প্রযুক্তি খবর

পরিবর্তন হচ্ছে গুগলে সার্চইঞ্জিনের হোম পেজের ডিজাইন

সকলের কাছে বহুল পরিচিত এবং সবচেয়ে বেশী ব্যবহার হওয়া সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। অনেক পরিবর্তন এবং পরিমার্জনের মাধ্যমে গুগলের ডিজাইন পরিবর্তন। প্রযুক্তির উন্নতির সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হবে এটি স্বাভাবিক একটি ব্যপার আর হয়ত তার ফলেই পরিবর্তন হতে চলেছে গুগল সার্চ ইঞ্জিনের হোমপেজ।

গুগলের ওয়েবসাইটের ডিজাইন আপডেট হওয়ার পর থেকেই বিভিন্ন ধরণের নিউজ দেখা যাবে সার্চ বক্সের নিচে। বিশেষ করে এই ফিচারটি আগে থেকেই মোবাইল ভার্সনে এভাইলেবল রয়েছে যেটি গুগল ডিসকভার নামে পরিচিত। কিন্তু এবার আসছে মোবাইল ও কম্পিউটারে আরও বেশী আপডেট ও পরিবর্তন।

গুগলের সার্চ পেজ একদম সাদামাটা এবং নিট ক্লিন কিন্তু এখন থেকে গুগলের ওয়েবসাইটের হোমপেজে আবহাওয়া ও শেয়ারবাজারের মত বিষয় গুলো সংযুক্ত করা থাকবে। বিশ্বের মধ্যে দুটি সার্চ ইঞ্জিন জনপ্রিয় একটি হচ্ছে গুগল এবং অন্যটি হচ্ছে মাইক্রোসফট বিং।

মাইক্রোসফট বিং এ প্রবেশ করলে হোম পেজে বিভিন্ন ধরণের নিউজ দেখা যায়। গুগল সার্চ ইঞ্জিনে কোন কিছু সার্চ করলে শুধুমাত্র সেই বিষয় গুলো দেখা যেত কিন্তু এবার গুগলের সার্চ পেজে কোন প্রকার সার্চ করা ছাড়াই নিউজ দেখা যাবে। ইউজারদের ইন্টারেস্ট এর উপর ভিত্তি করে হোম পেজে নিউজ প্রদর্শিত হবে।

জানা গিয়েছে, গুগল তাদের নিউজফিড বা হোম পেজের ডিজাইনটি ডেস্কটপ ভার্সনের জন্য পরিক্ষামূলকভাবে চালু করে রেখেছে এবং শুধুমাত্র ভারতে নির্দিষ্ট কিছু ব্যবহারকারী গুগলের হোম পেজে প্রবেশ করলে নিউজগুলো দেখতে পাবে এবং আরও জানা গিয়েছে যে, খুব শিগ্রই এই নিউজফিড পাবলিকলি উন্মুক্ত করে দেয়া হবে।

এটি দেখুনঃ যেভাবে ঘরে বসেই প্রতি মাসে লাখ টাকা আয় করা যায়

শেয়ার করুন

নির্ঝর ফারুক

প্রযুক্তি প্রেমী মানুষের মধ্যে আমিও একজন। ছেলেবেলা থেকেই প্রযুক্তির সাথে জড়িয়ে রয়েছি এবং অনেক কিছু শিখেছি ও এখনো শিখছি। যে বিষয় গুলো জানি সেই বিষয় গুলো নিয়েই মূলত এই ওয়েবসাইটে লেখালেখি করি। টেকজোন বাংলার একমাত্র সত্ত্বাধিকারী আমি নির্ঝর ফারুক সক্রিয় থাকবো আপনার সাথে ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *