ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার সফটওয়্যার ফ্রি ডাউনলোড
ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার সফটওয়্যার -আমাদের মধ্যে অনেকের ফোন বা কম্পিউটার থেকে ইচ্ছায় বা অনইচ্ছায় ছবি, ভিডিও এবং অন্যান্য ফাইল ডিলিট করে ফেলি। এর ফলে নিজের জমে থাকা সৃতি গুলো মুছে যায় জার কারণে অনেকেই ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার উপায় গুগলে সার্চ করে থাকে।
আমরা অনেক সময় বুঝে অথবা হটাৎ করে মোবাইল, ল্যাপটপ, মেমোরি অথবা পেন্ড্রাইভ থেকে ফাইল ডিলিট করে দেই। ফাইল গুলো ডিলিট হওয়ার পর সবারই যে কষ্ট লাগে সেটি বলার মত না এটি আমার আপনার সবার ক্ষেত্রে একই।
কিছু সাধারণ প্রক্রিয়া অবলম্বন করলেই যেকোনো ডিলিট অথবা ফরম্যাট হওয়া ফাইল ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। আপনি এযাবৎ যতগুলো ফাইল ডিলিট করেছেন অথবা ফরম্যাট করেছেন সব ফাইল ফিরিয়ে নিয়ে আসতে পারবেন।
ডিলিট হয়ে যাওয়া ছবি কি ফিরে পাওয়া সম্ভব?
আমাদের মধ্যে অনেকেরই মনের মধ্যে একটি প্রশ্ন থাকতে পারে আর সেটি হচ্ছে সত্যই কি মোবাইল অথবা কম্পিউটার থেকে ডিলিট হয়ে যাওয়া ফাইল বা ছবি ফিরে পাওয়া যায় কিনা?
এর উত্তরে বলবো হ্যা খুব সহজেই ডিলিট হয়ে যাওয়া যেকোনো ফাইল ডিলিট হয়ে যায়। বর্তমানে অনেক ধরনের ডাটা রিকভার করার জন্য মোবাইল অ্যাপ এবং কম্পিউটারের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করা হয়েছে যেগুলোর মাধ্যমে একদম সহজ উপায়েই ডিলিট হয়ে যাওয়া সব ধরনের ফাইল রিকভার করা যায়।
এখানে সুধু একটি বিষয় আপনাকে জানতে হবে আর সেটি হচ্ছে অ্যাপ অথবা সফটওয়ার ব্যবহার করা। যে সমস্ত ডাটা রিকভারি অ্যাপ বা সফটওয়্যার রয়েছে সেগুলোর মধ্যে প্রায় সব গুলো ব্যবহার করার নিয়ম একই রকম।
আরওঃ বিদেশ থেকে দেশের বাড়িতে টাকা পাঠানোর সহজ উপায়
আপনি চেষ্টা করবো ব্যাসিক ধারণা দিয়ে দেয়ার। আপনি সুধু একটু কষ্ট করে শিখে নিয়ে ডাটা গুলো রিকভার করে নিবেন। তাই আপনি একটু সময় ব্যয় করে আজকের এই টিউটোরিয়াল আর্টিকেলটি পড়বেন কেননা আপনি মনোযোগ দিয়ে না পড়লে অনেক কিছু মিস করে ফেলতে পারেন।
তাহলে চলুন এখন পরবর্তি বিষয় গুলোর দিয়ে চলে যাওয়া যাক,
ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার সফটওয়্যার
মোবাইল হোক বা কম্পিউটার যেকোনো ডিভাইস থেকে ডিলিট হয়ে যাওয়া যেকোনো ফাইল ফিরে পেতে হলে আপনাকে অবশ্যই ডাটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করতে হবে। বিশেষ করে ডাটা রিকভারি সফটওয়্যার গুলো প্রিমিয়াম হয়ে থাকে।
কিন্তু আজ আপনাকে এমন কয়েকটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিবো যেগুলোর মাধ্যমে আপনি একদম ফ্রিতেই ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার উপায় এর পাশাপাশি অন্যান্য সমস্ত ফাইল ফিরিয়ে নিয়ে আসতে পারবেন।
আপনাকে টিউটোরিয়াল এবং অ্যাপ ও সফটওয়্যার গুলোর নামের পাশাপাশি ব্যবহার করার ব্যাসিক ধারণা দিয়ে দেয়ার চেষ্টা করছি। চলুন প্রথমেই কম্পিউটারে ব্যবহার হওয়া সফটওয়্যার গুলো নিয়ে আলোচনা করা যাক।
আর হ্যা মোবাইল অ্যাপের চেয়ে কম্পিউটার দিয়ে অতি শহজ এবং কম সময়ের মধ্যে ফাইল গুলোকে ফিরিয়ে আনা যায়।
আরওঃ মোবাইল নাম্বার দিয়েই বেড় করে ফেলুন জাতীয় পরিচয় পত্র
ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার সফটওয়্যার সমূহ ( কম্পিউটারের জন্য )
কম্পিউটারে ব্যবহার হওয়া বেশ কিছু সফটওয়্যার রয়েছে আর সেগুলোর মধ্যে বেশীরভাগ সফটওয়্যার গুলো প্রিমিয়াম বা টাকা দিয়ে কিনতে হয়। তাই আমি চেষ্টা করবো যে সমস্ত সফটওয়্যার গুলো ফ্রিতে ব্যবহার করা যায় সেগুলো আপনাকে সাজেস্ট করার।
আর যদি আপনি প্রিমিয়াম সফটওয়্যার ব্যবহার করে ডাটা রিকভার করতে চান তাহলে কমেন্ট করবেন আপনাকে সফটওয়্যার বা অ্যাপ এর নাম বলে দেয়া হবে। তাহলে চলুন এখন কম্পিউটারে ব্যবহার হওয়া সফটওয়্যার গুলোর নাম জানা যাক।
- ডাটা রিকভারি উইউজার্ড ( Data Recovery Wizard )
- জিটি রিকভারি ফর ইউন্ডজ ( GT Recovery for Windows )
- ফ্রি এনি ফটো রিকভারি ( Free Any Photo Recovery )
- ফটো রিকভারি ইউজার্ড ( Photo Recovery Wizard )
- স্টেলার ফটো রিকভারি স্টান্ডার্ড ( Stellar Photo Recovery Standard )
- রিকুভা ( Recuva )
আরওঃ পেন্ড্রাইভ লক করে রাখুন কেও খুলতে পারবেনা
ডাটা রিকভারি উইউজার্ড টিউটোরিয়াল
ডিলিট হওয়া ফাইল ফিরিয়ে নিয়ে আসতে আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। এই সফটওয়্যারটি মোবাইল এর জন্য প্রযোজ্য নয় আপনাকে কম্পিউটার ব্যবহার করতে হবে।
সফটওয়্যার ডাউনলোড শেষ হলে সফটওয়্যারটি ইন্সটল করে নিতে হবে। ইন্সটল করার জন্য আপনার ডাউনলোড করা সফটওয়্যারটিতে ডাবল ক্লিক করতে হবে তারপর yes এ ক্লিক করতে হবে।
পরবর্তি পদক্ষেপ গুলো অনুসরণ করতে থাকুন
১. নতুন একটি ইন্টারফেজ চালু হবে আপনাকে Install এ ক্লিক করতে হবে।
২. আপনাকে প্রথম রেডিও বাটনটিতে ক্লিক করতে হবে এবং Next বাটনে ক্লিক করতে হবে।
৩. তারপর আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
৪. আবার Next বাটনে ক্লিক করুন।
৫. এখন আপনাকে Yes বাটনে ক্লিক করতে হবে।
৫. আবার Next বাটনে ক্লিক করুন।
৬. সব যায়গা থেকে টিক তুলে দিন এবং Finish ক্লিক করুন আপনার সফটওয়্যারটি ইন্সটল করা শেষ হয়ে যাবে।
আপনার সফটওয়্যার ইন্সটল দেয়া শেষ এখন আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করে আপনার কাঙ্ক্ষিত ডিলিট এবং ফরম্যাট হওয়া ফাইল ফিরিয়ে নিয়ে আসতে হবে।
দ্বিতীয় পদক্ষেপ গুলো দেখুন
১. আপনাকে আপনার সফটওয়্যারটিকে ওপেন করে নিতে হবে এবং আপনাকে No বাটনে ক্লিক করতে হবে।
২. No বাটনে ক্লিক করার পর নতুন একটি উইন্ডো খুলবে এখন আপনাকে Complete Recovery তে ক্লিক করে দিতে হবে।
৩. এখন আপনার যে ড্রাইভ থেকে ফাইল ডিলিট হয়েছে সেটি সিলেক্ট করে Next বাটনে করুন।
৪. এখন আনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে নিচের দেয়া প্রসেস শেষ নাহওয়া পর্যন্ত।
৫. প্রসেসটি শেষ হওয়ার পর আপনার প্রয়োজনীয় ড্রাইভটিকে সিলেক্ট করতে হবে অথবা আপনি সব গুলোতে টিক দিয়ে দিতে পারেন। তাঁর পর আপনাকে Next বাটনে ক্লিক করতে হবে।
৬. Next বাটনে ক্লিক করার পর আপনার ফাইল গুলোকে টিক মার্ক করে দিতে হবে এবং Next বাটনে ক্লিক করতে হবে।
এটি হচ্ছে আপনার শেষ প্রসেস যেটি করতে পারলে আপনি জীবনে যত গুলো ফাইল ডিলেট অথবা ফরম্যাট করেছেন সব ফাইল ফিরে আসবে। আপনি আপনার ডেলিট হয়ে যাওয়া ফাইল গুলো কোথায় সেভ করতে চাচ্ছেন সেই ড্রাইভ টি বাম পাশ থেকে সিলেক্ট করুন।
খেয়াল রাখবেন আপনার হার্ড ড্রাইভের স্পেস যেন একটু বড় হয় না হলে আপনার ফাইল গুলো হয়ত সেভ করার যায়গা পাবে না তাই আগে থেকেই আপনার ড্রাইভটি ফাকা করে নিন তারপর Next বাটনে ক্লিক করুন। আপনার ফাইলগুলো সেভ হওয়া শুরু হলে কিছু সময় অপেক্ষা করতে হবে কারন ফাইলগুলো সেভ হতে সময় লাগবে।
মোবাইলে ব্যবহার করা সফটওয়্যার সমূহ
কম্পিউটারের মতই মোবাইল ফোনের জন্য এমন কিছু অ্যাপ রয়েছে যেগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি অতি সহজেই মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া ছবি এবং সেই সাথে যেকোনো ফাইল ফিরিয়ে নিয়ে আসতে পারবেন।
আপনার ফোনে থাকা মেমোরি কার্ড থেকে যেকোনো ফাইল ডিলিট হয়ে যাওয়ার পরে আপনি হাতে থাকা ফোন সহজেই যেকোনো একটি অ্যাপ ব্যবহার করার মাধ্যমেই সমস্ত কিছু ফিরিয়ে নিয়ে আসতে পারবেন।
তাই আমি আপনাকে বেশ কিছু এন্ড্রয়েড অ্যাপ এর তালিকা দিয়ে দিবো যেগুলোর মধ্যে একটি মাত্র অ্যাপ ব্যবহার করে আপনি সহজেই ডিলিট হয়ে যাওয়া ডাটা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন।
তাহলে চলুন অ্যাপ গুলোর সাথে পরচিত হওয়া যাক,
- DiskDigger photo recovery
- UltData-Recover Photo,Chat Log
- Recoverit Data Recovery
- Myjad android data recovery
- Dumpster: Photo/Video Recovery
DiskDigger photo recovery
আপনি এই অ্যাপটি ব্যবহার করার মাধ্যমে অতি সহজেই আপনার মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া সমস্ত ডাটা ফিরিয়ে আনতে পারবেন সুধু মাত্র কয়েকটি স্টেপ ফলো করার মাধ্যমে। তাই এই স্টেপ গুলো আপনি ফলো করুন এবং সেই অনুযায়ী কাজ করতে থাকুন।
এটি এন্ড্রয়েড ফোন থেকে ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার উপায় গুলোর মধ্যে অনেক সহজ। একটু মনোযোগ দিয়ে স্টেপ গুলো ফলো করুন,
স্টেপ- ০১
এই অ্যাপটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনার ফোনে এই অ্যাপটি ইন্সটল থাকতে হবে আর যদি না থাকে তাহলে কয়েকটি উপায় বলছি ফলো করুন, আপনাকে প্রথমেই গুগল প্লে স্টোর ওপেন করতে হবে। এর পর সার্চ অপশন থেকে সার্চ করতে হবে DiskDigger photo recovery অ্যাপ।
তারপর আপনাকে এই অ্যাপটি ইন্সটল করে নিতে হবে। ইন্সটল হয়ে গেলে দ্বিতীয় স্টেপে ফিরে যান,
স্টেপ- ০২
এখন প্রথমেই আপনাকে এই অ্যাপটি ওপেন করে নিতে হবে আর এই অ্যাপটি ওপেন করার সাথে সাথে Start Basic Scan নামক একটি অপশন চলে আসবে। এখন আপনি Start Basic Scan অপশনে ক্লিক করুন।
এর পরে আপনার সামনে পারমিশনের জন্য একটি মেসেজ দেয়া হবে। এক পাশে লেখা থাকবে Allow এবং অন্য পাশে লেখা থাকবে Denay । এখন আপনাকে Allow অপশনে ক্লিক করে দিতে হবে।
স্টেপ- ০৩
এখন আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে এবং ১০০% হওয়া অব্দি অপেক্ষা করতে হবে। যখন স্ক্যান শেষ হয়ে যাবে তখন আপনাকে সমস্ত ছবি গুলো সিলেক্ট করে নিতে হবে।
যদি নিজে থেকে সমস্ত ছবি সিলেক্ট হয়ে থাকে তবে আলাদাভাবে সিলেক্ট করতে হবেনা। এখন আপনাকে রিকভার অপশনে ক্লিক করতে হবে এবং পছন্দ মত একটি ফোল্ডার বেছে নিতে হবে।
এর পর আপনি ওকে দিলেই ছবি গুলো মেমোরিতে সেভ করে নিতে পারবেন।
শেষ কথাঃ আজকের এই আর্টিকেলে মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়ার কিছু অ্যাপ এবং সফটওয়্যার নিয়ে ব্যাসিক ধারণা দেয়ার চেস্টা করেছি মাত্র। আর্টিকেলটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।