জনপ্রিয়টিপসব্লগ পোস্ট

তারকাদের আসল ফেসবুক আইডি চেনার উপায়

ফেসবুকে আমরা প্রায়ই নিজেদের জনপ্রিয় তারকার সাথে কথা বলতে কিংবা কানেক্টেড থাকতে পছন্দ করি। অফিসিয়াল ফেসবুক পেজে ফলো করতে পারলেও খুব কমই আছেন, যারা তারকাদের ব্যক্তিগত অ্যাকাউন্টের সাথে কানেক্টেড হতে পারেন।

তারকাদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে কানেক্ট হতে না পারার একটি কারণ হলো, তাদের প্রকৃত অ্যাকাউন্ট সঠিকভাবে শনাক্ত করতে না পারা। পছন্দের তারকার প্রকৃত অ্যাকাউন্ট শনাক্ত করতে পারলে তার সাথে কানেক্টেড হওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যেতে পারেন।

অনেকেই তারকাদের ভুয়া আইডিতে যুক্ত হয়ে বিভিন্নভাবে প্রতারণার শিকারও হন। তবে তারকা আপনাকে বন্ধু তালিকায় যুক্ত করবেন কি না, তা তিনিই সিদ্ধান্ত নেবেন।

আরওঃ ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখে মাসে লাখ টাকা আয়

ফেসবুকের এত প্রোফাইলের ভিড়ে পছন্দের তারকার প্রকৃত অ্যাকাউন্ট শনাক্ত করবেন যেভাবে-

১. তারকাদের প্রকৃত নাম ধরে ফেসবুকে সার্চ করুন।

২. সাধারণত তারকাদের ফেসবুক অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্যাজ পরানো থাকে।

৩. আপনার সার্চ রেজাল্ট ও দৃশ্যমান আইডিগুলোর কোনোটিতে ব্যাজ দেখলে ধরে নিতে পারেন ওটাই প্রকৃত অ্যাকাউন্ট।

৪. তারকার প্রোফাইলে যদি কাজকর্মের আপডেট দেখেন, তাহলে সেটিই প্রকৃত অ্যাকাউন্ট হওয়ার সম্ভাবনা বেশি।

৫. তারকাদের ফেসবুকে লক্ষাধিক ফলোয়ার থাকেন।

৬. আপনার খোঁজ করা তারকার প্রোফাইলে যদি বিশাল পরিমাণের ফলোয়ার দেখতে পান, তাহলে ধরে নিতে হবে সেটিই তার প্রকৃত অ্যাকাউন্ট।

৭. এ ছাড়া মেধা ও বুদ্ধি খাটিয়ে বুঝতে পারবেন, আপনার পছন্দের তারকার প্রকৃত ফেসবুক অ্যাকাউন্ট কোনটি?

আরওঃ ঘরে বসে মোবাইলে আয় প্রতিদিন মিনিমাম $২০ ডলার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *