টেলিকম

টেলিকম খাতে দাম কমলো মোবাইল ডাটার

টেলিকম খাতে দাম কমলো মোবাইল ডাটার । এইতো কিছুদিন পূর্বেই ইন্টারবেট ডাটার মেয়াদের পরিবর্তন করা হয় যেখানে ১দিন, ৩দিন এবং ১৫ দিন মেয়াদি ডাটা প্যাকেজ বন্ধ করে দেয়া হয় যার ফলে টেলিকম কোম্পানি গুলো তাদের ডাটা প্যাকেজের দাম বাড়িয়ে দেয় এবং গ্রাহকেরা বিভ্রান্তির মধ্যে।

লোকাল কোম্পানির পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রীয় কোম্পানি টেলিটক তাদের ডেটা প্যাকের দাম বাড়িয়ে দেয়। কিন্তু পরবর্তিতে সবার আগে ইন্টারনেটের দাম কমায় টেলিটক। ঠিক এবার গ্রামিন ফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল সিমের ৭ দিন মেয়াদি ১জিবি ইন্টারনেট প্যাকের দাম কমে এবার হয়েছে ৩ দিন মেয়াদি ইন্টারনেট অর্থাৎ ৭ দিন থেকে ৩ দিন মেয়াদ করা হয়েছে এবং সেই সাথে দাম কমানো হয়েছে।

রবি এবং গ্রামিন ফোন এই দুই অপারেটর তাদের ৭ দিন মেয়াদি ১ জিবি ইন্টারনেট প্যাকের দাম কমিয়ে করেছে মাত্র ৪৮ টাকা। মোবাইল ফোন থেকে ৪৮ টাকা রিচার্জ করলেই ১ জিবি ইন্টারনেট চলে আসবে।

এছাড়াও বাংলালিংকে ৬৯ টাকায় যে ১.৫ জিবি ইন্টারনেট প্যাকেজ ছিল সেখানে এখন ২ জিবি ইন্টারনেট দিচ্ছে মাত্র ৬৯ টাকায় এবং মেয়াদ থাকছে ৭ দিন। এয়ারটেল ৬৮ টাকায় ১.৫ ইন্টারনেট প্রভাড করতো ৭ দিনের জন্য কিন্তু এখন সেই একই মেয়াদে ২ জিবি ইন্টারনেট দিচ্ছে ৬৮ টাকায়।

আরও দেখুনঃ ঘরে বসে মোবাইল ফোন দিয়ে টাকা আয় করার পদ্ধতি

এইদিকে রবি, গ্রামিন ফোন এবং বাংলালিংকের ইন্টারনেট প্যাকেজ গুলোর দাম কমিয়ে এই তথ্য জানা গিয়েছে ১১.১১.২০২৩ শুক্রবারে। ডেটা প্যাকেজের দাম বাড়ানোর পর ২৫ দিন পার হতে না হতেই ডেটা প্যাকের দাম কমানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী টেলিটক সহ টেলিকম খাতে দাম কমলো মোবাইল ডাটার সকল মোবাইল অপারেটররা তাদের ডেটা প্যাকের দাম কমিয়ে নিয়ে এসেছে এবং এখন অবধি কাজ চলমান রয়েছে। এছাড়াও এয়ারটেলের স্পেশাল কিছু অফার জানতে হলে এখানে ক্লিক করুন।

আরও দেখুনঃ বর্তমানে বাংলাদেশে কতজন মানুষ মোবাইল ফোন ব্যবহার করে

শেয়ার করুন

নির্ঝর ফারুক

প্রযুক্তি প্রেমী মানুষের মধ্যে আমিও একজন। ছেলেবেলা থেকেই প্রযুক্তির সাথে জড়িয়ে রয়েছি এবং অনেক কিছু শিখেছি ও এখনো শিখছি। যে বিষয় গুলো জানি সেই বিষয় গুলো নিয়েই মূলত এই ওয়েবসাইটে লেখালেখি করি। টেকজোন বাংলার একমাত্র সত্ত্বাধিকারী আমি নির্ঝর ফারুক সক্রিয় থাকবো আপনার সাথে ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *