গ্যাজেট বাংলাদেশব্লগ পোস্টমোবাইল ফোন

নোকিয়া ৩৩১০ দাম বাংলাদেশ ২০২৩

কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজও আমাদের সকলের মাঝে পরিচিত এবং অধিক ব্যবহার করা নোকিয়ার যে সমস্ত ফোন গুলো রয়েছে সেগুলোর মধ্যে নোকিয়া ৩৩১০ দাম বাংলাদেশ ফোনটি রয়েছে।

আর তাই আজও এই ২০২৩ সালে এসে ফোনটি অনেকেই গুগলে খোঁজ করে থাকে এবং দাম জানার ইচ্ছা পোষণ করে থাকে। আর আজ শুধুমাত্র তাদের জন্য নোকিয়া ৩৩১০ মডেল ফোনটির রিভিউ এবং দাম নিয়ে নতুন একটি আর্টিকেল নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

যদিও বর্তমান বাংলাদেশ সহ অন্যান্য সমস্ত দেশ গুলোতে স্মার্ট ফোন অনেক বেশী চাহিদার একটি ফোন। তারপরেও নোকিয়ার বাটন মোবাইল গুলোর মধ্যে সেরা যে সমস্ত ফোন গুলো রয়েছে তার মধ্যে এটি সেরা একটি ফোন।

আর তাই আজকের এই রিভিউ আর্টিকেলে নোকিয়ার এই ফোনটির সমস্ত ফিচার এবং বর্তমানে এটির দাম কেমন রয়েছে সেটি তুলে ধরার চেষ্টা করছি। আপনি অবশ্যি একটু সময় নিয়ে আজকের এই আর্টিকেলটি দেখবেন এবং জেনে নেয়ার চেষ্টা করবেন বর্তমানে এই ফোনটি আপনার জন্য পারফেক্ট হবে কিনা?

নোকিয়া ৩৩১০ দাম বাংলাদেশ

নোকিয়ার বেশ পুরাতন মডেলের যে সমস্ত বাটন ফোন গুলো রয়েছে সেগুলোর মধ্যে এই ফোনটি অনেক বেশী উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল আর তাইতো এখনও মানুষ গুগলে ফোনটি নিয়ে সার্চ করে থাকে।

তাহলে চলুন আজ জেনে নেয়া যাক, কি আছে এই ফোনটির সাথে যেটি নোকিয়ার প্রেমিকদের মনের মাঝে আলোড়ন তৈরি করেই চলেছে।

আরও দেখুনঃ সেরা বাজেটের মধ্যে সেরা কয়েকটি হাত ঘড়ি মোবাইল

নোকিয়া ৩৩১০ দাম বাংলাদেশ
নোকিয়া ৩৩১০

দামঃ ৳5,999

স্পেসিফিকেশন

এই ফোনটি সর্বপ্রথম বাংলাদেশে রিলিজ করা হয় ২০১৭ সালে এবং তারপর থেকে এখন অব্ধি মানুষের কাছে চাহিদা সম্পন্ন একটি ফোন কারণ এই ফোনের সাথে যুক্ত করা আছে ২জি এবং ২.৫জি নেটওয়ার্ক সুবিধা।

এছাড়াও এই ফোনটির সাথে থাকছে ১২০০ এমএএইচ এর একটি রিমুভাল ব্যাটারি যা এই ফোনকে ৩১দিন পর্যন্ত চালু করে রাখতে সক্ষম আর সাধারণভাবে ব্যবহার করলে ২ থেকে ৩দিন পর্যন্ত চার্জ ব্যাকাপ দিতে পারে।

সেই সাথে ফোনটির সাথে থাকছে ২.৪ ইঞ্চির একটি ডিসপ্লে যার রেজোলিউশন থাকছে 240×320 পিক্সেল। তাছাড়াও ফোনটির সাথে থাকছে ২মেগাপিক্সেল এর ক্যামেরা এবং ১৬ মেগাবাইটের রম। সুধু তাই নয় এই ফোনের সাথে আলাদাভাবে ৩২জিবির একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।

ফোনটির সাথে মোট দুটি সিম কার্ড ব্যবহার করা যাবে। আর বর্তমান সময়ে রিলিজ হওয়া সমস্ত ফোনের সাথে ওয়াইফাই এবং হটস্পট এর মত সুবিধা যুক্ত করা রয়েছে। এই ফোনটি দ্বারা এফএম রেডিও এর পাশাপাশি এম্পি৩ বা অডিও গান শোনা যাবে এবং সেই সাথে সময় পার করার জন্য সাপ গেমস খেলে যাবে।

চারটি কালারের কম্বিনেশনের এই ফোনটি আপনি চাইলে কিনতে পারেন। সেই সাথে আপনার যদি আরও কিছু জানার থাকে অবশ্যি কমেন্ট করবেন আপনার প্রশ্নের সঠিক উত্তর প্রদান করা হবে।

আরও দেখুনঃ হাওয়াই মোবাইল দাম y5 সেরা বাজেটের সেরা ফোন

শেষ কথাঃ এই ছিলি নোকিয়া ৩৩১০ মডেলের ফোনটির দাম এবং স্পেসিফিকেশন। আশা করছি আপনার অনেক ভালো লেগেছে। এই রকম প্রযুক্তি নির্ভর বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ব্রাউজ করুন।

আর হ্যা একটি কথা না বললেই নয় আর সেটি হচ্ছে সময় এবং জায়গা ভেদে ফোনের দাম ভিন্ন হতে পারে তাই একটু যাচাই করে কেনার চেষ্টা করবেন। চাইলে আমাদের গ্যাজেট পেজ থেকে আরও কিছু লেটেস্ট মডেলের ফোন সম্পর্কে জানতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *