ফোনে সনির ক্যামেরা, সঙ্গে বিশেষ প্রযুক্তি
আগামীকাল বাজারে আসতে যাচ্ছে শাওমির রেডমি সিরিজের কে৬০ প্রো মডেলের ফোন। উন্মোচনের একদিন আগে ফোনের ক্যামেরার তথ্য প্রকাশ্যে এসেছে। প্রকাশিত পোস্টারে দেখা গেছে, নতুন রেডমি কে৬০ প্রো-তে সনি আইএমএক্স৮০০ প্রাইমারি ক্যামেরা থাকবে, যাতে থাকবে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন।
এছাড়াও নতুন ফোনে থাকবে শাওমি ইমেজিং ব্রেইন ২.০, যা অপটিক্স, কালার এবং দৃশ্য অপ্টিমাইজেশনে সহায়তা করবে। পাশাপাশি এটি ক্যামেরার ফোকাস, স্ন্যাপশট এবং ছবি প্রিভিউ করার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতেও সাহায্য করবে।
এর আগে জানা গেছে, এতে থাকবে কিউএইচডি প্লাস রেজুলেশনের ওলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১২ বিট কালার, ৫২৬ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ১,৪০০ নিট ব্রাইটনেস সাপোর্টেট। এতে থাকবে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
শাওমির নতুন ফোনে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। ডিভাইসটিতে ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ৫১২ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজ থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফ্ল্যাগশিপ ফোনটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে, যা ৬৭ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
আরও দেখুন