তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রোগ্রামিং ভাষা কি ? কয়েকটি প্রোগ্রামিং ভাষার নাম

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা কি সেটি সম্পর্কে জানতে হলে আপনাকে প্রথমে জানতে হবে প্রোগ্রামিং ভাষাটা কি? আপনি হয়তো আগে থেকেই জানেন কিন্তু আমি আপনাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিব তাই পড়তে থাকুন।

বিশেষ করে কম্পিউটার সায়েন্সে ভর্তি হওয়ার পর থেকেই পরিচিত হতে হয় প্রগ্রামিং ভাষার সাথে। এছাড়াও বর্তমানে প্রায় সবার কাছেই রয়েছে মোবাইল এবং কম্পিউটার ডিভাইস। আর প্রতিটি ডিভাইস ব্যবহার করতে প্রয়োজন হয় সফটওয়্যারের।

সফটওয়্যার ব্যাতিত কোন প্রকার ডিভাইস চলতে পারেনা আর সব গুলো সফটওয়্যার তৈরি করার জন্য প্রয়োজন হয় কম্পিটার ভাষা বা প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষা কি এবং কিভাবে কাজ করে ও কত ধরণের প্রোগ্রামিং ভাষা রয়েছে সব কিছু আলোচনা হবে আজকের এই আর্টিকেলে। তাই একটু সময় নিয়ে পড়লে সমস্ত কিছুই বিস্তারিতভাবে জানা যাবে।

প্রোগ্রামিং ভাষা কি

প্রোগ্রামিং ভাষা কি ? কম্পিউটার, সফটওয়্যার, ওয়েব অ্যাপলিকেশন এর সমস্যা সমাধান করার জন্য যে ভাষা গুলো ব্যবহার করা হয় সেটাই হল প্রোগ্রামিং ভাষা।

অনেক সময় দেখা যায় কম্পিউটারে বা কোন সফটওয়্যার এর মধ্যে নানা রকম সমস্যা দেখা দেয়। সেই সমস্যা গুলো সমাধান করার জন্য প্রোগ্রামার যারা আছেন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে সমাধান করে থাকেন।

আপনি যদি একজন প্রোগ্রামার হতে পারেন তাহলে আপনি নিজে সফটওয়্যার তৈরি সহ নিজের সব সমস্যা সমাধান করতে পারবেন নিজেই । শুধু তাই নয়, আপনি অনেক স্বনামধন্য কোম্পানি গুলোতে চাকরি করতে পারবেন। আমদের দেশে এমন অনেক প্রোগ্রামার আছে যারা গুগলের মত কোম্পানিতে চাকরি করছে। শুধু নিজের স্কিল বাড়াতে হবে এবনং অনেক কষ্ট করে শিখতে হবে।

জেনে নিন একজন প্রোগ্রামার হলে কিকি করতে পারবেন।

আপনি সফটওয়্যার তৈরি করতে পারবেন, ওয়েব সাইট ডেভেলপমেন্ট করতে পারবেন, মোবাইল আপ্স তৈরি করতে পারবেন, এমন অনেক কিছু আছে বলে শেষ করা যাবে না। আপনাকে শুধু বেছে নিতে হবে আপনি কি করবেন এবং তার জন্য কি শিখতে হবে।

একটু ব্যসিক ধারনার দরকার আছে তাই কিছু লিখলাম। এখন মূল বিষয়ে আসি। প্রোগ্রামিং ভাষা কি প্রোগ্রামিং ভাষা কি প্রোগ্রামিং ভাষা কি

১০ টি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা

  1. C
  2. C++
  3. C#
  4. Python
  5. Java
  6. Go
  7. R
  8. Swift
  9. Php
  10.  Java Script

এখন জেনে নেয়া যাক বিবরনঃ

C programming: C একটি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা ব্যবহার করার মাধ্যমে কম্পিউটার সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, এন্ট্রি ভাইরাস তৈরি করা যায়।

 একজন কম্পিউটার প্রথম যদি প্রোগ্রামিং শুরু করে তাহলে আমি বলব এই ভাষাটা আগে শিখতে। কারন এই ভাষাটা শিখতে পারলে আপনি অনান্য যেসব প্রোগ্রামিং ভাষা রয়েছে খুব সহজে শিখতে পারবেন কারন সব প্রোগ্রামিং ভাষার ধরন প্রায় একি রকম।

C++ : C programming এর আপডেট ভার্সন হল C++, আপনি C programming শেষ করার পর C++ শিখে নিবেন। এই ভাষা ব্যবহার করে রোবট্রিক্স, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এবং অনেক ধরনের কম্পিউটার এর সফটওয়্যার তৈরি করতে এই ভাষা ব্যবহার করা হয়। Windows Operating system তৈরি করতে C++ ভাষা ব্যবহার করা হয়েছে।

C#: এই প্রোগ্রামিং ভাষাটি ডেভেলপমেন্ট করেছে মাইক্রোসফট কোম্পানি। এটা মুলত একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি উইন্ডোজ অপেরেটিং সিস্টেম তৈরি করতে ব্যবহার করা হয়। তাছাড়া যারা গেমস ডেভেলপমেন্ট করে থাকে তাদের কাছে খুব প্রিয় একটি ভাষা হল C# । আপনি যদি একজন গেমস ডেভেলপার হতে চান তাহলে এই ভাষাটি আপনাকে অবশ্যই শিখতে হবে।

Python:  এই ভাষাটি C,C++ এর মতই একটা পপুলার ভাষা। এই ভাষাটি ব্যবহার করে সোশ্যাল মিডিয়া, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফিনান্সিয়াল সারভিস অ্যাপলিকেশন তৈরির কাজে এই ভাষা ব্যবহার করা হয়।

Instragram, Pinterest তৈরি করা হয়েছে Python ব্যবহার করার মাধ্যমে।

Java: মোবাইল অ্যাপলিকেশন ডিজাইন এবং ডেভেলপমেন্ট করার জন্য জন্য Java একটি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ তাছাড়া বিজনেস অ্যাপলিকেশন তৈরি করার জন্য খুব জনপ্রিয় এটি।

আপনি যদি একন Android ডেভেলপার হতে চান আপনাকে এই ভাষাটি শিখতে হবে কারন Android অপারেটিং সিস্টেম Java ব্যবহার করে তৈরি করা।

Go/Golang: Go ভাষাটিকে Golang ভাষাও বলা হয়। এই ভাষাটি গুগোল ডেভেলপ করেছে এবং এই ভাষাটি অনেক সিকিউরিটি দিয়ে থাকে। এইভাসাটি ডেটা প্রসেস, ওয়েব অ্যাপলিকেশন তৈরি এর জন্য ব্যবহার করা হয়। যেমন Netflix, Twitch, Uber এর ডাটা প্রোসেসিং এর কাজে Golang ব্যবহার করতে হয়।

R: বর্তমান সময়ে R একটি জনপ্রিয় ভাষা কারন এই ভাষাটি ব্যবহার করে পরিসংখ্যান করা হয়। যেমন গ্রাফিক্যাল পরিসংখ্যান, অনেক বিজনেস ওয়েবসাইট ব্যবহার করলে দেখা যায় তাদের কিছু পরিসংখ্যান দেখা যায়।

এই ভাষাটি মূলত পরিসংখ্যান সফটওয়্যার তৈরির কাজে কাজে ব্যবহার করা হয়।

Swift : এই ভাষাটি অ্যাপলের তৈরি একটি প্রোগ্রামিং ভাষা। অ্যাপল তাদের নিজস্য অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট এর জন্য মূলত এই ভাষাটি ডেভেলপ করে। এই ভাষা ব্যবহার করে Mac, Ipad, Iphone এই সব গুলোর অপারেটিং সিস্টেম সহ সফটওয়্যার গুলো তৈরি করা হয়।

iOS এবং MacOS ডেভেলপমেন্ট করার জন্য এই ভাষা ব্যবহার করা হয়। আপনি যদি একজন iOS বা MacOS ডেভেলপার হতে চান তাহলে এই ভাষাটি আপনার জন্য।

PHP: এটি একটি সার্ভার সাইট ডেভেলপমেন্ট ভাষা। পৃথিবীতে যত গুলো ওয়েবসাইট দেখবেন তার প্রায় সব গুলোই ডেভেলপ বা তৈরি করা হয়েছে PHP ব্যবহার এর মাধ্যমে। আপনি একজন ওয়েবডেভেলপার হতে চাইলে এই ভাষাটি শিখতে হবে।

JavaScript: এই ভাষাকে বলা হয় স্ক্রিপটিং ল্যাংগুয়েজ। এই ভাষাটি ব্যবহার করা হয় ওয়েব সাইটকে ডেভেলপমেন্ট করার জন্য। ফ্রন্ট ইন্ড ডেভেলপার এই ভাষাটি ব্যবহার করে থাকে। ওয়েব সাইট ডিজাইন এর পাশাপাশি ওয়েব সাইটটিকে ইউজার বার ক্লায়েন্ট এর ইচ্ছা অনুযায়ী ইউজার ইন্টারফেজ তৈরির কাজে এই ভাষা ব্যবহার করা হয়। তাছাড়া Node.js ব্যবহার করার মাধ্যমে মোবাইল অ্যাপলিকেশন তৈরি করা হয়।

ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে এই ভাষা লাগেবেই। এই লেখার উপরে ক্লিক করে জেনে নিন কীভাবে নিজেকে একজন ওয়েব ডিজাইনার হিসাবে গড়ে তুলবেন।

আর্টিকেল ট্যাগ

প্রোগ্রামিং ভাষা কত প্রকার,প্রোগ্রামিং ভাষা কি উত্তর,কয়েকটি প্রোগ্রামিং ভাষার নাম,প্রোগ্রাম ও প্রোগ্রামিং ভাষা কি,৩টি কম্পিউটার প্রোগ্রামিং ভাষার নাম
কম্পিউটারের ভাষা কয়টি,সি প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্য,প্রোগ্রামিং কোড কি

শেষ কথাঃ আশা করছি আপনি এই আর্টিকেল থেকে প্রোগ্রামিং ভাষা কি সেটি বিস্তারিতভাবে জানতে পেরেছেন। এছাড়াও আপনার যদি প্রোগ্রামিং ভাষা কি সেটি সম্পর্কে আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন।

শেয়ার করুন

নির্ঝর ফারুক

প্রযুক্তি প্রেমী মানুষের মধ্যে আমিও একজন। ছেলেবেলা থেকেই প্রযুক্তির সাথে জড়িয়ে রয়েছি এবং অনেক কিছু শিখেছি ও এখনো শিখছি। যে বিষয় গুলো জানি সেই বিষয় গুলো নিয়েই মূলত এই ওয়েবসাইটে লেখালেখি করি। টেকজোন বাংলার একমাত্র সত্ত্বাধিকারী আমি নির্ঝর ফারুক সক্রিয় থাকবো আপনার সাথে ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *