দরজায় থাকছে ফেস লক কারণ পরিচিত মুখ ছাড়া খুলবেনা
মানুষের নিত্য প্রয়োজনে ব্যবহার করা যে সমস্ত বস্তু রয়েছে সেটি হচ্ছে দরজা। আমাদের প্রাইভেসি বজায় রাখার জন্য দরকার হয় দরজার। কিন্তু সেই দরজা যদি পরিচিত মুখ ছাড়া না খুলে তাহলে বিষয়টি কেমন হয়।
ধরুন আপনার ঘরে লক করে বাইরে গেলেন ঘুরতে কিন্তু এদিকে চোর বসে আছে আপনি গেলেই চুরি শুরু করবে। কিন্তু কোনভাবেই সে ঘরে ঢুকতে পারছে। তখন কিন্তু বিষয়টি অন্যরকম হয়।
এই জন্য বর্তমানে বাজারে আসছে নতুন থ্রিডি স্মার্ট ডোর লক যেটি ব্যবহার করে দরজা লক করে পরিচিত মুখ ছাড়া কোনভাবেই খুলবেনা।
নতুন এই থ্রিডি ফেস রিকগনিশনসহ নতুন স্মার্ট ডোর লক বাজারে নিয়ে এসেছে শাওমি। যে সমস্ত মুখ ব্যবহার করে লক করা হবে তারা যদি লকের সামনে এসে দাড়ায় তাহলে নিজে থেকেই লক খুলে যাবে।
মোবাইল হ্যাক থেকে বাঁচার উপায় – কেও হ্যাক করতে পারবেনা
শাওমির ফেস রিকগনিশন স্মার্ট ডোর লকটিতে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে। এটি আনলক করার জন্য একটি চাবি, পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট সুবিধা রয়েছে। স্মার্টফোনের সাথে যুক্ত করার জন্য অ্যাপ ব্যবহার করা যাবে ডিভাইসে
ডোর লকটি ৪০ মিলিমিটার এবং ১২০ মিলিমিটার মাপের দরজাতে ব্যবহার করা যাবে। এতে ৬,২৫০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা রয়েছে, যা ৬ মাস পর্যন্ত ডিভাইসটিকে সচল রাখবে।
লকটি ১.৩ থেকে ২ মিটার পর্যন্ত ৫০ জন ব্যবহারকারীর ফেসিয়াল এলিমেন্ট রেকর্ড করতে পারবে। ডিভাইসটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২,১৯৯ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ হাজার টাকা।
আরো দেখুন,