মাত্র ১১ হাজার টাকায় পাচ্ছেন নোকিয়ার ৩ ক্যামেরার ফোন
GSM / HSPA / LTE নেটওয়ার্ক সুবিধা সহ বাংলাদেশের বাজারে উন্মোচিত হতে চলেছে নকিয়া সি৩১ মডেলের ফোনটি। ইতোমধ্যে চিনের বাজারে ফোনটি অনেক কম দামের মধ্যে বিক্রি শুরু হয়ে গিয়েছে।
6.75 inches আইপিএস এলসিডি ডিসপ্লের সাথে সাথে এই ফোনের সাথে রয়েছে মাল্টি টাচ ফিচার এবং সেই সাথে এই ফোনের ডিস্পেলের রেজুলেশন থাকছে 720 x 1600 pixels এর। এদিকে ফোনটির বেস্ট পারফর্মিং এর জন্য ব্যবহার হয়েছে Android 12 অপারেটিং সিস্টেম ও Octa-core (4×1.6 GHz Cortex-A55 & 4×1.2 GHz Cortex-A55) এর একটি প্রসেসর।
Unisoc SC9863A (28nm) পরিচালিত এই ফোনটি দামের দিক দিয়ে কম হলে এটির সাথে থাকছে ব্যাক ক্যামেরা Triple: 13 MP এবং সেই সাথে এই ফোনটির সেলফি ক্যামেরা থাকছে 5MP এমনকি এই ফোনের ক্যমেরা দিয়ে ১০৮০পি HDR মুডে ভিডিও রেকর্ড করা যাবে।
আর ক্যামেরার কুয়ালিফিকেশনের উপর ভিত্তি করে এই ফোনের সাথে থাকছে ১৩ মেগা পিক্সেল রিয়ার ওয়াইড ক্যামেরা ও সেই সাথে ২মেগা পিক্সেল ম্যাক্রো এবং ২ মেগা পিক্সেল ডেপ্থ ক্যামেরা।
Nokia C31 মডলের এই ফোনটি মোট তিনটি ভ্যারিয়েন্টে পাওয়ার যাবে যার একটি ফোনের সাথে স্টোরেজ থাকছে ৩জি র্যাম ও ৩২ রম ও আরেকটিতে থাকছে ৪জিবি র্যাম ও ৬৪ জিবি রম এবং সেই সাথে অন্যটিতে থাছে ৪জিবি র্যাম ও ১২৮জিবি রম।
এদিকে এই ফোনটির পাওয়ার ব্যকাপের জন্য ব্যবহার হয়েছে 5050 mAh লিথিয়াম পলিমার নন রিমুভাল ব্যাটারি জেটিকে চার্জ করার জন্য থাকছে ১০ ওয়াট ফাস্ট চার্জার। এছাড়াও এই ফোনটির সাথে থাকছে এক্সট্রা অটোমেটেড পাওয়ার সেভিং মোড যা নিজে থেকেই চালু হয়ে যাবে এবং ফোনের চার্জ ধীর্ঘ সময় ব্যাকাপ দিতে সাহায্য করবে।
ফোনটির সিকিউরিটির জন্য থাকছে ফেস আনলক ও ফিঙ্গার প্রিন্ট সেন্সর। আর আপনি ফোনটি যতই ব্যবহার করুন তারপরেও আঙ্গুলের ছাপ পরবেনা কারণ এর সাথে থাকছে থ্রিডি ওয়াটার রিপল ডিজাইন।
বর্তমান বাজারের দিকে যদি খেয়াল করা হয় তাহলে দেখতে পাওয়া যায় যে, চিনের বাজারে ৪/৬৪ জিবির ফোনটির দাম রয়েছে ৭৯৯ ইউয়ান যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১১ হাজার টাকা এবং ৪/১২৮ জিবির ফোনটির দাম রয়েছে ৮৬৯ ইউয়ান যা বাংলাদেশের বাজারে দাঁড়ায় ১২ হাজার টাকা।
কিন্তু বাংলাদেশের ভ্যাট ও ট্যাক্স সহ কিনতে গেলে দাম এসে দাঁড়াতে পারে ১৫ হাজার টাকার মধ্যে। কিন্তু এটি স্পষ্ট করে বলে দেয়া যায় যে এই ফোনের দাম ১৫ হাজার টাকার মধ্যেই ফিক্সড করে দেয়া হবে।
আরও দেখুন,