত্র সত্ত্বাধিকারী আমি নির্ঝর ফারুক সক্রিয় থাকবো আপনার সাথে ইনশাল্লাহ।

2 thoughts on “ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড ২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *