কম্পিউটিংপ্রযুক্তি খবরব্লগ পোস্ট

পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় সফটওয়্যার কোনটি

পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় সফটওয়্যার কোনটি -বিশ্বব্যাপী প্রতিনিয়ত মোবাইল ফোন এবং কম্পিউটারের ব্যবহারকারী প্রতিনিয়ত বেড়েই চলেছে আর এর সাথেই পাল্লা দিয়ে বিভিন্ন ধরণের সফটওয়্যার এবং মোবাইল অ্যাপ লঞ্চ হয়েছে। এর মধ্যে কিছু পেয়েছে জনপ্রিয়তা এবং কিছু কোন প্রকার জনপ্রিয়তা পাইনি।

বিশেষ করে ইন্টারনেটের প্রচার এবং প্রসার হওয়ার কারণে অনেকেই অনেক ধরণের সফটওয়্যার এবং অ্যাপের সাথে পরিচিত। ভিডিও এডিটিং থেকে শুরু করে ছবি এডিটিং এবং বিভিন্ন ধরণের সোশ্যাল মিডিয়া অ্যাপ প্রায় সবার কাছেই পরিচিত।

আর বহুল ব্যবহৃত সফটওয়্যার এবং অ্যাপ গুলোর মধ্যে যেগুলো আজ পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় সফটওয়্যার সেগুলো নিয়ে আলোচনা করা হবে এই আর্টিকেলে। বিশেষ করে আর্টিকেলটি এমনভাবে সাজানো হয়েছে যে, সবার কাছেই যেন পরিষ্কার হয়ে যায় কোন সফটওয়্যার দ্বারা কোন কাজ হয় এবং কোন কোন সফটওয়্যার একটি ডিভাইসে থাকা জরুরী সব কিছুই জানা যাবে।

আর্টিকেলটি মনোযোগ সহকারে দেখলেই অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। তাই সময় নিয়ে এই তথ্যবহুল আর্টিকেলটি এক নজরে দেখার চেষ্টা করুন। আশা করা যায় প্রতিটি বিষয় অনেক কিছু শিক্ষা দিবে।

পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় সফটওয়্যার কোনটি

যেহেতু বর্তমানে কম্পিউটারের পাশাপাশি কিছু জনপ্রিয় মোবাইল অ্যাপ রয়েছে তাই কম্পিউটারের পাশাপাশি এমন কিছু মোবাইল অ্যাপ এর কথা বলা হবে যেগুলো প্রায় সব গুলো মোবাইলে পাওয়া যায় এবং অনেকেই ব্যবহার করছে।

আর্টিকেলটি দেখার পাশাপাশি একজন ব্যবহারকারীর জন্য কোন সফটওয়্যার এবং অ্যাপটি ব্যবহার করা উচিত তার সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। আর যে সমস্ত মোবাইল অ্যাপ দিয়ে কথা বলা হবে সেগুলো ডিমান্ড সেজ সুত্র থেকে নেয়া।

গুগল ক্রোম -Google Chrome

এটি বহুল ব্যবহৃত একটি ইন্টারনেট ব্রাউজার। বিশেষ করে স্মার্ট ফোন গুলোতে বাই ডিফল্ট এই অ্যাপটি ইন্সটল করা থাকে। অধিক ইন্টারনেট স্পিড দেয়ার ফলে এই সফটওয়্যারটি অনেকের কাছে পরিচিত হয়ে উঠেছে।

এটি হচ্ছে গুগলের তৈরি করা একটি ওয়েব বা ইন্টারনেট ব্রাউজার। গুগলের তৈরি এই ব্রাউজারটি ২০০৮ সালে সর্বপ্রথম মাইক্রোসফট উইন্ডোজ এর সাথে বাই ডিফল্ট দেয়া হয় এবং পরবর্তীতে এটি লিনাক্স থেকে শুরু করে প্রায় সব গুলো অপারেটিং সিস্টেমের জন্য তৈরি করা হয়।

কোন একটি অপারেটিং সিস্টেমে যদি গুগল ক্রোম ব্রাউজারটি না থাকে তাহলে সেটি ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইন্সটল করা যায়। যদিও বর্তমানে অনেক গুলো ইন্টারনেট ব্রাউজার রয়েছে তারপরেও গুগল ক্রোম সবার কাছেই অধিক জনপ্রিয়।

স্প্রেডশিট -Spreadsheet

এই সফটওয়্যারটি অনেক বেশী পরিচিত একটি সফটওয়্যার। বিশেষ করে ব্যবসায়িক হিসাব নিকাশ রাখার জন্য এই সফটওয়্যারটি সবার কাজে লাগে যেটিকে সবাই এক্সেল নামে চিনে থাকে। এক সময় ব্যবসায়িক কাজ কর্মের জন্য কাগজ কলম ব্যবহার করা হত কিন্তু আধুনিক প্রযুক্তির উদ্ভাবনের ফলে কম্পিউটারের মধ্যেই হিসাব থেকে শুরু করে সমস্ত তথ্য স্টোর করে রাখা যাচ্ছে।

তথ্য সূত্রে জানা যায়, ৭০ দশকের শেষের দিকে সর্বপ্রথম অ্যাপল কোম্পানি ভিসিক্যালক” স্প্রেডশিট সফটওয়্যারটি তৈরি করে এবং তার পরবর্তিতে মাইক্রোসফট এক্সেল, অ্যাপল নাম্বার্স, ওপেন অফিস, অর্গ ক্যাল্ক, নিউমেরিক, Quatropro, মাল্টিপ্ল্যান, সুপার ক্যাল্ক, লোটাস ১২৩ নামক বিভিন্ন ধরণের স্প্রেডশিট উদ্ভাবন হয় আর এই সব গুলোর মধ্যে সবচেয়ে বেশী জনপ্রিয়তা পেয়েছে মাইক্রোসফট এক্সেল

মাইক্রোসফট ওয়ার্ড -Microsoft Word

এই সফটওয়্যারটির সাথে কম বেশী সবাই পরিচিত কারণ এখন ইউন্ডজ অপারেটিং সিস্টেমের সাথে বাই ডিফল্ট হিসাবে এই সফটওয়্যারটি ইন্সটল করা থাকে আর যদি না থাকে তাহলে ইন্সটল করে নেয়া যায়।

কোন তথ্য লেখার জন্য যেমন, সিভি তৈরি, ডকুমেন্ট রাইট থেকে শুরু করে লেখা লেখির প্রায় সমস্ত কাজ গুলোই করা হয় মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ব্যবহার করার মাধ্যমে। এটি হচ্ছে একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার এবং যেটি সর্বপ্রথম ১৯৮৩ সালে মাইক্রোসফট উদ্ভাবন করে।

অ্যাডোবি ফটোশপ -Adobe Photoshop

বিশ্বব্যাপী বহুল ব্যবহার করা সফটওয়্যার গুলোর মধ্যে একটি হছে অ্যাডোবি ফটোশপ। এটি মূলত গ্রাফিক্স সম্পাদনকারী একটি সফটওয়্যার।  ১৯৮৭ সালে থমাস নল নাকম একজন ব্যাক্তি এই সফটওয়্যারটি ডেভেলপ করেন।

প্রথম দিকে এই সফটওয়্যারটি ব্যবহার করা হত শুধুমাত্র ছাপার কাজ করার জন্য কিন্তু পরবর্তিতে এটি দ্বারা ছবি এডিটিং শুরু করা যায়। বিশেষ করে বিভিন্ন ধরণের আপডেত এই সফটওয়্যারটির আমূল পরিবর্তন নিয়ে এসেছে আর বর্তমানের সবচেয়ে আপডেট ভার্সন হচ্ছে Adobe Photoshop CC

অ্যাডোবি প্রিমিয়ার প্রো -Adobe Premiere Pro

ভিডিও এডিং করার জন্য এর চেয়ে ভালো মানের সফটওয়্যার আছে বলে আমার জানা নেই। বিশ্বের মধ্যে যে সমস্ত বড় বড় ফ্লিম ইন্ডাস্ট্রি রয়েছে তারা মূলত এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকে। যদিও সফটওয়্যারটির পাশাপাশি অন্যান্য কোম্পানি অনেক ধরণের ভিডিও এডিটিং সফটওয়্যার লঞ্চ করেছে কিন্তু এখন অবদি জনপ্রিয়তার শীর্ষে রয়েছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো।

গ্রাফিক মোশন থেকে শুরু করে এনিমেশন, কালার ইফেক্ট, ভয়েস এডিটিং সমস্ত কিছুই করা যায় এই সফটওয়্যারটির মাধ্যমে। বিশেষ করে যারা পেশাদার ভিডিও এডিটর রয়েছেন তারা সবাই এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকেন।

নোটপ্যাড -Notepad

কোন শর্ট নোট সেভ করে রাখার জন্য অনেক জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে নোটপ্যাড। এটি মোবাইল এবং কম্পিউটার দুটির জন্য এভাইলেবল রয়েছে। বিশেষ করে ইউন্ডজ অপারেটিং সিস্টেম থেকে শুরু করে প্রায় সমস্ত অপারেটিং সিস্টেম এই সফটওয়্যারটি বাই ডিফল্ট হিসাবে ইন্সটল করা থাকে।

নিজের যেকোনো প্রয়োজনীয় তথ্য সেভ করে রাখার জন্য এটি অতিব জরুরী একটি সফটওয়্যার। এটি মূলত একটি প্লেইন টেক্সট এডিটর সফটওয়্যার। এক সময় কম্পিউটারের জন্য ব্যবহার করা সফটওয়্যারগুলোর কোড লেখার জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করা হত।

বিশেষ করে ওয়েবডিজাইন করার জন্য এই সফটওয়্যারটি অনেক বেশী পরিচিত ছিল যার ফলে বর্তমানে এর আপডেট সংস্করণ হিসাবে নোটপ্যাড++ রয়েছে যেটিতে যেকোনো ধরণের কোড লিখে রান করা যায়।

ফেসবুক -Facebook

বর্তমান সময়ে এমন কাওকে খুজে পাওয়া যাবেনা যে ফেসবুকের নাম শুনেনি বা জানেনা। সর্বপ্রথম ২০০৪ সালে যখন ফেসবুক লঞ্চ করা হয় তখন এটি ছিল শুধুমাত্র একটি ওয়েব ভার্সন। মোবাইল বা কম্পিউটার থেকে ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করে ফেসবুক ব্রাউজ করা হত।

এই সময়ে এসে ফেসবুকের হয়েছে আমূল পরিবর্তন কারণ এখন প্রতিটি স্মার্ট ফোনেই ফেসবুকের অ্যাপ রয়েছে। যদিও ফেসবুকের অ্যাপ শুধুমাত্র মোবাইল ফোনের জন্য এভাইলেবল রয়েছে তাই একটি একটি জনপ্রিয় মোবাইল অ্যাপ।

মেটার নিজস্ব তথ্য অনুযায়ী ২০২৩ সাল অব্দি বিশ্বব্যাপী ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৩০৩ কোটি। বিশেষ করে ফেসবুকের বিভিন্ন ফিচার এবং নতুন আপডেট থাকার ফলে এটি জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।

হোয়াটসঅ্যাপ -WhatsApp

ফেসবুক বা মেটা কোম্পানির একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ হচ্ছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে এর ব্যবহারকারীর সংখ্যা ২০৩ কোটির বেশী এবং ধারণা করা হচ্ছে সময়ের সাথে সাথে এর ব্যবহারকারীর সংখ্যা বাড়তেই থাকবে।

বিশেষ করে নিজের প্রাইভেসি বা নিরাপত্তার জন্য প্রায় প্রতিটি সোশ্যাল মিডিয়া ইউজার এই অ্যাপটি ব্যবহার করে থাকে। যদিও বর্তমানে অনেক ধরণের মেসেজিং অ্যাপ এভাইলেবল রয়েছে কিন্তু হোয়াটসঅ্যাপ এর মত জনপ্রিতা কোন অ্যাপ পাইনি।

ইউটিউব -YouTube 

গুগলের সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম হচ্ছে ইউটিউব আর বর্তমানে যার ব্যবহারকারীর সংখ্যা রয়েছে ২৭০ কোটির মত। প্রতিনিয়ত নতুন নতুন ফিচার এবং ভিন্ন ধরণের ভিডিও পাবলিশিং এর সুযোগ ইউটিবকে নিয়ে গিয়েছে অন্য এক পর্যায়ে।

ইউটিব শুধু বিনোদনের জন্য ব্যবহার করা হয়না বরং এই একটি মাধ্যম ব্যবহার করে অনেকেই লক্ষ্য থেকে কোটি টাকা উপার্জন করছে। সিনেমা, গান, নাটক, কমেডি, শিক্ষা সমস্ত কিছুর ভিডিও রয়েছে এই প্লাটফর্মে।

টিকটক -TikTok

বর্তমান সময়ের জনপ্রিয় অ্যাপ গুলোর মধ্যে একটি হচ্ছে টিকটক। বিশেষ করে ছোট মাপের ভিডিও আপলোড করার জন্য অধিক বেশী ব্যবহার হয় টিকটক। যদিও টিকটক লঞ্চ হওয়ার পর থেকে তাদের নানা রকম সমস্যার মধ্যে ও নিষেধাজ্ঞার মধ্যে পরতে হয় কিন্তু তারপরেও এর বর্তমান ব্যবহারকারির সংখ্যা কোটির ছাড়িয়েছে।

হাজার সমালোচনার পরেও এই অ্যাপটির চাহিদা প্রতিনিয়ত বেড়েই চলেছে। ক্রিয়েটরদের জন্য রয়েছে বিভিন্ন ধরণের ফিচার যার ফলে এর ক্রিয়েটর সংখ্যাও দিন দিন বেড়েই চলেছে।

ইনস্টাগ্রাম -Instagram

বর্তমান সময়ে ইন্সটাগ্রাম অনেক বেশী জনপ্রিয়তা পেয়েছে। যদিও এটি ফেসবুক মেটার একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। এখন এই সময়ে ইন্সটাগ্রামের রিলস আপডেট হওয়ার পর থেকে আরও বেশী জনপ্রিয়তা পেয়েছে এই অ্যাপটি।

অনেকেই আছেন শুধুমাত্র রিলস আপডেট করার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আয় করছে তাই এই অ্যাপটির চাহিদা আকাশচুম্বি।

মেসেঞ্জার -Messenger

ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মতোই জনপ্রিয় একটি মেসেজিং মাধ্যম। এই অ্যাপটি ব্যবহার করার মাধ্যমে অডিও কল, ভিডিও কল, ছবি পাঠানো, ভয়েস মেসজ ব্যবসায়িক মার্কেটিং সমস্ত কিছুই করা যায়।

যাদের ফেসবুক অ্যাপ রয়েছে তাদের ফোনে মেসেঞ্জার অ্যাপও রয়েছে কারণ ফেসবুকের ফ্রেন্ডলিস্টে থাকা সবার সাথে যোগাযোগ করার জন্য এই অ্যাপটি থাকা আবশ্যক। ফেসবুকের ইউজার যেমন রয়েছে মেসেঞ্জারের ইউজারও তেমনি রয়েছে।

এছারাও এই অ্যাপ ও সফটওয়্যার গুলোর পাশাপাশি জিমেইল, লিঙ্কডিন, টুইটার, নেটফ্লিক্স, অ্যামাজন, বাংলাদেশে দারাজ, ইনশট, পিক্সআর্ট, ক্যাপকাট এই সমস্ত সফটওয়্যার ও অ্যাপগুলো অনেক বেশী জনপ্রিয়তা পেয়েছে আর বিশেষ করে অ্যাপ গুলোর কম্পিউটার ভার্সন অনেক বেশী জনপ্রিয়তা দিয়েছে।

এগুল দেখতে পারেন,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *