প্রযুক্তি বাজার

নতুন আইপ্যাড এয়ার নিয়ে কাজ করছে অ্যাপল

নতুন আইপ্যাড এয়ার নিয়ে কাজ করছে অ্যাপল -অ্যাপলের প্রতিটি পন্য অনেক বেশী ফিচার সমৃদ্ধ এবং বিশেষভাবে তৈরি করার জন্য খুব কম সময়ের মধ্যে সবার মনের মধ্যে জায়গা করছে নিয়ে। এবার অ্যাপল বড় সাইজের ডিসপ্লের আইপ্যাড তৈরি করতে চলেছে অ্যাপল এমন কথা প্রযুক্তি খাতে শোনা যাচ্ছে। কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্ট সর্বশেষ আইফোন সিরিজ উন্মোচন করার কিছু দিনের মধ্যে পরবর্তি সিরিজের আইপ্যাড বাজারে নিয়ে আসার ঘোষণা দেয়।

এবার প্রযুক্তি বিশেষজ্ঞরা ধারণা করছে খুব তাড়াতাড়ি বাজারে আসতে চলেছে আইপ্যাড এয়ার। এ অব্দি বিকাশ যে সমস্ত আইপ্যাড বাজারে নিয়ে এসেছে সেগুলোর মধ্যে সব গুলোর ডিসপ্লে ১১ ইঞ্চির চেয়েও ছোট আকারের ছিল। তবে এবার ডিজিটাইম দাবি করছে এর পরবর্তি আইপ্যাডে অ্যাপল ১২.৯ ইঞ্চির বড় সাইজের ডিসপ্লে যুক্ত করতে পারে।

ধারণা করা হচ্ছে এবার নতুন আইপ্যাডের ডিসপ্লেতে মিনি এলইডি প্রযুক্তির পরিবর্তে এলসিডি প্যানেল ব্যবহার করা হবে। এইদিকে নাইটটুফাইভের পূর্ব প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে এবার নতুন প্রজন্মনের আইপ্যাড দুটি ফিচার নিয়ে লঞ্চ হতে চলেছে কিন্তু কি এমন ফিচার আসতে চলেছে সেটি এখনো প্রকাশিত নয়।

গত বছর রিলিজ হওয়া আইপ্যাড এয়ার ১০.৯ ইঞ্চি ডিসপ্লে এবং অ্যাপলের নিজস্ব এম১ প্রসেসর ব্যবহার করা হয় তাই এবার ধারণা করা হচ্ছে অ্যাপল নতুন সিরিজের অ্যাইপ্যাডে এম২ চিপসেট আইপ্যাড এয়ার চালু করতে পারে। নতুন আইপ্যাড এয়ার নিয়ে কাজ করছে অ্যাপল রিলিজ হওয়ার পর বুঝতে পারা যাবে নতুন আইপ্যাড কেমন হবে।

আরও দেখুনঃ বাজি খেলার জন্য সেরা মোবাইল অ্যাপ

শেয়ার করুন

নির্ঝর ফারুক

প্রযুক্তি প্রেমী মানুষের মধ্যে আমিও একজন। ছেলেবেলা থেকেই প্রযুক্তির সাথে জড়িয়ে রয়েছি এবং অনেক কিছু শিখেছি ও এখনো শিখছি। যে বিষয় গুলো জানি সেই বিষয় গুলো নিয়েই মূলত এই ওয়েবসাইটে লেখালেখি করি। টেকজোন বাংলার একমাত্র সত্ত্বাধিকারী আমি নির্ঝর ফারুক সক্রিয় থাকবো আপনার সাথে ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *