জনপ্রিয়প্রযুক্তি খবরফিচারব্লগ পোস্ট

বাংলাদেশের আইটি কোম্পানি – Top 10 IT companies in Bangladesh

বাংলাদেশের আইটি কোম্পানি – তথ্য প্রযুক্তির ক্রমধারা বজায় রেখে দেশের প্রতিনিয়ত নতুন নতুন আইটি কোম্পানি গড়ে উঠছে। মানুষের প্রয়োজনের তাকিদে তৈরি হচ্ছে নতুন নতুন সব ওয়েব সাইট এবং মোবাইল অ্যাপ। কম্পিউটারের জন্য তৈরি করা হচ্ছে নানা ধরনের সফটওয়্যার। ওয়েব সাইটের প্রাইভেসি থেকে শুরু করে নেটওয়ার্কিং কোম্পানি গড়ে উঠেছে আমাদের দেশে । তাহলে দেখে নেয়া যাক বাংলাদেশের আইটি কোম্পানিগুলো।

আমাদের দেশের আইটি কোম্পানি গুলো দেশ সহ দেশের বাহিরে সেবা প্রদান করে থাকে। আপনি হয়ত জানতে অবাক হবেন যে, আমাদের দেশের অর্থাৎ বাংলাদেশের আইটির যে সমস্ত কোম্পানি গুলো রয়েছে সেখানে তৈরি হচ্ছে সফটওয়্যার এবং ওয়েবসাইট।

সমস্ত কিছু আপনি যদি বিস্তারিতভাবে জানতে চান তাহলে এই আর্টিকেলটি শেষ পর্যন্ত আপনাকে পড়তে হবে। কারণ অনেক কিছু বিস্তারিত ভাবে তুলে ধরা হয়েছে। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত পড়ুন অনেক তথ্য পেয়ে যাবেন।

আইটি কোম্পানি বাংলাদেশ

বাংলাদেশের আইটি কোম্পানি

বিজিত গ্রুপ (BJIT Group)

বিজিত গ্রুপ হচ্ছে একটি গ্লোবাল সফটওয়্যার এজেন্সি। বিশ্বের বিভিন্ন দেশের সফটওয়্যার ডেভেলপমেন্ট করে থাকে তারা। এই কোম্পানিটি বাংলাদেশ এবং জাপানের যৌথ উদ্যোগে গঠিত।

এই এজেন্সিটি এশিয়ার খরচ অনুযায়ী অন্যান্য দেশে সফটওয়্যার কন্সাল্টিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট করে থাকে। এই কোম্পানিটি পৃথিবীর মোট ছয়টি দেশে তাদের সেবা প্রদান করে থাকে। দেশ গুলোর মধ্যে রয়েছে, জাপান, মার্কিনযুক্তরাষ্ট্র, সুইডেন, সিঙ্গাপুর, সুইডেন এবং বাংলাদেশ।

এই কোম্পানিটি CMMI 3 এবং ISO 9001 থেকে প্রত্যয়ন প্রাপ্ত। তাদের কোম্পানিতে রয়েছে মোট ৬০০০ পরামর্শদাতা এবগ ডেভেলপার রয়েছে এবং তারা প্রতিনিয়ত দেশ এবং দেশের বাইরে বিভিন্ন ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্ট করে থাকে। যে সমস্ত ডেভেলপার রয়েছে তারা ডিপ লার্নিং, ফিটনেক, ব্লকচেইন, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট এবং আইওটিতে দক্ষতা রয়েছে।

সেবা সমূহ

  • সফটওয়্যার ডিজাইন এবং ডেভেলপমেন্ট
  • কমপেরেসিভ অ্যাপলিকেশন সাপোর্ট ( AMS )
  • ডেডিকেটেড অপসর ডেভেলপমেন্ট টিম
  • কিউএ এবং টেস্ট অটোমেসন
  • ডেভঅপ্স ( DevOps )
  • এমবেডেড সলিউশন ভিএসএল এবং ক্যাড

ফ্লাইটি সলিউসন ( Flyte Solution )

ফ্লাইটি সলিউসন হল কাস্টম সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। এই কোম্পানিটি সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওয়েব অ্যাপলিকেশন ডেভেলপ করে থাকে।

সেবা সমূহ

  • কাস্টম সফটওয়্যার ডেভেলপমেন্ট
  • ওয়েব অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট
  • মোবাইল অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট
  • ডেডিকেটেড ডেভেলপমেন্ট টিম
  • ডেভঅপ্স
  • কিউএ এবং টেস্টিং

বিশেষ কথা হল এরা এই সমস্ত সার্ভিসের সাথে অনেক সাব ক্যাটাগরি সার্ভিস প্রভাইড করে থাকে। আপনি চাইলে ওয়েব সাইট ভিজিট করে সব গুলো দেখে নিতে পারেন।

কম্পিউটার সার্ভিস লিমিটেড ( Computer Service Ltd )

কম্পিউটার সার্ভিস লিমিটেড কোম্পানিটি বাংলাদেশের একটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোম্পানি। এটি বাংলাদেশের মধ্যে একটি স্বনামধন্য টেকনোলজি কোম্পানি যেটি গ্রাহকদের ডিজিটাল অর্থনীতির ব্যবসা এবং প্রযুক্তিগত জটিলতা, ক্লায়েন্টদের জন্য প্রযুক্তি কৌশল বাস্তবায়ন, ব্যবসায়িক রূপান্তর এবং অপারেশনাল কাজের সমাধান প্রদান করে থাকে।

তারা ডেটা স্টোরেজ থেকে শুরু করে ভিবিন্ন প্রতিষ্ঠানের সিকিউরিটির কাজ করে থাকে।

সেবা সমূহ

  • ডেটা স্টোরেজ
  • নেটওয়ার্ক এবং আইটি সিকিউরিটি
  • ডেটা সেন্টার ইনফ্রাসট্রাক্টর
  • এন্টার প্রাইজ অ্যাপলিকেশন
  • ভারচুয়ালাইজেশন
  • কনটেন্ট ম্যানেজমেন্ট

ডেটা এজ লিমিটেড ( Data EDGE Ltd )

ডেটা এজ লিমিটেড ( Data EDGE Ltd ) গত ১৭ বছর ধরে এই কোম্পানিটি বিস্থতার সাথে বাংলাদেশে কাজ করে আসছে। এই কোম্পানিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সমাধান এবং সিস্টেম ইন্ট্রেগেশন ডেভেলপমেন্ট করে থাকে। বিশেষ করে ব্যংকিং এর যাবতীয় সমস্যার সমাধান নিয়ে কাজ করে থাকে।

সেবা সমূহ

  • কোর ব্যাংকিং সলিউসন
  • সারউন্ড অ্যাপলিকেশন ফর ব্যাংকিং
  • বিজনেস ইনটেলিজেন্স এবং আইআরএমএস সলিসন
  • এন্টার প্রাইজ রিসোর্স প্লানিং
  • ইএমভি কার্ড পারসনালিজেশন সফটওয়্যার, হার্ডওয়্যার এবং চিপ কার্ড
  • আইডেন্টি ম্যানেজমেন্ট সিস্টেম
  • ডেটা সেন্টার, ডেটা রিকভারি, ইন্টেলিজেন্স সারভিলেন্স
  • ইউনিফাইড কমিউনিকেশন সলিউসন
  • এন্টার প্রাইজ নেটওয়ার্কিং
  • সিকিউরিটি সলিউশন
  • টু ফ্যাক্টর অথেনটিকেশন সলিশন
  • ডেটা এজ সিএ
  • কম্পিউটার হার্ডওয়্যার, আইটি ইনফাস্ট্রকচার এবং অপটিমাইজেশন
  • আইটি সার্ভিস ম্যানেজমেন্ট
  • প্রজেক্ট ম্যানেজমেন্ট

টগি আইটি গ্রুপ লিমিটেড ( Toggi IT Group Ltd. )

টগি আইটি গ্রুপ লিমিটেড বসুন্ধারা গ্রুপের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোম্পানি। তারা মূলত তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নানা ধরনের সমস্যার সমাধান করে থাকে। বিশেষ করে তথ্য প্রযুক্তির ভিবিন্ন পন্য এবং পার্টস সেল করে থাকে তারা। তারা বিভিন্ন কোম্পানির সাথে পার্টনার প্রগ্রামে কাজ করে থাকে।

স্কয়ার ক্লাউড

বাংলাদেশের মধ্যে স্বনামধন্য এবং বিশ্বাসযোগ্য ডেটা স্টোরেজ ক্লাউড প্রতিষ্ঠান এটি।

তারা দেশে ডেটা সেন্টার এবং নেটওয়ার্ক পয়েন্টের উপস্থিতি থেকে ডেটা ক্লাউড স্টোরেজ সেবা প্রদান করে থাকে। এই প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা ব্যবসার জন্য উপযুক্ত ক্লাউড সলিউশন তৈরি থেকে শুরু করে স্থাপন এবং পরিচালনার কাজ করে থাকে। বাংলাদেশের বিভিন্ন বিখ্যাত প্রতিষ্ঠান, কর্পোরেট আইটি বিভাগ থেকে শুরু করে শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের কাজ করে থাকে তারা।

ব্রাকনেট লিমিটেড ( BraNet Ltd )

১৯৯৬ সালে গড়ে ওঠা ব্রাকনেট লিমিটেড কোম্পানিটি বাংলাদেশের বিস্থতার সাথে ইন্টারনেট সেবা প্রদান করে আসছে। এটি বাংলাদেশের ওয়ান স্টপ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সেবাদান প্রতিষ্ঠান।

২০০৫ সালে এই কোম্পানিটি মার্কিন বিনিয়োগকারীদের সাথে জয়েন্ট ভেঞ্চার হিসেবে কোম্পানিটি শুরু করে। তারা তাদের ইন্টারনেটের পাশাপাশি আরও সেবা প্রধান করা শুরু করে।

তার অগ্রণী সামাজিক ব্যবসার মডেল এবং বিশ্বজুড়ে এটির প্রতিলিপি তৈরির সম্ভাবনার দ্বারা আকৃষ্ট হয়ে, KDDI – দ্বিতীয় বৃহত্তম সেলুলার অপারেটর এবং জাপানের ওয়্যারলেস আইএসপি, সম্প্রতি ব্র্যাকনেটের সাথে একটি অংশীদারিত্বের সাথে প্রবেশ করেছে যা 2009 সালে কোম্পানির ৫০% অংশ কিনেছিল।

বর্তমানে ব্র্যাকনেট দেশের প্রায় প্রতিটি জেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট এবং ইন্ট্রানেট (ডেটা) সেবা প্রদান করে চলেছে।

সেবা সমূহ

  • ইন্টারনেট
  • ইন্ট্রানেট
  • ক্লাউড
  • ডেটা সেন্টার
  • সিস্টেম ইন্ট্রেগেসন
  • ভিডিও কনফারেন্সিং
  • স্মার্ট হোম
  • ম্যানেজ সার্ভিস
  • সিকিউরিটি

অগ্নি সিস্টেমস লিমিটেড ( Agni Systems Ltd )

অগ্নি সিস্টেম লিমিটেড এই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে বাংলানেট যেটি প্রায় সবার কাছে পরিচিত। ১৯৯৫ সালে এই প্রতিষ্ঠানটি আইএসপি পরিষেবা শুরু করে। প্রথমে তারা ডায়াল-আপ সেবা চালু করে এবং পরবর্তীতে ব্রডব্যান্ড সেবাটি চালু করে।

২০০৩ সালে কোম্পানিটি পাব্লিক লিস্টেড ফার্মে রূপান্তরিত হয় যেটি বর্তমানে অগ্নি সিলস প্রতিকের অধীনে ঢাকা এবং চট্রগ্রাম স্টক একচেঞ্জে ব্যাবসা করছে। কোম্পানিটির প্রধান কার্যালয় ঢাকা।

এটি শহরের ২০ টির বেশি পপ অ্যাক্সেস করে এবং চট্টগ্রামে একটি শাখা অফিস পরিচালনা করে থাকে। ১৯৯৫ সাল থেকে এই কোম্পানিটি ব্যক্তি এবং কর্পোরেট অফিসগুলিতে ইন্টারনেট এবং কর্পোরেট নেটওয়ার্ক সেবা প্রদান করে আসছে এবং বর্তমানে তাদের ১০০টির বেশী ওয়্যারলেস ব্রডব্যান্ড গ্রাহক রয়েছে।

সেবা সমূহ

  • ডায়াল -আপ ইন্টারনেট অ্যাক্সেস
  • 56 কেবিপিএস সংযোগ উচ্চ ব্যান্ডউইথ ইন্টারনেট অ্যাক্সেস
  • ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন (ডিএসএল) ব্রডব্যান্ড
  • শেয়ার্ড এবং ডেডিকেটেড ওয়্যারলেস – ডেডিকেটেড ওয়্যারলেস ব্রডব্যান্ড
  • লাইসেন্সকৃত ফ্রিকোয়েন্সি FTTH (সক্রিয় ইথারনেট PPPoE সংযোগ)
  • ঢাকা ও চট্টগ্রাম ডোমেন নাম নিবন্ধন এবং হোস্টিং ওয়েবসাইট এবং ভার্চুয়াল ডোমেইন হোস্টিং ওয়েব ডিজাইন এবং হোস্টিং সলিউশনের মধ্যে ডেডিকেটেড সংযোগ নেটওয়ার্ক ডিজাইন, ইনস্টলেশন এবং অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস সার্ভার কো-লোকেশন সার্ভিস

ডিভাইন আইটি লিমিটেড ( Divine IT Ltd )

ডিভাইন আইটি লিমিটেড ইআরপি, ইএএম, এসসিএম এবং ইউনিফাইড মেসেজিং সলিউশনে বিশেষায়িত বাংলাদেশে আইটি অগ্রগতি অবদানকারী শীর্ষস্থানীয় একটি আইটি কোম্পানি। তারা অসামান্য গুণমান, যোগ্যতা, কর্মক্ষমতা এবং বস্তুনিষ্ঠতার পেশাদার পরিষেবা সহ উন্নত ব্যবসায় অটোমেশন সেবা প্রদান করে থাকে।

সেবা সমূহ

  • ডোমেইন হোস্টিং প্রভাইড
  • ডেভেলপ ওয়েব অ্যাপলিকেশন
  • স্টোরেজ এবং ব্যাকআপ সার্ভিস
  • মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট
  • সাইবার সিকিউরিটি
  • কাস্টম অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট

এছাড়াও আরও অনেক সেবা প্রধান করে থাকে। জানতে তাদের সাইটে ভিজিট করুন।

সফটলাইন বাংলাদেশ ( SoftLine Bangladesh )

সফটলাইন হল পূর্ব ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার উদীয়মান বাজারে দৃষ্টি নিবদ্ধকারী একটি শীর্ষস্থানীয় বৈশ্বিক তথ্য প্রযুক্তি সমাধান এবং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান। গ্রাহককে ডিজিটাল রূপান্তর অর্জনে সাহায্য থেকে শুরু করে তাদের সাইবার সিকিউরিটি প্রযুক্তির মাধ্যমে ব্যবসা রক্ষা করে থাকে।

সফটলাইনের 50 টি দেশ এবং বিশ্বব্যাপী 95 টি শহরে অফিস রয়েছে এবং 25 বছরেরও বেশি বিশিষ্ট ইতিহাসের সাথে আমরা প্রযুক্তিগত দক্ষতা এবং সমস্ত উদীয়মান বাজারকে ঘিরে একটি ব্যবসায়িক মডেল সংহত করার সময় দ্রুত বৃদ্ধি পেতে সক্ষম হয়েছে তারা।

সফটলাইনের 3000 এরও বেশি সফটওয়্যার এবং হার্ডওয়্যার নির্মাতাদের সাথে অংশীদারিত্ব রয়েছে এবং সমস্ত মূল অংশীদারদের সাথে সর্বোচ্চ অংশীদার অবস্থা রয়েছে তাদের।

সেবা সমূহ

  • এন্ড টু এন্ড টেকনোলজি সলিউশন
  • পাবলিক এবং প্রাইভেট ক্লাউড
  • সফটওয়্যার এবং হার্ডওয়্যার প্রোভিশনিং

প্রাইডেসিস আইটি লিমিটেড ( Pridesys IT Limited )

প্রাইডেসিস আইটি ট্রেডিং, ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস কোম্পানিগুলির জন্য ইআরপি সফটওয়্যার তৈরি করে থাকে। প্রাইডিস আইটি লিমিটেড বাংলাদেশের অন্যতম প্রধান আইটি কোম্পানি যা নিরাপদ, স্কেলেবল, অন-ডিমান্ড অ্যাপ্লিকেশন সিস্টেম এবং ডেটা অ্যাক্সেস সলিউশন প্রদান করে।

মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড ( Metronet Bangladesh )

২০০১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের শীর্ষস্থানীয় আইটি সলিউশন কোম্পানি মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড যা ব্রডব্যান্ড ডেটা এবং ইন্টারনেট পরিষেবা, এন্টারপ্রাইজ সলিউশন (কনসালটেন্সি, ডিজাইনিং এবং সিস্টেম ইন্টিগ্রেশন), পরিচালিত পরিষেবা এবং আইপি টেলিফোনি পরিষেবা প্রদান করে থাকে।

এডিএন টেলিকম ( ADN Telecom )

এডিএন টেলিকম লিমিটেড হলো একটি সার্টিফাইড কোম্পানি যা ফাইবার, স্যাটেলাইট এবং ওয়্যারলেস সলিউশন ব্যবহার করে বিভিন্ন শ্রেণীর গ্রাহকদের নিরবিচ্ছিন্ন এবং সুরক্ষিত ডেটা এবং ইন্টারনেট সংযোগ প্রদান করে।

২০০৩ সাল থেকে বাজারে অত্যন্ত উচ্চ স্তরের সাফল্য দিয়ে তারা তাদের সেবা প্রদান করে আসছে। এডিএন ডেটা, ভয়েস এবং ভিডিও গ্রাহকদের জন্য আধুনিক প্রযুক্তির সর্বোত্তম মিশ্রণের মাধ্যমে সংযোগ পরিষেবা এবং সমাধান সরবরাহ করে এবং সমন্বয় তৈরি করে।

ইন্টার ক্লাউড

ইন্টারক্লাউড লিমিটেড বাংলাদেশে একটি দেশব্যাপী ইন্টারনেট পরিষেবা প্রদানকারী (আইএসপি) এবং আইপি টেলিফোন পরিষেবা প্রদানকারী (আইপিটিএসপি) লাইসেন্সধারী কোম্পানি।

ইন্টারক্লাউড নোভকম এবং নোভটেল লিমিটেডের একটি সাব কোম্পানি। ডেটা এবং ভয়েস উভয় পরিষেবার জন্য আন্তর্জাতিক টেলিযোগাযোগে এর বৈশ্বিক এবং ক্রস-ইন্ডাস্ট্রির নেতৃত্ব প্রমাণিত ট্র্যাক রেকর্ড সহ অত্যাধুনিক প্রযুক্তিগত ও ব্যবস্থাপনা অভিজ্ঞতা 100+ বছরেরও বেশি।

এটি একটি প্রযুক্তিগত দলের সহায়তায় তার নেটওয়ার্ক তৈরি করছে যারা স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে ক্যারিয়ার এবং এন্টারপ্রাইজগুলিতে পরিষেবা সরবরাহ করার জন্য একটি জাতীয় এবং আন্তর্জাতিক টেলিকম নেটওয়ার্ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণে অভিজ্ঞ।

এই প্রতিষ্ঠানটি মূলত তাদের ক্লাউড স্টোরে ডেটা সংরক্ষন করে রাখে।

ডেফোডিল সফটওয়্যার লিমিটেড ( Daffodil Software Limited )

ডেফোডিল সফটওয়্যার লিমিটেড ১৯৯৮ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। ঢাকায় তাদের কর্পোরেট অফিস রয়েছে এবং তাদের শাখা অফিস চট্রগ্রামে। তারা সফটওয়্যার প্রভাইড করে থাকে। দেশ এবং দেশের বাইরে তাদের ব্যবসা রয়েছে।

তারা নিম্নলিখিত জিনিসগুলি ব্যবহার করে থাকে:

  • প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ:
    • ASP .NET,
    • C#
    • VB.NET
    • C ++
    • Framework: .NET
    • JQuery 3
  • কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম: জুমলা, ওয়ার্ডপ্রেস 4. ডাটাবেস: MS SQL সার্ভার, ওরাকল , মাইএসকিউএল 5. অপারেশন সিস্টেম/প্ল্যাটফর্ম: উইন্ডোজ, ওরাকল, লিনাক্স, ইউনিক্স

বাংলাদেশের আইটি কোম্পানি

সেবা সমূহ

  • সফটওয়্যার টেস্টিং
  • সফটওয়্যার কাস্টমাইজেসন
  • ওয়েব এবং ই-কমার্স অ্যাপ ডেভেলপমেন্ট
  • গ্রাফিক্স এবং এনিমেশন
  • অ্যাপ ডেভেলপমেন্ট
  • ডিজিটাল মার্কেটিং

উইডেভস ( WeDevs )

উইডেভস ওয়ার্ডপ্রেস ভিত্তিক পণ্য কোম্পানি যা ব্যবসা এবং উৎপাদনশীলতার জন্য প্লাগইন তৈরিতে বিশেষজ্ঞ। তারা ওপেন সোর্স কোড ডেভেলপমেন্টের জন্য উত্সাহী। তাদের লক্ষ্য বিশ্বমানের শিল্প সমাধান প্রদান করা এবং মানসম্মত সহায়তা প্রদান করা যা ব্যবহারকারীরা সম্পূর্ণরূপে নির্ভর করতে পারে।

২০১২ সালে একটি ওয়েব ডেভেলপমেন্ট স্টার্ট-আপ এবং টেক ব্লগ হিসেবে মাত্র কয়েক জন সদস্য নিয়ে তাদের যাত্রা শুরু হয়েছিল। বিশেষ করে তারা ই-কমার্স সমাধান নিয়ে কাজ করে থাকে। বিভিন্ন ধরনের টুলস এবং প্লাগিন প্রভাইড করে থাকে।

মেস টেকনোলজিস লিমিটেড ( Mesh Technology Limited )

মেস টেকনোলজিস লিমিটেড একটি টেলিকমিউনিকেশন কোম্পানি।

২০০৯ সালে তাদের যাত্রা শুরু হয় এবং বর্তমানে বাংলাদেশ এবং বিশ্বব্যাপী সংস্থার সহযোগী হিসাবে কাজ করছে। প্রযুক্তিগত ক্রিয়াকলাপের বিশাল সংখ্যায় তাদের প্রমাণিত ট্র্যাক রেকর্ড রয়েছে।

বর্তমানে তারা রবি আজিয়াটা লিমিটেড, এরিকসন বাংলাদেশ লিমিটেড, এডটকো বাংলাদেশ কোং লিমিটেড এবং এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের সাথে কাজ করছে।

রেস অনলাইন লিমিটেড ( Race Online Limited )

রেস অনলাইন লিমিটেড দেশের দ্রুততম ইন্টারনেট সেবাদান প্রতিষ্ঠানের মধ্যে একটি। ফাইবার ও ওয়্যারলেস সমাধান ব্যবহার করে বিভিন্ন শ্রেণীর গ্রাহকদের নিরবিচ্ছিন্ন সুরক্ষিত ডেটা এবং ইন্টারনেট সংযোগ প্রদান করে থাকে।

এটি একক অবকাঠামোর উপর বিভিন্ন ধরণের উন্নত মূল্যের সংযোজন পরিষেবা গড়ে তুলেছে তারা। তারা প্রদানকারীদের এবং গ্রাহকদের জন্য সহজ কনফিগারেশন, ব্যবস্থাপনা, এবং প্রভিশনিং সহ অত্যন্ত স্কেলেবল, ডিফারেনটেড, এন্ড-টু-এন্ড আইপি পরিষেবা প্রদান করে থাকে।

আমি চেষ্টা করেছে সেরা সব আইটি কোম্পানির নাম তুলে ধরতে। আপনি যদি দেশের আইটি কোম্পানি গুলোর তালিকা দেখতে চান তাহলে লিঙ্কে ক্লিক করুন।

বাংলাদেশের আইটি কোম্পানি

শেষ কথাঃ

আনপনি বাংলাদেশের মধ্যে যে সমস্ত আইটি ফার্ম গুলো টপের দিকে রয়েছে তাদের একটি তালিকা এবং কাজ সমূহ জানতে পারলেন। এখানে সমস্ত আইটি ফার্ম গুলোর তালিকা তুলে ধরা সম্ভব হয়নি কারণ সমস্ত আইটি ফার্মের তথ্য খুঁজে পাওয়া যায়নি।

বাংলাদেশের আইটি কোম্পানি আর্টিকেলটি কেমন লাগলো সেটি অবশ্যই জানিয়ে দিবেন। সেই সাথে শেয়ার করতে ভুলবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *