নোকিয়া মোবাইলের দাম বাংলাদেশ ২০২৩
নোকিয়া মোবাইলের দাম বাংলাদেশ – সেই পুরনো দিন থেকে শুরু করে বর্তমান সময় বা বর্তমান দিন নিয়ে বলা হয় তাহলে বলতে পারি যে, বাংলাদেশের মানুষের কাছে নোকিয়ার অনেক বেশী পছন্দের এবং বিশ্বাসযোগ্য একটি ফোন।
আর আজকের এই আর্টিকেলে আমি আপনাকে জানিয়ে দিবো বাংলাদেশের বাজারে নোকিয়ার কোন সমস্ত ফোন গুলো ভালো রয়েছে এবং কোন ফোনটি আপনার জন্য বেটার হতে চলেছে।
আপনি শুধু আজকের এই আর্টিকেলটি একটু সময় নিয়ে দেখুন এবং সেই সাথে ফোন গুলোর দামের পাশাপাশি কনফিগারেশন জানুন। আশা করছি আপনি বাজেটের মধ্যে সেরা কিছু মোবাইল ফোন দেখতে চলেছেন। এছাড়াও এর পূর্বে ১০ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা কয়েকটি ফোন নিয়ে রিভিউ করেছিলাম যেগুলো প্রায় সবার কাছেই পছন্দের ছিল তাই আপনি চাইলে নিজেও দেখে নিতে পারেন সেই সমস্ত ফোন গুলো।
নোকিয়া মোবাইলের দাম বাংলাদেশ
নোকিয়া যেহেতু অনেক পুরনো একটি ব্রান্ড তাই আলাদাভাবে এই ফোন সম্পর্কে তেমন কিছু বলার থাকেনা। আমাদের মধ্যে কম বেশী সবাই নোকিয়া ফোন গুলো ব্যবহার করেছি তাই এই ফোন গুলো কেমন সেটি সবারই জানা।
তারপরেও বর্তমানে দেশের বাজারে বিভিন্ন মডেলের ফোন বাজারে এসেছে তাই আপনি একটু সময় নিয়ে আজকের এই আর্টিকেল থেকে অবশ্যই প্রতিটি ফোন সম্পর্কে বিস্তারিত সমস্ত কিছু জেনে নিবেন এবং সেই সাথে আপনার পছন্দের ফোনটি বেছে নিবেন।
তাহলে চলুন শুরু করা যাক আজকের আর্টিকেল নোকিয়া মোবাইলের দাম বাংলাদেশ ২০২৩।
Nokia G21 Price in Bangladesh

Official ✭ | ৳18,999 4/64 GB |
স্পেসিফিকেশন
Nordic Blue, Dusk এই দুটি কালারের পাশাপাশি এই ফোনটির সাথে থাকছে 2G, 3G, 4G এই তিন প্রযুক্তির নেটওয়ার্ক এবং ডুয়াল ন্যানো সিম কার্ড ব্যবহার করার মত সুযোগ।
৬.৫ ইঞ্চির বড সাইজের মিনিমাল নচ টাচ স্ক্রিনের পাশপাশি ফোনটির ডিসপ্লের রেজোলিউশন থাকছে HD+ 720 x 1600 পিক্সেল। এছাড়াও ফোনটির ডিসপ্লের সাথে প্রযুক্তি হিসাবে যুক্ত করা আছে আইপিএস টাচ স্ক্রিন এবং মাল্টিটাচ ফিচার।
ফোনটির ব্যাক প্যানেলের ক্যামেরা হিসাবে থাকছে মোট তিনটি ক্যামেরা যার মধ্যে রয়েছে ৫০+২+২ মেগাপিক্সেল এবং সেই সাথে সেলফি ক্যামেরা হিসাবে যুক্ত করা রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা আর এই ক্যামেরা দুটি ব্যবহার করে ১০৮০পি মুডে ভিডিও রেকর্ডিং করা যাবে।
লিথিয়াম ৫০৫০ এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াট ফাস্ট চার্জিং এর পাশাপাশি এই ফোনটির সাথে আরও থাকছে এন্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম। Unisoc T606 চিপ্সেট এবং Octa-core, up to 1.6 GHz প্রসেসর দ্বারা চালিত এই ফোনটির সাথে আরও রয়েছে ৪জিবি র্যাম এবং ৬৪জিবি রম ও আলাদাভাবে মেমোরি কার্ড প্রবেশ করানোর মত সুবিধা।
এইদিকে ফোনটির সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে ফেস আনলক সুবিধা এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
আরও দেখুনঃ ৮ হাজার টাকার মধ্যে সেরা কয়েকটি মোবাইল ফোন
Nokia C2 2nd Edition Price in Bangladesh

Official ✭ | ৳8,499 |
স্পেসিফিকেশন
নোকিয়ার এই ফোনটির সাথে রয়েছে মোট দুটি কালার যার মধ্যে থাকছে Dark Blue, Warm Gray এই দুটি কালার এবং সেই সাথে এই ফোনটির সাথে আরও থাকছে 2G, 3G, 4G নেটওয়ার্ক সুবিধা এবং সেই সাথে আরও রয়েছে ডুয়াল ন্যানো সিম কার্ড ইন্সার্ট করার মত সুযোগ।
এছাড়াও এই ফোনটির সাথে থাকছে ৫.৭ ইঞ্চির ফুল ভিউ ডিসপ্লে আর এই ডিসপ্লেতে থাকছে FWVGA+ 480 x 960 রেজোলিউশন এবং সেই সাথে আরও থাকছে আইপিএস টাচ স্ক্রিন ও মাল্টিটাচ ফিচার।
৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার পাশাপাশি ফোনটির সাথে রয়েছে ২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। লিথিয়াম পলিমার ২৪০০ এমএএইচ ব্যাটারির পাশাপাশি এই ফোনটির সাথে থাকছে দুই ভ্যারিয়েন্টের র্যাম যার মধ্যে একটিতে থাকছে ১জিবি র্যাম ও অন্যটিতে থাকছে ২জিবি র্যাম এবং সেই সাথে ফোনটির রম দেয়া থাকছে ৩২জিবি ও আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করার মত সুযোগ।
সিকিউরটির জন্য ফোনটির সাথে পাওয়া যাবে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সব মিলিয়ে দেখতে গেলে কম বাজেটের মধ্যে ফোনটি ভালোই রয়েছে তাই চাইলেই আপনি এই ফোনটি কিনতে পারেন।
আরও দেখুনঃ কম বাজেটের মধ্যে সেরা কয়েকটি ল্যাপটপ
Nokia 1.4 Price in Bangladesh

স্পেসিফিকেশন
Fjord, কাঠকয়লা, সন্ধ্যা এই তিনটি কালারের পাশাপাশি এই ফোনটির সাথে রয়েছে ২জি, ৩জি ও ৪জি নেটওয়ার্ক সুবিধা এবং সেই সাথে আরও রয়েছে ডুয়াল ন্যানো সিম কার্ড ব্যবহার করার মত দারুণ সুযোগ।
এই দিকে ফোনটির ক্যামেরার দিকে খেয়াল করলে দেখা যায়, রিয়ার ক্যামেরা হিসাবে দেয়া থাকছে ৮+২ ডুয়াল ক্যামেরা এবং সেই সাথে সেলফি ক্যামেরা হিসাবে যুক্ত করা থাকছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। যদি ক্যামেরার কুয়ালিফিকেশনের কথা বলা হয় তাহলে দেখা যায় যে রিয়ার বা পেছন ক্যামেরার সাথে যুক্ত করা থাকছে ৭২০পি মুডে ভিডিও রেকর্ডিং এবং সেই সাথে সেলফি ক্যামেরাতে রয়েছে ৭২০পি মুডে ভিডিও ধারন ক্ষমতা।
এছাড়াও এই মোবাইল ফোনের সাথে থাকছে ৬.৫২ ইঞ্চির মিনিমাল নচ টাচ স্ক্রিন যার রেজোলিউশন থাকছে HD+ 720 x 1600 পিক্সেল। সেই সাথে ডিসপ্লেতে প্রযুক্তি হিসাবে থাকছে আইপিএস টাচ স্ক্রিন ও মাল্টিটাচ ফিচার।
ফোনটির পারফর্মেন্স এর দিকে খেয়াল করলে দেখতে পাই যে, এই ফোনটির সাথে থাকছে লিথিয়াম আয়নের ৪০০০ এমএএইচ ব্যাটারি ও ১০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। সাথে অপারেটিং সিস্টেম রয়েছে এন্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম যেটি পরবর্তিতে এন্ড্রয়েড ১১তে আপডেট করা যাবে।
Qualcomm Snapdragon 215 চিপ্সেট দ্বারা চালিত এই ফোনটির সাথে থাকছে Quad-core, 1.3 GHz প্রসেসর ও তিন ভ্যারিয়েন্টের র্যাম ও রম যার প্রথমটি থাকছে ১জিবি র্যাম ও ১৬জিবি রম, দ্বিতীয় টিতে থাকছে ২জিবি র্যাম ও ৩২ জিবি রম এবং সব শেষে থাকছে ৪জিবি র্যাম ও ৬৪জিবি রম এবং সেই সাথে আলাদাভাবে এসডি কার্ড ইন্সার্ট করার মত সুযোগ।
ফোনটির নিরাপত্তার জন্য যুক্ত করা রয়েছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসআনলক সেন্সর।
Nokia G20 Price in Bangladesh

Official ✭ | ৳15,999 4/64 GB |
স্পেসিফিকেশন
ফোনটিতে থাকছে Glacier, Night এই দুটি কালার এবং সেই সাথে তিন প্রযুক্তির নেটওয়ার্ক ব্যবস্থা ও ডুয়াল ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে। এইদিকে ফোনটির সাথে থাকছে ৬.৫২ ইঞ্চির একটি বড় মাপের মিনিমাল নচ টাচ স্ক্রিন যার রেজোলিউশন থাকছে HD+ 720 x 1600 পিক্সেল।
এছাড়াও ফোনটিতে Quad 48+5+2+2 মোট চারটি ব্যাক ক্যামেরা এবং সেই সাথে সেলফি ক্যামেরা রয়েছে ৮ মেগাপিক্সেল। লিথিয়াম আয়ন ৫০৫০ এমএএইচ ব্যাটারি ও ১০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধার পাশাপাশি আরও থাকছে Android 11 অপারেটিং সিস্টেম যা পরবর্তিতে এন্ড্রয়েড ১৩ তে আপডেট করা যাবে।
MediaTek Helio G35 চিস্পেট দ্বারা পরিচালিত এই ফোনটির সাথে থাকছে Octa-core, up to 2.3 GHz প্রসেসর, ৪ জিবি র্যাম এবং ৬৪ ও ১২৮ এই দুই ভ্যারিয়েন্টের রম ও সেই সাথে আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করার মত সুযোগ।
ফেস আনলক সুবিধার পাশাপাশি এই ফোনটির সাথে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সব মিলিয়ে বললে এই ফোনটি ভালো মানের একটি ফোন হতে চলেছে।
আরও দেখুনঃ বাজারের সেরা নোকিয়ার কয়েকটি বাটন ফোন
Nokia G10 Price in Bangladesh

Official ✭ | ৳14,999 4/64 GB |
স্পেসিফিকেশন
সন্ধ্যা, নীল দি দুটি কালারে এভাইলেবল রয়েছে এই ফোনটি। ২জি, ৩জি এবং ৪জি নেটওয়ার্ক এর পাশাপাশি এই ফোনটির সাথে থাকছে ডুয়াল ন্যানো সিম কার্ড ব্যবহার করার মত সুযোগ।
ইউএসবি টাইপ সি এবং ওটিজি সাপর্টের পাশাপাশি এই ফোনটির সাথে থাকছে ৬.৫২ ইঞ্চির বড় মাপের মিনিমাল নচ টাচ স্ক্রিন। ফোনটির ম্যাটেরিয়াল হিসাবে থাকছে সামনের পাশ গ্লাস এবং পেছন পুরো বডি প্লাস্টিকের। এছাড়াও ডিসপ্লের প্রযুক্তি হিসাবে থাকছে আইপিএস টাচ স্ক্রিন ও মাল্টিটাচ ফিচার।
এইদিকে ফোনটির সাথে থাকছে 13+2+2 মোট তিনটি ক্যামেরা এবং সেই সাথে সেলফি ক্যামেরা দেয়া থাকছে ৮ মেগাপক্সেল। তাছাড়াও ফোনটির পারফর্মেন্সের দিকে খেয়াল করলে দেখা যায় যে, এই ফোনটির সাথে থাকছে লিথিয়াম পলিমার ৫০৫০ এমএএইচ ব্যাটারি ও সাথে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।
Android 11 অপারেটিং সিস্টেম থাকছে ফোনটির সাথে এবং সেই সাথে পরবর্তি সময়ে এই অপারেটিং সিস্টেমকে এন্ড্রয়েড ১৩তে আপডেট করা যাবে। MediaTek Helio G25 চিপ্সেট দ্বারা পরিচালিত এই ফোনটির সাথে দেয়া রয়েছে Octa-core, up to 2.0 GHz প্রসেসর।
ফোনটির স্টোরেজের দিকে খেয়াল করলে দেখতে পাওয়া যায় যে, এই ফোনটির সাথে রয়েছে দুই ভ্যারিয়েন্টের র্যাম ও রম যার মধ্যে থাকছে ৩জিবি র্যাম ও ৩২জিবি রম এবং দ্বিতীয় ভ্যারিয়েন্টের সাথে থাকছে ৪জিবি র্যাম ও ৬৪জিবি রম এবং সেই সাথে আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করার মত সুযোগ।
ফেস আনলক সুবিধার পাশাপাশি ফোনটির সাথে আরও থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Nokia 3.4 Price in Bangladesh

Official ✭ | ৳13,500 3/64 GB ৳14,999 4/64 GB |
স্পেসিফিকেশন
2G, 3G, 4G ও ডুয়াল ন্যানো সিম কার্ড ব্যবহার করার পাশপাশি এই ফোনটির সাথে আরও রয়েছে ৬.৩৯ ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে যার সাথে প্রযুক্তি হিসাবে যুক্ত করা আছে আইপিএস এলসিডি টাচ স্ক্রিন ও মাল্টিটাচ ফিচার।
ফোনটির ক্যামেরার দিকে খেয়াল করলে দেখতে পাওয়া যায় যে, এই ফোনটির সাথে দেয়া থাকছে তিনটি 13+5+2 মেগাপিক্সেল ক্যামেরা ও সেলফি ক্যামেরা দেয়া থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা আর উভয় ক্যামেরা দিয়ে ১০৮০পি মুডে ভিডিও রেকর্ড করা যাবে।
Lithium-ion 4000 mAh ব্যাটারির পাশাপাশি এই ফোনটির সাথে দেয়া থাকছে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। বেস্ট পারফর্মেন্স এর জন্য এই ফোনটির সাথে থাকছে Android 10 অপারেটিং সিস্টেম যা পরবর্তিতে এন্ড্রয়েড ১১ তে আপডেট করা যাবে।
Qualcomm Snapdragon 460 চিস্পেটের পাশাপাশি এই ফোনটির সাথে থাকছে Octa-core, up to 1.8 GHz প্রসেসর এবং সেই সাথে আরও রয়েছে দুই ভ্যারিয়েন্টের র্যাম যার মধ্যে প্রথমটিতে রয়েছে ৩জিবি র্যাম ও দ্বিতীয়টিতে রয়েছে ৪জিবি র্যাম। এছাড়াও ফোনটির সাথে রয়েছে ৬৪ জিবি রম এবং আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করার মত সুযোগ। ফোনটির নিরাপত্তার জন্য দেয়া থাকছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসআনলক সেন্সর।
শেষ কথাঃ নোকিয়া মোবাইলের দাম বাংলাদেশ নিয়ে লেখা রিভিউ আর্টকেল এখানেই সমাপ্তি। মোবাইল ফোন গুলো কেমন লেগেছে এবং সেই সাথে আপনার কোন প্রশ্ন জিজ্ঞাসা থাকছে অবশ্যই কমেন্ট করবেন।