নোকিয়া বাটন মোবাইল দাম বাংলাদেশ ২০২৩
আসসালামু ওয়ালাইকুম, কেমন আছেন আপনি? আশা করছি অনেক ভালো আছেন। আজ আমরা জানবো নোকিয়া বাটন মোবাইল এর দাম। আমাদের মধ্যে অনেকেই আছেন স্মার্ট ফোনের পাশাপাশি ফিচার ফোন গুলো ব্যবহার করে থাকেন।
তাছাড়াও অনেকে আছেন স্মার্ট ফোন ব্যাতিত শুধু ফিচার ফোন ব্যবহার করতে অনেক বেশী সাচ্ছন্দ পেয়ে থাকেন। ব্যবহারকারি তিনি জেই হোক তার জন্য আজকের এই বিশেষ আয়োজন নোকিয়া বাটন মোবাইল কত, এর ফিচার কেমন হবে ও সেই সাথে এই ফোন গুলো বর্তমানে কেমন পপুলার রয়েছে।
আপনি শুধুমাত্র একটু সময় নিয়ে আজকের এই রিভিউ আর্টিকেলটি পড়ুন আশা করি আপনি সমস্ত ফিচার ফোন গুলোর মধ্যে আজ নোকিয়ার বেস্ট ফোন গুলো দেখতে পাবেন। তাহলে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই এবং নোকিয়ার ফোন গুলোর দাম ও ফিচার সম্পর্কে জেনেনেই।
নোকিয়া বাটন মোবাইল দাম বাংলাদেশ
বর্তমান বাংলাদেশের বাজারে প্রায় সমস্ত কোম্পানির বাটন বা ফিচার ফোন রয়েছে কিন্তু সেই প্রথম সময় থেকে শুরু করে আজ অব্ধি নোকিয়ার বাটন ফোন গুলোর সমস্ত ফিচার মানুষের কাছে অনেক ভালো লেগে থাকে।
বিশেষ করে নোকিয়ার বাটন ফোন গুলো অনেক বেশী টেকসই হয়ে থাকে আর তার কারণেই এর জনপ্রিয়তা অনেক বেশী। বাংলাদেশে যখন প্রথম বাটন ফোনের আবির্ভাব ঘটে তখন থেকেই নোকিয়া মার্কেট দখল করে রেখে এবং আজ অব্ধি এই ফোনের চাহিদা কমেনি।
তাই চলুন আজ এমন কিছু ফোন নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি যেগুলো সব সময় চাহিদার মধ্যেই থাকে। আপনি অবশ্যই একটু সময় নিয়ে ফোন সম্পর্কে সমস্ত কিছুই বিস্তারিত জেনে নিবেন তাহলে আপনার জন্য বেস্ট ফোন কোনটি হবে সেটি খুব ভালোভাবেই জানতে পারবেন।
দেখুনঃ ১৫ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা কিছু মোবাইল ফোন
Nokia 150 2023

দামঃ ৳4,000
সেই জন্মলগ্ন থেকে শুরু করে আজ অবদি নোকিয়া তাদের বাটন ফোন নিয়ে গর্বের সহিত কাজ করছে। আর তারই প্রতিফলনে ২০২৩ সালে বেশ কয়েকটি বাটন ফোন রিলিজ করেছে তারা। Nokia 150 মডেলের ফোনটি রিলিজ হয়েছে ২০২৩ সালের আগস্ট মাসে।
১০৬.৩ গ্রাম ওজনের এই ফোনটি দেখতে অনেক সুন্দর এবং সেই সাথে বেশ কিছু ফিচার থাকছে ফোনটির সাথে। যেমন এই ফোনটির সাথে রয়েছে ফ্ল্যাশ লাইট, ডুয়াল সিম কার্ড ইন্সার্ট, ২.৪ ইঞ্চির ডিস্প্লে যার রেজলিউশন থাকছে ২৪০*৩২০ পিক্সেল।
এই ফোনটিতে অডিও মিউজিক প্লে করা যাবে আর অডিও স্টোরেজ করে রাখার জন্য মাইক্রএসডি কার্ড ব্যবহার করা যাবে এবং সেই সাথে এফএম রেডিও দেয়া রয়েছে এই ফোনটির সাথে।
এই ফোনটির সাথে রয়েছে ভিজিএ ক্যামেরা যেটি দিয়ে তেমন ভালো মানের ছবি তোলা যাবেনা। সাথে থাকছে হেডফোন ব্যবহার করার জন্য অডিও জ্যাক। ওয়াইফাই, ব্লুটুথ কোন ফিচার দেয়া নেই ফোনটির সাথে।
ইন্টারনেট ব্রাউজিং করার জন্য রয়েছে এইচটিএমএল৫ ব্রাউজার। ব্যাটারি পারফর্মেন্স এর দিকে খেয়াল করলে দেখতে পাওয়া যায় যে, এই ফোনটির সাথে যুক্ত করা আছে ১৪৫০ এমএএইচ এর একটি ব্যাটারি।
Nokia 130

দামঃ ৳3,000
এই ২০২৩ সালের ১০ আগস্টে রিলিজ হওয়া ফোন গুলোর মধ্যে থাকছে নোকিয়া ১৩০ মডেলের এই ফোনটি। আগের মডেলের চেয়ে এই ফোনটিতে অনেক কিছুই পরিবর্তন করা হয়েছে।
২.৪ ইঞ্চির ডিস্প্লের পাশাপাশি ফোনটির সাথে রয়েছে অডিও প্লে করার মত সুবিধা। বিশেষ করে নোকিয়ার এই মডেলের ফোন গুলো পরিস্কার এবং ক্রিস্টল সাউন্ড প্রদান করে থাকে। আর বিশেষ কথা হচ্ছে এই মোবাইলটির সাথে কোন ক্যামেরা নেই।
৪ মেগাবাইট স্টোরেজ দেয়া রয়েছে। এছাড়াও আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। এফএমরেডিওর পাশাপাশি থাকছে ইন্টারনেট ব্রাউজার এবং সেই সাথে ফোনটিতে রয়েছে ১৪৫০ এমএএইচ এর একটি ব্যাটারি যেটি খোলার মত ব্যবস্থা রয়েছে।
Nokia 105 4G in Bangladesh

দামঃ ৳ 2,999
কনফিগারেশন
Nokia 105 4G ফোনটির মডেল দেখলেই বুঝতে বাকি থাকেনা যে, এটি একটি ৪জি নেটওয়ার্ক যুক্ত একটি মোবাইল ফোন। নোকিয়ার এই ফোনটির সাথে ব্যবহার করা হয়েছে ১.৮ ইঞ্চির ডিসপ্লে এবং যার রেজোলিশন থাকবে ১২০*১৬০ পিক্সেল।
এছাড়াও এই ফোনটির সাথে ১২৮মেগা বাইটের একটি র্যাম ও সেই সাথে ৪৮ মেগাবাইট রম। এই ফোনটি সর্বপ্রথম লঞ্চ হয় ২০২১ সালের ১৫জুলাই এবং তার পরে থেকে এখন অব্দি মানুষের চাহিদা সম্পন্ন একটি ফোন এটি।
আপনি এই ফোনটির সাথে আলাদাভাবে কোন প্রকার মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেননা। এই ফোনটির সাথে আরও যুক্ত করা আছে 1020 mAh এর লিথিয়াম আয়নের একটি ব্যাটারি।
আপনি এই ফোনটির সাথে সিঙ্গেল এবং ডুয়াল উভয় ন্যানো সিক কার্ড ব্যবহার করতে পারবেন। আপনি এই ফোনটির সাথে কোন প্রকার ক্যামেরা পাবেন না কিন্তু আপনি এটি সাথে লাউড স্পীকার, ইউএসবি ভার্সন ২.০, ভাইভ্রেসন সমস্ত কিছুই পেয়ে যাবেন।
সমস্ত কিছু মিলিয়ে দেখতে গেলে একটি ফিচার ফোনের জন্য যে সমস্ত ফিচার গুলো থাকা দরকার সমস্ত কিছুই তারা যুক্ত করে রেখেছে। তাই আপনি চাইলেই এই ফোনটি কিনতে পারেন।
দেখুনঃ মাত্র ৫ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা কিছু মোবাইল ফোন
নোকিয়া বাটন মোবাইল -Nokia 105Ds

দামঃ ৳ 2,100
কনফিগারেশন
বিশেষ চাহিদার মধ্যে থাকা যে সমস্ত ফোন গুলো রয়েছে তার মধ্যে এটি একটি বেটার ফোন কারণ এই ফোনের সাথে ব্যবহার হয়েছে ৮০০ এমএএচ এর একটি ব্যাটারি যা এই ফোনকে ধীর্ঘ সময় পর্যন্ত চার্জ ব্যাকাপ দিতে সক্ষম।
মডার্ণ এই সময়ের সাথে হাতে মানাসই এই ফোনটির সাথে আর থাকছে অডিও প্লেয়ার যার ফলে আপনি গান শুনতে পারবেন অনায়াসে এবং সেই সাথে আপনি এই ফোনের সাথে একটি ফ্রিতে হেডসেট পেয়ে যাবেন।
এই ফোনটির সাথে আরও পাওয়া যাবে ৪মেগাবাইট র্যাম ও ৪ মেগাবাইট রম যার ফলে এই ফোনের ভেতরে ২০০০টি নাম্বার সেভ করে রাখার পাশাপাশি ৫০০টি এসএমএস স্টোরেজ করে রাখতে পারবে।
এছাড়াও এই মোবাইল ফোনটির সাথে ব্যবহার হয়েছে ১.৭৭ ইঞ্চির একটি টিএফটি ডিসপ্লে যার ফলে ফোনের সাথে থাকা গেমস গুলো অনায়াসে আপনি খেলতে পারবেন। বিশেষ করে সেই আগের সময়ের সাপ এর গেমসটি আপনি এই ফোনের মধ্যে পেয়ে যাবেন।
Blue, Pink, Black এই তিনটি কালারের পাশাপাশি এই ফোনটির সাথে আর ব্যবহার হয়েছে USB 1.1 এবং এটি একটি নোকিয়ার ৩০+ সিরিজের আপডেট ফোন। বিশেষ কথা আপনার জানা দরকার আর সেটি হচ্ছে আপনি এই ফোনের সাথে কোন প্রকার ক্যামেরা ব্যবহার করতে পারবেননা কিন্তু আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন।
দেখুনঃ বাজেট যদি ৪০০০ হয় তাহলে এই ফোনগুলো আপনার জন্য
নোকিয়া বাটন মোবাইল -Nokia 110 4G

দামঃ ৳3,799
কনফিগারেশন
২০২১ সালের জুন মাসে রিলিজ হওয়া ফোনটি আজ অব্ধি মানুষের চাহিদার শীর্ষে রয়েছে আর এর কারণ হচ্ছে এই ফোনটির সাথে ব্যবহার হয়েছে ১০২০ এমএএইচ এর ব্যাটারি যা এই ফোনকে ১৩ দিন চার্জ ব্যাকাপ দিতে পারে।
এছাড়াও এই ফোনটির থাকছে 2G, 3G, 4G নেটওয়ার্ক সুবিধা ও ১.৮ ইঞ্চির একটি টিএফটি ডিসপ্লে যার রেজোলিশন থাকছে 120 x 160 এবং সেই সাথে ডিসপ্লে রেসিও থাকছে ৪.৩
এই ফোনটির ডিসপ্লেতে টাচ ফিচার যুক্ত করা আছে আর সেটি থাকছে মাল্টিটাচ এর। তাছারাও এই ফোনটির সাথে ০.১ মেগাপিক্সেলের একটি ব্যাক ক্যামেরার ব্যবহার রয়েছে।
নোকিয়ার ৩০+ সিরিজের এই ফোনটির সাথে থাকছে Unisoc T107 এবং সেই সাথে ৪৮ মেগাবাইট র্যাম ও ১২৮ মেগাবাইট রম যার ফলে অতি সহজেই ২০০০ এর বেশী নাম্বার সেভ করে রাখা যাবে ও ১০০০ এর বেশী মেসেজ স্টোর করতে পারবে।
এই ফোনের সাথে আপনি আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন যার ফলে অতি সহজেই অডিও গান প্লে করতে পারবেন এবং চাইলে আপনি এফএম রেডিও থেকেও নিউজ ও গান শুনতে পারবেন শুধু আপনাকে ফোনের সাথে হেডফন ব্যবহার করলেই হবে।
১ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ আপনি এই ফোনটির সাথে পাচ্ছেন Yellow, Aqua, Black এই তিনটি কালার। তাই আপনি যদি মনে করেন ধীর্ঘ দিন ব্যাকাপ দিতে পারবে এমন একটি ফোন কিনতে তাহলে এই ফোনটি আপনি কিনতে পারেন।
আরওঃ বর্তমান বাজারে বাজেট সেরা স্মার্ট ঘড়ির দাম দেখুন
নোকিয়া বাটন মোবাইল -Nokia 6310

দামঃ ৳5,499
কনফিগারেশন
Nokia 6310 মডেলের এই ফোনটির সাথে থাকছে শুধুমাত্র ২জি নেটওয়ার্ক সুবিধা কিন্তু বেস্ট চার্জিং ব্যাকাপের জন্য এই ফোনটির সাথে ব্যবহার হয়েছে 1150 mAh এর একটি ব্যাটারি যা কিনা এই ফোনকে একইভাবে ১০ থেকে ১২ দিন পর্যন্ত চার্জ ব্যাকাপ দিতে পারবে।
৯৮ গ্রাম ওজনের এই ফোনটি বিল্ড করার জন্য ব্যবহার করা হয়েছে ফ্রন্টের দিকে থাকছে গ্লাস এবং বডি ও অন্যান্য সমস্ত প্লাস্টিক। এদিকে এই ফোনটির সাথে রয়েছে ২.৮ ইঞ্চির একটি বড় মাপের ডিসপ্লে যার রেজোলিশন থাকছে 240 x 320 পিক্সেল এবং যার স্মার্ট রেসিও থাকছে ৪ঃ৩ এর।
আপনি এই ফোনটির ডিপ্লেতে টাচ ফিচার পেয়ে যাচ্ছেন আর যার প্রযুক্তি রয়েছে মালটিটাচ। Unisoc 6531F দ্বারা পরিচালিত এই ফোনটির সাথে থাকছে ৮মেগা বাইট র্যাম ও সেই সাথে ১৬ মেগাবাইটের রম এবং সেই সাথে এই ফোনটিতে আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।
ক্যামেরা ফিচার হিসাবে এই ফোনটির সাথে থাকছে ভিজিএ ক্যামেরা ও সেই সাথে এলইডি ফ্ল্যাশ লাইট। মাইক্রো ইউএসবির পাশাপাশি এই ফোনটির সাথে থাকছে ডুয়াল সিম কার্ড ব্যবহার করর মত সুবিধা ও সেই সাথে ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি।
তাই যদি আপনার কাছে এই ফোনটির সমস্ত কিছু ভালো লেগে থাকছে তাহলে অবশ্যই আপনি এই ফোনটি কিনতে পারেন।
Nokia 8000 4G

দামঃ ৳8,999
কনফিগারেশন
বর্তমান সময়ে নোকিয়ার যে সমস্ত ফিচার ফোন বাজারে পাওয়া যাচ্ছে তার মধ্যে সব চেয়ে বেস্ট ফোন হতে চলেছে এটি। এর কারণ হচ্ছে একটি স্মার্ট ফোনে যে সমস্ত ফিচার থাকে এই ফোনের সাথে তার কোন কিছুই কম নেই।
আপনি এই ফোনটির ব্যবহার করার মাধ্যেম ফেসবুক ব্যবহার থেকে শুরু করে ইউটিউব সমস্ত কিছুই ব্যবহার করতে পারবেন। তাছাড়াও এই ফোনটির ফিচার হিসাবে যুক্ত করা আছে 2G, 3G, 4G নেটওয়ার্ক সুবিধা।
বেস্ট চার্জিং পারফর্মিং এর জন্য আপনি এই ফোনটির সাথে পেয়ে যাচ্ছেন 1500 mAh এর একটি রিমুভাল লিথিয়াম পলিমার ব্যাটারি যেটি এই ফোনকে অনায়াসে ২দিন চার্জ ব্যাকাপ দিতে পারবে ( আনুমানিক তাই বেশীও হতে পারে )।
এদিকে এই ফোনটির সাথে থাকছে একটি বড় মাপের একটি ডিসপ্লে যার সাইজ থাকছে 2.8 inches এবং এর রেজোলিশন থাকছে 240 x 320 পিক্সেল এর এবং সেই সাথে এই ফোনের ডিপ্লেতে টিএফটি প্রযুক্তি ব্যবহার হয়েছে ও সেই সাথে টাচ স্ক্রিন ও মাল্টিটাচ ফিচারতো থাকছেই।
ফোনটির বেস্ট পারফর্মেন্স বজায় রাখার জন্য ব্যবহার হয়েছে KaiOS অপারেটিং সিস্টেম ও সেই সাথে Quad-core 1.1 GHz Cortex-A7 এর প্রসেসর এবং সেই সাথে Qualcomm MSM8909 Snapdragon 210 দ্বারা পরিচালিত ফোন এটি।
Adreno 304 গ্রাফিক প্রসেসিং ইউনিট থাকার কারণে এই ফোনটিতে ইউটিউব বা অন্য কোন মাধ্যম থেকে ভিডিও দেখতে কোন প্রকার সমস্যার সৃষ্টি হবেনা। এদিকে যদি এই ফোনটির স্টোরেজের কথা বলা হয় তাহলে আমি বলবো বেস্ট থাকছে সমস্ত কিছুই।
কারো এই ফোনের সাথে আপনি পাচ্ছেন ৫১২ মেগাবাইটের র্যাম ও সেই সাহতে ২জিবি রম এছাড়াও আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করার মত সুবিধা। ফোনটির সাথে ব্যাক ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে ২মেগা পিক্সেলের ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ।
১ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ আপনি এই ফোনের সাথে ব্লুটুথ, ওয়াইফাই, হটস্পট এর মত ফিচার গুলো পেয়ে যাচ্ছেন। তাই আপনি যদি মনে করেন একটু বেশী দামের মধ্যে ফিচার ফোন কিনবেন তাহলে আপনি এই ফোনটি কিনতে পারেন।
নোকিয়া বাটন মোবাইল -Nokia 225 4G

দামঃ ৳4,199
কনফিগারেশন
এই ফোনটি প্রথম রিলিজ হয় ২০২০ সালে কিন্তু অনেক ভালো পারফর্মেন্স হওয়ার কারণে এই ফোনটি এখন অব্ধি মানুষের চাহিদার একটি ফোন হয়েছে আর অধিক চাহিদার ফোন হওয়ার পেছনে কারণ হচ্ছে এটির ফিচার।
এই ফোনটির সাথে থাকছে 2G, 3G, 4G নেটওয়ার্ক সুবিধা এবং সেই সাথে 1150 mAh এর লিথিয়াম আয়নের একটি ব্যাটারি থাকছে যেটি খোলার মত ব্যবস্থা রয়েছে। ৯০.১ গ্রাম ওজনের এই ফোনটির সাথে থাকছে ২.৪ ইঞ্চির একটি ডিসপ্লে যার রেজুলেশন থাকছে 240 x 320 পিক্সেল এর।
এদিকে ডিসপ্লেতে ফিচার হিসাবে যুক্ত করা আছে টিএফটি টাচ স্ক্রিন ও মাল্টিটাচ ফিচার। Unisoc UMS9117 দ্বারা পরিচালিত এই ফোনটির সাথে আরও থাকছে ৬৪ মেগাবাইটের র্যাম ও সেই সাথে ১২৮ মেগাবাইটের রম।
0.3 ক্যামেরার পাশাপাশি এই ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে। মাইক্রো ইউএসবি ২.০ এর সাথে এই ফোনটিতে থাকছে ডুয়াল ন্যানো সিক কার্ড ব্যবহার করার মত সুবিধা ও সেই সাথে ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি।
সমস্ত ফিচার বিবেচনা করলে দেখা যায় এটি অনেক ভালো মানের একটি ফিচার ফোন। তাই আপনি চাইলে এই ফোনটি কিনতে পারেন।
এগুলো দেখতে পারেন,
Nokia 215 4G

দামঃ ৳5,000
কনফিগারেশন
নোকিয়ার ২১৫ মডেলের এই ফোনটি প্রথম দিকে ৪জি নেটওয়ার্ক যুক্ত ছিলোনা। যখন এই ফোনটি মানুষের কাছে অধি বেশী চাহিদার একটি ফোনে পরিনত হয় তখন এই ফোনের নতুন আপডেট হিসাবে ৪জি নেটওয়ার্ক যুক্ত করা হয়।
বর্তমান মডেলের এই ফোনটির সাথে 2G, 3G, 4G নেটওয়ার্ক এর পাশাপাশি এই ফোনের সাথে থাকছে লিথিয়াম আয়ন 1150 mAh এর ব্যাটারি। ৯০.৩ গ্রাম ওজনের এই ফোনটির সাথে ব্যবহার হয়েছে 2.4 ইঞ্চির একটি ডিসপ্লে যার রেজুলেশন থাকছে 240 x 320 পিক্সেল।
আপনি এই ফোনটির সাথে পাবেন টিএফটি টাচ স্ক্রিন ও মাল্টিটাচ ফিচার। Unisoc UMS9117 চিপ্সেট দ্বারা পরিচালিত এই ফোনটির সাথে আর থাকছে ৬৪ মেগাবাইট র্যাম ও সেই সাথে ১২৮ মেগাবাইট রম যার ফলে অনায়াসে ১০০০ এর বেশী নাম্বার আপনি সেভ করে রাখতে পারবেন।
আপনি এই ফোনের সাথে কোন প্রকার ক্যামেরা পাবেননা। আপনি এই ফোনটির সাথে ডুয়াল সিম কার্ড ব্যবহার করতে পারবেন যার মধ্যে থাকছে ন্যানো ও স্টান্ডাবাই সিম কার্ড। ১ বছরের ওয়ারেন্টি সহ আপনি চাইলে এই ফোনটি কিনতে পারেন।
Nokia 125

দামঃ ৳1,000
কনফিগারেশন
যারা চাচ্ছেন একদম কম দামের মধ্যে নোকিয়ার ফিচার ফোন কিনতে তারা এই ফোনটি কিনতে পারেন কারো এই দামের মধ্যে এই ফোনটির সাথে থাকছে ২জি নেটওয়ার্ক সুবিধা ও সেই সাথে 1020 mAh এর লিথিয়াম আয়ন রিমুভাল ব্যাটারি যেটি ৫৬০ ঘণ্টা স্টান্ডবাই চার্জ ধরে রাখতে পারবে।
এদিকে এই ফোনটির ডিসপ্লে হিসাবে ব্যবহার হয়েছে 2.4 ইঞ্চির ডিসপ্লে ও সেই সাথে এর রেজোলিশন থাকছে 240 x 320 পিক্সেল এর। এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে ফিচার হিসাবে যুক্ত আছে টিএফটি টাচ স্ক্রিন ও মাল্টিটাচ ফিচার।
এই ফোনের সাথে কোন প্রকার র্যাম বা রমের ব্যবহার করা হয়নি। তাছাড়া ১ বছরের ওয়ারেন্টি সহ এই ফোনের সাথে পাওয়া যাচ্ছে ডুয়াল সিম কার্ড ব্যবহার করার মত সুযোগ। তাই যদি আপনি মনে করেন কম দামের মধ্যে ফিচার ফোন কিনবেন তাহলে আপনি এই ফোনটি কিনতে পারেন।
Nokia 150

দামঃ ৳3,499
কনফিগারেশন
Nokia 150 মডেলের এই ফোনটির সাথে যুক্ত করা আছে শুধুমাত্র ২জি নেটওয়ার্ক সুবিধা এবং সেই সাথে এই ফোনটির সাথে আর থাকছে 1020 mAh এর লিথিয়াম আয়ন রিমুভাল ব্যাটারি যা এই ফোনকে একই ভাবে ৫৬০ ঘণ্টা চালু করে রাখতে পারবে এবং একই ভাবে যদি কথা বলা হয় তাহলে একইভাবে ১৯ ঘণ্টা কথা বলা যাবে।
এদিকে এই ফোনটির ওজন থাকছে ৯০.৫ গ্রাম যার ফলে খুব সহজেই বহন করা যাবে। ফোনটি তৈরির জন্য ম্যাটেরিয়াল হিসাবে ব্যবহার হয়েছে গ্লাস ও প্লাস্টিক যার মধ্যে ডিসপ্লে থাকছে গ্লাস কিন্তু বডির জন্য থাকছে প্লাস্টিক।
এদিকে এই ফোনটির ডিসপ্লে হিসাবে ব্যবহার হয়েছে 2.4 ইঞ্চির একটি টিএফটি ডিসপ্লে যার সাথে ফিচার হিসাবে যুক্ত করা আছে টাচ যেটিতে থাকছে মাল্টিটাচ ফিচার। এদিকে ভিডিও ভিউ করার জন্য এর সাথে থাকছে 240 x 320 রেজুলেশন এর হাইট ওয়েট।
এই ফোনের সাথে কোন প্রকার র্যাম ব্যবহার হয়নি কিন্তু ৪মেগাবাইটের রম রয়েছে যেটি কন্টাক্ট নাম্বার ও মেসেজ স্টোরেজ করে রাখতে পারবেন। এছাড়া আপনি এই ফোনটির সাথে পাবেন ভিজিএ ক্যামেরা ও ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি ও ডুয়াল সিম কার্ড ব্যবহার করার মত সুযোগ।
ইউএসবি ২.০ এর পাশাপাশি এই ফোনের সাথে থাকছে ব্লুটুথ সাপোর্ট এবং সেই সাথে এই ফোনটিতে এই Cyan, Red, Black তিনটি কালার এভাইলেবল আছে। তাই চাইলেই আপনি এই ফোনটি কিনতে পারেন।
Nokia 6300 4G

দামঃ ৳5,299
কনফিগারেশন
Nokia 6300 সেই প্রথম থেকেই মানুষের কাছে অনেক চাহিদার একটি ফোন কারো অনেক আগেই এই ফোনের সাথে যে সমস্ত ফিচার গুলো যুক্ত করা ছিলো সমস্ত ফিচার গুলো সব বাটন ফোনকে পিছে ফেলে দিয়েছিল আর তারই নতুন আপডেট হচ্ছে Nokia 6300 4G
2G, 3G, 4G নেটওয়ার্ক এর পাশাপাশি এই ফোনের সাথে পাওয়া যাবে 1500 mAh এর লিথিয়াম আয়ন ব্যাটারি যা এই ফোনকে একইভাবে ৭ থেকে ১০ দিন পর্যন্ত চার্জ ব্যাকাপ দিতে সক্ষম।
এদিকে এই ফোনটির সাথে ব্যবহার হয়েছে 2.4 inches ডিসপ্লে ও সেই সাথে 240 x 320 পিক্সেল রেজোলিশন। এছাড়াও এই ফোনের সাথে থাকছে টিএফটি টাচ স্ক্রিন ও মাল্টিটাচ ফিচার।
এদিকে এই ফোনটির বেস্ট পারফর্মেন্স এর জন্য থাকছে KaiOS অপারেটিং সিস্টেম ও Quad-core 1.1 GHz Cortex-A7 এর প্রসেসর। এছাড়াও Qualcomm MSM8909 Snapdragon 210 দ্বারা পরিচালিত এই ফোনটির সাথে থাকছে 512 MB র্যাম ও সেই সাথে 4 GB রম।
এছাড়াও এই ফোনটিতে আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। মেইন ক্যামেরার দিকে খেয়াল করলে দেখা যাচ্ছে এই ফোনের সাথে থাকছে ভিজিএ ক্যামেরা ও ব্লুটুথ, ওয়াইফাই, হটস্পট এর পাশাপাশি জিপিএস সুবিধা।
আপনি এই ফোনটির সাথে পেয়ে যাবেন ১ বছরের ওয়ারেন্টি। তাই চাইলেই আপনি এই ফোনটি কিনতে পারেন।
দেখুনঃ মাত্র ১৩ হাজার টাকার মধ্যে সেরা কয়েকটি স্মার্ট ফোন
Nokia 5310

দামঃ ৳4,499
কনফিগারেশন
নোকিয়ার বেস্ট স্টাইলিশ ফোন গুলোর মধ্যে এটি একটি ফোন। এর ফোনের সাথে আপনি পেয়ে যাবেন ২জি নেটওয়ার্ক সুবিধা ও সেই সাথে 1200 mAh এর লিথিয়াম আয়ন রিমুভাল ব্যাটারি যেটি এই ফোনকে ৭ দিন পর্যন্ত চার্জ ব্যাকাপ দিতে সক্ষম।
এদিকে এই ফোনটির সাথে যুক্ত করা আছে 2.4 ইঞ্চির টিএফটি ডিসপ্লে যার রেজোলিশন থাকছে 240 x 320 পিক্সেল। এদিকে এই ফোনটির সাথে যুক্ত করা আছে 0.3 মেগা পিক্সেল এর ব্যাক ক্যামেরা।
Mediatek MT6260A দ্বারা পরিচালিত এই ফোনটি সাথে থাকছে ৮ মেগাবাইট র্যাম ও সেই সাথে ৩২ মেগাবাইট রম এবং সেই সাথে এই ফোনটিতে ৩২জিবির একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।
এই ফোনটি সমর্পকে তেমন কিছু বলার নেই কারণ বেশীরভাগ মানুষ এই ফোনটি কেমন সেটি অনেক আগে থেকেই জানে। আপনি চাইলেই এই ফোনটি কিনতে পারেন।
Nokia 3310 (2017)

দামঃ ৳4,873
কনফিগারেশন
নোকিয়ার যে সমস্ত ওল্ড মডেলের ফোন গুলো রয়েছে সেগুলোর মধ্যে এটি সেরা একটি ফোন কারন সেই সয়মে অনেক বেশী সেল হওয়া ফোন এটি। বিশেষ করে ফোনটির ব্যাটারি ব্যাকাপ এবং অডিও সাউন্ড অনেক বেশী ভালো হওয়ার কারণে সবার কাছে প্রিয় একটি ফোনে পরিনত হয়।
এই ফোনটির সাথে থাকছে 2.4 inches ডিসপ্লে যার রেজুলেশন দেয়া থাকছে 240 x 320 পিক্সেল। এছাড়াও এই ফোনের সাথে থাকছে ২ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৩২ জিবি মেমোরি কার্ড ব্যবহার করার মত সুবিধা।
এদিকে টর্চ লাইটের জন্য থাকছে এলইডি ফ্ল্যাশ। অডিও মিউজিক ফিচারের পাশাপাশি ফোনটিতে আগের ন্যায় Snake Games দেয়া থাকছে। বেস্ট চার্জিং পারফর্মেন্স এর জন্য ফোনটিতে থাকছে ১২০০ এমএএইচ ব্যাটারি যা এই ফোনকে ৩১ দিন পর্যন্ত চালু করে রাখতে সক্ষম।
একাধিক আপডেট ফিচার হিসাবে থাকছে ৫জি নেটওয়ার্ক সাপর্ট সুবিধা।
নোকিয়া বাটন মোবাইল দাম
দেখুনঃ টেকনোর সেরা কিছু মোবাইল ফোন