প্রযুক্তি বাজার

জারা মোটরসাইকেল দাম বাংলাদেশ ২০২৩

আসসালামু ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ । কেমন আছেন আপনি? আশা করছি অনেক ভালো আছেন। আজকের এই জারা মোটরসাইকেল দাম রিভিউ আর্টিকেলে আপনাকে জানাই স্বাগতম।

বিশেষ করে যারা কম বাজেটের মধ্যে সেরা মটর সাইকেল কিনতে চান তাদের জন্য যে সমস্ত মোটর সাইকেল গুলো মানের মানের রয়েছে সেগুলোর মধ্যে জারা মোটর সাইকেল একটি। আর জাকের এই আর্টিকেলে জারা মোটর সাইকেল দাম এবং সমস্ত ফিচার নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো।

সস্তা দামের মধ্যে আপনি যদি জারা বাইক কিনতে চান তাহলে আজকের দেয়া মডেল গুলোর মধ্যে আপনার কাছে যে মডেলটি ভালো লাগবে সেটি কেনার চেষ্টা করবেন। আশা করছি আজ আপনার জন্য বেটার মোটর সাইকেল তুলে ধরা হবে তাই একটু সময় নিয়ে আজকের এই আর্টিকেলটি দেখার চেষ্টা করুন।

তাহলে আমাদের এই আর্টিকেল থেকে জারা মোটর সাইকেলের দাম জেনেনিন এবং আপনার পছন্দের মোটর সাইকেলটি বেছেনিন। এছাড়াও বলে রাখি যে, আমরা আমাদের ওয়েবসাইটে প্রযুক্তি নিয়ে অনেক ধরণের আপডেট পাবলিশ করা হয়ে থাকে তাই আপনি আমাদের ওয়েবসাইট প্রতিদিন ব্রাউজ করুন এবং নতুন নতুন আপডেট জানুন।

জারা মোটরসাইকেল দাম ২০২৩

বাংলাদেশের বাজারে জারার অনেক গুলো মডেলের মোটর সাইকেল রয়েছে আর সেগুলোর মধ্যে ভালো কয়েকটি মোটর সাইকেল আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি মোটর সাইকেল গুলো আপনার বাজেটের মধ্যেই হবে।

তাহলে চলুন দেরি না করে এখনি শুরু করে দেয়া যাক,

H Power Zaara 110 Digital

জারা মোটরসাইকেল দাম
Zaara 110

দামঃ ৳৯৫, ০০০ টাকা মাত্র

জারা মোটরসাইকেল দাম ও ফিচার

জারা ১১০ মডেলের এই মোটর সাইকেলটির সাথে দেয়া রয়েছে 106.67 cc ইঞ্জিন যেটি একটি স্টান্ডার্ড মোটর সাইকেলের জন্য পারফেক্ট। মোটর সাইকেলটির ইঞ্জিনের সাথে রয়েছে চার স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার এবং সেই সাথে রয়েছে এয়ার কুলার যেটি ইঞ্জিনকে ঠান্ডা করে রাখতে অনেক বেশী সহায়তা করে থাকবে।

বিশেষ করে যারা কমে তেল দিয়ে অনেকদূর যেতে চান তাদের জন্য বেস্ট হতে চলেছে কারণ এই মোটর সাইকেলের সাথে যুক্ত করা আছে এমন এক ইঞ্জিন যেটি কিনা ১লিটার পেট্রল বা অকটেন দিয়ে ৬০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম।

আর এই ইঞ্জিনের জ্বালানী সরবরাহ করার জন্য দেয়া রয়েছে করবুরেটর। ইঞ্জিন যেন সঠিকভাবে শক্তি প্রদান করতে পারে এর জন্য দেয়া রয়েছে ৪ স্পিড গিয়ার বক্স। এইদিকে ইঞ্জিনের সর্বচ্চ শক্তি রয়েছে 5.8 kw at 5000rpm এবং সেই সাথে ইঞ্জিনের টর্ক রয়েছে 7.5N.m at 6000rpm ও সেই সাথে ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় যেতে সক্ষম।

মোটর সাইকেলটির সাথে ১ মাত্র সিলিন্ডার এবং 13.5:1 করম্প্রেশন অনুপাত দেয়া রয়েছে। সিডিআই ইগনিশনের পাশাপাশি এই মোটর সাইকেলটি মোট ১২ লিটার তেল ধারণ করতে পারবেন যার ফলে আপনি চাইলে লং টুরে যেতে পারবেন অনায়াসে।

তেল সরবরাহ করার জন্য রয়েছে কার্বরেটর এবং সেই সাথে সামনের ব্রেকের সাথে থাকছে ডিক্স ব্রেক এবং পেছনে রয়েছে ড্রাম ব্রেক। এই মোটর সাইকেলটির সামনে এবং পেছনে উভয় পাশেই রয়েছে সাসপেশন।

আকৃতির দিকে লক্ষ্য করলে দেখা যায় যে এই মোটর সাইকেলটির দৈর্ঘ্য রয়েছে ১৯৭০মিলিমিটার, প্রস্থ রয়েছে ৭৮০ মিলিমিটার এবং সেই সাথে উচ্চতা রয়েছে ১০৫০ মিলিমিটার।

১০৭ কেজি ওজনের এই মোটর সাইকেলটিতে রয়েছে টিউবলেস টায়ার যার মধ্যে সামনের চাকার সাইজ রয়েছে 2.75 – 17 এবং পেছন চাকার সাইজ রয়েছে 3.00-17 আর চাকার টাইপ হচ্ছে অলয়।

জারার এই মোটর সাইকেলটি কিক এবং ইলেক্ট্রিক দুই ভাবেই স্টার্ট করা যাবে। সেই সাথে এই গাড়িটির সাথে হেডলাইট দেয়া রয়েছে ১২ ভোল্টের যেটিতে থাকছে ৩৫/৩৫ মাল্টি রিফ্লেকশন।

এই মোটর সাইকেলের সামনে এবং পেছনে লাইট রয়েছে সেই সাথে থাকছে সিগন্যাল লাইট। বেস্ট পারফর্মেন্স এর জন্য রয়েছে 12V 5AH ব্যাটারি যেটি লাইট এবং মোটর সাইকেলের স্টার্ট করার জন্য অনেক বেশী কার্যকরী।

সব মিলিয়ে দেখতে গেলে জারার ১১০ মডেলের এই মোটর সাইকেলটি অনেক ভালো মানের হবে তাই আপনি চাইলে এই মোটর সাইকেলটি কিনতে পারেন।

আরও দেখুন

একবার চার্জ করলে ১৫০ কিলিমিটার পর্যন্ত চলবে যে ই-বাইক

নোকিয়ার সেরা কয়েকটি মোবাইল ফোন

১০ হাজার টাকা বাজেটের সেরা কয়েকটি মোবাইল ফোন

Zaara Digital V2

Zaara Digital V2

দামঃ ৳ 99,500 টাকা মাত্র

জারা মোটরসাইকেল দাম ও ফিচার

জারার এই মোটর সাইকেলটি থাকছে 106.67 cc এবং সেই সাথে এই মোটর সাইকেলটিতে থাকছে 5.8 kw at 5000rpm এর ইঞ্জিন ও সেই সাথে আরও থাকছে 7.5N.m at 6000rpm টর্ক যেটি এই মোটর সাইকেলের জন্য যথেষ্ট।

যারা ভি২ মোটর সাইকেলটিতে থাকছে এমন এক ইঞ্জিন যেটি ১লিটার পেট্রল বা অকটেন দিয়ে মোট ৫০ কিলোমিটার এবং সেই সাথে এই মোটর সাইকেলটির টপ স্পিড থাকছে ৯০ কিলোমিটার প্রতি ঘন্টায়।

এই মোটর সাইকেলটিতে রয়েছে মোট ৪ স্পিড গিয়ার বক্স। সব মিলিয়ে দেখতে গেলে এই মোটর সাইকেলটি ভালো মানের একটি মোটর সাইকেল তাই চাইলে আপনি এই মোটর সাইকেলটি কিনতে পারেন।

আরও দেখুনঃ ২০২৩ সালের সেরা কয়েকটি মোবাইল ফোন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *