দেশের বাজারে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন
বাংলাদেশের বাজারে নতুন ফোন নিয়ে নিয়ে এসেছে স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। যার মডেল ইনফিনিক্স নোট ১২ প্রো। নোট সিরিজের স্মার্টফোনের তালিকায় নতুন সংযোজন এই ডিভাইসে আছে হেলিও জি৯৯ প্রসেসর, ১৩ জিবি এক্সটেন্ডেড র্যাম এবং ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার ট্রিপল ক্যামেরা।
নোট ১২ প্রো-তে রয়েছে ৮ জিবি র্যাম, যা মেমোরি ফিউশনের মাধ্যমে ১৩ জিবি করা যাবে। রয়েছে ২৫৬ জিবি রম, যা ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। মেমোরি ফিউশন ফিচারের ফলে অ্যাপের স্টার্ট টাইম ৮০২এমএস থেকে কমে ৩০৭এমএস-এ নেমে আসে, ফলে ল্যাগের হার ৬১ শতাংশ কমে যায়।
এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। আছে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কোম্পানির নিজস্ব এক্সওএস ১০.৬ কাস্টম স্কিন।
আরওঃ হাওয়াই মোবাইল দাম y5 এবং Y5s
নতুন এই ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল টারশিয়ারি লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেট।
এছাড়াও এই ডিভাইসে আছে মনস্টার গেম কিট, যা ব্যবহারকারীদের দেবে দুর্দান্ত গেমিংয়ের অভিজ্ঞতা। পাশাপাশি ব্যবহারকারীদের সুন্দর অডিও অভিজ্ঞতা দেওয়ার জন্য রয়েছে ডিটিএস স্টিরিও সারাউন্ড সাউন্ডসম্পন্ন ডুয়েল স্পিকার।
ভলকানিক গ্রে, টাসকানি ব্লু এবং আলপাইন হোয়াইট রঙের ফোনটি কিনতে খরচ হচ্ছে ২৬ হাজার ৪৯৯ টাকায়।